Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আইপিএল শেষ, ইংল্যান্ডে রওনা হয়েছেন মোস্তাফিজ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: মাত্র দুই ম্যাচের অভিজ্ঞতা নিয়েই চলতি মৌসুমের আইপিএল শেষ হয়েছে মোস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালস ছেড়ে ইংল্যান্ডে রওনা হয়েছেন মোস্তাফিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরেই ইংল্যান্ডের পথে এ পেসার।

ইংল্যান্ডে রওনা দিয়ে বিমানে বসে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মোস্তাফিজ। সেখানে তিনি লেখেন, ‘এখন জাতীয় দায়িত্ব পালনের সময়। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের পথে। বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন।

এর আগে, দিল্লি শিবির ছাড়ার আগেও রিকি পন্টিংয়ের সাথে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মোস্তাফিজ। সেখানে তিনি লেখেন, ‘সুন্দর সব স্মৃতির জন্য ধন্যবাদ। কিংবদন্তিদের সাথে একই ড্রেসিংরুম ভাগ করে নেয়াটা আনন্দের ছিল। পরবর্তীতে দেখা হওয়ার আগে আপাতত বিদায়।

এবারের আইপিএল মোটেও ভালো কাটেনি মোস্তাফিজের। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ৩৮ রান দিয়ে পান রোহিত শর্মার উইকেট। আর দ্বিতীয় ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৩ ওভারে ৪১ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

এই নিয়ে টানা দুই মৌসুম দিল্লির হয়ে খেললেন মোস্তাফিজ। গত মৌসুমে শুরুর দিকে ভালো করলেও শেষের দিকে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশি এই পেসার। তারপরও তাকে দলে রেখে দেয় দিল্লি। এর আগে মুম্বাই ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও খেলেছেন মোস্তাফিজ।


আরও খবর



হাতে ট্রিগার আছে কিন্তু গুলি করাটা সমাধান না: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, হাতে ট্রিগার আছে কিন্তু গুলি করাটা সমাধান না। সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা ও সমন্বয় করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ-ভারতের মধ্যে বৈদেশিক বাণিজ্যে রুপিতে লেনদেন নিয়ে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

ডিম, আলু, পেয়াঁজসহ অন্যান্য নিত্যপণ্যের বেঁধে দেওয়া দাম বাজারে কার্যকর করতে না পারার কথা স্বীকার করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তবে বেঁধে দেওয়া দাম কার্যকরে বাজারে অ্যাকশন শুরু হয়েছে বলে জানান তিনি।

ডিম আমদানির অনুমতি দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনের পর ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ডিম আমদানির বিষয়টি আগে মাথায় আসেনি।

 এর আগে উর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রথম বারের মতো ডিম, আলু ও দেশি পেয়াজ-এই তিন পণ্যের দাম দেয় সরকার। বেঁধে দেয়া দাম অনুযায়ী, প্রতিটি ফার্মের ডিম ১২ টাকা, খুচরা পর্যায়ে আলুর দাম ৩৫ টাকা থেকে ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজের দাম হবে ৬৪ টাকা থেকে ৬৫ টাকা।


আরও খবর



মধুপুরে সেভেনডে এডভেন্টিজ চার্জ এর ভূমি দখলের পায়তারা

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬১জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামে সেভেনডে এডভেন্টিজ চার্জ এর ৮৬ শতাংশ ভূমি জবর দখলের অপচেষ্টা চলছে বলে জানা যা্য়। পিরোজপুর গ্রামের স্বর্গীয় জগৎ মারাকের ছেলে মি.ভুপেন্দ জেংচাম সেভেনডে এডভেন্টিজ চার্জ এর ৮৬ শতাংশ ভূমি জবর দখলের অপচেষ্টা করছে বলে জানান ভুক্তভোগী সহ এলাকাবাসী। গারোসম্প্রদায়ের নীতিমালা অনুযায়ী পিতা মাতার সকল সম্পতির মালিক হন কণ্যা সন্তান।

