Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সৃজিত

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৪জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:কয়েকদিন ধরেই দুই বাংলায় গুঞ্জন ছড়িয়েছে টালিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভেঙে যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত নেননি এই দুই তারকা।

শোনা যাচ্ছে, অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সৃজিত। আর সেই কারণেই নাকি ডিভোর্স চাচ্ছেন মিথিলা। শুধু তা-ই নয়, কয়েক মাসের মধ্যে নাকি মেয়ে আয়রাকে নিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা। 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর খবরে বলা হয়েছে, সম্প্রতি দুই বাংলা জুড়েই গুঞ্জন ছড়িয়েছে বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা দম্পতি। বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন সৃজিত। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

সৃজিত বলেন, ‘আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনো ভিত্তি নেই। মধ্যপ্রদেশে শ্যুটিংয়ে ব্যস্ত আমি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।

অন্যদিকে এক সংবাদমাধ্যম মিথিলাকে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রশ্ন করাতে তিনিও তার স্বামীর সুরেই সুর মিলিয়েছেন।  এই অভিনেত্রী জানিয়েছেন, সৃজিত কাজের সূত্রে বাইরে থাকেন, তিনিও নতুন ছবি নিয়ে ব্যস্ত। তাই তাদের একসঙ্গে দেখা যায় না খুব বেশি। আর সেই ফাঁকে তাদের নিয়ে এসব রটে। তিনিও এই গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ তকমা দিয়েছেন।

এর আগে গত বছরের নভেম্বরে গুঞ্জন চাউর হয়েছিল বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা। এ দুই তারকার সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে এর সূচনা হয়েছিল। পরবর্তী সময়ে মিথিলা দাবি করেন, ‘এটি মিথ্যা, অনৈতিক।’

উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সুদীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন মিথিলা। তাদের একমাত্র কন্যা আয়রা। 

এরপর ২০১৯ সালে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সংসার জীবন শুরু করেন মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে ভারত ও বাংলাদেশ, দুই দেশেই থাকেন মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে প্রায়ই আবেগঘন পোস্ট করতে দেখা যায় সৃজিতকে। কয়েক মাস আগে মেয়েকে সঙ্গে নিয়ে একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন তারা।


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




রূপগঞ্জে হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়কের ময়লা-আবর্জনা স্তুপ অপসারণ

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের   রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গোল চত্তর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের দীর্ঘদিনের ময়লা আবর্জনা অপসারণ করেছে হাইওয়ে পুলিশ।  ১০ সেপ্টেম্বর গাজীপুর হাইওয়ে রিজওয়ানের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ ময়লা আবর্জনা স্তুুপ অপসারণ করা হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার  আশেপাশে সড়কে ফেলা ময়লা আবর্জনা পরিষ্কার  করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল হক, সাব ইন্সপেক্টর যোবায়েরসহ ক্যাম্পের পুলিশ সদস্যরা। 

পুলিশ  জানায়, গোলাকান্দাইল গোল চত্তর  এলাকায় এশিয়ান হাইওয়ে সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা গাউছিয়া এলাকার উভয় পাশে স্থানীয় বিভিন্ন মহলের ছত্রচ্ছায়ায় অবৈধভাবে ভাসমান দোকান, কাঁচা বাজার বসছে নিয়মিত।  এসকল দোকান ও বাজারসহ আশেপাশের বিভিন্ন দোকান ও মার্কেটের ময়লা আবর্জনা এ মহাসড়কের পাশে ফেলে স্তুপ করা হয়েছে। দীর্ঘদিনেও এসব ময়লা আবর্জনা অপসারণ না করায় সেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এছাড়াও ভাসমান দোকানপাট ও বাজারের কারনে ওই মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। তাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিনিয়তই অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে হাইওয়ে পুলিশ। 

