Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

আ.লীগ সব সময় খেলার জন্য প্রস্তুত আছে: ডা. মুরাদ

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৫৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, আ.লীগ সব সময় খেলার জন্য প্রস্তুত আছে। জামায়াত-বিএনপিকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে। সময়মতোই খেলা হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে  তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. মুরাদ হাসান।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তাদের অসৎ উদ্দেশ্য কখনও পূরণ হবে না।

প্রসঙ্গ, ২০২১ সালে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের নির্দেশ দেন। পরে অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের ঘটনায় তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।


আরও খবর



আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে তিন আসনে । তার একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন।

শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিব আল হাসানের পক্ষে ফরমগুলো সংগ্রহ করা হয়। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন তিনটি হলো মাগুরা-১ ও মাগুরা-২ এবং ঢাকা- ১০।

এদিকে, দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১০৬৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১০৫০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে, সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




গাংনীতে ১৬৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

প্রকাশিত:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৮জন দেখেছেন

Image

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুরের এক মাদক বিরোধী অভিযানে ১৬৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাজারে এ অভিযান চালায় গাংনী ক্যাম্পের একটি অভিযান দল।

আটককৃতরা হচ্ছে- চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর আমিরপাড়ার নুর মিয়ার ছেলে সোলেমান হায়দার (৪৫) ও মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান সোমবার দুপুরে এক বিফ্রিংয়ে অভিযানের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় আসে সোলোমান হায়দার। গেল রাতে ঢাকা থেকে পরিবহনযোগে ইয়াবা নিয়ে গাংনীর তেরাইলে বিক্রির উদ্দেশ্যে আসে সে। তেরাইল বাজারে অবস্থান করার সময় অভিযান চালায় র‌্যাব।

এ অভিযানে সোলেমান ও তার স্থানীয় সঙ্গী জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৬৭৬ পিস ইয়াবা। তাদের দুজনের নামে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানান র‌্যাব কমান্ডার।

র‌্যাব সুত্রে জানা গেছে, আটক দুজনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে গাংনী থানা পুলিশ।


আরও খবর



নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা না গেলে ভোট বন্ধ: ইসি

প্রকাশিত:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৩৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনা নিশ্চিত করা না গেলে পুরো আসনের ভোট বন্ধের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১০ ডিসেম্বর) ইসির জারি করা পরিপত্র-১২’র মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১ এর বিধান অনুসারে নির্বাচনে বল প্রয়োগ, ভীতি প্রদর্শন ও চাপ সৃষ্টিসহ বিভিন্ন বিরাজমান অপকর্মের কারণে ন্যায়ানুগ ও নিরপেক্ষভাবে এবং আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে সক্ষম না হলে যে কোনো ভোট কেন্দ্র বা ক্ষেত্রমতে সম্পূর্ণ নির্বাচনি এলাকায় যে কোন পর্যায়ে নির্বাচন কমিশন (ইসি) ভোটগ্রহণ বন্ধ করতে পারবেন।

তাছাড়া, কোনো ব্যালট পেপার নাকচ বা গ্রহণসহ, এ অধ্যাদেশ বা বিধিমালার অধীন কোনো কর্মকর্তার দেওয়া কোনো আদেশ পুনর্বিবেচনা করতে পারবে কমিশন। নির্বাচন নিরপেক্ষ, ন্যায়ানুগ ও সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও ক্ষমতা প্রয়োগসহ প্রাসঙ্গিক অন্যান্য আদেশও দিতে পারবেন।

পরিপত্রে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। এসব ব্যালট বাক্স ছাড়া অন্য কোনো ধরনের বাক্স ব্যবহার করা যাবে না।

এছাড়া, কোনো ভোটকক্ষে একই সময়ে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না। যখন একটি বাক্স ভর্তি হয়ে যাবে তখন বাক্সটি উপস্থিত সবার সামনে সিল করে নিরাপদ স্থানে রাখতে হবে। এবং ভোটকক্ষে ঐ বাক্সের স্থলে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অন্য একটি স্বচ্ছ ব্যালট বাক্স ভোটগ্রহণের জন্য রাখতে হবে।

স্বচ্ছ ব্যালট বাক্সটি এমন স্থানে রাখতে হবে যা উপস্থিত প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট ও ভোটগ্রহণ কর্মকর্তার দৃষ্টিসীমার মধ্যে থাকে এবং সেখানে ভোটাররা সহজে পৌঁছাতে পারেন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে ৭ জানুয়ারি। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




মেহেরপুর-২ (গাংনী) আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৩৮জন দেখেছেন

Image

মজনুর রহমান আকাশ মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ নাজমুল হক সাগরসহ ১১ প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ বৃহষ্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীগন সহকারী রিটার্ণিং অফিসার প্রীতম সাহার নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন। অন্যান্য প্রার্থীরা হচ্ছেন- তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক বিএনপি নেতা এবং সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, স্থানীয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, বাংলাদেশ কংগ্রেসের আল ফারুক, জাতীয়পার্টির (এরশাদ) কিতাব আলী, জাকের পার্টির সামসুদ্দোহা, ছাত্রনেতা নুরুল ইসলাম রিন্টু, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম বাদশা ও বীর মুক্তিযোদ্ধা ড. আশরাফুল ইসলাম। এর আগে গত বুধবার স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল মনোয়নপত্র জমা দেন।


আরও খবর



বিরামপুরে জমে উঠেছে শীতকালীন সবজির হাটঃ দামে সস্তা

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর জেলার  বিরামপুরে হাট-বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন নানান ধরনের সবজি। পলি অঞ্চল হওয়ায় এই এলাকার কৃষকেরা অন্যান্য আবাদের পাশাপাশি চাষ করেন শীতকালীন সবজি। পাইকারি বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। যার কারণে কমতে শুরু করেছে সবজির দাম। বাজারে সস্তা দামে সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা-বিক্রেতারা। প্রতিদিন লাখ লাখ টাকার সবজি বেচাকেনা হয়ে থাকে এই বাজারে। স্থানীয় চাহিদা মিটিয়েও এসব সবজি যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বিরামপুর পৌর  শহরের পাইকারি সবজি বাজারে ঘুরে দেখা যায়, ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাঁদের উৎপাদিত শীতকালীন টাটকা শাক-সবজি নিয়ে আসছেন এই বাজারে। যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন এই বাজারে। এ ছাড়াও, শীতকালীন আগাম সবজি কৃষকদের কাছে থেকে সরাসরি কিনতে পারছেন পাইকাররা। গত সপ্তাহ আগেও সবজির দাম ছিল দ্বিগুণ।

এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ৩০ কেজি দরে বিক্রি হচ্ছে, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, বাঁধাকপি ৩০ টাকা, মুলা ৪০ থেকে ২০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ থেকে ৩০, শিম ৬০ থেকে ৩০ টাকা, আলু ৬৫ থেকে ৪৫ টাকা, পটল ৬০ থেকে ৩০, কাঁচামরিচ ২০০ থেকে ১০০ টাকা, করলা ১০০ থেকে ৪০ এবং  ৬০ টাকার শসা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। কম দামে সবজি কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

বিরামপুর নতুন বাজারে সবজি কিনতে আসা প্রভাষক মেফতাহুন নাহার কবিতা বলেন, শীতকালীন টাটকা সবজি কিনতে বাজারে এসেছি। গত সপ্তাহে দাম একটু বেশি ছিল। তবে আজ বাজারে সবজি'র দাম অনেক কম। তাই ব্যাগ ভরে সবজি কিনলাম।

স্থানীয় সবজি ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, বাজারে নানান ধরনের শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। কিন্তু, অবরোধের কারণে কাঁচা পণ্যগুলো মোকামে সময়মত যেতে পারছে না। যার কারণে এসব পণ্যের দাম এখন অর্ধেকে নেমে এসেছে। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ স্থানীয় ক্রেতাদের মাঝে। প্রতিদিন এ বাজারে ১৫ থেকে ২০ লাখ টাকার সবজি বেচাকেনা হয়।

পৌর শহরের ভবানীপুর (মুন্সীপাড়া)  গ্রামের কৃষক আফজল হোসেন বলেন, এবার শীতের চলতি মৌসুমে আবহাওয়া অনেক ভাল আছে। যার কারণে সব সবজির চাষাবাদ ভাল। কোনও ফসল নষ্ট হয়নি। আমি শীতকালীন সব সবজির চাষ করেছি। আবার বাজারজাতও করছি, দামও মোটামুটি ভালো পাচ্ছি। 

বিরামপুর উপজেলা কৃষি অফিসার ফিরোজ আহম্মেদ বলেন, বিরামপুর উপজেলার মাটি সবজি চাষের জন্য উপযোগী। এই অঞ্চলে সব ধরনের রবি শস্য আবাদ হয়ে থাকে। বিরামপুর বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত আমদানি শুরু হয়েছে। স্থানীয় ব্যবসায়ীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা সবজি কিনতে আসছেন এই বাজারে। প্রতিদিন ১৫ থেকে ২০ লাখ টাকার সবজি বেচা-বিক্রি হয় বাজারে। মাসে প্রায় ৪ কোটি টাকারও বেশি সবজির লেনদেন হয়ে থাকে। স্থানীয়দের চাহিদা মিটিয়েও এই সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা  হচ্ছে। 


আরও খবর