Logo
আজঃ শুক্রবার ০৯ জুন ২০২৩
শিরোনাম

বিদ্যুতের মূল্য বৃদ্ধি সরকারের লুটপাটেরই বহি:প্রকাশ: মির্জা ফখরুল

প্রকাশিত:বুধবার ০১ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের মূল্য বৃদ্ধি সরকারের লুটপাটেরই বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গত ১৪ বছরে ১৩ বার বিদ্যুতের মূল্য বৃদ্ধির পর গত জানুয়ারি মাসে ১৯ দিনের ব্যবধানে দু্ই বার এবং সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

নির্বাহী আদেশে আবারও বিদ্যুতের ৫ শতাংশ মূল্য বৃদ্ধিতে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের চরম দুর্ভোগে, দুর্দিনে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে জনগণকে হতাশা ও অন্ধকারে ধাবিত করছে। দুর্নীতি, লুটপাটের দায় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। সরকারের দুর্নীতি, লুটপাট, অপরিণামদর্শী সিদ্ধান্ত, ভ্রান্তনীতি, ব্যর্থতা এবং অযোগ্যতার কারণে জনগণের অর্থনৈতিক অবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে। এর মধ্যে দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস, পানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। 

বিদ্যূতের এই মূল্য বৃদ্ধি সরকারের লুটপাটেরই বহি:প্রকাশ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এই মূল্য বৃদ্ধিতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি কলকারখানা ও কৃষিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। প্রতিটি পণ্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে এসব পণ্যের দাম আরও বাড়বে, জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের প্রতিটি নীতি হচ্ছে হরিলুটের নীতি, জনগণ মরে যাক, তাতে সরকারের কিছুই আসে যায় না। গণবিরোধী সরকারের অঙ্কটি খুবই সোজা। তারা চুরি করে ক্ষতির টাকা জনগণের পকেট কেটে তা পূরণ করছে।’

তিনি আরও বলেন, আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গে এর ‘ব্যাড ইম্প্যাক্ট’ খুবই স্পষ্ট হয়ে উঠেছে। সারাদেশের মানুষ এই ঘোষণার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। জনগণ বিদ্যুতের মূল্য বৃদ্ধির এই গণবিরোধী ও অযৌক্তিক সরকারি সিদ্ধান্ত প্রত্যাখান করেছে। দেশের মানুষের নিকট বর্তমান ভোটারবিহীন সরকারের কোনো জবাবদিহিতা ও কর্তব্যবোধ নেই বলেই জনগণের ওপর জুলুম চালানো হচ্ছে। জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অবৈধ আওয়ামী লীগ সরকার।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান বিনা ভোটের সরকার জবাবদিহিতার তোয়াক্কা করে না বলেই একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে। দাম বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠলেও সরকার তা পরোয়া করে না। দুর্নীতি ও লুটপাটের ওপর নির্ভর করার জন্য জনগণের কষ্টের কথা বিবেচনায় না নিয়ে বিদ্যূতের দাম বৃদ্ধি করা হয়েছে। ইতোপূর্বে বেশ কয়েকবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে দেশের মানুষ যখন ক্ষুব্ধ, তখন আবারও নতুন করে বিদ্যূতের মূল্য বৃদ্ধিতে জনগণ এখন দিশেহারা হয়ে পড়েছে।

বিদ্যুতের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দলসমূহ বিদ্যুৎ, গ্যাস ও চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং জনদুর্ভোগ সৃস্টিকারী সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। এই আন্দোলনকে আরও বেগবান করে দাবি আদায় করতে হবে।


আরও খবর



অভিনেত্রীর শিরিন শিলার পায়ে ধরে ক্ষমা চাইলেন সেই ভক্ত

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ১৫০জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:প্রিয় তারকাকে কাছে পেলে মাঝেমধ্যেই নানা কাণ্ড ঘটিয়ে বসেন ভক্তরা। আর তাদের আবদার মেটাতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তারকাদের। গত সোমবার এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী শিরিন শিলা। শুটিং সেটে এক ভক্ত তাকে প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দিয়েছেন। এই ঘটনায় যথেষ্ট বিব্রত অভিনেত্রী।

বিষয়টি নিয়ে আজ বুধবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন শিরিন শিলা। এতে প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দেওয়া সেই ভক্তকে অভিনেত্রীর পা ধরে ক্ষমা চাইতে দেখা গেছে।

ভিডিওতে শিরিন শিলা বলেন, ‘আজ আমি তাকে আনতে লোক পাঠিয়েছিলাম। তার বাসায় বউ আছে, মা আছে। পুরো ফ্যামিলির সবাই আছে। ইভেন সে রিকশা চালায়। ওর মাথায় নাকি সমস্যা। ও সুস্থ স্বাভাবিক। ও বড় অ্যাক্টিংবাজ, মিথ্যাবাদী, প্রতারক।

কেন এ কাজটা করেছ জানতে চাইলে- ওই ভক্ত শিরিন শিলার পা জড়িয়ে ধরে ক্ষমা চান। তাকে বলতে শোনা যায়, ‘আমার ভুল হয়ে গেছে। আমার মাথায় সমস্যা।

এর আগে বিষয়টি নিয়ে জানতে চাইলে শিরিন শিলা বলেন, ‘নতুন একটি সিনেমার শুটিং স্পটে একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে কথা বলতে চায়। আমিও তাকে কাছে ডেকে কথা বলতে শুরু করি। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি। 

‘কিন্তু বিদায় নিয়ে চলে আসতে চাইলে ও আমাকে বলে, কখনো গাড়িতে চড়েনি, তাই আজকে আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই কথা বলেই সে আমাকে আবার জড়িয়ে ধরে। এরপরেই আচমকা আমার গালে চুমু খেয়ে বসে। এই ঘটনায় হতভম্ব হয়ে যাই। এ সময় শুটিং সেটের লোকেরা ছেলেটিকে সরিয়ে দিলে আমি গাড়িতে উঠে পড়ে,’ বলেন এই অভিনেত্রী।

শিরিন আরও বলেন, ‘আমরা অভিনেত্রী। দর্শকদের আনন্দ দেওয়াই আমাদের কাজ। দর্শকদের ভালোবাসায় আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি, কিন্তু আজকের ঘটনা আমার জন্য চরম বিব্রতকর। ছেলেটিকে দেখে মায়া হওয়ায় কাছে টেনে নিয়েছিলাম। কিন্তু সে যে কাজ করল, এতে মানুষের ওপর থেকে বিশ্বাসটাই উঠে গেল।

কয়েকদিন আগেই একই রকম এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ভারতের অভিনেত্রী অহনা কুমার। ছবি তোলার সময় এক ভক্ত তার কোমর জড়িয়ে ধরেছিলেন। পরে সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন তিনি। এবার একই রকম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন শিরিন শিলা।

প্রসঙ্গত, ‘দ্য রাইটার’ সিনেমাটি নির্মাণ করছেন অপূর্ব রানা। এতে শিরিন শিলার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ। থ্রিলারধর্মী এই সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য পরিচালনা করেছেন এ এইচ এম এনামুল হক। পর্দায় এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে শিরিন শিলাকে।


আরও খবর



ডিএমপির তিন উপকমিশনারকে বদলি

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন উপকমিশনারকে বদলি করা হয়েছে। আজ শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে দেখা যায়, গোয়েন্দা ওয়ারী বিভাগের উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেনকে রমনা বিভাগে, রমনা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহকে গুলশান বিভাগে এবং গুলশান বিভাগের উপকমিশনার মো. আ. আহাদকে গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

আদেশটি দেখতে ক্লিক করুন


আরও খবর



ড্রোন হামলা মস্কোতে

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে সেখানকার বেশকিছু ভবন সামন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলায় কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া মস্কোর দিকে আসা আরও কিছু ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। আজ মঙ্গলবার ভোর নাগাদ রাশিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছেন, ঘটনাস্থলে শহরের সকল ধরনের জরুরি পরিষেবা হাজির হয়েছে।

এ ছাড়া মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়োভ টেলিগ্রাম চ্যানেলে বলেন, মস্কোর দিকে আসা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ক্রেমলিন 

