Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যে জবাব দিলো চীন

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৯৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও এখানকার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতার ক্ষেত্রে চীন সমর্থন দেবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা বলেন। 

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে সহযোগিতা হিসেবে চীন এমন সমর্থন দেবে।

সকল দেশকে অন্যকে পুরোপুরি বঞ্চিত করে একপক্ষ সব নিয়ে নেওয়ার মানসিকতা ত্যাগ করা করতে হবে বলে জানান তিনি।

একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়া ও একে অপরকে সহযোগিতার ওপর জোর দেন রাষ্ট্রদূত। এতে স্থায়ী শান্তি, সর্বজনীন নিরাপত্তা ও অভিন্ন সমৃদ্ধি বজায় থাকবে বলে ইয়াও মনে করেন।

২০১৬ সালে ঢাকায় প্রেসিডেন্ট শি জিনপিং ও ২০১৯ সালে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর এবং গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় দুই নেতার বৈঠকের উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ের এমন সফর ও বৈঠকের ফলে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আগের চেয়ে গভীর হয়েছে।’

দুই দেশই দীর্ঘদিন ধরে নিজ নিজ মূল স্বার্থ ও উদ্বেগের বিষয়ে একে অপরকে সমর্থন দিয়ে আসছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




মানিকছড়ি থানা পুলিশের অভিযানে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯১জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ ও একটি মোটরসাইকেল সহ মোঃ নূরুল হক(৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে  গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত  ১০টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)এর দিক নিদের্শনায় মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই নিঃ) ঝন্টু চন্দ্র দে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান  ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন গাড়িটানা বাজার এলাকায় অবস্থানকালে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে  পারেন যে,  ০২জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ নিয়ে মোটরসাইকেল যোগে খাগড়াছড়ি থেকে  চট্রগ্রাম এর উদ্দেশ্যে রওনা করেছে।  সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায়  চেকপোস্ট স্থাপন করে ৪০লিটার দেশীয় তৈরী চোলাই মদ  একটি মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী মো. নূরুল হক(৪২) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন-মো. নূরুল হক(৪২) 
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়া এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।

মানিকছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে 
আসামী নুরুল হক এর  নিকট থেকে  ৪০ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ  এবং ০১টি মোটরসাইকেল সহ তাকে গ্রেপ্তার করা হয়।

 মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম জানান আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে আসামীকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। 

আরও খবর



ডেমরা থানায় আওয়ামী লীগ নেতাকে জামাত-শিবির দেখিয়ে হয়রানি মূলক মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৬৫জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃডেমরায় প্রতিপক্ষকে ঘায়েল করতে আওয়ামী লীগ নেতাকে জামাত-শিবির দেখিয়ে হয়রানি মূলক মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।এই বিষয়ে প্রতিকার চেয়ে হয়রানি মূলক মামলা থেকে রেহাই পেতে ভুক্তভোগী মোঃ মাসুদ মিয়া স্বরাষ্ট্র সচিব,প্রধান মন্ত্রীর একান্ত সচিব,ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব,ডিএমপি কমিশনার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি/সাধারণ সম্পাদক,ডেমরা থানার অফিসার ইনচার্জ বরাবর দরখাস্ত করেছেন ।

ভুক্তভোগী মোঃ মাসুদ মিয়া পোস্টাল অপারেটর হিসেবে ঢাকা জিপিওতে কর্মরত আছেন। স্থায়ী ঠিকানা যাত্রাবাড়ি থানা এলাকার মাতুয়াইল মাঝপাড়ায়, বর্তমানে বসবাস করেন ডেমরা থানাধীন বাদশা মিয়া রোড নিউ টাউন এলাকায়।

ভুক্তভোগী মোঃ মাসুদ মিয়া  জানান, আমি বাংলাদেশ ডাক বিভাগের কর্মচারী,ঢাকা জিপিওতে কর্মরত আছি, জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত রেজিঃ নং -বি ২১২৯ এর জিপিও অফিসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, এছাড়াও বৃহত্তর মাতুয়াইল ইউনিয়ন যুবলীগের ১নং সদস্য হিসেবে মূল কমিটিতে ছিলাম,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬৩ নং ওয়ার্ড অন্তর্গত ইউনিট কমিটির সহ-সভাপতি পদে আছি, ডেমরা থানার বাদশা মিয়া রোডে আমার পৈতৃক সম্পত্তির উপর ভবন নির্মাণ কাজ চলছে, সেখানে শাখাওয়াত হোসেন মাসুদ, আবুল কাশেম, মোঃ আসাদুল্লাহ (আসাদ), মোহাম্মদ সাইফুল, আব্দুল সাত্তার সহ আরো কয়কজন এসে কিছুদিন পূর্বে আমার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে, বিষয়টি নিয়ে আমি ডেমরা থানার তৎকালীন ওসির শরণাপন্ন হই এবং জিডি করার জন্য প্রস্তাব দেই, কিন্তু তিনি বিষয়টি নাকচ করে দেন, পরবর্তীতে আমি জানতে পারি সাখাওয়াত হোসেন মাসুদ বাদী হয়ে ডেমরা থানায় ২৯(৫)২৩ নং মামলায় আমাকে ১৪ নং এবং আমার ভাইকে ১৫ নং আসামি করা হয়েছে, যা শুনে আমি মর্মাহত হই, আমি একজন মুসলমান ধর্মপ্রাণ ব্যক্তি আল্লাহর হুকুম নবীর সুন্নত মেনে মাথায় টুপি ও দাড়ি রেখেছি, দুষ্কৃতিকারীরা সেই বিষয়টিকে ইস্যু করে আমার নামের পাশে জামাত শিবির নেতা বানিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, আমার নামে এই মামলাটির রুজু হওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ বিগত ২০ সেপ্টেম্বর তারিখে আমাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করেছে, আমার চাকরির সামান্য বেতনে বৃদ্ধ মা বাবা স্ত্রী এবং তিন ছেলে মেয়েকে নিয়ে জীবন যাপন করিতেছিলাম, ষড়যন্ত্র মামলায় জড়িত হয়ে বর্তমানে অসহায় অবস্থায় দিনযাপন করছি।

এই বিষয়ে কথা বললে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নই, মামলা নাম্বার দিন খোঁজ নিয়ে বিষয়টি দেখব।


আরও খবর



"আরে ব্যাটা তোর যদি সাহস থাকে ফিরে আয়"

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১৪৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘তারেক রহমান পালিয়ে থাকে লন্ডনে। তার বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে যায়। লন্ডনে বসে সে এখানে আগুন জ্বালাতে বলে। আরে ব্যাটা তোর যদি সাহস থাকে, বাংলাদেশে ফিরে আয়। আমরা তোকে একটু দেখি।

রোববার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ দলটির নেতা কোথায়? এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি। এটা করেছি আমার ক্ষমতাবলে। আর তার ছেলে তারেক জিয়া ২০০৭ সালে রাজনীতি করবে না- এই মুচলেকা দিয়ে লন্ডন গিয়ে বসে আছে। ও এত টাকা কোথায় পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে। ও অস্ত্র চোরাকারবারির সঙ্গে জড়িত, মানিলন্ডারিংয়ের সাথে জড়িত।

সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশে একসময় দুর্ভিক্ষ লেগে থাকত। ভোটের ও ভাতের অধিকার ছিল না। মিলিটারি ডিক্টেটররা দেশে এগুলো করেছে। আমরা আন্দোলন করে ভোটের ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন দেশে ভাতের সংকট নেই। তরকারি ও শাকসবজি এখন ভরপুর। আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষার্থীদের এখন টাকা দিয়ে বই কিনতে হয় না। আমরা উপবৃত্তির ব্যবস্থা করেছি। প্রায় আড়াই কোটি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির আওতায় এনেছি। আমরা জানি খালেদা জিয়া ও তার দলের লোকেরা চায় না- দেশের মানুষ শিক্ষিত হোক।

