Logo
আজঃ রবিবার ১১ জুন ২০২৩
শিরোনাম

আমরা ক্ষমতায় এলে কাউকে ছাড় দেওয়া হবে না: রুমিন ফারহানা

প্রকাশিত:শনিবার ২৬ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ৩০৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানা সরকারের উদ্দেশে বলেছেন, ‘নিজের দেশের মানুষে দিকে বন্দুক তাক করেন তাই না? আমরা ক্ষমতায় এলে সব হিসাব নেব। কাউকে ছাড় দেওয়া হবে না।’ আজ শনিবার দুপুরে কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘২০২৪ সালে নাকি তারা (আওয়ামী লীগ) ইভিএম নাটক দেখাবে। যতই নাটক করেন কাজ হবে না। আমরা নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচনে যাবো।

তিনি বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দুর্ভিক্ষ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। কী ভাবছেন, দেশের মানুষের চিন্তার ক্ষমতা নেই? এগুলা ভাববেন না। দেশের মানুষ সব বোঝে। মানুষ এখন আর পুলিশের গুলি ভয় পায় না। বাস, ট্রাক, লঞ্চ বন্ধ করে লাভ নেই। মানুষ হেঁটে চলে যাবে। রিকশায় যাবে। দুই কাঁধে ভর দিয়ে যাবে। দেখা হবে পল্টনে।

এদিন বেলা ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে টাউন হল মাঠে এই সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর বিএনপি সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি ও কুমিল্লা দক্ষিণ বিএনপি সদস্যসচিব মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিন।

জানা গেছে, নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই টাউন হল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকেই টাউন হল মাঠে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। বাকিরা আজ ভোর থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। মাঠে জায়গা না পেয়ে সড়কেও অবস্থান নিয়েছেন অনেকে।

এ ছাড়া মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন করে কোনো মিছিল টাউন হল মাঠে প্রবেশ করতে পারছে না। উপস্থিত নেতাকর্মীরা কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি মোড়, রামঘাটলায় অবস্থান নিচ্ছেন।

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি, দলের পাঁচ নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে এ গণসমাবেশ করছে।

এর আগে গত ১২ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ হয়। পরে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে সমাবেশ হয়। আগামী ৩ ডিসেম্বর রাজশাহী ও ঢাকায় ১০ ডিসেম্বর গণসমাবেশ হবে।


আরও খবর



ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ডে মেইন হোলের ঢাকনা উধাও, মশার উপদ্রব,ড্রেনে উপচেপড়া ময়লায় জন সাধারণের ভোগান্তি

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

নাজমুল হাসান: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, সড়কের মেইন হোলের ঢাকনা উধাও সহ মশার উপদ্রবে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে ডিএসসিসির নবগঠিত ৬৫ নং ওয়ার্ডের অন্তর্গত আলী মোহাম্মদ খান রোড আদর্শ বাগ এলাকায় নির্মিত নতুন সড়কটি মেরামতের কয়েক মাস যেতে না যেতেই  ড্রেনেজ লাইনে প্রায় ৩টি ,বানিয়ারবাগে ৩টি, মাতুয়াইল মেডিকেল থেকে মাতুয়াইল চৌরাস্তা পর্যন্ত ৭ টি ম্যানহোলের ঢাকনা নেই। সড়কগুলো দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার লোকজন।৭ ফুট গভীরতার বড় বড় ম্যানহোলগুলো খোলা থাকায় অহরহ দুর্ঘটনা ঘটছে। তাছাড়া ড্রেনেজ ব্যবস্থার  সিষ্টেম ত্রুটিপূর্ণ হওয়ায় প্রধান নালা ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে,ড্রেনগুলোতে জমে থাকা পানির মধ্যে মশার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে পানিনিষ্কাশন,ড্রেনেজ লাইনের উপড় মেইন হোলের ঢাকনা উধাও এবং মশার উপদ্রব বৃদ্ধি পেয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট হচ্ছে প্রতিনিয়ত।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক গুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে,৬৫ নং ওয়ার্ডে লক্ষাধিক লোক বসবাস করে বর্তমানে মেইন হোলের ঢাকনা উধাও, নর্দমার জলজট, মশার উপদ্রব সব কিছু মিলিয়ে কঠিন দুঃসময় পার করছি।

