Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

বাগেরহাটে এমরান হত্যা মামলার দুই পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

শামীম হাসান, বাগেরহাট প্রতিনিধি:বাগেরাহটের কচুয়ায় এমরান শেখ হত্যা মামলায় পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন এ্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পটুয়াখালী জেলার কুয়াকাটা এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের মোঃ মহসিন শেখের ছেলে মোঃ শাকিল শেখ (২৫) ও মোঃ রাব্বি শেখ (১৯)। গ্রেফতারকৃতদের কচুয়া থানায় সোপর্দ করেছে র্যা ব সদস্যরা। 

নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে।

র্যাব-৬ এর সহকারি পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের কচুয়া থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ, ৩১ অক্টোবর বিকেলে নিজ বাড়িতে পারিবারিক আলোচনার সময় চাচাতো ভাই রাব্বি শেখের ইটের আদলার আঘাতে গুরুত্বর আহত হন এমরান শেখ। ওইদিন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত এমরানের বাবা বাদী হয়ে মোঃ শাকিল শেখ, মোঃ রাব্বি শেখ ও মোছাঃ মনজিলা বেগমকে আসামী করে কচুয়া থানায় মামলা দায়ের করেন। মোছাঃ মনজিলা বেগমকে আগেই গ্রেফতার করা হয়েছে এই মামলায়। 


আরও খবর



পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৭৪জন দেখেছেন

Image

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পোরশায় মোটরসাইকেল দুর্ঘটনায় আইয়ুব আলী (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আইয়ুব আলী পোরশা উপজেলার গাংগুরিয়া ইউপির সারাইগাছী গ্রামের নুরুলের ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরে পোরশা উপজেলার সারাইগাছী- সাপাহার সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে বাজারে আসছিলেন আইয়ুব আলী। সারাইগাছী বাজার সংলগ্ন মিতালী সিনেমা হল সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান আইয়ুব আলী। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, আমি ঘটনার কথা শুনেছি, রাজশাহী থেকে লাশ নিয়ে এখনো ফেরেনি। তিনি আইনি ব্যবস্থা নিবেন বলেও জানান।

আরও খবর



নিজ এলাকায় সৈয়দ ইবরাহিমকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৭০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহিমকে তার নির্বাচনি এলাকা হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের জোট ছেড়ে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার বুধবার (২২ নভেম্বর) বিকালে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এর আগে বুধবার কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা ও বেইমানি বলে আখ্যায়িত করেছেন তারই রাজনৈতিক সহকর্মী ১২-দলীয় জোটের নেতারা।

হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ ও সদস্য সচিব গিয়াসউদ্দিন এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার এবং তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশ কল্যাণ পার্টি যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়। এহেন কর্মকাণ্ডে হাটহাজারী সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সঞ্চার হয় এবং এ খবর প্রকাশিত হওয়ার পর হাটহাজারী উপজেলা বিএনপির জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মেজর জেনারেল (অব.) ইবরাহিম শেষ বয়সে এসে স্বেচ্ছাচারিতা, লোভলালসায় হয়ে অনৈতিক সুযোগ- সুবিধা গ্রহণ করে এমন ঘৃণিত কাজ করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে বিএনপি নিজ দলের ১০০ ভাগ যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে মেজর জেনারেল (অব.) ইবরাহিমের মতো একজন সিঙ্গেল ম্যানকে, জোটকে সম্মান দেখিয়ে ধানের শীষ প্রতীক বরাদ্দ করে এবং বিএনপির সব ইউনিট তার পক্ষে কাজ করে। কিন্তু তখনও তিনি সেই সময়ের মহাজোট প্রার্থীর কাছে আর্থিক সুবিধা নিয়ে নিজেকে আত্মসমর্পণ করেন।

এতে আরও বলা হয়, মেজর জেনারেল (অব.) ইবরাহিমের নিজ নির্বাচনে কাজ করতে গিয়ে হাটহাজারী বিএনপি এবং অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী হামলা মামলা এবং নির্যাতনের শিকার হলেও মেজর জেনারেল (অব.) ইবরাহিম একবারের জন্যও কারও খোঁজখবর নেননি, সহায়তা তো অনেক দূরের কথা। তাই আমরা হাটহাজারী উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা মেজর জেনারেল (অব.) ইবরাহিমকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।

পাশাপাশি তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর যদি হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি পরিবারের কেউ মেজর জেনারেল (অব.) ইবরাহিমকে কোনোভাবে সহযোগিতা করেন বা যোগাযোগ রাখেন, তা হলে আমরা তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।


আরও খবর



পিআইও'র মানহানি মামলা:সাংবাদিকদের আবেদন, শুনানি আগামি ১৬ জানুয়ারি

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image
একেএম শামছুল হক সুন্দরগঞ্জ,( গাইবান্ধা)প্রতিনিধিঃগাইবান্ধার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে করা সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের মানহানির দুই মামলায় ম্যাজিস্ট্রেট আদালতের অভিযোগ গঠনের (চার্জ) আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হয়েছে।সোমবার (৩০ অক্টোবর) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে সাংবাদিকদের পক্ষে রিভিশন আবেদনটি ফাইল করেন আইনজীবি মো. ফরহাদ হোসেন লিটু। আবেদনটি গ্রহণ করে সিনিয়র দায়রা জজ মো. শহীদুল ইসলাম মামলা দুটির নথি তলবের আদেশ দেন। একইসঙ্গে রিভিশন শুনানির জন্য আগামি বছরের ১৬ জানুয়ারী দিন ধার্য করেছেন।