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল হক এখানে গত ১৫ জুলাই যোগদান দেওয়ার পর থেকে ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার চিত্র পাল্টে গেছে। (ঢাকা-সিলেট) মহাসড়ক দখল করে গড়ে ওঠা দোকান পাট ও অবৈধ ইজিবাইক, সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করে (ঢাকা-সিলেট) মহাসড়ককে দখল মুক্ত করার জন্য  প্রতিদিন অভিযান পরিচালনা  করে আসছে ।  মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের চরম দুর্ভোগ যাতে  পোহাতে না হয় সেজন্যই এ মহাসড়কে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছেন। যতদিন মহাসড়ক ও হাইওয়ে সড়কে অবৈধ দখলদার থাকবে ততদিন পর্যন্ত এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



নাসিরনগরে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২১৩জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃসম্পত্তির বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলা সদরে দুই পক্ষের সংঘর্ষে মীর ফাহাদ (৩২) নামে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রে আঘাতে আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে। মৃত মীর ফাহাদ নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মীর মোশারফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২ সেপ্টেম্বর ২০২৩ রোজ শনিবার  সকাল অনুমান দশ ঘটিকার সময় নাসিরনগর সদর পশ্চিমপাড়ার সাবেক চেয়ারম্যান  মীর মোশারফ হোসেন ও মীর জালালের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর পরপরই মীর জালালের লোকজন লাঠিসোঁটা নিয়ে মীর মোশারফ ও তার বড় ছেলে মীর ফাহাদের ওপর হামলা চালায়।হামলায়৷ নারী পুরুষ সহ অন্তত ১০ জন আহত হয়। হামলা চলাকালে মীর ফাহাদ  বল্লমের আঘাতে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে গুরুতর অবস্থায় আহত মীর ফাহাদকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন আইসিইউতে লাইফ সাফোর্টে রাখার পর ১৬ সেপ্টেম্বর রোজ শনিবার রাত অনুমান আট ঘটিকার সময়  মারা। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  সোহাগ রানা মীর ফাহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চত করে সংঘর্ষের সাথে জড়িত তিন আাসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে আসামীর বাড়িতে  প্রতিপক্ষের হামলা ও লুটপাট ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মাগুরায় আদিবাসীদের বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ২৬ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সমন্বয় পরিষদ মাগুরা শাখা। শনিবার ২৬ আগস্ট দুপুর ১২ টায় শহরে বর্ণাঢ্য র‍্যালি শেষে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।  মাগুরা জেলা ক্ষুদ্র নৃ গোষ্ঠী সমন্বয় পরিষদের আহবায়ক সুবোধ বাগদী সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর। সম্মানীত অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাসির বাবলু,পৌর মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খুরশীদ হায়দার টুটুল বক্তব্য রাখেন। সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আদিবাসি  ফোরামের প্রতিনিধি।  এছাড়া মুকুল রঞ্জন শিকদার সভাপতি দলিত ও নৃতাত্বিক জনগোষ্ঠি উন্নয়ন ফোরাম মাগুরা,  সুশিল বাগদি সভাপতি ঝিনাইদহ ক্ষুদ্র নৃ গোষ্ঠি সমন্বয় পরিষদ, পল্লাদ বিশ্বাস সাধারণ সম্পাদক যশোর ক্ষুদ্র নৃ গোষ্ঠী সমন্বয় পরিষদ, হিরালাল কর্মকার লোহার সভাপতি আদিবাসি সমাজ কল্যান সমিতি মাগুরা, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশির রায় সদস্য সচিব ক্ষুদ্র নৃ গোষ্ঠী সমন্বয় পরিষদ মাগুরা। আত্মনিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুন রাই মূল শক্তি মূল প্রতিপাদ্য ও লক্ষ তারই ধারাবাহকতায় মাগুরা ক্ষুদ্র নৃ গোষ্ঠী সমন্বয় পরিষদ মাগুরা জেলা শাখা এ কর্মসুচির আয়োজন করে।


