Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

বাংলাদেশ ত্রাণ পাঠাবে সিরিয়ায়

প্রকাশিত:শুক্রবার ১০ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৫৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য বিমান বাহিনীর মাধ্যমে সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। একটি সি-১৩০-জে পরিবহন বিমানযোগে এসব সামগ্রী পাঠানো হবে।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ত্রাণ সহায়তার জন্য বড় তাবু, ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার এবং ওষুধ পাঠানো হবে। এ মিশনের নেতৃত্ব দেবেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

বিমানটি বাংলাদেশ থেকে ১০ ফেব্রুয়ারি রাতে সিরিয়ার উদ্দেশে যাত্রা করবে এবং সিরিয়ায় ত্রাণসামগ্রী পৌঁছানোর পর পুনরায় বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে।

এর আগে, তুরস্কে ৪৬ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ সরকার। সেখানে আছেন সেনাবাহিনী থেকে ২৪ সদস্যের একটি উদ্ধারকারী দল, ১০ জনের একটি মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্য। দলটি জরুরি ত্রাণ এবং চিকিৎসা সামগ্রীসহ বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০-জে পরিবহন বিমান দিয়ে তুরস্কের আদানা সাকিরপাশা বিমানবন্দরে পৌঁছেছে।

গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এতে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়। এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার নিহত হওয়ার পাশাপাশি প্রচুর মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসাসেবার অভাবে দেশ দুটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।


আরও খবর



ক্ষমা চাইলেন মাশরাফি

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৫৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকনড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ত মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, ‘রাজনীতি করতে এসে আমার কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে, অজান্তে কোনো ভুল হলে আমি ক্ষমা চাচ্ছি।  ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না, আমি প্রতিশোধে বিশ্বাসী নই।

আজ বৃহস্পতিবার নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী দিনে এসব কথা বলেন মাশরাফি।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, ‘আমি সবচেয়ে ভালো অন্যরা খারাপ, এটা মনে করলে চলবে না। আপনার মুখে এক কথা আর বুকে অন্য কথা, এটা হবে না। আপনার মুখ আর বুক একই থাকতে হবে।

সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ রিয়াজ মাহমুদ মিশামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সহসভাপতি কৃষিবিদ মো. আব্দুস সালাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. তরিকুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।


আরও খবর



ঠাকুরগাঁওয়ে কাগজে-কলমে পাঠাগার দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাত

প্রকাশিত:শুক্রবার ০৯ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৩৫জন দেখেছেন

Image
জসীমউদ্দীন ইতি  ঠাকুরগাঁও প্রতিনিধি:দেখে বাড়ির বেলকুনি মনে হলেও এটি একটি সরকারি নিবন্ধিত পাঠাগার। আশেপাশে নেই কোন সাইনবোর্ড কিংবা আলাদাভাবে চেনার উপায়। কাছে গিয়ে দেখা মিলে- বেলকুনির চারপাশে শুকাতে দেওয়া আছে ভেজা কাপড়। তার পাশে অনুদান পাওয়া দুটি বুকসেলফে কিছু বই, দুটি চেয়ার, একটি টেবিল। এ ছাড়া আর পাঠাগারের কোন অস্তিত্ব নেই৷ 

