Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ২৭৫ রানের জবাবে ৩ উইকেট হারিয়েই ২২৫ রান তুলে ফেলেছিল আয়ারল্যান্ড। ৫০ বলে দরকার ছিল মাত্র ৫০ রান। আয়ারল্যান্ডের জয় যখন সময়ের অপেক্ষা মনে হচ্ছিল তখনই আঘাত হানেন অনিয়মিত বোলার নাজমুল হোসেন শান্ত। এই রানে হ্যারি টেক্টরকে ফিরিয়ে শান্ত যে উৎসব শুরু করেন, বাকি ৫ উইকেট নিজেদের মধ্যে ভাগ করে ও আটসাঁট বোলিংয়ে সেই উৎসবের পূর্ণতা দেন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রানের বেশি করতে পারেনি আইরিশরা। হার দেখে ৫ রানের। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে রেকর্ড জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ২-০ ব্যবধানে নিজেদের করে নিল তামিম ইকবালের দল।

বাংলাদেশের দেয়া ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ রানে স্টিফেন ডোহানির উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে ১২৩ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান ওপেনার পল স্টার্লিং ও তিনে নামা অ্যান্ডি বলবার্নি। ১২৬ রানের মাথায় ফেরেন ৫৩ রান করা বলবার্নি। দলের সাথে আর ২০ রান যোগ হতে ফেরেন স্টার্লিংও (৬০)।

এরপর ৬৪ বলে ৭৯ রানের জুটি গড়ে দলকে সহজ জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টর ও লোরকান টাকার। তবে ম্যাচের নাটকীয়তা তখন অনেক বাকী। যেই নাটকের শুরু করেন শান্ত, টেক্টরকে ফিরিয়ে। ২২৫ রানে টেক্টরের (৪৫) বিদায়ের পর ২২৬ রানে ক্যাম্ফার, ২৩৬ রানে জর্জ ডকরেল ও ২৪২ রানে লোরকান টাকারকে (৫০) বিদায় করেন মোস্তাফিজ।

শেষ ২ ওভারে জয়ের জন্য ২৪ রান দরকার ছিল আইরিশদের, হাতে ৩ উইকেট। মৃত্যঞ্জয়ের করা ৪৯তম ওভারে চার-ছক্কায় ১৪ রান তুলে নেন মার্ক অ্যাডায়ার। হাসান মাহমুদের করা শেষ ওভারে ১০ রান দরকার ছিল। তবে শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে আইরিশ স্বপ্নের মৃত্যু ঘটান হাসান।

এর আগে, প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ২৭৪ রান করে বাংলাদেশ। ইংল্যান্ডের চেমসফোর্ডে টসে হেরে ব্যাট করতে নেমে ১৮ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করে বিদায় নেন রনি। তবে রনি ফিরলেও রানের গতি দারুণভাবে বজায় রেখেছিলেন ব্যাট করছেন অধিনায়ক তামিম ইকবাল ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। ৬৭ রানের মাথায় ফেরেন শান্তও। দৃষ্টিনন্দন সব বাউন্ডারিতে ৩২ বলে ৩৫ করেন তিনি। দলীয় ১১তম ওভারের পঞ্চম বলে ক্রেইগ ইয়ংয়ের বলে স্লিপে শান্তর ক্যাচ ধরেন অধিনায়ক অ্যান্ডি বলবর্নি। এরপর চারে নামা লিটন দাসকে নিয়ে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তবে দলীয় ১৩৭ রানে লিটনের বিদায়ে ভাঙে ৭০ রানের জুটি।

৩৯ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩৫ রান করে ফেরেন লিটন। লিটনের বিদায়ে মাঠে নামেন আগের ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পাওয়া তাওহীদ হৃদয়। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দলীয় ১৫৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে পতন হয় তামিমের। ১৮৬ রানের মাথায় জর্জ ডকরেলের করা ৩৪তম ওভারের তৃতীয় বলে লিডিং এজ হয়ে ক্যাচ উঠিয়ে দেন তামিম। সহজ ক্যাচ লুফে নিতে কোনো ভুল করেননি ক্রেগ ইয়ং। যাওয়ার আগে ৮২ বলে ৬টি চারে ৬৯ রান করেন তামিম। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৫৬তম ওয়ানডে ফিফটি। ৯ ম্যাচ পর ফিফটি পেয়েছেন তিনি। তবে এই ম্যাচেও শুরুতে তাকে ফেরানোর সুযোগ ছিল। জশ লিটলের বলে দ্বিতীয় স্লিপে তার সহজ ক্যাচ ধরতে পারেননি অ্যান্ড্রু বলবার্নি।

তামিমের বিদায়ের পর মিরাজকে নিয়ে দারুণ এক জুটি গড়েন মুশফিক। ৭৫ রানের জুটি গড়ে দলকে নিয়ে যাচ্ছিলেন তিনশ রানের দিকে। তবে ছন্দপতন শুরু হয় ২৬১ রানের মাথায় মুশফিক অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়লে। ৫ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন মুশফিক। চার রানের মাথায় ব্যক্তিগত ৩৭ রান করা মিরাজও বিদায় নেন। এরপর ২৭১ রানের মাথায় হাসান, ২৭৩ রানে মোস্তাফিজ ও ২৭৪ রানে ফেরেন মৃত্যুঞ্জয়। শেষ ৪ উইকেটের তিনটিই দখল করেন মার্ক অ্যাডায়ার। ম্যাচে তার শিকার ৪ উইকেট। দুইটি করে উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকরেল।


আরও খবর



রাজধানীর কদমতলী শেখ হাসিনা'র জন্মদিন উপলক্ষে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর কদমতলী শেখ হাসিনা'র ৭৭ তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জুরাইন আওয়ামীলীগের কার্যালয় এড সানজিদা খানমের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  এড. সানজিদা খানম সাবেক সাংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে প্রথমে কুরআন তেলওয়াত পাঠ করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। 

এসময় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশন ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন, সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ সম্পাদক আয়নাল হক মিন্টু, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ঈব্রাহীম খলিল মারুফ, কদমতলী থানা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান কাদির মীম, কদমতলী থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোমেনা বেগম, সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, শ্যামপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সাঈদুল ইসলাম শেখ শাকিল, তুরস্ক আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্যামপুর থানা আওয়ামী লীগের নেতা এম এ ফারুক প্রিন্স, কদমতলী থানা ৫৮ নং ওয়ার্ড যুব লীগের সাধারণ সম্পাদক তোয়াসিন আহম্মেদ মান্না। শ্যামপুর, কদমতলী থানা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ফুলবাড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিবরণ

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ৪২জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত তিনদিনের ভারী বর্ষণে বেশ কয়েকটি ইউনিয়নের ঘর বাড়ী ডুবে গেছে, অসহায় পরিবারের লোক জন আশ্রয় নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়া গ্রামের প্রায় ১২০ টি পরিবার আশ্রয় নিয়েছে আদর্শ কলেজ পাড়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে। অপরদিকে ইউনিয়নের দেবীপুর আশ্রয়ন কেন্দ্রেও পানি প্রবেশ করায় দিশেহারা হয়ে পড়েছে অসহায় মানুষগুলো। উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া আবাসন, লালপুর, অম্রবাড়ীসহ বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার, একইভাবে এলুয়াড়ী ইউনিয়নেও বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে তৎক্ষনাত ছুটে গেছেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের রান্না করা খাবার, শুকনা খাবার ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিলটন। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিলটন জানান অত্র এলাকার অভিভাবক মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)’র নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি, শুকনো খাবার, রান্না করা খাবার ,ঘরবাড়ী ভেঙে পড়া পরিবারদের আর্থিক সহায়তা প্রদান ও দিনমজুরদের আর্থিক সহায়তা প্রদান করেছি।

এ দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের পক্ষ থেকে অসহায় পরিবারদের কাছে শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল জানান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল ঢাকায় থাকায় তিনি সরাসরি উপস্থিত হতে পারেননি তার নির্দেশে তার পক্ষ থেকে আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষদের শুকনো খাবার পৌঁছে দিয়েছি।

এদিকে ফুলবাড়ী উপজেলা বন্যার খবর পেয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন টন চাল পাঠানো হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মাদ আল কামাহ তমাল জানান জেলা প্রশাসক মহোদয়ের বরাদ্দ কৃত চাল অসহায় পরিবারদের কাছে খুব দ্রুত পৌঁছে দেওয়া হবে। গতকাল সোমবার দুপুর ১২টায় কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও শহীদ স্মৃতি আদর্শ কলেজে আশ্রয় গ্রহণ করা অসহায় পরিবারদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকতা নিজে গিয়ে চাউল বিরণ করেন। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম জানান চলমান ভারী বর্ষণে উপজেলার প্রায় ৩৬০ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিভিন্ন জায়গায় আশ্রয়, নিয়েছে জেলা প্রশাসক মহোদয় বন্যার খবর পেয়ে ফুলবাড়ী উপজেলার ক্ষতিগ্রস্তদের জন্য ৩ টন চাল বরাদ্দ দিয়েছেন, প্রস্তুতি নেওয়া হচ্ছে সেগুলো খুব দ্রুত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে তথ্য নিয়ে জানা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবনগর ইউনিয়ন, এ বিষয়ে শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান ছামেদুল ইসলাম জানান আমার ইউনিয়নের প্রায় ১৬০টি পরিবার এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু রাস্তাঘাট ভেঙ্গে গেছে, শিবনগর ইউনিয়নের অন্যতম হাট আমডুঙ্গী হাটের কিছু অংশ ভেঙ্গে গেছে, আবাসন গুলোতে পানি ঢুকেছে,অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে, আমরা সাধ্যমত তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্থদেরকে বাড়ী নির্মানে সহায়তা করা হবে। আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের বিষয়ে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গত দুইদিন থেকে অত্র প্রতিষ্ঠানে প্রায় ৩০০ থেকে ৪০০ লোক আশ্রয় গ্রহণ করেছে। আমরা তাদের নিরাপদে থাকার জন্য সাধ্যমত ব্যবস্থাগ্রহণ করেছি। এবং বিদ্যালয়ের পাঠদান আপাতত বন্ধ রেখেছি। যাতে করে অসহায় মানুষজন এখানে আশ্রয় গ্রহণ করতে পারে। ফুলবাড়ীর বিশিষ্ট জনরা বলেছেন ছোট যমুনা নদীটি খনন না করায় অল্প বৃষ্টিতেই নদীর পানি ওভার হয়ে বাড়ীঘরে প্রবেশ করছে । এই নদীটি দ্রুত খনন করলে এমন অস্থার সম্মুখিন হতে হবে না। পাশাপাশি ক্ষরশ্রতা এই যমুনা নদীটি প্রান চানচল্য ফিরে পাবে। তাই নদীটি দ্রুত খনন করা এখন সময়ের দাবী।


আরও খবর



এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্রে নিতে বিল পাস

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবা নির্বাচন কমিশনের হাত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে ‘জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০২৩’ সংসদে পাস হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলের ওপর আনা জনমত যাচাইবাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে কণ্ঠ বিলটি পাস হয়।

বিলের বিধান অনুযায়ী, আগামীতে জন্মের পর একটি স্বতন্ত্র আইডি নম্বর পাবেন দেশের সব নাগরিক। এ সংক্রান্ত কাজের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে একটি পৃথক ‘নিবন্ধকের কার্যালয়’ স্থাপন ও পর্যাপ্ত জনবল নিয়োগ দেয়া হবে। বিলে এনআইডি সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপন করা হয়। সংসদে উত্থাপিত বিলে বলা হয়েছে, ‘একজন নাগরিককে নিবন্ধক কর্তৃক কেবল একটি জাতীয় পরিচিতি নম্বর প্রদান করা যাইবে, যাহা উক্ত নাগরিকের একক পরিচিতি নম্বর হিসাবে সর্বত্র ব্যবহৃত হইবে। এর অধীন প্রদত্ত জাতীয় পরিচিতি নম্বরের ভিত্তিতে একজন নাগরিককে একটি জাতীয় পরিচয়পত্র প্রদান করা হইবে। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় তথ্য-সংবলিত একটি জাতীয় পরিচয় নিবন্ধন রেজিস্টার থাকিবে।

