Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ১৫ জন

প্রকাশিত:বুধবার ২৫ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ২৩২জন দেখেছেন

Image

সাংস্কৃতিক প্রতিবেদক: সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ পাচ্ছেন ১৫ জন। আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে বাংলা একাডেমি।

তারা হলেন কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি-২০২২-এর সদস্যদের সম্মতিতে বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন।


আরও খবর



“ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই”

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে দেশে উপকারভোগীদের ভাতার টাকা আরো বৃদ্ধি করে দিবেন। বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধিভাতাসহ বিভিন্ন প্রকারের ভাতার প্রচলন শুরু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই ১০০টাকা করে প্রতি মাসে ভাতার টাকা দেয়া শুরু করলেও বর্তমানে সেই টাকা বৃদ্ধি করে সর্বোচ্চ ৮৫০টাকা পর্যন্ত দেয়া হচ্ছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের প্রায় ২০হাজার টাকা পর্যন্ত দেয়া হচ্ছে। দেশের অসহায়, দু:স্থ্য এবং বয়স্করা নানা ভাবে অবহেলিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী সেই কথা চিন্তা করে তাদের সহায়তার জন্য সরকারী ভাবে ভাতার প্রচলন শুরু করেছেন।

তিনি বলেন আগামী বছরের জানুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে শেখ হাসিনাকে যদি আপনারা ভোট দেন এবং আবারো তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন তাহলে আপনাদের ভাতার টাকার পরিমান আরো বৃদ্ধি করবেন। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোটের কোন বিকল্প নেই।বৃহস্পতিবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়ন পরিষদ আয়োজিত সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাতিয়াপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম, মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দুলাল দত্ত, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও সাহাগোলা ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সাহাগোলা ইউনিয়নের মোট ৪হাজার ৬শতজন উপকার ভোগীরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন বিষয়ে ভাতার সুবিধা, টিসিবি, ভিজিডি/ভিডব্লিউবি সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সুবিধা গ্রহণ করে আসছে। এছাড়াও প্রতিনিয়তই নতুন করে যোগ্য সেবাগ্রহীতাদের সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন সুবিধার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম, মামুনুর রশিদ। অনুষ্ঠানে ইউনিয়নের উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ছয় হাজার লোক সভায় অংশগ্রহন করে। সভায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচীর বিভিন্ন ভাতাভোগীরা ভাতা পেয়ে কতটুকু উপকৃত হয়েছেন, ভাতা পাওয়ার পর তাদের জীবন-যাপনের কথা এবং আগামীতে আরো কি কি করলে তারা আরো ভালো থাকতে পারবেন এবং অন্যান্য বিষয়ে সুবিধাভোগীদের মতামতও শোনেন সাংসদ হেলাল।


আরও খবর



মামলা থেকে জামিন পেলেন একরামুজ্জামান,লড়বেন সতন্ত্রপ্রার্থী হয়ে

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া:বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এস এ কে একরামুজ্জামান সুখন জামিনে মুক্তি পেয়েছেন। ২৭ নভেম্ভর ২০২৩ রোজ সোমবার দুপুরে তিনি নাসিরনগর থানার পুলিশ বাদী হয়ে দায়ের করা  বিস্ফোরক  মামলায় ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন।এস এ কে একরামুজ্জামানের  পক্ষের আইনজিবী হিসেবে উপস্থিত ছিলেন এড.আবেদ উল্লাহ ও রাষ্ট্র পক্ষের এ পি পি নাজমুল হকের উপস্থিতিতে  মামলার শুনানি শেষে জামিন প্রদান করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের সিনিয়র সহকারি জজ রাকিবুল হাসান রকি।এ সময় আদালতপাড়ায় এস এ কে একরামুজ্জামানের পক্ষে  বঙ্গবন্ধু আইনজিবী পরিষদের সদস্যবৃন্দ ও  রাজনৈতিক সমর্থকদের বিপুল সংখ্যক উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।জানা গেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১,সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনে  এমপি পদে  সতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন  শিল্পপতি একরামুজ্জামান। ইতিমধ্যে এ ব্যাপারে ১ শতাংশ (তিন হাজার) ভোটের সমর্থন সংগ্রহ করা হয়েছে বলে বিশ্বস্থ সুত্রে জানা গেছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



উল্লাপাড়ার বোয়ালিয়ায় জোরপূর্বক ব্যাবসায়ির জমি দখল

প্রকাশিত:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ায় পূর্বপুরুষের বিক্রি করে যাওয়া সম্পত্তি ৬৫ বছর পরে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে আজহার আলী নামের স্থানীয় এক ব্যাবসায়ির বিরুদ্ধে। আদালতে মামলা চলমান থাকা জমি দখলে নিতে সহযোগিতার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধেও। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েও কোন সুরাহা না পেয়ে অসহায় হয়ে পড়েছেন ভুক্তভোগিরা।

অভিযোগসূত্রে জানা যায়, ১৯৫৭ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকার মোঃ হুমায়ন কবিরের পূর্বপুরুষেরা একই এলাকার আজহার আলীর পূর্বপুরষদের নিকট থেকে ৫৫৮৬ নং দলিলমূলে জমি ক্রয় করেন। ঐ সময়েই ক্রয়কৃত সম্পত্তি দখলে নিয়ে ভোগদখল করতে থাকেন ক্রেতা। পরবর্তীতে ক্রেতার পরবর্তী প্রজন্ম হুমায়ন কবির ও তার পরিবারের সদস্যদের নামে ক্রয়কৃত ৫৫ শতক সম্পত্তি আর এস রেকর্ডে অন্তভুক্ত হয়। যার আর এস খতিয়ান নং ৮১ ও দাগ নং ৩২৯ ও ৩৫৮। কিন্তু হঠাৎই সিএস ও এস এ রেকর্ডে নিজেদের নাম রয়েছে জানিয়ে বোয়ালিয়া বাজারের জমিটি বেদখল করে দুটি একচালা টিনের ঘড় উত্তোলন করে আজহার আলী ও তার সন্তানেরা। এতে বাধা দিতে গেলে হুমায়ন কবির ও তার ভাইদের বিভিন্নভাবে হুমকি প্রদানসহ নাজেহাল করে আজহার আলী ও তার সন্ত্রাসী বাহিনী। বিষয়টি নিয়ে গ্রাম্য শালিস বসলে উপজেলার বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নু, সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, ছাখাওয়াত হোসেন, বাবর আলীসহ কতিপয় মাতব্বর কাগজপত্র পরিক্ষা নিরিক্ষা না করে আজহার আলীকে ৯ শতক জমি প্রদানের সিদ্ধান্ত জানিয়ে হুমায়ন কবির ও তার পরিবারের সদস্যদের স্বাক্ষর নিয়ে নেয় কৌশলে। শালিসে উপস্থিত থাকলেও এ্যাড. নজরুল ইসলামকে কোন কথা বলার সুযোগ দেওয়া হয়নি। শালিসের রায় ঘোষনার পর ঐ দখলকৃত জমিতে উত্তোলন করা একচালা ঘড় ভেঙ্গে নতুন স্থাপনা নির্মানের প্রক্রিয়া শুরু করে আজহার আলী ও তার সন্ত্রাসীরা। এতে সম্পত্তি হারানো ও জীবনের ঝুকি নিয়ে দ্বারে দ্বারে ঘুড়ছেন ভুক্তভোগি হুমায়ন কবির।

এ বিষয়ে হুমায়ন কবির জানান, আজহার আলী স্থানীয় চেয়ারম্যান ও মাতব্বরদের ম্যানেজ করে জোরপূর্বক আমাদের ক্রয়কৃত সম্পত্তি জবরদখল করছে।

আরও খবর



ড্রাগন ফল চাষে দিলারার সাফল্য অন্যদের অনুপ্রানিত করছে

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

মাগুরা থেকে সাইদুর রহমান:এক বিঘা জমিতে ড্রাগন চাষ করেছে সফলতা এরনছেন মাগুরার শালিখা উপজেলার হাটবাড়িয়া গ্রামের দিলারা বেগম । মেধা,প্রজ্ঞা,নিষ্টা ও পরিশ্রম দিয়ে একজন নারী যে সফল হতে পারে তার বাস্তব প্রমাণ দিলারা বেগম। ড্র্ধাসঢ়;গন চাষে যেমন পরিশ্রম দরকার তেমনি থাকা চাই ধৈয্য । কোন শ্রমিক ছাড়াই দিলারা নিজে ও তার স্বামী আরশ আলী দিন রাত পরিশ্রম করে নিজ বাড়ির পাশে গড়ে তুলেছেন এই ড্রাগন চাষ ।

