Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

আরাভ আটক কি না, জানেন না আইজিপি

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

পুলিশ হত্যা মামলার পলাতক আসামি আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাই পুলিশ আটক করেছে কি না, এ সংক্রান্ত কোনো তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিককের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‌‘আরাভকে সেখানে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

আইজিপি বলেন, ‘রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। আমরা তাদের (ইন্টারপোল) সঙ্গে যোগাযোগ করছি।’ এ সময় বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইন্টারপোল রবিউলের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে বলে জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ইন্টারপোল ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় রবিউল ইসলামের নাম আসে। ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।

আরাভ খান ভারতীয় নাগরিক এবং ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাই গেছেন। তাকে ফিরিয়ে আনতে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি।

উল্লেখ্য, দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামের ওই প্রতিষ্ঠানের মালিকের নাম আরাভ খান। মূলত তিনি বাংলাদেশের নাগরিক রবিউল ইসলাম। তবে ভারতে গিয়ে নাম পরিবর্তন করে রাখেন আরাভ খান। পরে সেখান থেকেই ভারতীয় পাসপোর্ট নিয়ে চলে যান দুবাইয়ে।

পুলিশ বলছে, আরাভ খানই মূলত ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। এ ছাড়া তিনি কীভাবে দেশত্যাগ করলেন সেটিও খতিয়ে দেখা হবে।


আরও খবর



তানোরে বাড়ি নির্মানে সরকারী তালগাছের মাথা কর্তন!

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত থেকে রক্ষার জন্য রাজশাহীর তানোরে পাকা বাড়ি নির্মানের জন্য তাল গাছের মাথা গিলে বিষ দিয়ে মেরে ফেলেছেন ওয়ালটন শোরুমের মালিক শহিদুল ইসলাম নান্টু বলে অভিযোগ উঠেছে। তানোর টু মুন্ডুমালা রাস্তার পৌর সীমানার পশ্চিমে ও রাস্তার দক্ষিণে তালগাছের মাথা কাটার ঘটনা ঘটে রয়েছে। এঘটনায় বৃক্ষ প্রেমী ও পরিবেশ বিদরা গাছ কাটা ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির দাবি তুলেছেন। নচেৎ  তার দেখাদেখি  আরো অনেকেই অনায়াসে কাটবে গাছে। 

জানা গেছে, তানোর টু মুন্ডমালা রাস্তার পৌর সীমানা পার হয়ে মুল রাস্তার দক্ষিণে পাকা বাড়ি নির্মান করছেন থানা মোড়ের ওয়ালটন শোরুমের মালিক শহিদুল ইসালাম নান্টু। বাড়ি নির্মানের জন্য সরকারি নয়নজলি ভরাট করেছেন এবং  বিএমডিএর রোপনকৃত তালগাছের মাথা কেটে ন্যাড়া করা হয়েছে। শুধু তাই না গাছে বিষ দিয়ে মেরে ফেলা হচ্ছে। বাড়ি করার জন্য গাছ কেন মেরে ফেলবে এটা অমানুবিক কাজ মনে করেন পরিবেশ বিদরা।

শহিদুল ইসলাম নান্টু বলেন, বাড়ি আমার শ্বশুর করে দিচ্ছে। তালগাছ দুটি অন্যরা নষ্ট করেছেন। দীর্ঘ দিন ধরে থানা মোড়ে ব্যবসা করছি। উড়ে এসে বসিনি। গাছ নিয়ে আমার কিছু হলে আমিও দেখব। আপনি কি গাছের সমস্যার জন্য বিএমডিএকে অবহিত করেছেন জানতে চাইলে তিনি জানান, সামান্য দুটি গাছ কেন অবহিত করতে হবে বলে দাম্ভিকতা দেখান তিনি।

সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তার দুপাশে সারিবদ্ধ ভাবে তালগাছ রয়েছে। যে গুলোতে তালের শাস রয়েছে সেগুলো থেকে তাল শাস নামিয়ে প্রচন্ড গরমের কারনে শাসের পানি খেয়ে তৃপ্তি পাচ্ছেন পথচারিরা। কিন্তু সারিবদ্ধ গাছের মাঝে দুটির মাথা কর্তন করে প্রচুর ক্ষতি করা হয়েছে। যিনিই করেছেন তার চরম সাজা হওয়া দরকার মনে করেন পথচারিরা। কারন তালগাছ বিএমডিএর প্রকল্পের গাছ। 

বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, অনুমতি ছাড়া কোনভাবেই গাছ কাটা যাবে না। কারো সমস্যা হলে অফিসে আবেদন করতে হবে। তার ভিত্তিতে তদন্ত করে নিলামে কর্তন করা হবে। কিন্তু অনুমোদন ছাড়া গাছ কাটলে কোন ছাড় দেওয়া হবে না। ঘটনা তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা।  সে যতই প্রভাবশালী হোক কোন ছাড় না।

আরও খবর



বিরামপুরে আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৪০জন দেখেছেন

Image

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুরে উপজেলায় আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আম বিক্রি করে লাভবান হওয়ার আশায় অপেক্ষার প্রহর গুনছেন আম চাষিরা উপজেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা যায়, আম বাগানগুলোর গাছেগাছে ব্যাপক পরিমানে আম ঝুলছে। এই উপজেলার চাষিরা বিভিন্ন ধরনের আমের চাষ করেছেন। তার মধ্যে রয়েছে গোপাল ভোগ, সূর্যপুরী, আমরুপালী, ল্যাংড়া, আশ্বিনা, ছাতাপড়া, ফজলী, চিনি ফজলী, সুরমাই, মসরকর্তি, মিশ্রি ভোগসহ নানান জাতের আম রয়েছে। অন্যান্য আমের তুলনায় প্রায় ৭৫ ভাগ আম্রপালির চাষ হয়েছে। পোকার কিছুটা আক্রমন থাকলেও গাছের কোনো রোগবালই নেই। গত বছর আমের বাজার দর ভালো থাকায় চাষিরা এবছর আরো বেশি পরিমানে আম চাষ করেছেন। এবছরও আমের বাম্পার ফলন ও ভালো বাজার দর পেয়ে লাভের স্বপ্ন দেখছেন উপজেলার আম চাষিরা।

উপজেলার হাবিবপুর গ্রামের আম চাষি রোকুনুজ্জামান রোকন জানায়, আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী বাগানে বালাইনাশক ব্যবহার করেছি। এছাড়াও গাছের বাড়তি যত্ন নেওয়া হয়েছে। আগামী দুই এক সপ্তাহের মধ্যেই আম পাকতে দেখা যাবে।বিরামপুর পৌর শহরের ভোবানীপুর গ্রামের আম চাষি আফজল হোসেন জানান, এবছর  প্রাকৃতিক কোনো দূর্যোগ না হওয়ায় আমের বাম্পার ফলন হয়েছে। আশা করছি আমের দামও ভালো পাওয়া যাবে।উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, চলতি মৌসুমে বিরামপুর উপজেলায়  ১১৪ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি। আর এবছর হেক্টর প্রতি আমের ১৪ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।


আরও খবর



সাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি, বঙ্গোপসাগরে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

রাসেল কবির মুরাদ কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিন আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে বেশ উত্তাল।

আকাশ রৌদ্রজ্জল থাকলেও দক্ষিন উপকূলে এক ধরনের তীব্র গুমোট পরিবেশ বিরাজ করছে। নদ-নদী পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছে সাধারন মানুষ সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পটুয়াখালী জেলায় সর্বোচ্চ ৩৮.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভোগান্তিতে পড়েছে নি¤œ আয়ের মানুষজন। আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানায় জেলা আবহাওয়া অফিস।



আরও খবর



জয়পুরহাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হুইপ স্বপন

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image

এস এম শফিকুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার চড়াকেশবপুর এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে আশ্রয়ন প্রকল্পের ১০টি ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। রোববার  বিকালে  আগুনে ক্ষতিগ্রস্ত ১০ টি  পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, লবণ, মুরগী, কম্বল, শাড়ি,লুঙ্গি,থ্রি পিসসহ  অর্থিক সহযোগিতা প্রদান করেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সেসময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন তিনি।


এ সময় অতিরিক্তি পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,পাঁচবিবি পৌর সভার মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন,আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিল্টন,জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ.ই.এম মাসুদ রেজা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের  সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন।


উল্লেখ্য আজ  রোববার সকালে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চড়াকেশবপুর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। যা এক নিমিষে ছড়িয়ে পড়ে পাশের ১০টি  ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও খবর



বিএনপি আবারও এক-এগারোর মতো তত্ত্বাবধায়ক সরকার চায়: ওবায়দুল কাদের

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: আইনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যায়, সেই মৃত তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপি আবারও জীবিত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার দুপুরে বনানীর সেতু ভবনে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আবারও এক-এগারোর মতো তত্ত্বাবধায়ক সরকার চায়, যেন তারা নির্বাচনে গ্যারান্টি সহকারে জিততে পারে।

একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীতে কোন দেশেই তত্ত্বাবধায়ক নামের কোনো সরকার নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বর্তমান আওয়ামী লীগ সরকার নির্বাচন করবে।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলমান গভমেন্ট নির্বাচন করবেন। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের স্বাধীনতা কখনো ছিল না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনাই প্রথম আইনের মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন সৃষ্টি করেছে। সময়ের বিবর্তনে সেটি আরও ত্রুটিমুক্ত হবে।স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের আওতায় বিএনপি নির্বাচন করতে অসুবিধা কোথায়?

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিদেশি কোনো চাপ নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করেছে আওয়ামী লীগ। তবে এ বিষয়ে কোনো প্রকার চাপ দেখিনি। শুধু নিরপেক্ষ নির্বাচনের পরামর্শ ছিল।’

তিনি বলেন, বিএনপির কাছে নিরপেক্ষতার মানেই হলো বিএনপির পক্ষপাতিত্ব করা, নির্বাচনে জয়ী হওয়ার নিশ্চয়তা দেওয়া।

নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির গণতান্ত্রিক অধিকার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলে সকল প্রকার সিদ্ধান্ত সংবিধান অনুযায়ী হবে।


আরও খবর