Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বাংলাদেশ ব্যাংকে আগুনের ফলস অ্যালার্ম

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৫৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকে আগুনের অ্যালার্ম বাজার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এ সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার পর এলার্ম বাজার সংবাদ পাওয়া যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার পর বাংলাদেশ ব্যাংকে ফায়ার অ্যালার্ম বেজেছে বলে আমরা সংবাদ পাই। সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। এ সময় তারা জানতে পারে সেখানে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। ভুল করে কোনোভাবে ফায়ার এলার্ম বেজে উঠেছিল।

আর তাতেই আগুনের আতংক ছড়িয়ে পড়ে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




মানবাধিকার প্রতিষ্ঠায় সবাই কে এগিয়ে আসতে হবে

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

সংবাদ বিজ্ঞপ্তিঃরাষ্ট্রের সকল স্তরে জুলুম নির্যাতন অন্যায় অবিচার সুদ ঘুষ ও দুর্নীতিবাজদের মূলোৎপাটন করে শোষণহীন সুখি সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে সুশাসন নিশ্চিত করে এবং জনগনের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ। 

আজ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ও আজীবন সদস্য হারুন অর রশিদ হিরো এবং আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদস্য এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলীর সাথে বনানীর কেন্দ্রীয় সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন the finance today পত্রিকার সিনিয়র সাংবাদিক ও সংগঠনটির মিডিয়া উইং সেন্ট্রাল এর সহকারি পরিচালক মোঃ মোশাররফ হোসাইন রাজু , মাওঃ মোঃ রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্যে মোঃ রেজাউল করিম বলেন আজ বাংলাদেশসহ সারা বিশ্বের প্রতিটি জনপদে জুলুম নির্যাতনের শিকার হয়ে নিরাপরাধ অসহায়  নির্যাতিত নিপীড়িত নারী শিশু ও বয়োবৃদ্ধ মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। ভুলন্ডিত হচ্ছে মানবতা ও মানবিক মূল্যবোধ।চারদিকে বিভীষিকাময় এক হাহাকার পরিবেশ বিরাজ করছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী বলেন আমরা চাই সমাজের সকল শ্রেনী পেশার মানুষ অন্যায় অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং অসহায় ও দুস্থ মানুষের  কল্যাণে তাদের পাশে দাঁড়িয়ে বিশেষ করে তাদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যার যার অবস্থান থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ও লাইফ মেম্বার হারুন অর রশিদ হিরো কে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের নির্বাহী সদস্য পদ, আইডি কার্ড, সম্মাননা সার্টিফিকেট,ক্রেস্ট  ও উত্তরীয় প্রদান করে সম্মানিত করেন। এবং আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ এর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাধারণ সদস্য এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম কে গত ২৪ শেষ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত "হিউম্যান রাইটস সম্মেলন ২০২৩" এর পার্টিসিপেন্ট সম্মাননা সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট হস্তান্তর করেন। এবং সেই সাথে মোঃ রেজাউল করিম "অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল" এর সদস্য পদ লাভ করায় এই গৌরবময়  অর্জনের জন্য তাঁকে সংগঠনের পক্ষ হতে অধ্যাপক মাওলানা মোহাম্মাদ আবেদ আলী ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আরও খবর



আজ এইচএসসির ফল প্রকাশ

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ (রোববার) প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ড চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। এরপর প্রধানমন্ত্রী ফল প্রকাশ করবেন। বেলা ১১টা থেকে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল জানা যাবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ঢুকে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এরপর পরীক্ষার্থীর ফল পাওয়া যাবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে ফলাফল ডাউনলোড করতে পারবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

একইভাবে আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে ঞবপ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




ডোমারে কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ২৯জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:নর্দান প্রোগ্রেসিভ এ্যাসোসিয়েটস্ধসঢ়; রংপুর এর আয়োজনে নীলফামারীর ডোমারে প্রথম থেকে পঞ্চম শ্রেনীর শিশুদের কিন্ডার গার্টেন পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ডিসেম্বর) সকাল ১০টায় ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও গোমনাতী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় কেন্দ্রের সচিব হিসাবে দ্বায়িত্ব পালন কররেন দীর্ঘ ২১ বছরের সফল প্রতিষ্ঠান ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোঃ মোসলেহুদ্দীন শাহ। এ সময় শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাইদুল ইসলাম, আইডিয়াল একাডেমীর উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউনিক আজিজ স্কুলের প্রধান শিক্ষক রাজিবুল ইসলাম বাপ্পি, গোমনাতী মডেল একাডেমীর অধ্যক্ষ মিজান আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন। ২টি পরীক্ষা কেন্দ্রে শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩শত জন এবং গোমনাতী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ২শত জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এতে ডোমার আইডিয়াল একাডেমী, ইউনিক আজিজ

স্কুল, বামুনিয়া আইডিয়াল একাডেমী, আলোক বর্তিকা একাডেমী, লাইফ লাইন স্কুল, গোমনাতী মডেল একাডেমী, আল হেরা শিশু একাডেমী, ওয়েসিস মডেল কিন্ডার গার্ন্টেন, দারকামরী কিন্ডার গার্টেনসহ মোট ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশনেয়। কেন্দ্র সচিব ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোঃ মোসলেহুদ্দীন শাহ কেন্দ্রগুলো পরিদর্শন করে জানান, উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে শিশুরা পরীক্ষা দিচ্ছে। সকল শিক্ষক মিলে শিশুদের মেধাবী হিসাবে গড়ে তুলতে সার্বক্ষণিক চেষ্টা করে আসছি। পাশাপাশী শিশুদের পড়ালেখায় মনোযোগী করতে অভিভাবকদের পরামর্শ প্রদান করছি। আশা করি আল্লাহর রহমতে তারা রেজাল্ট করবে।


আরও খবর



আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক

প্রকাশিত:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ৫১জন দেখেছেন

Image

মারুফ সরকার,স্টাফ রির্পোটার:হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৯ ডিসেম্বর) রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, আদম তমিজী হককে আটক করে মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।গত ১৩ নভেম্বর রাতে দেশে ফেরেন আদম তমিজী হক। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে তমিজী হক ফেসবুকে ঘোষণা দেন, গাজীপুরের একজন প্রতিমন্ত্রী তার ব্যবসা বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন। তাকে তার ব্যবসার সুরক্ষার জন্য বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য করছেন। তারপরে তিনি ফেসবুক লাইভে তার পাসপোর্ট পুড়িয়ে দেন। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্ব সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। পরে তাকে তার দলীয় পদ থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হয় এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তাকে বরখাস্ত করে।

অবশ্য পরবর্তী সময়ে নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে ক্ষমা চান তমিজী হক। তিনি বলেন, অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে এমন কাজ করেছেন, যা একদমই উচিত হয়নি। তিনি বাংলাদেশকে অনেক ভালোবাসেন।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




ফরিদপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা

প্রকাশিত:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৮জন দেখেছেন

Image
টিটুল মোল্লা,ফরিদপুর:ফরিদপুর প্রেস ক্লাবের বিশেষ  সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বেলা ১০.৩০ মিনিটে ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে উক্ত সাধারন সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রেস ক্লাবের ৬৭ জন সদস্য উপস্থিত ছিলেন ‌ এবং ২৫ জন সদস্য আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন,প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব। সভায় প্রেসক্লাবের বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।সভায় পরবর্তী পর্বে ৭
সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এর আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক মোঃ শাহজাহান, সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মিজানুর রহমান মানিক ,এস এম তমিজউদ্দিন তাজ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, মফিজ ইমাম মিলন, মাহফুজুল আলম ও জাহিদ রিপন।

আগামী ৩১ শে মার্চ পর্যন্ত উক্ত কমিটি ফরিদপুর প্রেসক্লাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
এছাড়া আগামী ১৬ ডিসেম্বর  ফরিদপুর প্রেস ক্লাবের মরণোওর তিন জন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুদ্দিন মোল্লা, লিয়াকত হোসেন এবং এম এ মজিদকে সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়া প্রেস ক্লাবের বর্তমান দুই মুক্তিযোদ্ধা সদস্য মিজানুর রহমান মানিক আমিনুর রহমান ফরিদকে সংবর্ধনা প্রদান করা হবে বলে সভায় জানানো হয়।

আরও খবর