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পূর্ব নারগুনে একটি বাড়ির বেলকুনিতে অবস্থিত গ্রামীণ পাঠাগারটি। অনুমোদনের নীতিমালা অনুযায়ী নিবন্ধনের জন্য সাত বছর বয়স হওয়ার পাশাপাশি প্রতি মাসে গড়ে দুই শতাধিক পাঠক হওয়ার কথা থাকলেও পাঠাগারটির নাম জানেন না এলাকাবাসী। এমনকি পাঠাগারের পরিচালকেরাও নাম বলতে হোচট খেয়েছেন কয়েক দফায়। অথচ নামে মাত্র এসব পাঠাগারগুলো কাগজে কলমে সচল পাঠাগার দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন সরকারি তহবিল থেকে লাখ লাখ টাকা।
জেলা সরকারি গণগ্রন্থাগারের দেওয়া তথ্য মতে, জেলায় নিবন্ধিত পাঠাগারের সংখ্যা ১২ টি৷ যার মধ্যে অধিকাংশ পাঠাগার এখন শুধু নাম সর্বস্ব। কারো ঘরের বেলকুনি, কারো বেড রুম কিংবা কারো নেই কোন অস্তিত্ব। তবে নামে মাত্র হয়েও ২০১৯-২০২০ অর্থবছরে ৪ টি পাঠাগার, ২০২০-২১ অর্থবছরে ৬ টি পাঠাগার অনুদান পেয়েছেন কয়েক লাখ টাকা। আর ২০২২-২৩ অর্থবছরে ৮ টি পাঠাগার পাচ্ছেন পাঁচ লাখ সাতান্ন হাজার টাকা অনুদান৷ তার মধ্যে ২ টি 'গ' শ্রেণির পাঠাগার পাচ্ছেন ৫৫,০০০ টাকা করে, আর "খ" শ্রেণির ৬ টি পাঠাগার পাচ্ছেন ৪৭,৫০০ টাকা। 
অনুদানের সব টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেন কাগজে কলমে থাকা পাঠাগারের সভাপতি ও সম্পাদক। নিয়ম মেনে তদারকি করে অনুদান প্রদানের সাথে অর্থ আত্মসাৎ কারীদের বিচারের দাবি জানান সচেতন মহল। 

স্থানীয়রা ও শিক্ষার্থীরা জানান, তারা কখনো গ্রামীণ পাঠাগার নামে কোন পাঠাগারের নাম শোনেননি৷ তাদের এলাকায় পাঠাগার হলে তারা সেখানে গিয়ে পড়াশোনা করতে পারতেন৷ 

গ্রামীণ পাঠাগারের সভাপতি মোহাম্মদ নুরুদ্দীন ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, কাগজে কলমে আমাদের পাঠাগারটি ২০১৬ সালে দেখানো হয়েছে৷ আমরা সব ধরনের সরকারি সুযোগ সুবিধা পাই৷ বিগত দুই অর্থ বছরে আমরা সরকারি অনুদান পেয়েছি৷ এবারেও আমরা সরকারি অনুদান পাব৷ বর্তমানে তেমন কোন কার্যক্রম নেই। আমরা সামনে একটি ঘর তৈরি করে পাঠাগারটি চালু করব। 

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৬ নং নারগুন ইউনিয়নের চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে গ্রামীণ পাঠাগার রয়েছে এটি আজ জানতে পারলাম। কখনো এর কোন কার্যক্রম আমার চোখে পড়েনি। যারা পাঠাগারের নামে টাকা আত্মসাৎ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। 

অফিসে কর্মকর্তা সংকট হওয়ায় এমন অবস্থা জানিয়ে জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান আম্বিয়া বেগম বলেন, পাঠাগারগুলোতে দুবছর আগে পরিদর্শনে যাওয়া হয়েছিল। পরে আর যাওয়া হয়ে উঠে না। তাদের আবেদনের প্রেক্ষিতে তারা সরকারি অনুদান পেয়ে থাকেন৷ পরবর্তীতে আমরা তদারকি বাড়াব। 

নামে সর্বস্ব পাঠাগারগুলো আর অনুদান পাবে না বলে সাফ জানিয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, পাঠাগার সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। একটি সমাজকে জ্ঞান ও শিক্ষায় সমৃদ্ধ করে। তবে পাঠাগারের নাম ভাঙ্গিয়ে যারা সরকারি সম্পদ হাতিয়ে নেন তাদের সে সুযোগ আর দেওয়া হবে না। এ বিষয়টি নিয়ে আমরা এখনি কাজ শুরু করব। কার্যক্রমহীন পাঠাগারগুলো আর কোন ধরনের সরকারি অনুদান পাবেন না। 

আরও খবর



মাগুরায় কৃষক হত্যার রায়ে ৩ জনের ফাঁসির আদেশ বাকিরা খালাশ

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৩০জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের  কৃষক সাহেব আলী হত্যা মামলার রায়ে ৩ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। 

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন কোটভাগ গ্রামের আবদুস সবুর, হাবিবুর রহমান এবং বুলু মিয়া।

মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক ফারজানা ইয়াসমিন মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন। বাকিদের খালাশ দিয়েছেন।

