Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

আলীকদম ও থানচি ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা

প্রকাশিত:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; বান্দরবানের রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে পর্যটক ভ্রম‌ণ নিরুৎসা‌হিত করার পর এবার জেলার আলীকদম ও থানচিতে পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে। আজ রোববার বিকে‌লে জেলা প্রশাসক (রু‌টিন দা‌য়িত্ব) লুৎফুর রহমান স্বাক্ষ‌রিত জনস্বার্থে প্রকা‌শিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি জানানো হয়। 

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, জেলার আলীকদম ও থানচিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হ‌বে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আজ থে‌কে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ওই দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হ‌য়ে‌ছে।

জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বলেন, রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক‌দের নিরুৎসা‌হিত করার পর এখন আলীকদম ও থানচি উপজেলায় নতুন ক‌রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হ‌য়ে‌ছে। তবে পরবর্তী নির্দেশনা পাওয়া না গেলে আলীকদম ও থানচি উপজেলাতে ৩০অক্টোবর পর্যন্তই ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে।


আরও খবর



ট্রাকের গ‌্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুগদায় ১ জনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৩৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;রাজধানীর মুগদায় সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে সাদ্দাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মুগদা স্টেডিয়াম সংলগ্ন বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ওই ট্রাকটির চালকের সহকারী ছিলেন বলে জানা গেছে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়ে ছিলেন চালকের সহকারী। এ সময় ট্রাকটির গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে সাদ্দামের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন ট্রাকটির এক শ্রমিক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটির সিলিন্ডারে গ্যাসের প্রেশার অনেক বেশি হয়ে গিয়েছিল অথবা সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ছিল। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর



শিল্পকলা একাডেমির পরিচালক হলেন জ্যোতিকা জ্যোতি

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক: শিল্পকলা একাডেমির পরিচালক পদে অভিনয়শিল্পী জ্যোতিকা পাল জ্যোতিকে নিয়োগ দিয়েছে সরকার। আগামী দুই বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে গতকাল সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে জ্যোতিকা পাল জ্যোতিকে নিয়োগ দেওয়া হয়েছে।

২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র ‌‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেন। পরবর্তী সময়ে তার অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ এবং আজাদ কালামের ‘বেদেনী’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়।

জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রেকআপ’। ২০১০ সালের শুরুর দিকে তিনি এ সিনেমায় অভিনয় করেন। ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা ১০-এ স্থান করে নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি।


আরও খবর



ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি নিয়ে লবিং তদবির আর ষড়যন্ত্রের মধ্য দিয়েই চূড়ান্ত হচ্ছে তালিকা

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃ 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড আওয়ামী লীগের  কমিটিতে জায়গা পেতে পদপ্রত্যাশীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে শীঘ্রই। শীঘ্রই কমিটি ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলের একাধিক সূত্র।ওয়ার্ডের আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পেতে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের কাছে দিনরাত ছুটে বেড়াচ্ছেন।  পদপ্রত্যাশীরা নিজেদের অবস্থান ঠিক রাখতে তাদের পছন্দের নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রত্যেকেই নানামুখী তদবিরে ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে। লবিং, তদবিরের পাশাপাশি কেউ কেউ ত্যাগী নেতাদের চরিত্র হননে বেছে নিয়েছেন ষড়যন্ত্রের পথ। প্রতিপক্ষ প্রার্থীদের কে কোন ঠাসা করতে গণমাধ্যম কর্মীদের ব্যাবহার করে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছেন।ওয়ার্ডগুলোতে নয়া কমিটি গঠনকে ঘিরে চায়ের কাপে রীতিমতো ঝড় বইছে।  পদ-পদবি পেতে দলের প্রতি নিজেদের আত্মত্যাগের কথা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ জানাচ্ছেন। পদ পেতে পুরনোদের পাশাপাশি নতুনরাও মাঠে নেমেছেন। 


