Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বাগেরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপালে পানিতে ডুবে ১৯ মাস বয়সী মোঃ আজিম শেখ ও ৬ বছর বয়সী আয়েশা খাতুন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঘরের পেছনে খেলতে খেলতে  হঠাৎ করে পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পরে পুকুর থেকে শিশু আজিমের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

অন্যদিকে একই দিন দুপুরে রামপাল উপজেলার চিত্রা গ্রামে বাড়ির পাশে খালের উপর নির্মিত বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে পড়ে আয়শার মৃত্যু হয়। সে সাতার জানত না।

শিশু আজিম শেখ উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মোঃ সফরুল শেখের ছেলে ও আয়েশা গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের মোঃ আলমগীর গাজীর মেয়ে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও খবর



তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবারের আলিম পরীক্ষায় সর্বোত্তম ফলাফল অর্জন করেছে

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃবাংলাদেশের শীর্ষ ধর্মীয় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবারের আলিম পরীক্ষায় সর্বোত্তম ফলাফল অর্জন করেছে।। এবারের ২০২৩ সালের আলিম পরীক্ষায় সর্বমোট ২২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ২২১ জন উত্তীর্ণ হয়। সাধারণ বিভাগ থেকে ১৩১ জন অংশ নিয়ে ১২৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় এবং তাদের মধ্যে ৫০ জন A+, ৫৩ জন A,২০ জন A- ,এবং ৫ জন B গ্রেড প্রাপ্ত হয়। এছাড়াও বিঞ্জান বিভাগের ৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৮০ জন A+, ১৩ জন A গ্রেড প্রাপ্ত হয়ে শতভাগ পাস করেছে। এবারের আলিম পরীক্ষায় তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় সর্বমোট পাশের হার ৯৮.৬৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তি ৬২.০৯ শতাংশ। সাধারণ বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্তি ৩৮.১৬ শতাংশ এবং বিঞ্জান বিভাগের জিপিএ-৫ প্রাপ্তি ৮৬.০২ শতাংশ।

তা‘মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। মাদ্রাসাটি দেশের সকল মাদ্রাসার মধ্যে শীর্ষস্থানীয় ফলাফল অর্জন করায় সর্বমহলে প্রশংসিত হয়েছে।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এই সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


আরও খবর



ঢাকা-১৮ আসনের নৌকার মাঝি আলহাজ্ব মোঃ হাবিব হাসান

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

মারুফ সরকার,সিনিয়র রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সময়ের জনপ্রিয় উত্তরাবাসীর আলোর বাতিঘর সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান। রোববার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষিত তফশিল অনুসারে মনোনয়ন বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।


আরও খবর



মোরেলগঞ্জে উন্মুক্ত গণশুনানী অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

শেফালী আক্তার রাখি মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি বেসরকারি সেবাদানকারী ইউনিয়নও উপজেলা পরিষদে প্রতিষ্ঠানের সাথে সাধারণ মানুষের এক উন্মুক্ত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। (২৭ অক্টোবর) সোমবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা ডরপ্ধসঢ়;ও সুশীলনের পানিই জীবন প্রকল্পের সহযোগীতায় এ গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সহকারী কমিশনার ভুমি আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের উপজেলা সমন্বয়কারী দিপালী বিশ্বাস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাস, সমাজ সেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস প্রমুখ।

গনশুনানীতে অংশগ্রহণকারী গ্রাম পর্যায়ের মা সংসদের স্পীকার সুফিয়া বেগম, মোঃ আবুল হোসেন, অর্চণা রানী, অহিদুজ্জামান সাগর, যুব গ্রুপের সভাপতি শেফালী আক্তার রাখি,লাবনী আক্তার কলি সহ বিভিন্ন বেনিফিসিয়ারিরা এসময় জলবায়ু পরিবর্তনতার ফলে এ উপকুলীয় জনপদের মানুষের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডরপ্ধসঢ়; পানি ই জীবন প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর শওকত চৌধুরী।


আরও খবর



মির্জা ফখরুল হাইকোর্টে জামিন চেয়ে আবেদন

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেতে এবার হাইকোর্টে আবেদন করেছেন। রোববার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তিনি কারাগারে আছেন।

রোববার সকালে বিএনপির আইনজীবীরা মির্জা ফখরুল পক্ষে এ জামিন আবেদন জমা দেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে। এর আগে গত ২২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৮ অক্টোবর (শনিবার) বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।


আরও খবর



মির্জা ফখরুল জামিন পাননি

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় জামিন মেলেনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

বুধবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে শুনানি হয়। মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, মো. আসাদুজ্জামান, বদরুদ্দোজা বাদল। আর রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে, ২০ নভেম্বর মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ থাকায় শুনানি পেছানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষ। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আজকের দিন (২২ নভেম্বর) ধার্য করেন।

২৯ অক্টোবর গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদিন রাতে তাকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। সে সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তার জামিন আবেদন করা হয়। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ জামিন আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালানো হয়। আসামিরা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়।


আরও খবর