এলাকাবাসীর প্রত্যক্ষ স্বাক্ষীর ভিত্তিতে স্বর্গীয় জগৎ মারাকের কন্যার নিকট হতে ভূমি ক্রয় করে সংস্হাটি এবং ক্রয়কৃত ভুমিতে একটি চার্জ( গীর্জা) নির্মাণ করেন। উক্ত চার্জের  অধিনে একটি মিশনারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দীর্ঘদিন যাবত পরিচালনা মন্ডলির মাধ্যমে পরিচালনা করেন। রাতের আধারে বিবাদী ভূপেন্দ জেংচাম চার্জটি বিক্রি করে দেন এবং নগদ টাকা হাতিয়ে নেন। এব্যাপারে বৃহস্পতিবার বিকেলে এলাকার সকল খৃষ্ঠান, মুসলিম ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্হলে উপস্হিত হয়ে এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য  উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান। তারা উক্ত ভুমির সকল কাগজ পত্র যাচাই বাছাই পূর্বক সংস্হাটি যাতে তাদের সম্পুর্ন ভুমি ঘেরত পেতে পারেন। এরই পরিপ্রেক্ষিতে এলাকার সকল খৃষ্টান ধর্মালম্বীরা একত্রিত হয়ে  জমি দখলের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করার জন্যও উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন কুড়াগাছা ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার, স্হানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, সদস্য খলিলুর রহমান, সেভেনডে এডভেন্টিজ চার্জ এর চেয়ারম্যান বেনজামিন ম্রং,রামজীবন হাইস্কুলের শিক্ষক আমান উল্লাহ. সাদত কলেজ ছাত্রলীগের সাবেক  সহ-সভাপতি মোখলেছুর রহমান, মি. চন্দন কুমার ম্রং, মি.কফিন্দ্র রেমা, রানিন্দ্র রেমা, বিউটি রেমা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



জয়ে দিয়ে এশিয়া কাপ শুরু করল পাকিস্তান

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি স্বাগতিক পাকিস্তান ও নেপাল। একে তো দুই দলের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান, তার উপর বড় মঞ্চের চাপ। কোনোটাই ঠিকঠাক সামাল দিতে পারল না নেপাল। ২৩৮ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে হার দেখল তারা। প্রথমে ব্যাট করা পাকিস্তানের দেওয়া ৩৪৩ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০৪ রানেই অলআউট হয়ে যায় নেপাল।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শাহীন আফ্রিদির করা প্রথম ওভারের প্রথম ২ বলে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন নেপালের ওপেনার কুশল ব্রুটেল। তবে ওই ওভারের পঞ্চম বলেই ফেরেন তিনি। পরের বলে তিনে নামা অধিনায়ক রোহিত পাউডেলকেও ফেরান তিনি। নাসিম শাহর করা ইনিংসের দ্বিতীয় ওভারে আরও এক উইকেটের পতন। ফেরেন চারে নামা আরিফ শেখ।

চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায় নেপাল। ৫৯ রানের জুটি গড়েন আরিফ শেখ ও সোমপাল কামি। তবে ৭৩ রানে আরিফ (২৬) ও ৮২ রানে সোমপাল (২৮) ফিরলে আবারও বিপর্যয়ে পড়ে পাহাড়ঘেষা দেশটির ক্রিকেট। সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি তারা। আর ২২ রান তুলতেই আউট হয়ে যান বাকি ৫ ব্যাটার।

পাকিস্তানের হয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেন শাহীন ও নাসিম। প্রথম ৩ উইকেটে দুইটি শাহীনের একটি নাসিমের। মাঝে ২ উইকেট নেন হারিস রউফ। নেপাল ইনিংসের লেজ গুটিয়ে দেন শাদাব খান। ৬ ওভার ৪ বলে ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন তিনি। ১টি উইকেট নন নওয়াজ।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রানের বিশাল সংগ্রহ তোলে পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাবর আজম। দলীয় ২১ রানের মাথায় করন কেসির বলে ফেরেন ফখর (১৪)। তার চার রানের মাথায় রান আউটে কাটা পড়েন ইমাম। তৃতীয় উইকেটে রিজওয়ানকে নিয়ে পাকিস্তানকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন বাবর। তবে দলীয় ১১১ রানে আবরও সেই রান আউট দুর্ভাগ্যে ফেরেন রিজওয়ান। বেশিক্ষণ টিকতে পারেননি আগা সালমানও। ১২৪ রানের মাথায় সন্দ্বীপ লামিচানের বলে আউট হন তিনি।