রাজধানীর কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ড কমিটি গঠনে শীর্ষ পদে বিতর্কিত ব্যক্তিদের নাম প্রস্তাবের খবর পাওয়া গেছে। ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি গঠনে যাদের সভাপতি করার কথাশোনা যাচ্ছে তার মধ্যে তরিকুল ইসলাম মানিক প্রধানিয়া। তিনি ৫৩ নং ওয়ার্ডের বিএনপি কাউন্সিলর এর আপন শ্যালক তার আপন ছোট ভাই বিএনপি রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। তার আরেক বোনের জামাই অত্র ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিনি যুবলীগ সংগঠন করতে ব্যর্থ হয়েছেন অভিযোগ রয়েছে। এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তার এলাকায় গিয়ে তাকে পাওয়া যায়নি। অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে যুবলীগের কাওছার হালদারের নাম শোনা যাচ্ছে। তার বিরুদ্ধে অন্যের বউ ভাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।


 স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা বলছেন, দেশের বৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম আরো গতিশীল করে তুলতে মাঠ পর্যায়ের তুখোর ও ত্যাগী কর্মীরা ওয়ার্ড কমিটির শীর্ষপদ পাবেন। তাছাড়া অন্যদল থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া, হাইব্রিড নেতাকর্মীদের দলে ঠাঁই না দিতে একাট্টা হয়েছেন আওয়ামী লীগের দলীয় হাইকমান্ড। এমন খবরে তৃণমূলে স্বস্তি ফিরছে। 


ওয়ার্ডবাসীর সাথে কথা বলে জানা গেছে, ৬৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রবীণ নেতা শাহাবুদ্দিন খাঁন ও গত নির্বাচনে কাউন্সিলর পদে নৌকার মনোনীত প্রার্থী হানিফ তালুকদার সভাপতি পদে প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে সিভি জমা দিয়েছেন জাফর আহম্মেদ বাবু। 



৬৮ নম্বর ওয়ার্ডে সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে দুলাল খান ও সাধারণ সম্পাদক পদে ডেমরা থানা ছাত্রলীগের সাবেক পাঠচক্র বিষয়ক সম্পাদক ফিরোজ আহম্মেদ প্রার্থী হিসেবে রয়েছেন। 


৬৯ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক পদে যুবলীগ নেতা মনির হোসেন লিটন ছুটছেন। 


৭০ নম্বর ওয়ার্ডে সভাপতি প্রার্থী সালিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মামুন খাঁন ও সাধারণ সম্পাদক পদে এরশাদ হোসেন, আনোয়ার হোসেন সিভি জমা দিয়েছেন।


৭০ নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের রাজনীতির সাথে দীর্ঘদিন আছি। দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের আগামী দিনের কমিটিতে যাতে কোনো হাইব্রিড নেতাদের স্থান না দিয়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে এমনটাই প্রত্যাশা দলের হাইকমান্ডের কাছে। 



দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নতুন করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তবে দলীয় নেতৃত্বে যাতে করে হাইব্রিড ও 'উড়ে এসে জুড়ে বসা' নেতাদের স্থান দেওয়া না হয় সেই দাবি জানান তারা। দলীয় নেতৃত্বে আওয়ামী লীগের পোড় খাওয়া, জেল জুলুম ও রাজপদের লড়াকু সৈনিকদের দিয়ে কমিটি গঠন করার দাবি জানান তারা। 



আরও খবর



গলাচিপায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৪৬জন দেখেছেন

Image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচি খরিপ-১/২০২২-২৩ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা কৃষি অফিসের হল রুমে এর উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।    

অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এটিএম এনায়েতুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার প্রমুখ।

উপজেলার ৩ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ২০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি ধানের বীজ বিতরণ করা হয়।





আরও খবর



স্বাধীনতা দিবসে সবার জন্য উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ২৭জন দেখেছেন

Image

বাসস : আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল এবং চাঁদপুর জেলায় সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে রোববার ঢাকা সদরঘাটে বানৌজা অতন্দ্র, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে অদম্য, চট্টগ্রাম নেভাল জেটি নিউমুরিংয়ে প্রত্যাশা, খুলনা বিআইডব্লিউটিএ রকেট ঘাটে চিত্রা, মোংলা দিগরাজ নেভাল বার্থে কপোতাক্ষ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে যমুনা এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মেঘনা সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।


আরও খবর