Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আজ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কোন দল চ্যাম্পিয়ন?

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:আইপিএল ফাইনালে রোববারের ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গেল। গতকাল চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচে টসও হয়নি। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচটি পরের দিন, অর্থাৎ সোমবার রিজার্ভ ডে’তে গড়াল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার আইপিএলের ১৬তম সংস্করণের ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল। তবে দিনভর বাগড়া দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় আটটায় খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি হয়নি। মাঝখানে একবার বৃষ্টি থামলেও কিছুক্ষণ পর আবার শুরু হয়।

এই ম্যাচে টানা দুই শিরোপার মিশনে আছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট। আর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই আছে পঞ্চম শিরোপার খোঁজে। তবে বৃষ্টির কারণে শেষ অবধি খেলাই হলো না। বৃষ্টিতে আজ খেলা না হওয়ায় সমীকরণ কেমন সেটিই নিচে দেখে নেই-

আজ সোমবার আইপিএলের রিজার্ভ ডেতে খেলা হবে। সেক্ষেত্রে কিছু নিয়ম নির্ধারণ করে দিয়েছে বিসিসিআই। আজ ফের বৃষ্টির কারণে ৫ ওভারের ম্যাচও যদি আয়োজন করা না যায় তাহলে সুপার ওভারে খেলা শেষ করার সুযোগ থাকবে। তবে এক্ষেত্রে অবশ্যই পিচ ও আউটফিল্ডকে বাংলাদেশ সময় রাত ১টা ৫০ এর মধ্যে খেলার উপযোগী থাকতে হবে।

আর যদি খেলা মাঠে গড়াতেই না পারে তাহলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। সেই ক্ষেত্রে লিগ পর্বের ৭০ ম্যাচ শেষে যারা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তারাই হবে চ্যাম্পিয়ন। হিসাব অনুযায়ী, চেন্নাইকে পেছনে ফেলা গুজরাট তাহলে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




নির্বাচনের সময় পুলিশ ইসির অধীনে কাজ করবে: আইজিপি

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। রোববার (২৭ আগস্ট) বরিশাল জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

আইজিপি বলেন,নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ পুলিশ বাহিনী প্রস্তুত আছে। নির্বাচন কমিশন পুলিশকে যে দায়িত্ব দেবে তা পালনের সক্ষমতা আমাদের রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স রয়েছে, সে নীতিতে পুলিশ বাহিনী সব দায়িত্ব পালন করছে। এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। দেশের যেখানেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে সেখানেই পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

এ সময় আইজিপর সঙ্গে ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, ডিআইজি জামিল হাসানসহ বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




আন্দোলন সামনে রেখে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে: ছাত্রদল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




রূপগঞ্জে র‍্যাবের উপর হামলা করে আসামী ছিনতাই

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাবের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

ছাত্রলীগ নেতা রাকিব হত্যার অন্যতম আসামি ও হানজালা বাহিনীর প্রধান হানজালা পিস্তলসহ র‍্যাবের হাতে আটকের পর তাকে ছিনিয়ে নেয় তার অনুসারীরা।গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় র‍্যাবের ৪ সদস্য আহত হয়েছেন।

এ বিষয়ে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে র‍্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। ছিনিয়ে নেওয়া হানজালা ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

 রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে রাকিব হত্যা মামলার পলাতক আসামি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে বিদেশি পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে র‍্যাবের কাছে সংবাদ আসে। ওই সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ পূর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ হানজালাকে আটক করে। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাহিনীর লোকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে র‍্যাবের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পিস্তলসহ হানজালাকে ছিনিয়ে নেয়।

এ সময় হামলায় আহত হয় র‍্যাব সদস্য হাবিলদার মো. মুসফিকুর রহমান, করপোরাল মো. আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া ও কন্সটেবল তুষার আহম্মেদ বাপ্পি।

হামলায় আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় র‍্যাব-১এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় হানজালাতে প্রধান আসামি করে ২৭ জন নামীয় সহ ২২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সিরাজগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাজ্জান গ্রামের ৬ বছরের শিশু ফাতেমাকে ধর্ষণের পর হত্যা করার প্রতিবাদে জড়িত আসামীদের আটক ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।বুধবার দুপুরে গালা ইউনিয়নের মাজ্জান এলাকায় বাধের উপর গ্রামবাসী ও স্বজনদের উদ্যোগে ঘন্টা ব্যাপী এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সমাজ সেবক মোহাম্মদ লাল মিয়া মোল্লা সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাইফুল শেখ, তাহাজ শেখ, আসাদুল সরকার ও মা নুরজাহান খাতুন সহ স্থানীয় এলাকাবাসী। 