অটোরিকশাচালক ইকবাল জানান, এক সপ্তাহ আগের চার-চারটি ম্যানহোলে ঢাকনা ছিল না। এখন দেখি অনেকগুলোতে নাই। যাত্রী নিয়ে চলতে অনেক অসুবিধা হচ্ছে। রাতে বেশি আতঙ্কে থাকতে হয়।

৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনাম আহমেদ এনাম জানান, মেইন হোলের ঢাকনা গুলো ভারী যানবাহন চলাচল করার কারণে ভেঙ্গে গেছে, সেই ভাঙ্গা ঢাকনাগুলো রাতের 

আঁধারে চুরি করে নিয়ে গেছে। অনেক দিন যাবত ভোগান্তিতে রয়েছে  ওয়ার্ডবাসী। 

অনেকে অভিযোগ দিয়েছেন। স্থানীয় কাউন্সিলর কে বিষয়টি অবগত করেছি। মেরামতসহ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।


আরও খবর



ঘূর্ণিঝড় ‘মোখা’ কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত

প্রকাশিত:শনিবার ১৩ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্টি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও এগিয়ে আসছে। এ কারণে চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর এবং কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।

এ ছাড়া মোংলা সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানায়।

বিস্তারিত আসছে..


আরও খবর



তানোরে পরপর চার দিনে খড় ও ধানের পালায় আগুন!আতংক

প্রকাশিত:শনিবার ১০ জুন ২০২৩ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ৩৯জন দেখেছেন

Image
আব্দুস সবুর:রাজশাহীর তানোর পৌর সদরে পূর্ব শুক্রতার জেরে পরপর চার রাতে একই সময়ে পাঁচজন কৃষকের খড় ও ধানের পালা পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। পৌর সদর ধানতৈড় গ্রামের বাসিন্দা পাড়ায় গত  সোম ও মঙ্গল এবং বুধ ও বৃহস্পতিবার  দিবাগত রাত ১২ টার পরে ঘটে আগুন লাগার ঘটনাটি। আগুন লাগার পর ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করেছেন।এঘটনায় ওই গ্রামের কৃষকরা চরম আতংকে পড়েছেন। সেই সাথে রাত জেগে পাহারা দেওয়া শুরু করেছেন। ফলে একের পর এক আগুন লাগা, ছিনতায় ও চুরির ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে জনমনে। এতে করে আইন শৃংখলা পরিস্থিতি নিয়েও উঠেছে নানা প্রশ্ন, বিরাজ করছে অসন্তোষ,উঠেছে সমালোচনা।জানা গেছে, গত সপ্তাহে সোমবার পৌর সদর ধানতৈড় দক্ষিনপাড়া বা বাসিন্দা পাড়া গ্রামের আকতারের দুবিঘা খড়ের পালা ও তার ভাই বাক্কারের পরদিন মঙ্গলবার দুবিঘা জমির খড়ের পালায় আগুন দেয় দূর্বৃত্তরা। চার বিঘা জমির ধানের খড়ে নিম্মে হলেও ২২ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।এর পর দিন বুধবার হানিফ নামের দরিদ্র কৃষকের দেড় বিঘা ধানের পালা পুড়িয়ে দেয়। ধানের পালার আগুনের খবরে হানিফ জ্ঞান হারিয়ে ফেলেন। কারন দেড় বিঘা জমির ধান তার শেষ সম্বল। এতে করে তার প্রায় ৬০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে কৃষক বেলাল ও ভাই হারুর ৫ বিঘা ধানের পালা পুড়িয়ে দেওয়া হয়। তার ক্ষতি হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকার মত।ক্ষতিগ্রস্থ কৃষক বাক্কার, আকতার জানান, কারো সাথে কোন দ্বন্দ্ব ফাসাদ নাই। অথচ খড়ের পালা পুড়িয়ে দেওয়া হল। গরু লালন পালন করি এবং খড় বিক্রি করে রোপা আমনের বীজ কিনে বপন করতাম। কিন্তু সবকিছুই ছাই হয়ে গেল।দরিদ্র কৃষক হানিফ কাঁদতে কাঁদতে বলেন, ধানের পালায় আগুন না দিয়ে আমাকে পুড়িয়ে মারত। কারন সারা বছরের জীবিকা দেড় বিঘা জমির ধান। এত রোদ খরতাপ হল শ্রমিক না নিয়ে চাষাবাদ করলাম। পালা দেওয়া ধান পুড়ালো। তারা তো মানুষ রুপি জানোয়ার। এচিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। 

বেলাল হারু জানান, প্রতি বছর এমন ঘটনা ঘটতেই আছে। আমাদের দু ভায়ের ৫ বিঘা জমির ধানের পালা পুড়িয়ে দিয়েছে। এক ছটাক ধান পাওয়া গেল না। ধান রোপন থেকে উত্তোলন পর্যন্ত প্রচুর কষ্ট করতে হয়। মাথার ঘাম পায়ে ফেলে ধান তুলে সেই ধান পুড়িয়ে দিলে কি অবস্থা ঘটে যার হয় সে জানে।ওই গ্রামের বাসিন্দা আনারুল জানান, লাগাতর চার রাতে একই সময়ে আগুন লাগিয়ে দরিদ্র কৃষকদের পথে বসানো হয়েছে। বিশেষ করে হানিফের শেষ সম্বল ছিল দেড় বিঘা জমির ধান। পুড়িয়া যাওয়ার পর থেকে সে মানষিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আগুন দেওয়ার আতংকে রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন। ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারী ভাবে সহায়তা দেওয়া একান্ত প্রয়োজন। তানাহলে দু:শ্চিন্তায় মারাও যেতে পারেন।আগুন লাগার ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানায়, আমরা রিপোর্ট দিয়েছি। এটা আক্রোশ মুলুক ভাবে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি। তবে আমাদের তদন্ত চলমান রয়েছে।থানার তদন্ত ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ হয়েছে কিনা আমার জানা নেই, ওসি স্যার ট্রেনিংয়ে আছে।সদ্য যোগদান কারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে থানায় অভিযোগ বা জিডি করতে হবে। এরপরে আমার পক্ষ থেকে যাযা করনীয় করা হবে।

আরও খবর



পরিণীতি চোপড়া বাগদান সারলেন, ছবিতে দেখুন

প্রকাশিত:রবিবার ১৪ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান সারলেন। হবু বর আর কেউ নন, সেই রাঘব চাড্ডা। যিনি আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য।

গতকাল শনিবার পারিবারিক আয়োজনে আংটি বদল করেন এই প্রেমিক জুটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, নয়া দিল্লির কাপুরথালা হাউজে বসেছিল বাগদান অনুষ্ঠানের আসর। দুই পরিবারের সদস্য ছাড়া এ জুটির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। যদিও বিয়ে তারিখ এখনও ঘোষণা করেননি পরিণীতি। তবে শোনা যাচ্ছে, আগামী অক্টোবরে সাতপাকে বাঁধা পড়বেন পরিণীতি-রাঘব।

বাগদান অনুষ্ঠানের জন্য বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছিল রাঘবের বাড়ি।

পরিণীতির বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তার দুই ভাই সহজ আর শিবাঙ্গ। তারা সাদা পোশাকে হাজির হয়েছিলেন। বাগদানের আসরের বাইরে পাতা হয়েছিল রেড কার্পেট। অতিথিদের জন্যই এই ব্যবস্থা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়া। সকাল সকাল স্বামী নিক জোনাস ও কন্যাকে নিয়ে নয়া দিল্লিতে হাজির হন তিনি।

তাছাড়াও এই অনুষ্ঠানে এসেছিলেন রাজনৈতিক জগতের বড় বড় ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন আদিত্য ঠাকরে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী।

গতকাল রাতে বাগদান অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসে। আর এ ছবি প্রথমে শেয়ার করেন পরিণীতি নিজেই। এসব ছবিতে দেখা যায়, রোমান্সে ডুবে আছেন পরিণীতি-রাঘব।

ভারতীয় একটি সংবাদ সংস্থার দাবি, দুই জগতের দুই তারকা কলেজ জীবনের বন্ধু। একসঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন তারা।

কিছুদিন আগে মুম্বাইয়ের বিলাসবহুল একটি গাড়ি থেকে নামতে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘবকে। দুজনে একসঙ্গে ডিনার করতে একটি রেস্তোরাঁয় যান। এসময়ের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আলোচনায় উঠে আসেন এই জুটি।

পরিণীতি চোপড়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উঁচাই’। গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। ২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৫০ কোটি রুপি।


আরও খবর



প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ মিছিল

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৩৯জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:সফল প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির দেওয়ায়, টাঙ্গাইলের মধুপুর  উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ মে) বিকেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর নেতৃত্বে   বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি  শহরের গুরুত্বপুর্ণ  সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে কাজী ডিজিটাল হাসপাতালের সামনে এসে শেয হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান  ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, অরনখোলা ইউনিয়নের চেয়ারম্যান আ: রহিম, বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর