
আজাদ হোসেনঃ
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির উদ্যোগে দেশ বরেণ্য সেরা দশ ক্রীড়া ব্যক্তিত্বকে পুরস্কার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ৩০ ডিসেম্বর হোটেল সোনারগাঁয়ের বল রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। পুরষ্কার গ্রহণের জন্য ইতিমধ্যেই ১০ জন দেশ সেরা ক্রীড়া ব্যক্তিত্বের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হচ্ছেন, ফুটবলে কাজী সালাউদ্দিন, সাঁতারে মোশাররফ হোসেন খান, অ্যাথলেটিকসের শাহ আলম, বক্সিংয়ে মোশারফ হোসেন, ফুটবলে মোনেম মুন্না, দাবায় নিয়াজ মোরশেদ, শুটিংয়ে আসিফ হোসেন খান, ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজা, গলফ সিদ্দিকুর রহমান, ক্রিকেট সাকিব আল হাসান। এছাড়াও ১০ জন সাংবাদিক ও ক্রীড়া লেখকের নামও ঘোষণা করে পুরস্কার তালিকায় তারা হচ্ছেন, তৌফিক আজিজ খান, বদিউজ্জামান, মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল তৌহিদ, আতাউল হক মল্লিক, মতিউর রহমান চৌধুরী, দিলু খন্দকার, শহিদুল আজম, মোস্তফা মামুন।