এসময়, বক্তারা বলেন, ধর্ষণ করার পর, দুইজন নারীর সহযোগিতায় নজরুল সহ ৮ জন মিলে শিশু ফাতেমাকে পরিকল্পিত ভাবে হত্যা করে। প্রধান আসামি নজরুল, আক্কাস, সাদ্দাম, ফারুক, পেশকার, আবেদ, হাকিম, মালেক, বুলি ও ময়ূরী বেগমকে আসামী করে থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ শুধু প্রধান আসামি নজরুলকে গ্রেফতার করে। তবে বাকিদের এখনো আসামী না করায় হুমকি দেয়ায় নিহতের পরিবার এখন বাড়ি ছাড়া। তাই দ্রুত বাকি দায়ীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ফাতেমা নিখোঁজ হবার পর তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে পায় না। পরে ৩ আগস্ট পাশের জমিতে ফাতেমার তিন খন্ড মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ফাতেমার মা দাবি হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার সূত্রে স্থানীয় সন্ত্রাসী নজরুল ইসলামকে গ্রেফতার করে থানা পুলিশ। আসামির স্বীকারোক্তি জবানবন্দী তা জানা যায়, নজরুলের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র ৬ বছরের শিশু ফাতেমাকে ধর্ষণ ও নির্মম ভাবে টুকরো টুকরো করে হত্যা করে পাশের জমিতে ফেলে রেখে যায়।

আরও খবর



মধুপুরে অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করেন নবাগত অফিসার ইনচার্জ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরে যানজট নিরসনের লক্ষে মধুপুর বাস স্ট্যান্ডে অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করেন মধুপুর থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বাসস্ট্যান্ডের অটোরিকশা শ্রমিক সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় অনুষ্ঠানে দীর্ঘদিনের জনর্দূভোগ বাসস্ট্যান্ডের যানজট নিরসন ও বিভিন্ন সময়ে যাত্রী সেজে সিএনজি,অটোরিক্সা ছিনতাই  প্রতিরোধের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। 

অটোরিকশা চালকদের উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্য রাখেন মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান ও নগর পিতা মেয়র সিদ্দিক হোসেন খান। 

অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান মধুপুরের যানজট নিরসন, সিএনজি ও অটোরিকসা ছিনতাই প্রতিরোধ কল্পে নানাবিধ পরামর্শ মূলক আলোচনা তুলে ধরেন এবং বাসস্ট্যান্ডের যানজট নিরসনে অটোরিকশা চালকদের মহাসড়কে যন্ত্রতন্ত্র ভাবে অটোরিকসা না রাখার জন্য নির্দেশ প্রদান করেন। 

বলাবাহুল্য, নবাগত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান মধুপুর থানায় যোগদানের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন পরিষদ, গুরুত্বপূর্ণ বাজার, মসজিদ ও জনবহুল স্থানে গিয়ে মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং সহ বিভিন্ন অপরাধ দমন রোধে আলোচনা করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

নগর পিতা খ্যাত মেয়র সিদ্দিক হোসেন খান বলেন, আমরা অতীতে যানজট নিরসনের জন্য অটোরিকসা গুলোকে লাল ও হলুদ রঙের স্টিকার দিয়ে দুটি ভাগে বিভক্ত করি। একদিন লাল পরের দিন হলুদ রঙের স্টিকার লাগানো অটোরিকশা চলাচলের ব্যবস্থা করি, এতে করে মধুপুরের যানজট অনেকাংশে কমে যায়।

তিনি জানান, আগের নিয়মেই সিএনজি ও অটোরিকশা গুলো লাল ও হলুদ রঙের স্টিকার দিয়ে চালাতে হবে। মধুপুরকে একটি যানজট মুক্ত পৌর শহর হিসেবে গড়ে তুলতে তিনি সকলের প্রতি সহযোগিতা কামনা করেন। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও অটোরিকশা শ্রমিকগন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর