Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৯৯জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি আজ মাঠে গড়াবে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে প্রথম দুই ওয়ানডে থেকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। এ ছাড়া মুশফিক-মিরাজ-তাসকিনদের মতো জাতীয় দলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটারকেও প্রথম দুই ওয়ানডের দলে রাখা হয়নি। তাদের পরিবর্তে রিজার্ভ বেঞ্চে থাকা মাহমুদউল্লাহ, সৌম্যদের সুযোগ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটনের নেতৃত্বে এ সিরিজে মাঠে নামবেন টাইগাররা।

মূল কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় এই ম্যাচে বাংলাদেশের কোচের ভূমিকায় দেখা যাবে সহকারী কোচ নিক পোথাসকে। শের-এ বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে দেখা যাবে লিটন দাসকে। লম্বা সময় ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

২০০৮ সালের পর (২০১০-২০১৩) দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ৭ ওয়ানডের সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সবশেষ ২০১৩ সালে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে স্বাগতিকদের কাছে হেরেছিলেন ব্ল্যাক ক্যাপসর

যেমন হতে পারে প্রথম ম্যাচের একাদশ: তামিম ইকবাল,লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব


আরও খবর



রিহ্যাবে প্রশাসক হিসেবে উপসচিব জান্নাতুল ফেরদৌস এর যোগদান

প্রকাশিত:সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৫২জন দেখেছেন

Image

মারুফ সরকার, নিজস্ব প্রতিনিধিঃরিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এ প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের (প্রশাসন-৪ শাখা) উপসচিব জান্নাতুল ফেরদৌস যোগদান করেছেন। আজ ৩ ডিসেম্বর,২০২৩ ইং রবিবার সকালে তিনি রিহ্যাব অফিসে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিনি আগামী তিন মাসের মধ্যে রিহ্যাব এর পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন এবং রিহ্যাব এর দৈন্দন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।

রিহ্যাবে সদ্য যোগদান করা প্রশাসক জান্নাতুল ফেরদৌস রিহ্যাব পরিচালনা পর্ষদের একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।                                                                                                                        ধন্যবাদ সহ বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আব্দুর রশিদ বাবু,ডিজিএম (হেড অব মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন্স) রিহ্যাব।


আরও খবর



নাসিরনগরে উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরোদ্ধে নানা দুর্নীতির অভিযোগ

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ২০৪জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃজেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডঃ মোঃ এমদাদ মোল্লার বিরোদ্ধে নানা অনিয়ম,দুর্নীতি,অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে।বিদ্যালয়ের পাঁচজন অভিভাবক সদস্য একলাছ মিয়া, মইন উদ্দিন,আব্দু মিয়া,আব্দুর রসিদ রূপালী রানী ও দাতা সদস্য ডাক্তার রোখন উদ্দিন ভূঞা মিলে গত ২২ অক্টোবর নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।

নির্বাহী কর্মকর্তা অভিযোগটি আমলে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।সভাপতি এমদাদ মোল্লার  বিরোদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সরেজমিন এলাকায় গেলে অভিযোগকারী ছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান এডঃ নাসির উদ্দিন ভুইয়া,ইউপি সদস্য সামসু মিয়া,ইউপি সদস্য মোঃ জজ মিয়া,শহীদুল্লা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ আর মুরুব্বিরা মিলে সভাপতি এমদাদ মোল্লার নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরেন মিডিয়ার সামনে।

তারা জানান এডঃ এমদাদ মোল্লা সভাপতি হওয়ার পর থেকে বিভিন্ন অনিয়ম দুর্নীতে ডুবে গেছে।তাদের দাখিল করা অভিযোগ থেকে জানা গেছে এমদাদ মোল্লা সভাপতি হওয়ার পর থেকে বিদ্যালয়ের সীমানা নির্মিত প্রায় পঞ্চাশটি দোকানের বিপুল পরিমান ভাড়া,স্কুলের মালিকানা পুকুরের লীজের টাকা ও প্রায় দেড়হাজার ছাত্র/ছাত্রীর  কাছ থেকে আদায় করা বেতনের টাকা অভিভাবক সদস্যের কাউকে কিছু না বলে নিজেই নিজের ইচ্ছেমত খরচ করে।

উচ্চ বিদ্যালয়ের স্থাবর সম্পত্তি হিসেবেএকটি পুরাতন টিনসেট ঘর  পরিচালনা কমিটির কাউকে কোন কিছু না বলে সভাপতি ব্যাক্তিগত ভাবে লাভবান হওয়ার জন্য ক্রেতার সাথে গোপনে হাতাত করে কম মুল্যে বিক্রি করে দেয়।বিদ্যালয়ের নামে দানকরা পুরাতন ভবন গুলোত বসবাসকারী শিক্ষকদেরকে কমিটির কাউকে কোন কিছু না বলে নিজের ইচ্ছে মত তার ক্ষমতার অপব্যবহার করে তাদের বাসভবন থেকে বের করে দেয়।