৪ উইকেট হারানো পাকিস্তানের রানের গতি যখন স্লথ, তখনই ঘুরে দাঁড়ায় বাবর-ইফতিখার জুটি। এই দুজন নিজেদের প্রথম ৫০ রানের জুটি গড়েন মাত্র ৩৯ বলে। দলীয় ২০০ রান পূরণ হয় ২২৮ বলে। এরপর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তারা। পরের ৫০ রান আসে মাত্র ২৪ বলে। এরই মধ্যে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি করেন ১ নম্বর র‌্যাঙ্কিংয়ের বাবর। ৪৭তম ওভারে পাকিস্তান তাদের ৩০০ রান পূর্ণ করে। শেষ ৩ ওভারে ৪২ রান করলে পাকিস্তানের মোট রান দাঁড়ায় ৩৪২। ইফতিখার তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৬৭ বলে। পঞ্চম উইকেটে মাত্র ১৩৪ বলে দুজনে গড়েন ২১৪ রানের জুটি। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রানের বিশাল সংগ্রহ তোলে দলটি।

তিনে নেমে ১৩১ বলে ১৫১ রান করে আউট হন বাবর। ১৪ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। ছয়ে নামা ইফতিখার ছিলেন আরও আগ্রাসী। স্ট্রাইকরেট দেড়শর ওপরে রেখে তিনি অপরাজিত থাকেন ১০৯ রানে। তার ৭১ বলের ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ৪ ছক্কায়। বাবর-ইফতিখারের ২১৪ রানের জুটি পঞ্চম উইকেটে পাকিস্তানের সবের্োচ্চ আর বিশ্বে ষষ্ঠ।

নেপালের বোলারদের মধ্যে ২টি উইকেট পান সোমপাল কামি। ১টি করে উইকেট পান করন কেসি ও সন্দীপ লামিচানে। তবে কোনো উইকেট না পেলেও বেধরক মার খাওয়ার দিনে ১০ ওভার বল করে মাত্র ৪৮ রান দেন ললিত রাজবংশী।

বিশ্বকাপের এটি ‘এ’ গ্রুপের ম্যাচ। ৬ দলের টুর্নামেন্টে দুই ভাগ হয়ে খেলা হচ্ছে। গ্রুপের অন্য দলটি ভারত। এই গ্রুপের শীর্ষ ২টি দল খেলবে সেমিফাইনালে।


আরও খবর



ড. ইউনূসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ মানবাধিকার কর্মীদের ভয়ভীতিপ্রদর্শন ও আইনি হয়রানি করা হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে জন্য পরিচিত এবং সম্মানিত নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস ও মানবাধিকার সংস্থা ‘অধিকারের’ দুই নেতাসহ বাংলাদেশের মানবাধিকার কর্মী এবং নাগরিক সমাজের সদস্যদের হয়রানি নিয়ে কমিশন খুবই উদ্বিগ্ন।

বিবৃতিতে বলা হয়, ‘এমন পরিস্থিতিতে বাংলাদেশের সব মানুষের কল্যাণ ও সুরক্ষায় মানবাধিকার কর্মী এবং অন্যান্য নাগরিক সমাজের প্রতিনিধির কাজের নিরাপদ পরিবেশ তৈরির জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।’

এতে আরও বলা হয়, ইউনূস প্রায় এক দশক ধরে হয়রানি ও ভয়ভীতির কবলে রয়েছেন। তিনি দুই মামলায় বিচারাধীন রয়েছেন। এই বিচারে তাঁর কারাদণ্ডও হতে পারে। দুটি মামলার মধ্যে একটি শ্রম আইন লঙ্ঘনের ও অপরটি দুর্নীতির অভিযোগ।

‘ড. ইউনূস আদালতে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাবেন। কিন্তু এর মধ্যে তার বিরুদ্ধে, বিশেষ করে সরকারের উচ্চপর্যায় থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে তা যথাযথ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানের ন্যায়বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করবে বলে আমরা উদ্বিগ্ন।’

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকিসহ শ্রম আইনে বেশ কয়েকটি মামলা চলছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবির একটি মামলা চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েও হেরে গেছেন ইউনূস। এর মধ্যে ১২ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৬০৮ টাকা কর পরিশোধও করেছেন তিনি।

এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। সর্বশেষ গত ২৮ আগস্ট তার বিরুদ্ধে নতুন করে ১৮টি মামলা হয়।

ওই ঘটনায় নোবেলজয়ীসহ বিশ্বের শতাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ড. মুহাম্মদ ইউনূসকে বিচারের নামে হয়রানি না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে চিঠি ও বিবৃতি দিয়েছেন। চিঠিটির শুরুতেই অবশ্য দেশের নির্বাচনের প্রসঙ্গ টেনে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আহ্বানও জানানো হয়।

