Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

Berger’s Rupali Chowdhury featured in TIME magazine

প্রকাশিত:শনিবার ০৪ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

Berger’s Rupali Chowdhury featured in TIME magazine

[Dhaka, February 04, 2023] Rupali Haque Chowdhury, Managing Director of Berger Paints Bangladesh Limited (BPBL), has been featured in 2023’s first issue (January) of TIME! In the featured content, the country’s first female multinational MD shed some light on the growth of the paints industry in Bangladesh and Berger’s contribution to it as the market leader.

Berger has always been a pioneer in bringing many groundbreaking innovations to Bangladesh’s paint market that have shaped the entire painting industry over the years. As Managing Director of the company, Rupali Chowdhury has been significantly contributing to Berger’s and the entire industry’s magnificent accomplishments since 2008. And now, she earned this incredible achievement as a business leader - to be featured in a magazine as prestigious as TIME.

The paint industry in Bangladesh is growing at a healthy rate, and Berger Paints Bangladesh is at the forefront of this growth, offering a wide range of high-quality and environmentally friendly paint products. Berger invests heavily in the market and collaborates with international companies under Joint Ventures, like Berger Fosroc a British manufacturer of specialized construction chemicals; Berger Becker a Swedish company, the number one supplier of coil coatings and a leading supplier of industrial paints worldwide. Moreover, they are also collaborating with ABB France for factory automation of the 3rd Berger Paints factory in the Bangabandhu Sheikh Mujib Shilpa Nagar Economic Zone. The commitment to excellence has attracted the attention of international investors who recognize the potential of the company, the country as a whole.

In this regard, Rupali Chowdhury, Managing Director of Berger Paints Bangladesh Limited, said “Being featured in the prestigious TIME Magazine comes as an incredibly proud and humbling moment for me. This publication gave me the opportunity to share our experience regarding the paint industry of Bangladesh and Berger’s endeavors to take this industry forward, in front of the world. I believe that this feature will be instrumental to gaining the confidence of foreign investors in investing in other sectors of our country as well.”


আরও খবর

German award nomination for Bangladeshi film for eco-friendly filmmaking

রবিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৩

GP Stars will enjoy exclusive perks at Gloria Jean’s Coffees every Friday

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৩




মেহেদী হাসান মিরাজ হাসপাতালে

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: আগামী শনিবার সিলেটে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। এর আগের দিন দলীয় অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন টাইগাররা।

আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে গা গরমের জন্য ফুটবল খেলছিল তামিম ইকবালের দল। এ সময় বুকে আঘাত পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ। বুকের আঘাতটি গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনুশীলনের সময় পেসার হাসান মাহমুদের একটি শট হঠাৎ করে এসে মিরাজের বুকে লাগে। এরপর বুকে হাত দিয়ে মাঠেই বসে পড়েন এই অলরাউন্ডার। এ ঘটনায় টাইগার ক্যাম্পে প্রবেশ করে কিছুক্ষন মিরাজকে দেখাশোনা করেন ফিজিও বাইজিদুল ইসলাম। পরে তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। 

এর আগে বৃহস্পতিবার অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়ে ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন জাকির হাসান। তার স্থলাভিষিক্ত হয়েছেন রনি তালুকদার। এর মধ্য দিয়ে দীর্ঘ ৮ বছর পর ওয়ানডে দলে সুযোগ পেলেন এ ডানহাতি ব্যাটার। 

প্রসঙ্গত, আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। 

এরপর টি-২০ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর দুইটায়। 

এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। 


আরও খবর

বাংলাদেশ ইতিহাস গড়ে সিরিজ জিতল

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩

১০১ রানে শেষ আয়ারল্যান্ড

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩




১দিনের বৃষ্টিতে রৌমারী’র গ্রামীণ সকল পথ যেন মরণ ফাঁদ

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কড়িগ্রামের রৌমারী’র একদিনের বৃষ্টিতে গ্রামীন যোগাযোগ সড়কে পথযাত্রী ও  যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিন চিত্রে দেখাযায় রৌমারী যেন সরকারের সকল উন্নয়ণ থেকে বঞ্চিত। ২০৯টি গ্রামের সমন্বয়ে ১৯৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রৌমারী উপজেলাটির অব¯’ান। ব্রক্ষপুত্র, সোনাভরি, জিন্জিরাম, ধরলা ছোট-বড় অসংখ্য খালবিলে মিলেমিশে বসবাস এখানকার প্রায় ৪ লক্ষ মানুষের । নদী ভাঙ্গন পাহাঢ়ি  ঢলের তান্ডব এনিয়ে চলে এখানকার মানুষের জীবন যাপন। 

দীর্ঘদিন উপজেলা শহর লাগোয়া ও গ্রামীণ সড়ক গুলোর নেই কোন সংস্কার ,মেরামত। শীত মৌসুমে খানা খন্দে ভরা গ্রামীণ সড়ক গুলো দিয়ে অতি কষ্টে অটো-ভ্যান পায়ে হেটে নানা উপায়ে উপজেলা শহরের সাথে যোগাযোগ রক্ষা করে চললেও বর্ষা মৌসুম যেন ওইসব রাস্তা মরণ পাদে পরিনত হয।

 বর্ষা মৌসুম শুরু হতেনা হতেই গত ১৮ মার্চ দিবাগত রাতের দমকা ঝড় বৃষ্টিতে সকল গ্রামীণ সড়ক হাট-বাজার ও উপজেলার  প্রধান হাট রৌমারী বাজারের সকল প্রবেশপথ কাদায় পরিপূর্ণ হয়ে মানুষ ও যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়ে। 

উপজেলা শহরে ৬টি প্রবেশ পথ , মহিলা কলেজ রোড, রৌমারী গ্রাম রাস্তা, নটানপাড়া রাস্তা, ইচাকুড়ি রাস্তা , ইসলামি ব্যাংক হয়ে রৌমারী বাজার রাস্তা, কলেজপাড়া ভায়া ফলুয়ারচর  রাস্তা,  সামান্য বৃষ্টি হলেই   চারপার্শ্বে ১ কিলোমিটার  যেন সাধারণ মানুষ ও যানবাহন প্রবেশ কঠিন হয়ে পড়ে। এব্যাপারে  রৌমারী হাট-বাজারে পথযাত্রি আকমত াালী, জোসন, কালাম নজির হেসেন, বাহাদুর বাদশা, আব্দুল্লাহ বলেন , আমরা  গ্রামের মানুষ কি কইমু, মনে হয় দেশে সরকার নাই, গ্রামের রাস্তা সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। একটু বৃষ্টি হলেই রৌমারী বাজারে ডোহা যায়না। আমাগো কথা কেরা হোনে। 

তবে এলাকা বাসির প্রাণের দাবী গ্রামীণ সড়ক সংস্কারসহ বাজারের প্রবেশ পথ দূত মেরামত করে জনভোগান্তি লাঘব করা হোক।  




আরও খবর



শাকিব ডিবি কার্যালয়ে কেন এসেছিলেন, জানালেন হারুন

প্রকাশিত:সোমবার ২০ মার্চ ২০23 | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৪৪জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে শাকিব ডিবি কার্যালয়ে যান। প্রায় চার ঘণ্টা অবস্থান করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যালয় থেকে বের হন। এরপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শাকিব কী প্রসঙ্গে দেখা করতে এসেছিল এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘উনার (শাকিব) পারসোনাল একটা বিষয়ে কথা বলতে এসেছিলেন। তিনি (শাকিব) বলেছেন যেহেতু আপনারা ডিবিতে আছেন, অনেক বড় বড় সমস্যার সমাধান করেন, আমারও একটা পারসোনাল সমস্যা আছে এটা একটু দেখবেন কিনা? উনি একটা আবেদন নিয়ে এসেছিলেন আমরা আবেদনটি দেখেছি। সে আবেদনটা হলো উনি আসলো কোনো প্রযোজক (রহমত উল্লাহ) না। সে প্রযোজক নাম দিয়ে শাকিব খানের বিরুদ্ধে অনেক আজেবাজে কথা বলেছেন, প্রোপাগান্ডা ছড়িয়েছেন। আমি বলেছি, ঠিক আছে আপনি একটা আবেদন দিয়ে যান আবেদনটা তদন্ত করি, তদন্ত করে দেখি এটার কোনো সত্যতা আছে কিনা, সত্য হয় থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

সেই প্রযোজক দেশ ছেড়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শাকিব খান বলেছেন সে আসলে প্রযোজক না, সে যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারে। তার অষ্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, সে পালিয়ে যেতে পারে। আমরা বলেছি, আমরা এখনই তদন্ত করে দেখব সে বাংলাদেশে আছে কিনা।

শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহনারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের সহপ্রযোজক। এই অভিযোগ তোলার পর তার নামে মামলা করতে গতকাল গুলশান থানায় যান শাকিব খান। থানায় মামলা না নেওয়ায় সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আজ ডিবি কার্যালয়ে আসেন এই সুপারস্টার।


আরও খবর



খালেদা জিয়া হাসপাতালে

প্রকাশিত:সোমবার ২৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দেন। বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

এর আগে গত বছরের ২২ আগস্ট শেষবার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত বছর তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তার হার্টে একটি স্টেন্ট স্থাপন করা হয়।

২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হলে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। পরে ২০২০ সালের মার্চ মাসে সরকারের নির্বাহী আদেশে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে শর্ত ছিল, তিনি দেশ ছেড়ে যাবেন না এবং অবশ্যই দেশে চিকিৎসা নিতে হবে তাকে।


আরও খবর



টাঙ্গাইলের মধুপুরে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 টাঙ্গাইলের মধুপুরে ১৭ ,২৫ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার  (১৪ মার্চ) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে এ আলোচনা সভার আয়োজন করা হয়।প্রস্তুতিমুলক সভায় প্রথমে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।


সভায় অতিথি হিসেবে উপস্হিত  ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির,  মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. জাকির হোসাইন, মধুপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম।


অন্যান্যদের মধ্যে   উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, সহ -সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু সহ সকল সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দিবস গুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে  বিভিন্ন দিক-নির্দেশনা মুলক মুক্ত আলোচনা করা হয়।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর