
অনলাইন ডেস্ক: বাখমুখের জন্য তীব্র লড়াই চলছে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে। গত কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ শহরটি দখলে নিতে মরিয়াভাবে লড়ছে রাশিয়া। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়া উভয় বাখমুতে বহু হতাহতের খবর জানিয়েছে।
ব্রিটিশ গোয়েন্দা তাদের সবশেষ তথ্যে জানিয়েছে, বাখমুতের পূর্বাঞ্চলীয় বেশিরভাগ অংশ দখলে রেখেছে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। অন্যদিকে পশ্চিমের কিছু অংশ দখলে রেখেছে ইউক্রেনের সেনাবাহিনী।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত কয়েকদিনে বাখমুতে রাশিয়ার এক হাজার ১০০ এর বেশি সেনা নিহত হয়েছে। জেলেনস্কি তার রাতের ভিডিও বার্তায় বলেছেন, এক সপ্তাহের কম সময়ের মধ্যে বাখমুত সেক্টরে আমরা ১১শ এর বেশি শত্রু সেনাকে হত্যা করেছি।
তিনি আরও জানান, এছাড়া অন্তত এক হাজার ৫০০ রুশ সেনা গুরুতর আহত হয়েছে, যারা আর যুদ্ধ করতে সক্ষম নন।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। রুশ মন্ত্রণালয় বলছে, দোনেতস্কে ২২০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে, তিনটি সাঁজোয়া যান এবং সাতটি গাড়ি ধ্বংস হয়েছে।
বাখমুতে দুই পক্ষেই তাদের উল্লেখযোগ্য ক্ষতির কথা স্বীকার করেছে। তবে সুনির্দির্ষ্ট করে কিছু জানা যায়নি।