Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যা বললেন ডিএমপি কমিশনার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৫১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং। শত চ্যালেঞ্জ মোকাবিলা করেও ট্রাফিক পুলিশে কর্মরত সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যানজট নিরসনে দক্ষতার পরিচয় দিচ্ছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা তিনি এসব কথা বলেন।

বিদায়ী ডিএমপি কমিশনার বলেন, ঢাকার রাস্তার ধারণ ক্ষমতা ২ লাখ গাড়ির, অথচ সেখানে প্রতিদিন ১৪ লাখ গাড়ি চলাচল করছে। এরপরও ডিএমপির ট্রাফিক পুলিশ রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রোবটের মতো দায়িত্ব পালন করে ঢাকার চাকা সচল রেখে চলেছে। একটি সভ্য ট্রাফিক ব্যবস্থায় চারটি ‘ই’ এর প্রয়োজন হয়। পুলিশ শুধু ল’ এনফোর্সমেন্টের দায়িত্ব পালন করে থাকে। এর পাশাপাশি এডুকেশন, ইঞ্জিনিয়ারিং ও এনভারমেন্টের সমন্বয় করতে পারলে ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব।

অনুষ্ঠানে বিদায়ী অতিথির কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন ট্রাফিক বিভাগে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক এবং বাংলাদেশ পুলিশের উন্নয়নে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

উল্লেখ্য, খন্দকার গোলাম ফারুক ডিএমপির ৩৫তম পুলিশ কমিশনার হিসেবে গত ২০২২ সালের ২৯ অক্টোবর যোগদান করেন। ৩২ বছর ৮ মাস ১০ দিনের চাকরি জীবন শেষে এ পুলিশ কর্মকর্তা ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা.আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো.আসাদুজ্জামান,  অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদসহ ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




র‍্যাবের ৪৩২ টহল দল কাজ করছে দেশজুড়ে

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১১০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ষষ্ঠ দফা অবরোধের প্রথম দিন আজ (বুধবার)। এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে র‍্যাবের ৪৩২টি টহল দল মোতায়েন করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৪৮টি টহল দলসহ সারাদেশে ৪৩২টি টইল দল মোতায়েন রয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান আরও জানিয়েছেন, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাস স্ট্যান্ড, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রাখা হয়েছে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৭০

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :সারাদশেে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় ৭ জন, ঢাকার বাইরে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা ১৪৯৬ জনে দাঁড়িয়েছে। এই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪৭০ জন রোগী। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৫১ জন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৯০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৫৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৯৫ হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৪ হাজার ২২৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯০ হাজার ৮১৫ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৮৭ হাজার ৬৪১ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১ হাজার ৮০০ এবং ঢাকার বাইরে ১ লাখ ৮৫ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২২ সালে ডেঙ্গুতে মারা যান ২৮১ জন এবং হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ওই বছর ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




সুন্দরগঞ্জে জাকের পার্টির মনোনয়ন পেলেন সাংবাদিক মোশাররফ হোসেন বুলু

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাকের পার্টির প্রা্র্থি হিসেবে মনোনয়ন পেয়েছেন সাংবাদিক মো. মোশাররফ হোসেন বুলু।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাকের পার্টির মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন বুলু।মোশাররফ হোসেন বুলু সুন্দরগঞ্জ উপজেলা  জাকের পার্টির সাধারণ সম্পাদক ও i8lqসুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি।

এর আগে, সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসন থেকে অংশ নেওয়ার জন্য তার হাতে মনোনয়নপত্র তুলে দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
এবিষয়ে জাকের পার্টির মনোনীত প্রার্থী মো. মোশাররফ হোসেন বুলু বলেন, সুন্দরগঞ্জ  একটি অবহেলিত উপজেলা। এ উপজেলার অধিকাংশ ইউনিয়ন নদী বেষ্টিত। স্বাধীনতার পর থেকে এ আসনে কাঙ্খিত কোন উন্নয়ন হয়নি। যারাই এ আসন থেকে নির্বাচিত হয়েছিল তারা সবাই নিজেদের আখের গুছিয়েছেন। তাই অবহেলিত জনপদের ও নির্বাচনী এলাকার সামগ্রীক উন্নয়নের একবুক আশায় নির্বাচনে অংশগ্রহণের জন্য জাকের পার্টি থেকে মনোনীত হয়েছি। 

তিনি আরও বলেন, অঢেল টাকা নয়, জনগণের দ্বারে দ্বারে গোলাপের সুরভি ছড়িয়ে দিব। এভাবেই আমরা সকলকে উজ্জীবিত করব পরিবর্তনের পথে। বিজয় হবে ইনশাআল্লাহ।

গাইবান্ধা-১ সংসদীয় আসনটি সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও পনেরটি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার।

আরও খবর



মনোনয়ন পত্র জমা দিলেন সৈয়দ একরামুজা্জামান

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া:৩০ নভেম্বর ২০২৩ রোজ বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রসাশকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসিরনগর আসনের হেভিওয়েট স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সৈয়দ একরামুজ্জামানের মননোয়ন পত্র জমা দেয়া হয়েছে। নাসিরনগরের সর্বদলীয় নেতৃবৃন্দের মিলন মেলা পরিনত হয়।জানা গেছে হঠাৎ ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসন থেকে দলীয় সিদ্ধান্তের বাহিরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন একরামুজ্জামান সুখন।

তার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামানকে বহিষ্কার করেন বিএনপি।এবার তার বহিস্কারে বিষয় নিয়ে মুখ খুললেন তিনি।দল থেকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে একরামুজ্জামান  বলেন,এটা একটা স্বাভাবিক নিয়মেই হয়েছে।দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করতে চাইলে ওনারা এভাবেই বহিষ্কার করে। সবাইকেই করে।আগেও করেছে। এটা অস্বাভাবিক কিছু না। আমার এ ব্যাপারে কোনো মন্তব্য নেই।

তবে আমার নিজের সিদ্ধান্তেই আমি নির্বাচনে যোগ দিয়েছি। হয়তো দলের সিদ্ধান্ত অন্যরকম ছিল। অনেক সময় তো মানুষ একাও চলে। কোনো কারণে আমি মনে করেছি, নির্বাচন বর্জন করাটা আমার জন্য কিংবা আমার এলাকার জনগণের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এজন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার দল বিএনপি এটা এড়িয়ে গেলেও পারত। বিএনপি আমাকে বহিষ্কার করেছে।আমি বিএনপি থেকে বের হয়ে আসিনি।নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার উপরে কোন ধরনের চাপ ছিল কি না?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি এটাকে চাপ বলব না, তবে আমাকে বিভিন্ন সরকারি মাধ্যম থেকে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, আপনারা যারা এলাকায় জনপ্রিয় ব্যক্তি আছেন আপনারা নির্বাচনে অংশগ্রহন করেন,পরে এটা প্রমাণ হবে। দেখি কী প্রমাণ হয়।২৮ নভেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনকে বহিষ্কারের কথা জানানো হয়।

জানা গেছে তিনি ২০০৮ এবং ২০১৮ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর  আসনে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। তবে এর আগেও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন । ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কুলা’ প্রতীক নিয়েও নির্বাচন করেছিলেন তিনি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একরামুজ্জামানের বহিস্কার আর স্বতন্ত্র প্রার্থী হয়ে এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহন নিয়ে এলাকার জনগণের মাঝে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মধুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে ছরো-হামিদের পরাজয়

প্রকাশিত:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

বাবুল রানা, বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গোলাবাড়ি বাসস্ট্যান্ডে গত ৪ডিসেম্বর সোমবার বাসচাপায় আব্দুল হামিদ ও অটোভ্যান চালক ছরোয়ার হোসেন(ছরো) গুরুতর ভাবে আহত হয়।ঘটনাটি ঘটে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী বাসস্ট্যান্ড নামক স্থানে।এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক প্রায় একঘন্টা অবরোধ করে রাখে। পরবর্তীতে আন্দোলনকারীদের দাবি পুরণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয় ক্ষুব্ধ এলাকাবাসী।

বলাবাহুল্য, গত ৪ ডিসেম্বর সোমবার বিকালে গোলাবাড়ী থেকে মধুপুরগামী ব্যাটারি চালিত অটোভ্যানকে মধুপুরগামী বিনিময় পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে অটোভ্যান চালক ছরোয়ার হোসেন ও আব্দুল হামিদ গুরুতর ভাবে আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুইজনকেই ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