দিলারার স্বামী আরশ আলী জানান,আমি বুনাগাতি বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি । প্রতিদিন সকালে আমি আর দিলারা মিলে পরিশ্রম করে গড়ে তুলেছি একটি সুন্দর ড্রাগন ফলের বাগান । ড্রাগন ফল এ বাগান তৈরিতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে । এ গাছে ফল আসার আগ পর্যন্ত নিয়মিত পরিচর্যা না করলে ভালো ফলন পাওয়া যায় না । তাই আমার ব্যবসার পাশাপাশি সকাল ও বিকালে এ বাগানে তার সাথে আমি ক্ষেত পরিচর্যার কাজ করি । আমার স্ত্রী একজন পরিশ্রমী নারী উদ্যোক্তা । এ ড্রাগন ফলের বাগানের পাশাপাশি সে নিজে সমাজসেবা থেকে প্রশিক্ষণ গ্রহন করে নিজ বাড়িতে গড়ে তুলেছেন সম্বনিত কৃষি খামার । এ খামারে রয়েছে গরুর খামার,দেশি মুরগির খামার ও মৎস্য চাষ । এ সব কাজে আমি সব সময় তাকে সহযোগিতা করি । বিভিন্ন সময় আমরা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে চাষের কাজে লাগাই । ভবিষ্যতে আরো ভালো কিছু করার আশা আছে আামাদের ।

এ বিষয়ে নারী উদ্যোক্তা দিলারা বেগম জানান, আমি নিজের উদ্যাগে আমার বাড়ির পাশে ১ একর জমিতে গড়ে তুলেছি এ ড্রাগন চাষে বাগান। ২০২০ সালে আমি ঝিনাইদহ হটি কালচার থেকে ড্রাগন চাষের উপর প্রশিক্ষণ গ্রহন করি । তারপর চারা সংগ্রহ করে ;এ চাষ শুরু করি । প্রথম বছর ৪৪০টি গাছ দিয়ে শুরু হয় এ চাষ । প্রথম বছর এ চাষে ড্রাগন ফল থেকে বিক্রি করি প্রায় ১ লাখ টাকা । এ চাষে পরিশ্রম বেশি । নিয়মিত ক্ষেত পরিচর্যা আর সময়মতো সার ঔষধ দিলেই ড্রাগন চাষে আসে সফলতা । ২০২১ সালে আমার ৪শ’টি গাছে ড্র্ধাসঢ়;গন ফলে আসে আরো বেশি সফলতা । এ বছর ড্রাগন বিক্রি হয় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা । পরবর্তী বছর ২০২২ সালে এ চাষে আমি আরো বেশি পরিশ্রম করে ফল চাষে মনোনিবেশ করি । গত বছর আমি আড়াই লাখ টাকার বেশি ড্রাগন থেকে পেয়েছি । চলতি বছরও আমার ড্রাগন চাষ ভালো হয়েছে । আশা আছে এ বছর ৫ ল্ধসঢ়;খ টাকার ফল বিক্রি করবো ।

আমার বাগান থেকে এ ফল প্রতি কেজি ২শ’ থেকে ২২০ টাকায় বিক্রি করি । জেলার বিভিন্ন স্থানের পাইকেরি ব্যাপারি এসে আমার বাগান থেকে ফল সংগ্রহ করে । বাগানের ড্রাগন ফল খুবই মিষ্টি ও সুস্বাদু । তাই জেলার ব্যাপারিদের পাশাপাশি বাইরের জেলার ব্যাপারিরাও এখানে এসে ফল সংগ্রহ করে । আমি ড্র্ধাসঢ়;গন চাষে পাশাপাশি নিজের বাড়িতে গড়ে তুলেছি সম্বনিত কৃষি খামার । এখানে গরুর খামার,মুরগির খামার ও মৎস্য খামার রয়েছে । আমি ও আমার স্বামী আরশ আলী নিয়মিত এ খামারে সময় দেই । উপজেলা কৃষি বিভাগ থেকে এ খামারের বিভিন্ন চাষ সর্ম্পর্কে আমরা পরামর্শ পেয়ে থাকি । তারা আমাদের এ খামার করতে উৎসাহ প্রদান করেছেন । ইতিমধ্যে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা আমার খামার পরিদর্শন করেছেন ও নানা বিষয়ে পরামর্শ প্রদান করেছেন । আগামীতে আমি আরো ভালো কিছু করতে চাই ।


আরও খবর



জাতীয় পার্টির ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এসময় ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান চুন্নু।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

চুন্নু বলেন, আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে, নির্বাচন সুষ্ঠু হবে সেই আস্থা এখনও পুরোপুরি আসে নাই।

জাতীয় পার্টি মহাসচিব বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একটা শিডিউল ঘোষণা করেছে। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আশা করেছি, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সে নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে। সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, আমরা নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করেছি, কিন্তু এটাই আমাদের নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। নির্বাচনে যাওয়ার জন্য যা করতে হয় তা আমরা করছি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।

নির্বাচন নিয়ে আওয়ামী লীগ-বিএনপিকে সংলাপে বসার আহ্বানও জানান তিনি। বলেন, সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে, তবে এখনও সময় আছে আলোচনায় বসার।


আরও খবর