২০০২ সালের ৮ মার্চ তারিখ ভোরবেলা শালিখার কোটভাগ গ্রামের আমজাদ আলী বিশ্বাসের ছেলে সাহেব আলী মাঠে কৃষি কাজ করতে যাওয়ার সময় সামাজিক দলাদলি ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নির্মমভাবে খুন হন। এ ঘটনার পর নিহত কৃষক সাহেব আলীর বাবা শালিখা থানায় ৩৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর যাবতীয় সাক্ষ্যপ্রমাণাদি শেষে বিজ্ঞ বিচারক ৩ জনের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন এবং মামলার অন্যান্য আসামীদের বেকসুর খালাস প্রদান করেছেন।

এই রায়ে সরকারি পক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চতর আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।


আরও খবর



সোনারগাঁয়ে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুই ইউনিয়নে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।সাদিপুর  ইউনিয়নের নয়াপুর,কাঠালিয়া পাড়া,পশ্চিম পাড়া,আন্ধারমানিক,বেইলর,দেওভোগ ও জামপুর ইউনিয়নের মীরের টেক,আথুরাপাড়াসহ বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই ইউনিয়নের ৬ কিলোমিটারের মধ্যে ৬শ ফুট অবৈধ পাইপ ও রাইজার, রেগুলেটর জব্দ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রাসকের সিনিয়র সহকারী কমিশনার আর্নিকা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এসময় তিতাস গ্যাসের সোনারগাঁ জোনাল অফিসের ডিজিএম সুরুজ আলম, ম্যানেজার আতিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ, রিয়াজ মহিউদ্দিন, সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ডে মেইন হোলের ঢাকনা উধাও, মশার উপদ্রব,ড্রেনে উপচেপড়া ময়লায় জন সাধারণের ভোগান্তি

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

নাজমুল হাসান: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, সড়কের মেইন হোলের ঢাকনা উধাও সহ মশার উপদ্রবে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে ডিএসসিসির নবগঠিত ৬৫ নং ওয়ার্ডের অন্তর্গত আলী মোহাম্মদ খান রোড আদর্শ বাগ এলাকায় নির্মিত নতুন সড়কটি মেরামতের কয়েক মাস যেতে না যেতেই  ড্রেনেজ লাইনে প্রায় ৩টি ,বানিয়ারবাগে ৩টি, মাতুয়াইল মেডিকেল থেকে মাতুয়াইল চৌরাস্তা পর্যন্ত ৭ টি ম্যানহোলের ঢাকনা নেই। সড়কগুলো দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার লোকজন।৭ ফুট গভীরতার বড় বড় ম্যানহোলগুলো খোলা থাকায় অহরহ দুর্ঘটনা ঘটছে। তাছাড়া ড্রেনেজ ব্যবস্থার  সিষ্টেম ত্রুটিপূর্ণ হওয়ায় প্রধান নালা ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে,ড্রেনগুলোতে জমে থাকা পানির মধ্যে মশার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে পানিনিষ্কাশন,ড্রেনেজ লাইনের উপড় মেইন হোলের ঢাকনা উধাও এবং মশার উপদ্রব বৃদ্ধি পেয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট হচ্ছে প্রতিনিয়ত।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক গুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে,৬৫ নং ওয়ার্ডে লক্ষাধিক লোক বসবাস করে বর্তমানে মেইন হোলের ঢাকনা উধাও, নর্দমার জলজট, মশার উপদ্রব সব কিছু মিলিয়ে কঠিন দুঃসময় পার করছি।

অটোরিকশাচালক ইকবাল জানান, এক সপ্তাহ আগের চার-চারটি ম্যানহোলে ঢাকনা ছিল না। এখন দেখি অনেকগুলোতে নাই। যাত্রী নিয়ে চলতে অনেক অসুবিধা হচ্ছে। রাতে বেশি আতঙ্কে থাকতে হয়।

৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনাম আহমেদ এনাম জানান, মেইন হোলের ঢাকনা গুলো ভারী যানবাহন চলাচল করার কারণে ভেঙ্গে গেছে, সেই ভাঙ্গা ঢাকনাগুলো রাতের 

আঁধারে চুরি করে নিয়ে গেছে। অনেক দিন যাবত ভোগান্তিতে রয়েছে  ওয়ার্ডবাসী। 

অনেকে অভিযোগ দিয়েছেন। স্থানীয় কাউন্সিলর কে বিষয়টি অবগত করেছি। মেরামতসহ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।


আরও খবর