বিবৃতিতে রাভিনা শামদাসানি আরও বলেন, মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর নেতা আদিলুর রহমান খান ও নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে মামলাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এগুলোর রায় আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। ১০ বছর আগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ করা হয়েছে। উভয়কেই হয়রানি ও ভয়ভীতি দেখানো হয়েছে এবং তাঁদের প্রতিষ্ঠানের লাইসেন্সও নবায়ন করতে দেওয়া হয়নি। 

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে তাঁদের বিরুদ্ধে এ মামলা করা হয়। ওই সমাবেশে রাত্রিযাপনের ঘোষণা ছিল সংগঠনটির নেতাদের। তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই অভিযানে ৬১ জন নিহত হয় বলে দাবি করেছিল অধিকার। তবে সরকারের ভাষ্য মতে, সেই রাতের অভিযানে কেউ মারা যায়নি। 

শাপলা চত্বরে ওই ঘটনায় গুলশান থানার মামলায় ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার আদালতে আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় এই দুই আসামি জামিনে আছেন। 

নাগরিক সমাজের নেতারা, মানবাধিকার রক্ষক এবং অন্য ভিন্নমতালম্বীদের আইনি হয়রানি বাংলাদেশের নাগরিক ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক লক্ষণ। এসব মামলা বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে বড় পরীক্ষা। 

বিবাদী পক্ষের ন্যায়বিচার নিশ্চিতে এসব মামলা যথাযথ প্রক্রিয়ায় পরিচালনা ও কঠোর পর্যালোচনা নিশ্চিত করতে বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন হাইকমিশনার ভলকার তুর্ক।

বিবৃতিতে আরও বলা হয়, আপত্তিকর ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টিও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নতুন আইনে কারাদণ্ডের বদলে জরিমানার বিধান করা হচ্ছে ও জামিনের সুযোগ বাড়াবে। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা দমনে এই আইনের অপব্যবহার রোধের বিষয়টিও সংসদকে বিবেচনায় নিতে হবে।


আরও খবর



সিরাজগঞ্জ তাড়াশে নৌকায় ফুর্তি, অশ্লীলতার অভিযোগে আটক ১৪

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশের চলনবিলে নৌকায় ভ্রমনের নামে নারীদের ভাড়া করে অশালীন নাচ পরিবেশনের অভিযোগে চার নারীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের রাশিদুল ইসলাম (৩০), চাচকৈর গ্রামের ছাবলু মোল্লা (৪২), বামনকোলার গ্রামের সেলিম প্রামাণিক (৩৩), মশিন্দা কান্দিপাড়া আজাদুল ইসলাম (৩৩), জামাল হোসেন (৩৯), বাবু প্রামাণিক (২৭), ছাবলু হাসান (৩১), আলমগীর হোসেন (২৮), বাচ্চু মোল্লা (৪০), চাচকৈর খামার নাচকৈর গ্রামের আশরাফুল ইসলাম (৩৮), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের নুপুর আক্তার (২২), টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলার মারিয়া খাতুন (১৯), আসমা খাতুন (২৫) ও আয়শা আক্তার (১৯)।  

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার একদল যুবক চারজন নারীকে ভাড়া করে এনে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকায় নৌকায় অশ্লীল নাচের সঙ্গে ফুর্তি করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ধামাইচ এলাকায় এ অভিযান চালায়। এ সময় একটি নৌকায় গান বাজনাসহ অল্লীলতা চলছিল। পুলিশ নৌকায় অভিযান চালিয়ে ১০ জন যুবক, ৪ জন নারীকে আটক করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, একদল যুবক চারজন নারীকে ভাড়া করে এনে নৌকায় ঘুড়াঘুড়ি করছে। একই সঙ্গে উচ্চস্বরে গান বাজিয়ে ওই নারীদের সঙ্গে যুবকরা অশালীনভাবে নাচ ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

প্রসঙ্গ, প্রতি বছরই বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে নৌকা ভ্রমণের নামে বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে নৌকায় আনন্দ ফুর্তিতে মেতে ওঠে উঠতি যুবকরা। চলে মাদক সেবন ও দেহ ব্যবসা।


আরও খবর

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