Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

বিদ্যুতের দাম আবার বাড়ল

প্রকাশিত:মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকপর্যায়ে আবার বাড়ল বিদ্যুতের দাম। সরকারের নির্বাহী আদেশে ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও ৫ শতাংশ বাড়ানো হলো।

আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী মার্চের বিদ্যুতের বিলেই নতুন এ দাম কার্যকর হবে।

এবারও বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হলো। গত ১৪ বছরে এ নিয়ে ১২তমবারের মতো গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলো।

সবশেষ ৩০ জানুয়ারি ৫ শতাংশ খুচরা এবং পাইকারিপর্যায়ে ৮ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। তার ১৮ দিন আগে গত ১২ জানুয়ারি খুচরাপর্যায়ে ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। এ নিয়ে গত দুই মাসের ব্যবধানে খুচরাপর্যায়ে তিন দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়।

এর আগে গত ২১ নভেম্বর পাইকারি বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়িয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। সেই সময় বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানো হয়। ইউনিটপ্রতি ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়, যা ডিসেম্বর থেকে কার্যকর করা হয়।


আরও খবর



যেকোনো সময় পাল্টা আক্রমণ শুরু হবে: জেলেনস্কি

প্রকাশিত:সোমবার ০১ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৪ মে ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: রুশ বাহিনীর বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শিগগিরই শুরু হতে যাচ্ছে। তবে কবে, কখন শুরু হতে যাচ্ছে সে সময় উল্লেখ করেননি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত শনিবার ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন ও নরওয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেন, ‘পাল্টা আক্রমণ শুরু হবে।

সাক্ষাৎকারের একটি ভিডিও জেলেনস্কির টেলিগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে, সেখানে তিনি বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি, যেকোনো সময় ঘটবে।

জেলেনস্কি বিশ্বাস করেন, ‘পাল্টা আক্রমণের মধ্য দিয়ে হারানো ভূখণ্ড পুনরুদ্ধার সম্ভব। তবে এজন্য এখনও কিছু ‘নির্দিষ্ট কিছু অস্ত্রের প্রয়োজন।

গত সপ্তাহে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছিলেন, ‘পাল্টা আক্রমণের আগে কোনো ঘোষণা দেওয়া হবে না।

গত কয়েক মাস পশ্চিম থেকে অস্ত্র সংগ্রহ করেছে ইউক্রেন। দীর্ঘদিন ধরে রক্ষণাত্মক অবস্থানে থাকার পর এবার রাশিয়াকে দাঁতভাঙা জবাব দেওয়া জন্য প্রস্তুত ইউক্রেনীয় সেনারা। পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে কয়েক মাস ধরে আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচ্ছে ইউক্রেন। বিদেশের মাটিতে তারা এখন বড় পরিসরে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। খবর: সিএনএন


আরও খবর



ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ৩ বছরের ঘুমন্ত শিশু মৃত্যু

প্রকাশিত:সোমবার ০১ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২নং আখানগর ইউনিয়নে চতুরাখোর (৯নং ওয়ার্ড) গ্রামের রান্না ঘরে আগুন লেগে ৩টি পরিবারের ৮ টি ঘর সহ নগদ অর্থ ও যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় দিনমজুর রতন আলীর ৩ বছরের শিশুপুত্র মো: মোস্তাকিম আগুনে পুড়ে মৃত্যুবরণ করে।৩০ এপ্রিল রোববার বিকেল ৪টার দিকে আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শিশু মোস্তাকিম একটি ঘরে ঘুমিয়ে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুটিকে বের করারও সময় পায়নি পরিবারের সদস্যরা।

সে ঘরের মধ্যে পুড়ে মারা গেছে। এ সময় ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নিভলে ছাইয়ের স্তূপ থেকে শিশুটির ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশা বলেন, অগ্নিকাণ্ডের খবর শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, তাদের তিন পরিবারের প্রায় ৫ লাখ টাকার বেশি মালামাল পুড়ে গেছে এছাড়াও তাদের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।’ শিশুটির বাবা রতন আলী দিনমজুর। তাঁর দাবি, ঘরে থাকা নগদ ৩ লাখ ২০ হাজার টাকাও পুড়ে ছাই হয়ে যায়।