ফলে শিক্ষকদের মনে ক্ষোভের অনলের সৃষ্টি হয়।ফল শ্রুতিতে বিগত এস,এস সি পরীক্ষার ফলাফলে মারাত্বক বির্পয দেখা দেয়।স্কুলের জায়গা জবর দখলকারী ব্যাক্তির  বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তার সাথে গোপনে যোগযোগ  রক্ষা করে সে ব্যাক্তিগত ভাবে লাভবান হচ্ছেন।বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে বাজার বসে।বাজারটি  বিদ্যালয় চলার পূর্বেই বন্ধ হবার কথা থাকলেও তা মানা হচ্ছে না।কিন্তু সভাপতি এ বিষয়ে কিছুই বলেননি।

তাছাড়াও আরো নানা অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরোদ্ধে।মুঠোফোনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডঃ মোঃ এমদাদ মোল্লার বিরোদ্ধে আনীত  অভিযোগের বিষয় জানতে চাইলে,তার বিরোদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা বলে দাবী করেন সভাপতি এমদাদ মোল্লা।কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল হকের সাথে তার  মুঠোফোনে যোগাযোগ করে সভাপতির বিরোদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে।

প্রধান শিক্ষক কৌশলে সকল প্রশ্নের উত্তর এড়িয়ে যান।অভিযোগের তদন্তকারী নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ভুইযার সাথে তার ব্যবহৃত মুঠোফোনে  যোগাযোগ করে সভাপতি এমদাদ মোল্লার বিরোদ্ধে অভিভাবক ও দাতা সদস্যের আনীত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি আমি এখনো দেখিনি।তবেআগামীকাল এ বিষয়ে নোটিশ পাঠাবেন বলে জানান এ কর্মকর্তা।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিশ্বের ১০০টি শহরের মধ্যে বায়ুদূষণে ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে এই মহানগরীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭১।

বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) বায়ুদূষণে ঢাকার স্থান ছিল পঞ্চম আর স্কোর ছিল ২০৭।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তালিকায় দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, শহরটি স্কোর ৪২২ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির স্কোর ২১৩ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’।

তৃতীয় নম্বরে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি। এরপর চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে রয়েছে কলকাতা শহর।

সাধারণত বাংলাদেশের একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

জানা যায়, বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিতভাবে তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে, তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




রূপগঞ্জে নৌকা প্রার্থী গোলাম দস্তগীর গাজী মনোনয়নপত্র দাখিল করেছেন #ktvbangla #ktv

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

শাকিল আহম্মেদ স্টাফ রিপোর্টার:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার ফয়সাল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র দাখিলের পুর্বে সকাল থেকেই উপজেলার মঠেরঘাট রূপগঞ্জ প্রেসক্লাব মাঠ ও সরকার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মার্ঠ 

প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনার উন্নয়ন নিয়ে স্লোগান দিয়ে মিছিল নিয়ে জড়ো হতে থাকে। পরে প্রেসক্লাব মাঠ  ও কলেজ মার্ঠে  লোকে লোকারণ্য হয়ে যায়। দুপুর ১২ টার দিকে  জনপ্রতিনিধি ও দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ সহ সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য  আনছর আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব  জাহেদ আলীসহ আরো অনেকে।  

এসময় গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, একটি সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন করতে আমরা সকলে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। কোন প্রকার ঝামেলা বা নির্বাচনী আচরনবিধি লঙ্গণকরা যাবেনা।এসময় তিনি আরো বলেন আমি শতভাগ আশাবাদী রূপগঞ্জের মানুষ আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।


আরও খবর



সিরাজগঞ্জে বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস পালন

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৩৯জন দেখেছেন

Image

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ প্রতিনিধি:সারা বিশ্বের ন্যায় সিরাজগঞ্জে বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবীরা পালন করে থাকেন এই দিবসটি মঙ্গলবার ( ৫ ডিসেম্বর ২০৩) সকালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নানাভাবে এই দিবসটি পালন করেছে সকল সংগঠনগুলো তারা মানবিক কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তেমনি মানব সেবায় স্বপ্ন গ্রুপ সিরাজগঞ্জ এর সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় গরিব অসহায় মানুষদের মাঝে টিবওয়েল, সেলাই মেশিন হুইলচেয়ার ও বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করে থাকেন। মানব সেবায় স্বপ্ন গ্রুপ

সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও পুলিশ বিভাগের কর্মরত  ডি এসবি মানবতার ফেরিওয়ালা শামীম রেজা, এডমিন আব্দুল আলিম, আখতারুজ্জামান, ইসমাইল হোসেন সহ আরো অনেকে এই মানবিক কাজ করে থাকেন। 

মানব সেবায় স্বপ্ন গ্রুপ

সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠাতা পরিচালক  শামীম রেজা তিনি বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলার জন্য স্বেচ্ছাসেবায় জনসাধারণের প্রবেশ ও স্বেচ্ছাসেবার চর্চা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ গ্রামবাংলা ও শহরের যে কোনও আবহাওয়া, মহামারি, সামাজিক বা অন্য যে কোনও বিপর্যয় থেকে টেকসই উন্নয়ন সম্ভব হবে। জনসম্পৃক্ততা নগর ও গ্রামের মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তন, মহামারি, সামাজিক ও অন্যান্য যেকোনও সংকট মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।


আরও খবর