তবে কারা এইসব ড্রোন দিয়ে হামলা চালিয়েছে- তা এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ার বেশ কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, মস্কোর উপকণ্ঠে এবং তার নিকটবর্তী অঞ্চলে ১০টি মধ্যে চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সোবিয়ানিন বলেছেন, বেশ কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ জানিয়েছেম মস্কোর প্রফসোইজনাইয়া স্ট্রিটে ভবনের বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে।


আরও খবর



অর্থ জালিয়াতি মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃমুন্সীগঞ্জের লৌহজং উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন অর্থ জালিয়াতি মামলায় গ্রেপ্তার হয়েছে।

রবিবার (২৮ মে) দুপুরে ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে অগ্রীম জামিন চাইলে ম্যাজিস্ট্রেট নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকার ইসলামপুরের কাপড় ব্যবসায়ী সোহেল আহমেদের পক্ষে আনোয়ার হোসেন রিয়েল চেক জালিয়াতির সাতটি মামলা দায়ের করেন।

জানা যায়, সাদনিন ফেব্রিক্স থেকে ২০১৮ সালে ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার মালামাল বাকিতে ক্রয় করেন বিক্রমপুর ফ্যাশন হাউজের ফরহাদ বয়াতি। পরে ২০১৯ সালের ৭টি চেক ও ২০২০ সালের ৬টি চেকসহ মোট ২৪টি চেক প্রদান করে। এর মধ্যে একটি চেকও পাস হয়নি। সে প্রেক্ষিতে কোর্টে গিয়ে সাতটি মামলা দায়ের করেন ভুক্তভোগী আনোয়ার হোসেন।

বাদী আনোয়ার হোসেন রিয়েল জানান, বিক্রমপুর ফ্যাশন হাউজের প্রোপাইটর ফরহাদ বয়াতী ওরুফে ফরহাদ হোসেন ইমন আমাদের সাদনিন ফেব্রিক্সের সাথে ব্যবসা শুরু করে। প্রথম থেকেই বাকি নিতো। কিন্তু ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকা পাওনা হই। পরে ২০১৯ সালে আমাদের ৭টি চেক ও ২০২০ সালের ৬টি চেকসহ মোট ২৪টি চেক দেয়। এ চেকগুলো ব্যাংকে নিয়ে গেলে চেক পাস হয় না। পরে ফরহাদের নিকট টাকা চাইলে আমাদের হুমকি ধমকি দেয়। পরে বাধ্য হয়ে কোর্টে মামলা দায়ের করি। রবিবার ফরহাদ কোর্টে অগাম জামিন চায় কিন্তু বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট মহোদয় জামিন নামঞ্জুর করে এবং গ্রেপ্তার করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।

এদিকে ফরহাদ হোসেন ইমন ২০১৯ সালের ২৯ মে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন অপকর্ম ও পদ বাণিজ্যের অভিযোগ পাওয়া গিয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে কমিটি গঠনের পর আগামী ৯০ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়। কিন্তু এ নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২ বছর পরে ২০২১ সালের ২৭ জুলাই পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সে কমিটি নিয়েও নানান অভিযোগ রয়েছে। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করার কথা থাকলেও সে কমিটি করে ১৯৪ সদস্য বিশিষ্ট। গঠণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবাহিত, ছাত্রদলের নেতা, প্রবাসী, বহিষ্কৃতদের পদ দেয়া হয়। সিনিয়র সহ-সভাপতি পদটি সজিব মোল্লার কাছ থেকে আইফোনের বিনিময়ে পদ দেন। আরেক সহ-সভাপতি রোবেল মোল্লা ও জুবায়ের সিকদার বিবাহিত বলে অভিযোগ রয়েছে। এছাড়াও একই পদের সজল ফরাজী প্রবাসে রয়েছেন। খিদিরপাড়া ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি তন্ময় মণ্ডলকে উপজেলা কমিটির সহ-সম্পাদক করা হয়েছে। এমনি ফরহাদ ব্যক্তিগত জীবনে বিবাহিত। এ ঘটনায় লৌহজং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানান, ব্যবসা করলে লেনদেন হবে এটা স্বাভাবিক। ফরহাদ গ্রেপ্তার হয়েছে এ বিষয়ে আমরা অবগত আছি। দ্রুত ফরহাদের বিষয়ে আমরা তদন্ত কমিটি গঠন করবো। এ ঘটনার সত্যতা প্রমাণিত হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ওর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর



বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:এ বছরে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব হিসেবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন ফোর্বস। বুধবার সেরা ধনী ক্লাবগুলোর একটি তালিকা ঘোষণা করে এই ম্যাগাজিনটি।

সবচেয়ে ধনী ১০ ক্লাবের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক (৬টি) ক্লাব ইংলিশ লিগের। ক্লাবগুলো হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহাম হটস্পার ও আর্সেনাল। স্প্যানিশ লিগে সেরা দশ ধনী ক্লাবের মধ্যে রিয়াল মাদ্রিদ ছাড়া আছে বার্সেলোনা। এছাড় জার্মানি (বায়ার্ন মিউনিখ) ও ফ্রান্স (পিএসজি) থেকে আছে একটি করে দল।

ফোর্বসের তথ্যানুযায়ী, বিশ্বের শীর্ষ ৩০ ক্লাবের গড় আয় ২.১৭ বিলিয়ন ডলার। গত বছর ২০টি ক্লাবের গড় আয় বের করা হয়েছিল। যার গড় পরিমাণ ছিল ২.৫৩ বিলিয়ন ডলার। এ বছর শীর্ষ ২০ ধনী ক্লাবের গড় আয় ২.৮৯ বিলিয়ন ডলার। অর্থাৎ, ক্লাবগুলোর আয় বেড়েছে ১৪ শতাংশ।

শীর্ষ ধনী রিয়াল মাদ্রিদের আয় ৬.০৭ বিলিয়ন ডলার, যা গত বছরের চেয়ে ১৯ শতাংশ বেশি। গত বছরের চেয়ে আয় ৩০ শতাংশ বেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পদমূল্য ৬ বিলিয়ন ডলার। বর্তমানে ক্লাবটির মালিকানা গ্লেজার পরিবারের হাতে।

২০০৪ সাল থেকেই (করোনার কারণে ২০২০ সাল ছাড়া) সবচেয়ে ধনী ক্লাবগুলোর তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। সেরা ধনীর তালিকায় সেরা পাঁচের মধ্যে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড সবসময়ই ছিল। এর মধ্যে রিয়াল ৭ বার ও ম্যানচেস্টার ইউনাইটেড ১১ বার প্রথম স্থান লাভ করে। বার্সেলোনা ২০২১ সালে প্রথমবারের মতো সবচেয়ে ধনী ক্লাবের তকমা পায়।

ধনীর তালিকায় সবচেয়ে বড় লাফ দিয়েছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। ২০২১ সালে সৌদি আরবের একটি বিনিয়োগ সংস্থা ৩৭৮ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয়। বর্তমানে ক্লাবটির মূল্য ৭৯৪ মিলিয়ন ডলার। যা গত বছরের তুলনায় ৫১ শতাংশ বেশি। এ বছর চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।

 

 

ক্রম       ক্লাবের নাম                                         সম্পদের পরিমাণ (ডলার)

১             রিয়াল মাদ্রিদ                                     ৬.০৭ বিলিয়ন

২             ম্যানচেস্টার ইউনাইটেড                        ৬ বিলিয়ন          

৩            বার্সেলোনা                                         ৫.৫১ বিলিয়ন                   

৪             লিভারপুল                                         ৫.২৯ বিলিয়ন

৫            ম্যানচেস্টার সিটি                                 ৪.৯৯ বিলিয়ন

৬            বায়ার্ন মিউনিখ                                    ৪.৮৬ বিলিয়ন

৭             প্যারিস সেন্ট জার্মেই                            ৪.২১ বিলিয়ন

৮            চেলসি                                              ৩.১ বিলিয়ন

৯             টটেনহাম হটস্পার                               ২.৮ বিলিয়ন

১০          আর্সেনাল                                           ২.২৬ বিলিয়ন


আরও খবর