Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

আর্জেন্টিনার দল ঘোষণা

প্রকাশিত:শনিবার ০৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

 স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। চলতি মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবেন লিওনেল মেসিরা। আর এই ম্যাচ দুটির জন্য ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

আগামী ২৩ মার্চ পানামার বিপক্ষে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে খেলবে আর্জেন্টিনা। আরপরের ম্যাচ ফিফা র‌্যাংকিংয়ের ১৩৯ নম্বরে থাকা সুরিনামের বিপক্ষে ২৮ মার্চ।

এই দলে বিশ্বকাপের ২৬ ফুটবলারই আছেন। সঙ্গে যোগ করা হয়েছে আরও ৮ ফুটবলার। যেখানে ডাক পেয়েছেন ছন্দে থাকা ১৮ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। দলে ফিরেছেন চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়া জিওভান্নি লো সেলসো।

আর্জেন্টিনার ৩৪ জনের প্রাথমিক দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, লাওতারো ব্লাঙ্কো, নেহুয়ান পেরেজ।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরনি, ফাকুন্দো বুয়োনানত্তি, এমিলিয়ানো বুয়েনদিয়া, ভ্যালেন্টাইন কার্বনি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো।


আরও খবর



শরীয়তপুরে বাবার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে আসার সময় সড়ক দূর্ঘটনায় ছেলের মৃত্যু

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৫৭জন দেখেছেন

Image

মিরাজ মাহমুদঃশরীয়তপুর সদর হাসপাতালে বাবার মৃত্যু সংবাদ শুনে বাবার লাশ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে। বেলা ১ টা ১০ মিনিটে শরীয়তপুর সদর হাসপাতালে বাবা সোহরাব সরদারের মৃত্যুর হয়। পরবর্তী ৩০ মিনিটের মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যান ছেলে সোলায়মান সরদার(২৮)। ছেলের ময়নাতদন্তের পর বাবা ছেলের একসাথে জানাযা নামাজ শেষে তাদের দাফন করা হবে।

সোমবার (০৫ জুন) বেলা ১ টা ৪০ মিনিটের দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় এ ঘটনা ঘটেছে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের নদীর পাড় এলাকার বাসিন্দা সোহরাব সরদার তিনি বার্ধক্য জনিত কারণে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চার ছেলে মেয়ের মধ্যে সড়ক দুর্ঘনায় নিহত সোলায়মান সরদার বড়। ছোট ছেলে জলিল সরদার কৃষি কাজ করেন। দুই মেয়ে রাবেয়া আক্তার ও নুরুন্নাহারকে বিয়ে দিয়েছেন তিনি।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা সোহরাব সরদার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত থাকার কারণে দুবাই প্রবাসী ছেলে সোলায়মান সরদার বাবাকে দেখতে বাড়ি এসেছিলেন। সোলায়মান সরদারের স্ত্রী শামিমা বেগম ৬ মাসের অন্তঃসত্বা। বাবার মৃত্যুর ৩০ মিনিটের মধ্যে ছেলে মৃত্যুর কারণে পরিবারের সবাই মানসিক ভাবে ভেঙে পড়েছেন।

নিহতদের স্বজন ফরহাদ শেখ বলেন, সোহরাব সরদার অসুস্থ্য হওয়ার পর তাকে আমরা হাসপাতালে ভর্তি করলে আজ দুপুর ১ টা ১০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর সময় সোলায়মানের স্ত্রী ও তার বাবার কাছে ছিলেন। শশুড়ের মৃত্যু সংবাদ সোলায়মানকে তার স্ত্রী শামিমা দিয়েছিল। বাবার মৃত্যু সংবাদ শুনে সোলায়মান গাড়ি না পেয়ে পায়ে হেটে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করছিলেন। মজিদ জরিনা স্কুল এন্ড কলেজ ও পল্লী বিদ্যুতের অফিসের মাঝামাঝি সড়কে এলে পেছন থেকে এসে একটি মটর সাইকেল তার গায়ে পড়লে ঘটনা স্থলেই সোলায়মান মারা যান। সোহরাব সরদারের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন অন্যরা। আমরা সোলায়মানের মরদেহ ময়নাতদন্ত হলে বাড়িতে নিয়ে যাব। তারপর একসাথে বাবা ছেলের জানাযা শেষে দাফন করা হবে। যারা এই দুর্ঘটনা ঘটিয়েছে তাদের বিচার দাবি করছি।

সোলায়মানের শাশুড়ি জিয়াসমিন বেগম বলেন, আমার মেয়েটা ৬ মাসের অন্তঃস্বত্তা। সোলায়মান ৮ মাস আগে দেশে এসেছিল। তার আবার ভিসা হয়ে গেছে। কয়েক মাসের মধ্যে সোলায়মানের বিদেশে চলে যাওয়ার কথা। যারা আমার মেয়েটাকে অল্প বয়সে বিধবা করল আমি তাদের বিচার চাই।

শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শারমিন আক্তার বলেন, সোহরাব সরদার বার্ধক্য জনিত কারণে হাসপাতালে মারা যাওয়ার পর আমাদের কাছে তার ছেলে সোলায়মান আসে মৃত্যু অবস্থায়। সোলায়মান সড়ক দুর্ঘনায় মারা যাওয়ার কারণে তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার অভিযোগে সৌরভ দেবনাথ নামে একজনকে গ্রেপ্তার করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন পালং থানা পুলিশ। সৌরভের বাড়ি নড়িয়ার মসুরা নামক স্থানে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।


আরও খবর



মেষ পাওনা আদায়ে কুশলী হোন, মিথুন স্বাস্থ্যের প্রতি যত্ন নিন

প্রকাশিত:শনিবার ২৭ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় সতর্ক থাকা উচিত।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

কর্মস্থলে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। বেকারদের কারও নতুন কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ই-মেইলে কারও সঙ্গে প্রেমের সূচনা হবে। দূরের যাত্রা শুভ।

মিথুন (২২ মে-২১ জুন)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায়িক যোগাযোগ শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। উচিত হবে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। জনসমাগম এড়িয়ে চললে আপনারই ভালো।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগের জন্য দিনটি বিশেষ শুভ। ফেসবুকে কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। তীর্থ ভ্রমণ থেকে নিজেকে বিরত রাখুন। কেনাকাটা করুন ভেবেচিন্তে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বেকারদের কারও কারও নতুন কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ আসতে পারে। কেনাকাটায় বাড়তি ক্রয়ের পরিহার করুন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

সামাজিক কর্মকান্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায় করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

সবকিছুতেই আপনি লাভের মুখ দেখবেন। চাকরিতে কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। ফেসবুকে একাধিক প্রেমের প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো ধরণের গুজবে কান দিবেন না। রাজনৈতিক তৎপরতা এড়িয়ে চলুন। তীর্থ ভ্রমণ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শিক্ষার্থীদের কারও জন্য সুখবর আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন।


আরও খবর



আইসিসি মে মাসসেরার মনোনয়নে শাস্ত

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:মে মাসে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন নাজমুল হোসেন শান্ত। এবার তারই স্বীকৃতি পাওয়ার লড়াইয়ে আইসিসি মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তিনজনের তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই ব্যাটার।

শান্ত লড়বেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরের সঙ্গে।

গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অসাধারণ খেলেছেন শান্ত। ২৪ বছর বয়সী ব্যাটার ৪৪ রান করেন প্রথম ম্যাচে, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৮৩ বলে সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ৯৩ বল খেলে ১২ চার ও ৩ ছয়ে ১১৭ রান আসে তার ব্যাটে। তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ে ৩৫ রান করেন।

এদিকে মে মাসে বাবর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে ৫৪ ও ১০৭ রান করেন। আর টেক্টর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১১৩ বলে ১৪০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। তৃতীয় ম্যাচে ৪৮ বলে ৪৫ রান করেন।


আরও খবর



কক্সবাজারে বিমান চলাচল বন্ধ রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত

প্রকাশিত:শনিবার ১৩ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার: ঘূর্ণিঝড় ‌‘মোখা’র কারণে আজ শনিবার সকাল ৭টা থেকে আগামীকাল রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোর্তজা হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার এলাকায় ৮ নম্বর মহাবিপৎসংকেত দেওয়ার পর শনিবার সকাল সাতটা থেকে রোববার সন্ধ্যা সাতটা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

গোলাম মর্তুজা জানান, ‘সাধারণত প্রতিদিন সকাল সাতটায় বিমানবন্দর খুলে দেওয়া হয়। কিন্তু আজ শনিবার সকালে বিমানবন্দর খুলে দেওয়া হয়নি।

কক্সবাজার বিমানবন্দরে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে রাখতে ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো বিমানবন্দরজুড়ে। সেই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক।

এদিকে শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

এ অবস্থায় কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।


আরও খবর



ভারতসহ যেকোনো দেশে যেতে ভ্রমণ কর দ্বিগুণ হচ্ছে

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:নতুন অর্থবছরের বাজেটে দেশে-বিদেশে ভ্রমণের ক্ষেত্রে কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে তিনি বাজেট পেশ করেন।

২০০৩ সালের ভ্রমণ কর আইনের সংশোধনী প্রস্তাবে দেশে-বিদেশে ভ্রমণ করের নতুন হার নির্ধারণ করেছেন তিনি। বাজেটে ভ্রমণ কর দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আকাশ পথে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও তাইওয়ান যাওয়ার ক্ষেত্রে যাত্রীপ্রতি ছয় হাজার টাকা কর দিতে হবে। বর্তমানে এই করের পরিমাণ ২ হাজার ৫০০ টাকা।

আকাশ পথে সার্কভুক্ত কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে ২ হাজার টাকা কর দিতে হবে। এক্ষেত্রে বর্তমান কর ৮০০ টাকা। উল্লিখিত দেশগুলোর বাইরে আকাশ পথে অন্য কোনো দেশে গেলে ৪ হাজার টাকা কর আদায়ের প্রস্তাব করা হয়েছে। যা এখন ১ হাজার ৮০০ টাকা।

আকাশ পথে দেশের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রেও যাত্রী প্রতি ২০০ টাকা কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে আগে কোনো ভ্রমণ কর ছিল না।

স্থল পথে যে কোনো দেশে গেলে কর দিতে হবে ১ হাজার টাকা, জলপথে অন্য দেশে গেলেও একই কর দিতে হবে। অন্য দেশে স্থলপথে ভ্রমণের ক্ষেত্রে এখন ৫০০ টাকা এবং জলপথে ভ্রমণের ক্ষেত্রে ৮০০ টাকা কর দিতে হচ্ছে। অর্থাৎ স্থল পথে ভারত ভ্রমণের ক্ষেত্রে এখন কর দ্বিগুণ হল।

তবে ১২ বছর পর্যন্ত যাত্রীদের ক্ষেত্রে উল্লিখিত হারের অর্ধেক হারে কর আদায়ের প্রস্তাব করা হয়।


আরও খবর