Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ১৫ জন

প্রকাশিত:বুধবার ২৫ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

সাংস্কৃতিক প্রতিবেদক: সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ পাচ্ছেন ১৫ জন। আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে বাংলা একাডেমি।

তারা হলেন কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি-২০২২-এর সদস্যদের সম্মতিতে বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন।


আরও খবর



জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’র আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পুরস্কার তুলে দেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে এবারের আসরে বিশেষ অতিথি হিসেবে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানটি সঞ্চালনায় করছেন দেশের জনপ্রিয় দুই তারকা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া।

চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২০২১ সালের নির্বাচিত সিনেমা থেকে এ বছর ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়া এই শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখায় যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

অন্যান্য ক্যাটাগরিতে যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন- শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে মাতিয়া বানু শুকু (লাল মোরগের ঝুঁটি) ও রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেতা যৌথভাবে মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল), শ্রেষ্ঠ অভিনেত্রী যৌথভাবে আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে শম্পা রেজা (পদ্মপুরাণ), শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা প্রকাশ

শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা), শ্রেষ্ঠ শিশুশিল্পী আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ গায়ক কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গায়িকা চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ সুরকার সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)।

শ্রেষ্ঠ কাহিনিকার রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)।

শ্রেষ্ঠ সম্পাদক সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক দলগত-সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শব্দগ্রাহক শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ মেক-আপম্যান দলগত- মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আকা রেজা গালিব (ধর), শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র কাওসার চৌধুরী (বধ্যভূমিতে একদিন)।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার জন্য গত বছরের ১৬ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৩ সদস্যের জুরি বোর্ড গঠন করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২০২১ সালের মুক্তিপ্রাপ্ত ২১টি পূর্ণদের্ঘ্য, ১৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৭টি প্রামাণ্য চলচ্চিত্রসহ মোট ৪৫টি চলচ্চিত্র জমা পড়েছিল।


আরও খবর



মধুপুরে শ্রী শ্রী মদন গোপাল দেব বিগ্রহ মন্দিরের কার্যকরী পরিষদের নির্বাচন

প্রকাশিত:শনিবার ১১ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 

টাঙ্গাইলের মধুপুরের শ্রী শ্রী মদন গোপাল দেব বিগ্রহ মন্দিরের কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ মার্চ) সকাল ১০টায় শ্রী শ্রী মদন গোপাল মন্দিরের নিজস্ব ভবনে  ভোট গ্রহন শুরু হয়ে  চলে  বিকেল চারটা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ২১৪ জন এবং  প্রার্থীর সংখ্যা  ৩৫ জন। সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ- সাধারণ সম্পাদক পদে ৩ জন,প্রচার সম্পাদক পদে ২ জন, সমাজ কল্যাণ পদে ২জন,পাঠাগার পদে ২জন, কার্যকরী সদস্য পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।



নির্বাচনের দায়িত্বপালন করেন উপদেষ্টা মন্ডলী / নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা শ্রী মধুসূদন সাহা, উপদেষ্টা শ্রী দুলাল চন্দ্রসাহা, ডাঃ জহর লাল চৌধুরী, শ্রী বিধুভূষণ মজুমদার, শ্রী ভানুরাম সাহা, শ্রী সাধন মজুমদার, অধ্যাপক মানিক চন্দ্র বসু। সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে বলে জানান  উপদেষ্টা মন্ডলী/ নির্বাচন কমিশন এর প্রধান উপদেষ্টা শ্রী মধুসুদন সাহা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন মধুপুর থানার এস, আই, মামুনুর রশিদ, এস, আই, মেহেদী হাসান,এস আই আনিছুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



আন্তর্জাতিক নারী দিবস ২০২৩: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার বিষয়ক সংলাপ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে ১৩ মার্চ সোমবার জাতীয় পর্যায়ে বাংলাদেশ উদ্ভাবন ও প্রযুক্তিতে জেন্ডার সমতা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার শীর্ষক সংলাপের আয়োজন করা হয় ছায়ানট অডিটরিয়ামে। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় খ্রিস্টান এইড, নাগরিক উদ্যোগ, ওয়েভ ফাউন্ডেশন, ব্লাস্ট ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এ অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানটির প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশ উদ্ভাবন ও প্রযুক্তিতে জেন্ডার সমতা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে গ্লোরিয়া ঝর্ণা সরকার (এমপি) তার বক্তব্যে উল্লেখ করেন যে, ডিজিটাল বাংলাদেশ এবং জেন্ডার সমতাকে মাথায় রেখে সরকার এর অনেক উদ্যোগ রয়েছে। তার সাথে তিনি নিজের উঠে আসাকেও তুলে ধরেন। তিনি নিজেও একটি দুর্গম এলাকা থেকে উঠে এসেছেন বাংলাদেশের প্রথম খ্রিস্টান নারী এমপি হিসেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিজিএমএ এর প্রেসিডেন্ট ফারুক হাসান তার বক্তব্যে গুরুত্ব দিয়েছেন আরএমজি সেক্টরে নারীর ক্ষমতায়ন এবং অগ্রসরকে। তার বিশ্বাস নারীরা নিজেদের জন্য কিছু করার প্রেরণা পেয়েছে এই আরএমজি সেক্টর থেকেই।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে লায়লা জেসমিন বানু তার বক্তব্যে আনন্দ প্রকাশ করেন। তিনি আশা ব্যক্ত করেন সামনের দিনগুলোতে পিছিয়ে পড়া নারীদের জন্য উপযুক্ত সাহায্য এবং সুষ্ঠু বরাদ্দ আরও সহজলভ্য হবে যাতে করে আরো নারী এগিয়ে আসতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সালেহা পারভীন (পিপিএম) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, সারা হোসেন, সিনিয়র এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সালেহ আহমেদ, নির্বাহী পরিচালক বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং জাকির হোসেন, প্রধান নির্বাহী নাগরিক উদ্যোগ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন খ্রিস্টান এইডের কান্ট্রি ডিরেক্টর পঙ্কজ কুমার এবং সমাপনী বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এছাড়াও  পিছিয়ে পড়া জনগোষ্ঠী, জাতীয় আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।