Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বাংলাদেশে নির্বাচনের আগাম পরিস্থিতি দেখতে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৭৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগাম পরিস্থিতি দেখতে অক্টোবরের ৭ তারিখে ছয় সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র বায়ার্ন শিলার এ তথ্য জানিয়েছেন।

দেশটির দুই গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই দলটির সফরের আয়োজন করেছে।

আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় এক সপ্তাহের এই সফরে দলটির সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজসহ স্থানীয় বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগের আগে এখনকার নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।


আরও খবর



সরকার কোনো ধরনের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন নয়: ওবায়দুল কাদের

প্রকাশিত:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো ধরনের নিষেধাজ্ঞায় সরকার উদ্বিগ্ন নয় বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে বিএনপি ও তার দোসরাই নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। নিষেধাজ্ঞা আসলে বিএনপির বিরুদ্ধে আসবে। বিএনপিই নির্বাচনের পথে প্রধান অন্তরায়।

বিএনপির বিরুদ্ধে এখনও কেন নিষেধাজ্ঞা আসছে না সেই প্রশ্ন করেন কাদের। এসময় দেশি বিদেশি চক্র গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে ১০ ডিসেম্বর ‘গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে’ ক্ষতিগ্রস্ত পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। যদিও এই কর্মসূচি পালনে এখনও কোনো অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর বেশি বাড়াবাড়ি করলে জনগণ প্রতিহত করবে। এদিন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে অনেক মন্ত্রী-এমপিকে শোকজ করা হয়েছে। এ নিয়ে ওবায়দুল কাদের বলেন, আচরণবিধি লঙ্ঘনের জন্য অনেক মন্ত্রী-এমপি শোকজ পেয়েছে, যা বিরল।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচনকে প্রভাবমুক্ত করতেই ইউএনও ওসি বদলি করা হচ্ছে।

১৪ দল আর জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ জন্য অপেক্ষা করতে হবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এরপরে আসন সমঝোতা নিয়ে কোনো সংকট থাকবে না।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




মাদক মামলায় শার্শার ইয়াকুবের সাত বছরের কারাদন্ড

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান:মাদক মামলায় শার্শার ইয়াকুবের সাত বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সোহানী পূষণ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি মাদক ব্যবসায়ি ইয়াকুব শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের আমির আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ জানুয়ারি রাত নয়টায় যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদ পেয়ে শার্শার মাহিষাকুড়া গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় ইয়াকুবকে নিজ এলাকা থেকে আটক করে। একই সাথে তার কাছ থেকে ২শ’পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবির এসআই খাইরুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ডিবির এসআই সেকেন্দার আবু জাফর তদন্ত করে ইয়াকুব হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ রোববার এ মামলার রায় ঘোষনার দিনে বিচারক আসামির উপস্থিতিতে এ সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আরও খবর



নাসিরনগরে (বাসক) নামক এক মানবাধিকার সংস্থার সভাপতি সম্পাদক সহ চার জনের বিরোদ্ধে মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৮৪জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের  নুরপুরে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) নামক একটি মানবাধিকার  সংস্থার  সভাপতি সম্পাদকের বিরুদ্ধে খালি ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। জানা গেছে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) এর সভাপতি নুরপুর গ্রামের মোঃআবুল কাশেম ও সম্পাদক মো: রফিক চিশতী,সদস্য কায়েশ রাজা ও বিলকিছ বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি দায়ের করেন একই গ্রামের মোঃ আছমত আলীর স্ত্রী রাবিয়া বেগম।মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে রাবিয়া বেগমের ছেলে রাসেল মিয়া বিলকিছের ছেলেকে এক বছর পূর্বে সৌদি আরব পাঠায়। সেখানে ওই ছেলে অশান্তিতে রয়েছে বলে বাংলাদেশ আইন সহায়তা  কার্যালয়ে নুরপুর এলাকায় অভিযোগ করেন বিলকিস বেগম।পরে এ নিয়ে  বাসক এর সভাপতি আবুল কাশেম, সম্পাদক মো: রফিক চিশতী, স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে রাবিয়া বেগম কে তাদের কার্যালয়ে ডেকে আনা হয়।

বিষয়টি সমাধানের চেষ্টা চলে।ওই দিন সমাধান হয়নি।পরবর্তী তারিখে রাবিয়া বেগম আসমত আলী, রুপালী বেগম, রিনা বেগম  বাসক কার্যালয়ে যায়। সেখানে বিষয় টি নিষ্পত্তি করার জন্য রফিক চিশতি,  রাবিয়া বেগম ও আসমত আলী কাছ থেক  ১০০ টাকার ৩টি ননজুডিশিয়া খালি  ষ্ট্যাম্পে স্বাক্ষর করতে বলেন। তারা স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করলে তাদের প্রাণে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক  স্বাক্ষর আদায় করে নেয়া হয়।এই ঘটনায় গত ১৫ নভেম্বর  ব্রাহ্মণবাড়িয়া আদালতে ফৌঃ কার্যবিধির ৯৮ ধারাএকটি মামলা দায়ের করেন যার নম্বর ১৫৯৬/২৩।

মাননীয় আদালত বিবাদীগণকে আদালতে তলব করেন সেই সাথে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বাসকের কার্যক্রমের বৈধতার বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীনি  বলেন আমি আদারতের মাধ্যমে এর সুষ্ঠ সমাধান চাই।বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)এর নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম বলেন আমরা উনাকে নোটিশ করেছি তবে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



জয়পুরহাটে ধর্মীয় ব্যাখ্যা নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১৪৫জন দেখেছেন

Image

জয়পুরহাট প্রতিনিধিঃধর্মীয় নানা ব্যখ্যা নিয়ে অপপ্রচাররোধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চক-ভারুনিয়া দরবার শরীফের আয়োজনে  আজ শনিবার দুপুরে জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এতে লিখিত বক্তব্য পাঠ করেন নওগাঁর ইমাম আজম ফাউন্ডেশনের মুফতি শাহ আলম।

লিখিত বক্তব্যে মুফতি শাহ আলম বলেন, বর্তমানে মিলাদ কিয়ামের বিপক্ষের আলেমগণ নানা বিতর্কে জড়িয়ে বিভ্রান্ত সৃষ্টির অপচেষ্টা করছেন। শুধু তাই নয়, এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টির মাধ্যমে সামাজিক শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য গত ১১ নভেম্বর জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে ‘কিয়াম ও মিলাদ’ এর পক্ষে-বিপক্ষে ‘বাহাস’ করেন ২ দলের আলেমগন। কিয়াম ও মিলাদের বিপক্ষের আলেমগ জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রসার অধ্যক্ষ মওলানা আব্দুল মতিনের বিরুদ্ধে নানা অপপ্রচার চালান বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, সহকারী অধ্যাপক মুফতি ইমরান আলী, চক ভারুনিয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ আব্দুল গফুর, চক ভারুনিয়া দরবার শরীফের পরিচালক  মওলানা ইব্রাহিম হোসেন, পুরানাপৈল ইউ.পি সদস্যকামরুজ্জামান রনজু প্রমুখ। 


আরও খবর



পূন্য স্নানের মধ্য দিয়ে শেষ হল দুবলার চরের রাস উৎসব

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বঙ্গোপসাগরের নোনা জলে পূন্য স্নানের মধ্য দিয়ে সুন্দরবনের দুবলার চরের রাস পূজা শেষ হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে পূন্য স্নান করেন পূন্যার্থীরা। কয়েক ঘন্টার স্নান ও পূজা আর্চনার পরেই এবারের মিলন মেলা শেষ হয়। এর আগে শনিবার (২৫ নভেম্বর) দুবলার চরে রাস পূজা শুরু হয়। পূণ্য স্নানের সময় পূন্যার্থীরা মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করেন। সাগর পাড়ের বালুতে বসে তারা সৃষ্টিকর্তার আরাধনা করেন। এসময় ডাবসহ বিভিন্ন ফল এবং লোকালয় থেকে নেওয়া কিছু ফুল ভোগ হিসেবে দিয়ে থাকেন ভক্তরা। এবারের রাস উৎসবে ২৫ হাজারের বেশি সনাতন ধর্মালম্বী পূন্যার্থী অংশগ্রহন করেছেন বলে জানিয়েছেন রাস পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু।

তিনি বলেন, খুবই শান্তিপূর্ণভাবে রাস উৎসব শেষ হয়েছে। পূন্যার্থীরা নির্বিঘ্নে পূজা আর্চনা ও পূন্য স্নান করেছেন। পূন্যস্নান শেষে সকাল ৯টার পরেই পূন্যার্থীদের নিয়ে  আমরা রওনা দিয়েছি। আশাকরি সবাই নিরাপদে বাড়ি পৌছাবেন। তবে ভক্ত ও পূন্যার্থীদের দাবি ছিল পূজার পাশাপাশি পূর্বের ন্যায় কবিগান, শাস্ত্রীয় গান ও ধর্মীয় আলোচনার ব্যবস্থা থাকলে রাস পূজাটি আরও ভাল হত।

রাস পূজায় অংশগ্রহনকারী অর্নব তালুকদার বলেন, প্রথমবার রাসে এসেছি। খুবই ভাল লেগেছে। তবে একটু কবিগান ও শাস্ত্রীয় গানের ব্যবস্থা থাকলে খুব ভাল হত।

খুলনার রুপসা এলাকার কাকলী দেবনাথ বলেন, লঞ্চে যাত্রা ও থাকায় কিছুটা কষ্ট হলেও, সার্বিক ব্যবস্থা ছিল খুব ভাল। আমাদের খুব ভাল লেগেছে। পূন্য স্নান করে ঠাকুরের কাছে মনের কথা বলেছি। আবারও আসার ইচ্ছে আছে এখানে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মো. নূরুল করিম বলেন, রাস পূজা উপলক্ষে বন বিভাগের টহল জোরদার করা হয়েছিল। সবকিছু সঠিকভাবেই হয়েছে। কোন রকম অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

রাস উৎসবের ইতিহাসঃ- দুবলার চরের রাস উৎসব প্রাচীন ইতিহাস নিয়ে নানা মত প্রচলিত আছে। জানা গেছে, ঠাকুর হরিচাঁদের অনুসারী হরি ভজন নামে এক হিন্দু সাধু মেলার শুরু করেছিলেন ১৯২৩ সালে। এই সাধু চব্বিশ বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনে গাছের ফল-মূল খেয়ে জীবন ধারণ করেছেন। আবার কারো কারো মতে, শারদীয় দুর্গোৎসবের পর পূর্ণিমার রাতে বৃন্দাবনবাসী গোপীদের সঙ্গে রাস নৃত্যে মেতেছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ। এটিকে স্মরণ করেই দুবলায় আয়োজিত হয়ে আসছে রাস উৎসব। অনেকে এটাও মনে করেন, শ্রীকৃষ্ণ কোনো এক পূর্ণিমা তিথিতে পাপ মোচন ও পুণ্যলাভে গঙ্গাস্নানের স্বপ্নাদেশ পান। তার স্বপ্নাদেশকে সম্মান জানাতে বসে রাসমেলা।


আরও খবর