আরও খবর



মধুপুরে অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করেন নবাগত অফিসার ইনচার্জ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরে যানজট নিরসনের লক্ষে মধুপুর বাস স্ট্যান্ডে অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করেন মধুপুর থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বাসস্ট্যান্ডের অটোরিকশা শ্রমিক সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় অনুষ্ঠানে দীর্ঘদিনের জনর্দূভোগ বাসস্ট্যান্ডের যানজট নিরসন ও বিভিন্ন সময়ে যাত্রী সেজে সিএনজি,অটোরিক্সা ছিনতাই  প্রতিরোধের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। 

অটোরিকশা চালকদের উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্য রাখেন মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান ও নগর পিতা মেয়র সিদ্দিক হোসেন খান। 

অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান মধুপুরের যানজট নিরসন, সিএনজি ও অটোরিকসা ছিনতাই প্রতিরোধ কল্পে নানাবিধ পরামর্শ মূলক আলোচনা তুলে ধরেন এবং বাসস্ট্যান্ডের যানজট নিরসনে অটোরিকশা চালকদের মহাসড়কে যন্ত্রতন্ত্র ভাবে অটোরিকসা না রাখার জন্য নির্দেশ প্রদান করেন। 

বলাবাহুল্য, নবাগত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান মধুপুর থানায় যোগদানের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন পরিষদ, গুরুত্বপূর্ণ বাজার, মসজিদ ও জনবহুল স্থানে গিয়ে মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং সহ বিভিন্ন অপরাধ দমন রোধে আলোচনা করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

নগর পিতা খ্যাত মেয়র সিদ্দিক হোসেন খান বলেন, আমরা অতীতে যানজট নিরসনের জন্য অটোরিকসা গুলোকে লাল ও হলুদ রঙের স্টিকার দিয়ে দুটি ভাগে বিভক্ত করি। একদিন লাল পরের দিন হলুদ রঙের স্টিকার লাগানো অটোরিকশা চলাচলের ব্যবস্থা করি, এতে করে মধুপুরের যানজট অনেকাংশে কমে যায়।

তিনি জানান, আগের নিয়মেই সিএনজি ও অটোরিকশা গুলো লাল ও হলুদ রঙের স্টিকার দিয়ে চালাতে হবে। মধুপুরকে একটি যানজট মুক্ত পৌর শহর হিসেবে গড়ে তুলতে তিনি সকলের প্রতি সহযোগিতা কামনা করেন। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও অটোরিকশা শ্রমিকগন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ইসির ১২ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নির্বাচন কমিশন সচিবালয়ের ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-১ শাখার সহকারী সচিব রৌশন আরা বেগমকে বদলি করে মতিঝিল থানা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। মতিঝিল থানা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভীনকে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-১ শাখার সহকারী সচিব করা হয়েছে। নওগাঁ জেলার সাপাহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমকে একই জেলার পোরশা উপজেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। নওগাঁ জেলার পোরশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালামকে পাবনা জেলার সুজানগর উপজেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাশকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। ফরিদপুর জেলার চরভদ্রাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিককে বদলি করে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। নওগাঁর আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদকে বদলি করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেনকে বদলি করা হয়েছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাতে।

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আকতার বানুকে বদলি করে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রশিদুল আলমকে বদলি করা হয়েছে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায়। এছাড়া, কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মো. ছামিউল আলমকে বদলি করা হয়েছে খুলনার পাইকগাছা উপজেলায়। খুলনা জেলার পাইকগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহম্মেদকে বদলি করে যশোর জেলার শর্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এই একই প্রজ্ঞাপনে ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের ২১ আগস্টে প্রজ্ঞাপনে বদলি হওয়া মোহাম্মদ রেজাউল করিমের বদলির অংশটুকু বাতিল করা হলো। এছাড়া, নওগাঁর পোরশা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়ামতপুর; ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চরভদ্রাশন; নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে আত্রাই; কুষ্টিয়ার কুমারখালীর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে খোকসা; এর অতিরিক্ত দায়িত্ব (বিধি অনুযায়ী কার্যভার ভাতাসহ) এবং আয়ন-ব্যয়ন কর্মকর্তার ক্ষমতা প্রদান করা হলো।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩১ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায়, ৩ সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