আরও খবর



বনভূমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

আমান উল্লাহ, কক্সবাজার: সরকারি জমি দখল করে অবৈধ  স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন প্রশাসন গত শনিবার (০৬ মে) দুপুরে লিংকরোড বিটের মোহরীপাড়া, কলাতলীর চন্দ্রিমা এলাকায় এবং কলাতলীর লাইটহাউজ পাড়ায় পৃথক অভিযানে বেশ কয়েকটি অবৈধভাবে গড়ে উঠা ঘর ভেঙে দিয়েছে প্রশাসন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়ার নেতৃত্বে র্যাব-১৫ কক্সবাজার বন বিভাগ অভিযানে অংশ নেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, রেঞ্জের ঝিলংজা মৌজার সরকারী রক্ষিত বন ভূমির জায়গা দখল করে লিংকরোড বিটের মুহুরীপাড়া, কলাতলীর চন্দ্রিমা এলাকা এবং কলাতলীর লাইটহাউজ পাড়ায় অবৈধ বসতি গড়ে তোলা হয়েছে দুপুরে লিংকরোডে অভিযানে কয়েকটি ঘর গুঁড়িয়ে দেয়া হয়েছে অন্যদিকে চন্দ্রিমা লাইটহাউজ পাড়ায়ও বেশ কয়েকটি ঘর গুঁড়িয়ে দেয়া হয় এবং সরঞ্জামাদী গাড়ি করে নিয়ে আসা হয়েছে তিনি জানান , দীর্ঘদিন থেকে কিছু ভূমিদস্যু সরকারি জায়গা দখল করে প্লট আকারে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করছে 

এমন অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়া জানান, অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বেশ কয়েকটি বসতি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যাঁরা তাদের জায়গা বলে দাবি করছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। এরআগে কেউ কাজ করতে পারবেনা বলে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। কেউ অবৈধভাবে সরকারি জমি দখল করতে পারবেনা। বিষয়ে পৃথকভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সমীর রঞ্জন সাহা 


আরও খবর



মাগুরা জেলা বিএনপির ২৪ জন নেতা কর্মীর জেল থেকে মুক্তি

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: মাগুরা জেলা বিএনপির ৭ জন নেতা কর্মী বুধবার মাগুরা  জেল হাজত থেকে মুক্তি পেয়েছে। বাকি ১৮ জন বৃহস্পতিবার জেল থেকে মুত্তি পায়। গত ৭ মে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে। গত ২৭ এপ্রিল  মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে বিএনপি ও অংগ সংগঠনের ৩০ জন নেতা কর্মী আত্মসমার্পন করলে বিঞ্জ জেলা ও দায়রা জজ অমিত  কুমার রায় ৬  জনের জামিন মঞ্জুর করে বাকী ২৪ জনের  জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারী মাগুরা শহরতলীর পারলা প্রাথমিক বিদ্যালয় এলাকার ঘটনা উল্লেখ করে পুলিশ বিএনপি ও অংগ সংগঠনের ৩৬ জনকে আসামী করে বিস্ফোরক আইনে গত ২৩ ফেব্রুয়ারী মাগুরা সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা নং ৬৭/২০২৩  দায়ের করে।

আসামীরা গত ১ মার্চ ২৩ উচ্চ আদালতে  হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশে আসামীরা গত ১১ মার্চ মাগুরা জেলা জজ আদালতে হাজির হলে আদালত ২৭ এপ্রিল জামিন শুনানীর জন্য দিন ধার্য করেন। সে মোতাবেক আসামীরা  ২৭ এপ্রিল মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্ম সমার্পন করলে বিজ্ঞ আদালত ৬ জনের জামিন মঞ্জুর করে  মাগুরা পৌর বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, যুবদল নেতা ফরিদ খানসহ ৬ জনের জামিন মঞ্জুর করে।  জেলা বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, যুবদল নেতা মিজানুর রহমান সহ বাকী ২৪ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ৭ মে হাইকোর্টে তাদের জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বুধবার ১০ মে ও ১১ মে নেতাকর্মীরা মাগুরা জেলখানা থেকে মুক্তি পান। এ সময় জেলা বিএনপি, যুবদল ছাত্রদল, মৎস্যজীবী দলের নেতাকর্মীরা তাদের ফুলদিয়ে জেল গেটে অভ্যর্থনা জানান।
 

আরও খবর



জেলা প্রশাসক কতৃক জেলা রেজিস্ট্রি অফিস পরিদর্শন

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৬ মে ২০২৩ | ৮২জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বুধবার  ০২ মে বিকেলে জেলা রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। 

এসময় উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার  মোহাম্মদ সেলিম মল্লিক,সদর সাব-রেজিস্ট্রার  মো: আদনান নোমান, জেলা রেজিস্ট্রি অফিসের সকল কর্মচারীবৃন্দ, দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

জেলা রেজিস্ট্রি অফিস থেকে চার উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত দলিলাদি সম্পর্কিত যাবতীয় তথ্য সরবরাহ করা হয়। এছাড়া নিকাহ ও তালাক সম্পর্কিত নকলও এ কার্যালয় থেকে সরবরাহ করা হয়। এ সম্পর্কে জেলা প্রশাসক খোঁজ খবর নেন।


পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, সেবাগ্রহীতাদের সেবার মান বৃদ্ধিসহ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তিনি জেলা রেজিস্ট্রি অফিস ও সকল সাব-রেজিস্ট্রি অফিসের ওয়েবসাইট যথাযথভাবে হালনাগাদ করার নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

আরও খবর