বিলে আরও বলা হয়েছে, ‘প্রত্যেক নাগরিক নির্ধারিত পদ্ধতি ও শর্ত সাপেক্ষে, জাতীয় পরিচয়পত্র ও জাতীয় পরিচিতি নম্বর পাইবার অধিকারী হইবেন। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে একজন নিবন্ধক থাকিবে। নিবন্ধক সরকার কর্তৃক নিযুক্ত হইবে এবং তাহার চাকরির শর্তাদি সরকার কর্তৃক স্থিরিকৃত হইবে। নিবন্ধক জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র প্রস্তুতকরণ, বিতরণ ও রক্ষণাবেক্ষণসহ আনুষঙ্গিক সব দায়িত্ব পালন করিবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্তের সংশোধনের প্রয়োজন হইলে নাগরিক কর্তৃক প্রদত্ত আবেদনের ভিত্তিতে, নির্ধারিত পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে, নিবন্ধক কর্তৃক উহা সংশোধন করা যাইবে।


আরও খবর



স্পেশালাইজড মেডিকেল কেয়ার হসপিটালে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২২২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর ডেমরা মাতুয়াইলে স্পেশালাইজড  মেডিকেল কেয়ার হসপিটালে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ২ সেপ্টেম্বর দুপুর১টায় স্পেশালাইজড  মেডিকেল কেয়ার হসপিটালেরং ২য় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্পেশালাইজড  মেডিকেল কেয়ার হসপিটালের সিইও মাসুদ আহমেদ। সঞ্চালনা করেন হাসপাতালের পরিচালক সাব্বির হোসেন।


 মতবিনিময় সভায় স্বাস্থ্য সেবা খাতকে আরো উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেয়া দরকার এবং কিভাবে তাদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় এই বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় আমন্ত্রিত পল্লী চিকিৎসকদের নিউরোলজিক্যাল সমস্যায় কি কি পদক্ষেপ নিতে হবে নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন,

আইসিইউ ব্যবস্থাপনা নিয়ে আইসিইউ বিভাগের প্রধান ডাঃ জিয়াউদ্দিন বুলবুল, গর্ভকালীন সময় প্রসূতি মায়ের সেবা নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার জুলিয়া রহমান, বিভিন্ন রোগের বিষয়ে মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ মাহবুব ময়ূখ রিশাদ আলোচনা করেন। 

এছাড়াও হসপিটালের সেবা ও সার্বিক বিষয়ে মতবিনিময় করেন চিফ এক্সিকিউটিভ অফিসার ও পরিচালক মাসুদ আহমেদ, তিনি বলেন, স্পেশালাইজ মেডিকেল কেয়ার হসপিটাল প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় স্বল্পমূল্যে ICU,CCU,NICU,PICU, Dialysis সহ যে কোন সার্জারি ও সিজারিয়ান অপারেশন সফলভাবে প্রদান করছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মারুফ হোসেন বলেন, স্পেশালাইজড মেডিকেল কেয়ার হসপিটাল যাত্রাবাড়ী,ডেমরা,কদমতলী থানার টারশিয়ারি কেয়ার ও মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল। এখানে রোগীদের কোয়ালিটি ফুল চিকিৎসা সেবা প্রদান করা হয়।


আরও খবর

দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল গবেষণা

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩

দেশে ডেঙ্গুতে আরও ১৫ মৃত্যু

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




জি২০ সম্মেলন উদ্বোধন করলেন মোদি

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৮জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের রাজধানী দিল্লিতে আজ শনিবার বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি২০ সম্মেলনের উদ্বোধন করেছেন। খবর এনডিটিভির।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত মণ্ডপমে বিশ্ব নেতাদের স্বাগত জানিয়েছেন। এসব নেতাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এই সম্মেলন উদ্বোধনের সময় মোদি বলেছেন, আসুন বিশ্বব্যাপী আস্থার ঘাটতি দূর করতে একসঙ্গে কাজ করি। জি২০ সম্মেলনকে ঘিরে ভারত মণ্ডপম, প্রগতি ময়দান থেকে সমগ্র রাজধানী নতুন সাজে সেজেছে। নিরাপত্তার কোনো কমতিও রাখা হয়নি।

ভারতের সভাপতিত্বে আয়োজিত এবারের জি-২০-এর থিম হলো‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