এরআগে ২০১৯ সালের ১৫ অক্টোবর রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (কোতোয়ালি) আমলি আদালতে পিআইও নুরুন্নবী সরকার বাদী হয়ে পাঁচ সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির অভিযোগে দুটি মামলা করেন। ঘুষ ও দুর্নীতি কর্মকাণ্ড নিয়ে একাধিক সংবাদ প্রকাশের জেরে মামলা করেন তিনি।মামলায় যমুনা টেলিভিশনের করেসপনডেন্ট জিল্লুর রহমান পলাশ, কালের কণ্ঠের প্রতিনিধি শেখ মামুন-উর রশিদ, ভোরের দর্পণের প্রতিনিধি একেএম শামছুল হক, চাঁদনী বাজারের প্রতিনিধি আবু জায়েদ কারী ও মানবাধিকারকর্মী মাহাবুর রহমানকে অভিযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এ্যাড. ফরহাদ হোসেন লিটু বলেন, মানহানির দুই মামলায় গত ১৪ সেপ্টেম্বর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিবাদী পাঁচ সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। আগামি ৬ নভেম্বর মামলা দুটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। এরআগে আদালতে বিবাদী পাঁচ সাংবাদিকের অব্যাহতির (ডিসচার্জ) আবেদন করা হয়। কিন্তু আদালত সেই আবেদন নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দেয়।

তিনি আরও বলেন, আদালত যে আদেশ দিয়েছে সেটি পুর্নবিবেচনার জন্য জেলা জজ আদালতে একটি রিভিশন আবেদন করা হয়েছে। এই রিভিশন আবেদনের মধ্যে দিয়ে বিবাদীপক্ষ বলতে চায়, অভিযোগ গঠনের (চার্জ) আদেশ সঠিক হয়নি। রিভিশন আবেদনে ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বাতিল চেয়ে সমস্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। আদালত আবেদনটি মঞ্জুর করে নথি তলবসহ শুনানির জন্য আগামি বছরের ১৬ জানুয়ারী ‍দিন ধার্য করেছেন। 

২০১৫ সালে যোগদানের পর সুন্দরগঞ্জ উপজেলায় টানা ৫ বছরের চাকরিতে দুর্নীতির রাজত্ব কায়েম করেন পিআইও নুরুন্নবী সরকার। ঘুষ-দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে দুদকেরসহ পাঁচটি মামলা হয় সুন্দরগঞ্জ থানায়। ঘুষ ও দুর্নীতি কর্মকাণ্ড নিয়ে ২০১৯ সালে সেপ্টেম্বরে নুরুন্নবীর বিরুদ্ধে একাধিক সচিত্র প্রতিবেদন প্রচার হয় যমুনা টেলিভিশন ও কালেরকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে।

এদিকে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে আর্থিক দুর্নীতি ও অসদাচরণসহ নানা অনিয়মের প্রমাণ মেলে নুরুন্নবী সরকারের বিরুদ্ধে। এ কারণে সুন্দরগঞ্জ থেকে তাকে প্রথমে চট্রগ্রামের স্বন্দীপ ও পরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বদলি করে অধিদপ্তর। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় দুটি মামলায় বেতনগ্রেড পদাবনতি করাসহ তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে নুরুন্নবী সরকার দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পিআইও হিসেবে কর্মরত।
  

আরও খবর



জেলহত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

প্রকাশিত:শুক্রবার ০৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলহত্যা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।শুক্রবার (৩ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে দলটির কেন্দ্রীয় নেতারা এ শ্রদ্ধা জানান।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং পরে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মো. ফারুক খান, শাহজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীকে। এই চার নেতা ছিলেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি।


আরও খবর



কারিকুলাম প্রশিক্ষণকে কার্যকর করতে শ্রীবরদীতে ট্রেইনারদের প্রস্তুতিমূলক কর্মশালা

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৫০জন দেখেছেন

Image

আব্দুল করিম, শেরপুর:আসন্ন নতুন কারিকুলাম প্রশিক্ষণকে কার্যকর করতে উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেইনারদের প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অফিসার্স ক্লাবে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আলম তালুকদার সভাপতিত্বে শ্রীবরদী উপজেলা পর্যায়ের সকল বিষয় ভিত্তিক মাস্টার ট্রেইনারগণ কর্মশালায় অংশগ্রহন করেন। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোশারফ হোসেন,  রিসোর্স পার্সন হিসাবে উপজেলা পর্যায়ের  বিভিন্ন  বিষয়ের  প্রশিক্ষণকে কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনা  প্রদান করেন।

প্রশিক্ষকেরা নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে সেশন সিলেকশন করেন। পারস্পরিক আলোচনার মাধ্যমে  নিজেদেরকে প্রশিক্ষণের জন্য আরও  শানিত করেন। কর্মশালায় বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ভটপুর আলিম মাদ্রাসা সহকারি অধ্যাপক কেএম ফারুক ও আইসিটি অ্যাম্বাসেডর, শেরপুর উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার প্রশিক্ষণ পরিচালনায় নির্দেশনা প্রদান করেন এবং  সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রশিক্ষকবৃন্দ এমন আয়োজনে নিজেদেরকে সমৃদ্ধ এবং আত্ননির্ভশীল করে তুলবে বলে সন্তষ্টি প্রকাশ করেন।

আরও খবর