শেখ হাসিনা আরও বলেন, ‘বিএনপির সামনে এসে আন্দোলন করার সাহস নেই। তারা এখন গলিপথ থেকে বেরিয়ে এসে চোরাগুপ্তা হামলা করে অবরোধ পালন করছে। তারা প্রকাশ্যে পুলিশকে পিটিয়ে মেরেছে। প্রধান বিচারপতির বাসায় হামলা করেছে। তাদের হাত থেকে অন্তঃসত্ত্বা নারীরাও মুক্তি পাচ্ছে না।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল ৩টার দিকে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জনসভায় যোগ দেন তিনি।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদপড়াদের আবেদন গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অস্থায়ী ক্যাম্পে এ আবেদন গ্রহণ শুরু করে ইসি। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। এরপর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।

এর আগে সোমবার (৪ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষ হয়। যাচাই-বাছাই শেষে ৭৩১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি। পরে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তি সংক্রান্ত নোটিশ জারি করা হয়।

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আপিল করতে পারবেন। এ বিষয়ে আপিল শুনানি চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে নিবাচন ভবনে আপিল আবেদন করা যাবে।

আপিল করার জন্য ১১টি অঞ্চলকে ভাগ করে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে বলেও জানায় ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্মের স্বীকৃতি পেল হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিক

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৫১জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি গবেষণা ও পরামর্শক সংস্থা গার্টনার সম্প্রতি হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিককে অন্যতম শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি গার্টনার প্রকাশিত ‘২০২৩ ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ ফর ডিসট্রিবিউটেড ফাইল সিস্টেমস অ্যান্ড অবজেক্ট স্টোরেজ’ রিপোর্টের মাধ্যমে এ স্বীকৃতি দেয়া হয়। এটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের উচ্চক্ষমতার ভারসাম্যপূর্ণ স্কেল-আউট স্টোরেজ সল্যুশন। গার্টনারের রিপোর্ট অনুযায়ী, ব্যবহারিক পর্যায়ের সাতটি ক্ষেত্রের মধ্যে পাঁচটিতেই শীর্ষস্থান অর্জন করেছে ওশানস্টোর প্যাসিফিক।


এ প্রতিবেদন তৈরির জন্য গার্টনার বিভিন্ন জটিল সক্ষমতা ও সাতটি ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি স্টোরেজ প্রোডাক্টের মূল্যায়ন করেছে। এবং তারপর একটি বিস্তৃত রিপোর্ট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। রিপোর্টে বিভিন্ন স্টোরেজ প্রোডাক্টের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। ফলে গ্রাহকদের জন্য এটি একটি অপরিহার্য রেফারেন্স গাইড হয়ে উঠেছে।


প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে হুয়াওয়ে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আর এটা হলো ওশানস্টোর প্যাসিফিকের পণ্যের সক্ষমতার ধারাবাহিক রূপান্তরের একটি মূল কারণ, যাতে করে গ্রাহকদের সব ধরণের ব্যবসায়িক চাহিদা মেটানো সম্ভব হয়।


হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ ডোমেইনের প্রেসিডেন্ট ওয়াং ইডং বলেন, “গার্টনার ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ রিপোর্টে হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অর্জন দেখতে পারা অত্যন্ত আনন্দদায়ক। আমরা বিশ্বাস করি, গ্রাহক-কেন্দ্রিক চিন্তা করে যে উচ্চমানের প্রোডাক্ট তৈরির সক্ষমতা আমাদের রয়েছে, এ স্বীকৃতি তারই প্রমাণ। এই অর্জন আমাদের আরও বেশি কিছু করার উৎসাহ প্রদান করবে। ইয়োটাবাইট যুগে যাতে নতুন নতুন অ্যাপ গ্রহণ করা সম্ভব হয়, সে জন্য আমরা প্রোডাক্ট সক্ষমতার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এবং হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ সল্যুশনের মাধ্যমে ইন্ডাস্ট্রির পার্টনারদের জন্য আরও নির্ভরযোগ্য ও দক্ষ অবকাঠামোর উন্নয়ন ঘটাব।”


ভবিষ্যত-উপযাগী স্মার্ট সল্যুশন্স এর মাধ্যমে পুরোপুরি কানেক্টেড ও ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরির জন্য হুয়াওয়ে’র যে প্রতিশ্রুতি, তারই প্রমাণ হলো হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অসাধারণ অর্জন।


আরও খবর