টানা ৫দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে গত ৭ডিসেম্বর বৃহস্প্রতিবার ভোর রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় অটোভ্যান চালক সরোয়ার হোসেনের মৃত্যু হয়।ছরোয়ার হোসেনের মৃত্যুর ২৪ ঘন্টা পার হতে না হতেই শুক্রবার ৮ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় অটোভ্যানে থাকা একমাত্র যাত্রী আব্দুল হামিদের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি মধুপুর উপজেলাধীন গোলাবাড়ি ইউনিয়নের লোকদেও গ্রামে।একজনকে কবরস্থ করার আগেই আরেক জনের মৃত্যুর খবর শুনে এলাকাবাসী বাকরুদ্ধ হয়ে পড়ে।

এ যেনো এক অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল যা এলাকাবাসীর হৃদয়কে স্তম্ভিত করে দিয়েছে।স্থানীয় লোকজন জানান, চলতি বছরে শুধু মাত্র এই গোলাবাড়ি বাসস্ট্যান্ডের আশেপাশে বিনিময় পরিবহনের অযোগ্য অনভিজ্ঞ ড্রাইভার ও অপ্রাপ্ত বয়স্ক হেলপার দিয়ে গাড়ী চালানোর কারণে প্রায় ৩০/৩৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কেনো বারবার সাধারণ পথচারী বিনিময় গাড়ির কারণে সড়ক দুর্ঘটনার শিকার হয়? কারণ হিসেবে প্রত্যক্ষদর্শীরা বলেন, ধনবাড়ি  থেকে মধুপুর আসতে সাধারণত ২০মিনিট সময় লাগে কিন্তু মধুপুর থেকে বেশি যাত্রী নেওয়ার আশায় অন্য গাড়ির সাথে পাল্লা দিয়ে ৭/৮ মিনিটেই মধুপুরে চলে আসে।

মধুপুর থেকে বেশি যাত্রী নিতে গিয়ে দুই গাড়ির পাল্লা-পাল্লিতে রাস্তার সাধারণ পথচারী হয়ে যাচ্ছে মৃত্যু পথযাত্রী। তারা আরও জানান, প্রতিনিয়ত এই একই স্থানে সাধারণ পথচারী সড়ক দুর্ঘটনায় কবলিত হচ্ছে। আমরা বারবার উর্ধতন কর্তৃপক্ষের কাছে এই গোলাবাড়ি বাসস্ট্যান্ডের দুইপার্শ্বে দুটি স্পিড ব্যাকার (বিট)এর দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে যাচ্ছি কিন্তু আজও অব্দি আমাদের দাবি পুরণ হয়নি। স্থানীয়রা জানান, বেপরোয়া বিনিময় গাড়ি বন্ধের দাবিতে অবরোধ করা হলেই উপজেলা প্রশাসন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে থামিয়ে দেন।

তাদের এই মিথ্যা আশ্বাসের কারণে প্রতিনিয়ত এই এলাকায় সড়ক দুর্ঘটনায় সাধারণ পথচারীদের মৃত্যুর মিছিল বেড়েই চলছে। সর্বশেষ ৪ ডিসেম্বর সোমবার গোলাবাড়ি বাসস্ট্যান্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবারও বেপরোয়া বিনিময় গাড়ির ঘাতক ড্রাইভার কেড়ে নিলো ২টি তাজা প্রাণ। শুধু মৃত্যুতেই সীমাবদ্ধ নয়, সড়ক দুর্ঘটনায় আহত শতশত অসহায় মানুষ আজ পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যু অথবা পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকার কারণে অনেক সচ্ছল পরিবারের সন্তান আজ টাকার অভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় এলাকাবাসী আর এমন অকাল মৃত্যুর মিছিল দেখতে চায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী, অতি দ্রুত সময়ের মধ্যে এই গোলাবাড়ি বাসস্ট্যান্ডে দুইটি স্প্রিড ব্যাকার (গাড়ী গতিরোধ বিট) তৈরী এবং ধনবাড়ি থেকে পরিচিত বিনিময় পরিবহনের অদক্ষ ড্রাইভার ও হেলপার দিয়ে গাড়ী চালানো মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানান, তা নাহলে পরবর্তীতে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় না হওয়া পর্ষন্ত আবারও রাস্তা অবরোধ করবেন বলে জানান তারা।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর