Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?

প্রকাশিত:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার জাকার্তা। তবে দূষণমাত্রার দিক থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৩তম।

রোববার (১ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে অবস্থান করা জাকার্তার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৭৮ অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর হচ্ছে ১৭৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং শহরটির স্কোর হচ্ছে ১৭৪। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

দূষণের তালিকায় ঢাকার অবস্থান ১৩তম। রাজধানী ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ৯৯ অর্থাৎ এখানকার বায়ু মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




নকল প্রসাধনীতে ছেয়ে গেছে সৈয়দপুর

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:- নকল প্রসাধনীতে সয়লাব সৈয়দপুর সহ নীলফামারীর সদর ও আশপাশ এলাকা। নকল এসব প্রসাধনী ব্যবহারে নানা ধরনের চর্মরোগ সহ স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকলেও দৃষ্টি নেই সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের।

জানা গেছে, সৈয়দপুর শহরের চুড়িপট্টি এলাকার সাহিদ,জাবেদ,সনু,আমির,চান,সাদ্দাম ও ফয়সাল সহ বেশ ক'জন দীর্ঘদিন ধরে ঢাকার চকবাজার সহ একাধিক মার্কেট থেকে নকল প্রসাধনী ক্রয় করে নিয়ে আসছেন সৈয়দপুরে।এরপর তারা তাদের ক্রয়কৃত প্রসাধনী গুদামজাত করে চুড়িপট্টি এলাকার দোকানে সামান্য কিছু রেখে বিক্রি করছেন এবং বাকিগুলো দালালের মাধ্যমে চড়া দামে বিক্রি করছেন নীলফামারী জেলার বিভিন্ন জেলা উপজেলায়।

একটি সুত্র জানায়,উল্লেখিত ব্যবসায়িরা নীলফামারী জেলা ছাড়াও দিনাজপুর, পঞ্চগড়, পার্বতীপুর ও লালমনিরহাটে ও মোকাম গড়ে তুলেছেন।তাদের আমদানিকৃত প্রসাধনীর গায়ে বিএসটিআইয়ের লোগো, ব্যাচ নং, এমআরপি ও মেয়াদ এমন ভাবে লিখা রয়েছে যা দেখে বুঝার উপায় নেই কোনটা আসল নাকি নকল।

অনুসন্ধানে জানা যায়, উল্লেখিত ব্যবসায়িদের প্রায় সকলের দোকানেই অবাধে বিক্রি হচ্ছে নকল প্রসাধনী।বিক্রি করা প্রসাধনীর গায়ে বহুজাতিক কোম্পানির হুবহু নকল মোড়ক রয়েছে বলে অনেকের অভিযোগ। কারো গায়ে লেখা রয়েছে মেড ইন জার্মানির জায়গায় মেড ইন জার্মান সহ বিভিন্ন দেশের ষ্টিকার।

ইউনিলিভারের ফেয়ার এন্ড লাভলীর বদলে ফেজার এন্ড লাভলী  ও ফুয়ার এন্ড লাভলী নামে বিক্রি করা হচ্ছে। এছাড়া রং ফর্সা করার ক্রিম, শেভিং ফম,ফেসওয়াস, ন্যাচারাল ব্লাক কালার,হেড এন্ড সোল্ডার মাক্স লোসন, মেরিন লোসন, নেভিয়া লোসন, সাবান সহ অর্ধশতাধিক নকল প্রসাধনী অবাধে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ অনেকের।এছাড়া সুগন্ধির মধ্যে ফগ,রজনীগন্ধা, কোবরা,হ্যাবক সহ নানা ধরনের পারফিউম বিক্রি করা হচ্ছে অবাধে।

শিশুদের অলিভ অয়েল, আফটার সেভ লোসন, জনসন বেবি লোসন, জনসন ক্রিম সহ বিভিন্ন ধরনের নামিদামি মোরকের পন্য সামগ্রি বিক্রি করা হচ্ছে।অনেকের মতে,উল্লেখিত নকল প্রসাধনী ব্যবসায়িরা শহরের বেশ কটি সেলুন ও হেয়ার ড্রেসিংয়ের দোকান গুলোতে বেশি সরবরাহ করছেন।শহরের ক'জন সাংবাদিক পরিচয় দানকারি ও পুলিশ পরিচয় দানকারি ব্যাক্তিদের ম্যানেজ করলেও প্রকৃত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল প্রসাধনীর ব্যবসায়িরা জমজমাট ভাবেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে চুড়িপট্টি এলাকার ক'জন ব্যবসায়ি বলেন,সৈয়দপুরের পুলিশ প্রসাশন সব জানেন কিন্তু অভিযান চালান না। মাঝে মধ্যে ভোক্তা অধিদপ্তর ২/৩ টি দোকানে অভিযান চালিয়েই নিশ্চুপ হয়ে যায়। তারা মোটা অংকের জরিমানা বা কঠোর ব্যবস্হা না নেয়ার ফলেই উল্লেখিত ব্যবসায়িরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। এর ফলে এদের অনেকেই নকল প্রসাধনী বিক্রি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। তারা বছরের পর বছর ট্যাক্স ভ্যাট কিছুই দেন না বলে ও জানা গেছে। এসব ব্যবসায়িদের দোকান ও গোডাউনে তল্লাশী চালালে শত কোটি টাকারও বেশি মুল্যের নকল প্রসাধনী মিলবে বলে অনেকের ধারনা।

ঢাকা থেকে আসা সৈয়দপুর শহরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিতে আসা চর্মও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফারহানা সুলতানা বলেন, নকল প্রসাধনী ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে। চামড়ায় একজিমা সহ স্কিন ক্যান্সারের ঝুঁকি থাকে।

তবে নকল প্রসাধনী ব্যবসায়িরা বলছেন, আমরা এসব ঢাকার চকবাজার থেকে ক্রয় করে আনছি।ক্রয়কৃত প্রসাধনী গুলো যদি নকলই হয় তা দেখার বিষয় আইনপ্রয়োগকারী সংস্থার। কোন সাংবাদিকের নয়। এসব নিয়ে পেপার পত্রিকায় সংবাদ লিখলেও কোন লাভ হবার নয় বলে মন্তব্য তাদের।

আরও খবর



নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত ফারুক চৌধুরী

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:রাজশাহী -১( তানোর-গোদাগাড়ী) আসনে টানা পঞ্চম বারের মত দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মী থেকে শুরু করে আপামর জনতার ভালোবাসায় সিক্ত এমপি ফারুক চৌধুরী। সোমবার ঢাকা থেকে বিমান যোগে নওহাটা শাহমুখদম বিমান বন্দরে বিকেল পাঁচটার দিকে উপস্থিত হন তিনি। এর আগে তানোর ও গোদাগাড়ী থেকে হাজার হাজার নেতাকর্মী থেকে শুরু করে আপামর জনতারা অপেক্ষা করতে থাকেন এমপির জন্য । বিমান থেকে নামার পরেই উপস্থিত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো বিমান বন্দর এলাকা। হাজার হাজার নেতাকর্মীদের ফুললে ভালবাসায় সিক্ত হন ফারুক চৌধুরী। এক পর্যায়ে নেতাকর্মীদের চাপে এমপি ছাদ খোলা গাড়ি থেকে হ্যান্ড মাইকে ঘোষণা করেন রাজশাহীর বাসভবনে গিয়ে সবার মালা গ্রহণ করা হবে। এমপির সফর সঙ্গী ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা আ"লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান কৃষকলীগের সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। 
জানা গেছে, টানা পঞ্চম বারের মত ফারুক চৌধুরী দলীয় মনোনয়ন পান। তিনবারের তিনি নির্বাচিত এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একবার শিল্পপ্রতি মন্ত্রীর দায়িত্ব দেন। ফারুক চৌধুরী বিগত ২০০১ সালে বিএনপির হেভিওয়েট মন্ত্রী প্রয়াত নেতা ব্যরিস্টার আমিনুল হকের কাছে সামান্য ভোটে পরাজিত হন। পরাজিত হলেও রাজনীতির মাঠ ছাড়েন নি ফারুক চৌধুরী।  দুই উপজেলার গ্রাম গঞ্জ, পাড়া মহল্লায় বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে সক্ষম। যার ফলে ফারুক চৌধুরী বিগত ২০০৮ সালে বিপুল ভোটে বিএনপির হেভিওয়েট নেতা প্রয়াত ব্যারিস্টার আমিনুল হককে পরাজিত করে প্রথমবারের মত তানোরের কৃতি সন্তান ফারুক চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দেন।  এর পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য হন। আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারীর নির্বাচনেও বিপুল ভোটে বিজয় লাভ করবেন বলে মনে করছেন সিনিয়র নেতারা।

সোমবার দুপুরের পর থেকে তানোর উপজেলার মাইক্রো নিয়ে নওহাটা বিমান বন্দরে যান নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ"লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, কলমা ইউনিয়ন পরিষদ (ইউপির)  চেয়ারম্যান বর্ষিয়ান আ"লীগ নেতা খাদেমুন নবী বাবু চৌধুরী,  তানোর পৌর আ"লীগ সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আ"লীগ সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক হোসেন মোহাম্মাদ মুন্টু, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি আব্দুল মতিন, উত্তর শাখার সভাপতি হাজী ইসরাইল হোসেন, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি আ"লীগ সভাপতি মজিবর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু,  কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, উত্তর শাখার সভাপতি প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক, সরনজাই ইউপি সভাপতি আব্দুল হান্নান, সম্পাদক আতাউর রহমান, কলমা ইউপি পূর্ব শাখার সভাপতি আব্দুর রহিম, পশ্চিমের সভাপতি মুনসুর রহমান, তালন্দ ইউপি আ"লীগ সভাপতি মেম্বার আব্দুল করিম, সম্পাদক মেম্বার আবুল হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগ  সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট, তানোর পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর রোকনুজ্জামান জনি, সম্পাদক আলফাজ, মুন্ডুমালা পৌর যুবলীগ সভাপতি আবু রায়হান তপন, সম্পাদক কাউন্সিলর বোরহান উদ্দিন, কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি সিবলন, পাচন্দর ইউপি সভাপতি রাব্বি আল আমিন প্রমুখ।

বিমান বন্দরে যাওয়ার আগে মাদারিপুর বাজারে কামারগাঁ উত্তর শাখার সভাপতি আলাউদ্দিন প্রামানিক বলেন, টানা পঞ্চম বারের মত দলীয় মনোনয়ন পেয়ে তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হন বরেন্দ্র অঞ্চল পোড়া মাটির শহীদ পরিবারের সন্তান ফারুক চৌধুরী। আগামী ৭ জানুয়ারি জাতীয় ভোটে বিপুল ভাবে বিজয় লাভ করবেন এমপি ফারুক চৌধুরী। তাকে বিজয় করে আগামীর মন্ত্রী হিসেবে দেখতে চায় আপামর তানোর বাসী।

পৌর আ"লীগের সম্পাদক আবুল বাসার সুজন বলেন, বিগত প্রায় দু বছর ধরে এমপি নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমি আপামর ভোটারদের অনুরোধ করে বলবো উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশরত্নের ঘোষণা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকার বিকল্প নেই। 

উপজেলা আ"লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন বলেন, এআসনটিকে ভিআইপি আসন হিসেবে ধরা হয়। বিগত সময়ে এআসন থেকে নির্বাচিত এমপি মন্ত্রী হয়েছেন। সুতরাং আগামী ৭ জানুয়ারীর ভোটে নৌকা প্রতীকের প্রার্থী ফারুক চৌধুরী বিপুল ভোটে বিজয় লাভ করবেন। যেহেতু তিনি তিনবারের সংসদ সদস্য ও একবার শিল্পপ্রতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমপি ফারুক চৌধুরীর মন্ত্রীত্বের সব যোগ্যতা রয়েছে। দল ও আপামর তানোর বাসীর দাবি আগামীতে তাকে মন্ত্রীর দায়িত্ব দিয়ে স্মার্ট তানোর গোদাগাড়ী বিনির্মানের সুযোগ করে দিবেন দেশরত্ন। আমি দলীয় নেতাকর্মীদের অনুরোধ করে বলবো, সকল ভেদাভেদ ভূলে আসুন এমপি ফারুক চৌধুরীকে চতুর্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত করে দৃষ্টান্ত স্থাপন করি।

তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন, যাচাই বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল গ্রহণ ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, প্রচারনার শেষ দিন ৫ জানুয়ারি, ভোট গ্রহণ ৭ জানুয়ারি। 

আরও খবর



নাশকতার প্রমাণ মিলেছে গ্রেপ্তার ৪ নেতার ফোনে: ডিবি প্রধান

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর যাত্রাবাড়িতে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় যুবদলের চার নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোবাইল ফোনে নাশকতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন অর রশীদ।

সোমবার (২৭ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মোবাইল ফোনে পাওয়া গেছে নাশকতার প্রমাণ। বাসে আগুন দেওয়ার পর, ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি নেতাদের ম্যাসেজ দিয়ে কনফার্ম করা হয়েছে। এমনটাই নির্দেশনা দেওয়া ছিল তাদের।

তিনি বলেন, সাধারণ মানুষ এখন আর কেউ অবরোধ মনে করছে না। কারণ, রাস্তায় যথেষ্ট গাড়ি আছে। সবকিছু স্বাভাবিকভাবে চলছে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে দলীয় মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) আসনে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও বর্তমান এমপি রমেশ চন্দ্র সেন,ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর এবং রানীশংকৈল উপজেলার ধর্মগড়, কাশিপুর ইউনিয়ন) আসনে বর্তমান এমপি দবিরুল ইসলামের বড় ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল ও পীরগঞ্জ) আসনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ ইমদাদুল হক।

এদিকে চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ হওয়ায় সন্ধ্যায় জেলার বিভিন্ন উপজেলায় প্রার্থীদের কর্মী সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।


আরও খবর



বিশ্ব ফুটবল সামিটে যেতে পারবেন ড. মুহম্মদ ইউনূস

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিশ্ব ফুটবল সামিটসহ ৩টি আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ যেতে পারবেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলে জানিয়েছেন শ্রম আদালত।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ড. মুহম্মদ ইউনূসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ সিদ্ধান্ত জানান।

এদিন দুপুর ২টার দিকে শ্রম আদালতে যান ড. ইউনূস। এরপর তার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

শ্রম আইন লঙ্ঘন মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের পক্ষে ষষ্ঠ দিনে অবশিষ্ট যুক্তি উপস্থাপন শেষে আগামী ১৪ই ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য নতুন তারিখ ঠিক করা হয়।

এদিকে ট্রায়ালের শেষ মুহূর্তে আসামিকে বিদেশে যেতে দেওয়ার ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেন কল কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