Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আগামী পাঁচদিন সারা দেশেই বৃষ্টি থাকবে

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৭৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: সারা দেশেই বৃষ্টি থাকবে আগামী পাঁচদিন। গত কয়েক দিনের অসহ্য তাপমাত্রা আজকের মধ্যেই কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ (সোমবার) এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তাপপ্রবাহ ছিল। এছাড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, যশোর চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল জেলায় তাপপ্রবাহ ছিল। 

তবে আজকে এখান থেকে বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ কমে যাবে। বিশেষ করে রাজশাহী ও রংপুরের কোথা কোথাও তাপপ্রবাহ থাকলেও বেশিরভাগ জায়গায় কমে যাবে। তার মানে আগামী পাঁচদিন সারাদেশসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর বা মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সেটি তুলনামূলক দুর্বল হবে। কারণ, লঘুচাপের থেকে এটির বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই। আজ বিকেলে অথবা আগামীকাল সকালে এটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা এখনও এই তথ্য প্রকাশ করিনি। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৯৭ মিলিমিটার এবং চট্টগ্রামের আরও অন্যান্য জায়গায় বৃষ্টিপাত হয়েছে।

১৮ সেপ্টেম্বর কোথায় কোথায় বৃষ্টি হবে- খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

১৯ সেপ্টেম্বর দেশের যেসব জায়গায় বৃষ্টি হবে-ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর ও সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরবেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য ও ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানাবেন।

এর আগে আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে আসিয়ান এবং ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে যোগদানের পাশাপাশি রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন।

পরে আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগদান শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




শাহজালাল বিমানবন্দরে আগুনে পুড়ল বিমানের ‘পুশকার্ট’

প্রকাশিত:শনিবার ২৬ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পুশকার্টে আগুন লেগেছে। পুশকার্টটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেন ধাক্কা দেওয়ার কাজে লাগানো হয়। শনিবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেয়াতর জিয়াউর রহমান সকালে পুশকার্টটি এয়ারক্রাফট ধাক্কা দেওয়ার জন্য বোর্ডিং ব্রিজ এলাকার দিকে যাচ্ছিল। হঠাৎ এটির সামনের দিক দিয়ে প্রচন্ড ধোয়া দেখা যায়। ধোয়ার পর আগুগের ফুলকি দেখা যায়।

তিনি বলেন, সিভিল এভিয়েশনের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিটের মাধ্যমে এবং ফায়ার স্টিংগুয়েশার ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয়। এতে ফায়ার সার্ভিসের কোনো কাজ করতে হয়নি। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের সময় পুশকার্টের পাশেই সৌদি এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ মডেলে একটি এয়ারক্রাফট ছিল। তবে সেটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, কোনো এয়ারক্রাফট নিজে নিজেই পেছনে যেতে পারে না। পুশকার্ট দিয়ে তাকে পেছনের দিকে ধাক্কা দিয়ে ঘুরানো হয়। এরপর প্লেনটি ইঞ্জিন চালু করে উড্ডয়নের উদ্দেশ্যে রানওয়ের দিকে এগিয়ে যায়। অনেকসময় এটি নিয়ে বিমানবন্দরের টার্মিনাল ভবন থেকে ব্যাগেজগুলো নিয়ে প্লেনে তুলে নিয়ে যাওয়া হয়।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




কেএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর বদলী জনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image
গাজী যুবায়ের আলম ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে কেএমপি'র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে ৪ সেপ্টেম্বর দুপুর ২ টা ১৫ মিনিটে পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক.বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে কেএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) হিসেবে কর্মরত জনাব মোঃ মোসফেকুর রহমান এর দিনাজপুর জেলা পুলিশে বদলী হওয়ায় বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় কেএমপি’র পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট এবং স্মৃতি স্মারক প্রদান করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে সালাম ও জানিয়ে বক্তব্য প্রদান করেন। বিদায়ী অতিথিকে উদ্দেশ্যে করে পুলিশ কমিশনার মহোদয় বলেন, ‘‘মানুষ মাত্রই যাযাবর। সরকারি চাকুরির বিধি অনুযায়ী বদলি জনিত কারণে কর্মস্থল পরিবর্তনের সাথে সাথে বন্ধুত্বেরও পরিবর্তন হয়। কিন্তু মানুষ কর্মকালীন সময়ের বিনয় ও সদাচরণ সারাজীবন মনে রাখে।” উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় ও উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ কেএমপি'তে বস্থানকালীন বিদায়ী অতিথির কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং মান্যবর পুলিশ কমিশনার মহোদয় ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালনের জন্য উপদেশ প্রদান করে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
এ সময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) জনাব এম এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




এখন আস্থা নিয়ে বলা যায়, না খেয়ে কেউ নেই: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে উন্নয়নের পাশাপাশি বৈষম্য বেড়েছে, তা অস্বীকারের উপায় নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে ‘সেভ দ্য চিলড্রেন’ আয়োজিত সূচনা চূড়ান্ত মূল্যায়ন ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এম এ মান্নান বলেন, ‘অনেকে বলে বৈষম্য বেড়েছে। হ্যাঁ বেড়েছে, তা অস্বীকার করি না। বৈষম্য বাড়ার কারণ হলো যাদের কাছে সম্পদ আছে, অর্থ, শিক্ষা, মেধা আছে, সামাজিক যোগাযোগমাধ্যম শক্তিশালী তারা বেশি অর্জন করছে। যাদের অবস্থান শূন্যের কোঠায়, কিছুই নাই, ভূমিহীন প্রায় সমাজ থেকে বিচ্যুত বলা যায়, যাদের বিশ্বব্যাংকের মাপে দৈনিক আয় এক ডলারের নিচে ছিল সেই সংখ্যা ওখানে আর নেই। এখন আস্থা নিয়ে বলা যায়, না খেয়ে কেউ নেই।

তিনি বলেন, ‘দেশের প্রায় ৭০-৭৫ ভাগ মানুষ গ্রামে-গঞ্জে বসবাস করেন। যারা ঢাকার উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পর্যায়ের নন, যারা সুশীল সমাজ বা উন্নত নাগরিক সমাজের প্রতিনিধি নন, তারাই আমাদের দেশের প্রকৃত মালিক। তারাই যুদ্ধ করেছেন, এখনো খেতে-খামারে কাজ করে কলকারখানায় আমাদের টিকিয়ে রেখেছেন। লুকাবার ব্যাপার নয়, আমি তাদের সঙ্গে কথা বলি। তারা চান, আরও বেশি উন্নয়ন। তাদের যদি বলা হয়, এক গ্লাস গণতন্ত্র খাবে না এক গ্লাস উন্নয়ন খাবে? তারা এক গ্লাস উন্নয়নই নেবে। কারণ সেটা তার খুব দরকার এই মূহুর্তে।

ক্ষুধা ও দারিদ্রতা দূরীকরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ক্ষুধা দারিদ্র্য দূরীকরণ সম্পূর্ণ না হলেও কমিয়ে আনা। আমরা মোটা দাগে দারিদ্র ৪০-৪৫ ছিল ৮-৯ সালে সেখানে এখন ১৮ দশমিক ৫ এ আছি। প্রচণ্ড দারিদ্র ৪-৫ এর মধ্যে আছে। আমাদের সাহস এসেছে যে আমরা ধারাবাহিক কাজ চালিয়ে গেলে আমরা এটাকে নির্মূল করতে পারব।

এম এ মান্নান আরও বলেন, ‘খাবার পানি, স্যানিটেশন, প্রাথমিক শিক্ষা, শিশুদের টিকা, মহিলাদের সচেতনকরণ, বাচ্চাদের স্কুলে যাওয়া প্রতিটি ক্ষেত্রে আমাদের যে অচলায়তন ছিল আমাদের হাজার বছরের সেগুলো আমরা ঠেলে কিছুটা দূরে সড়াতে পেরেছি। এখন আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্য প্রয়োজন দারিদ্র্য দূরীকরণের জন্য। ক্ষমতার জন্য নয়।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




দৌলতপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

দৌলতপুর,কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। তার নানা অনিয়মের কথা উল্লেখ করে মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দিলেন ছাত্র ছাত্রীর অভিভাবকেরা। এ বিষয়ে ছাত্র ছাত্রীর অভিভাবক আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, আলাউদ্দিন বলেন, বিদ্যালয় টি ৬৯৩ জন ছাত্র ছাত্রী ও ১৩ জন শিক্ষক কর্মচারী নিয়ে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের নানা অনিয়ম নিয়ে স্থানীয় এক ব্যক্তি নাম সাদেক আলী তিনি শিক্ষা অফিসে অভিযোগ দেয় । আমাদের ছেলে মেয়ে রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের লিখাপড়া করার জন্য রেখেছি। গত ২৮ আগস্ট হঠাৎ আমাদের কোন কিছু না জানিয়ে প্রধান শিক্ষক হোসনেয়ার খাতুন তার নিজ স্বার্থ হাঁচিলের জন্য আমাদের ছেলে মেয়েকে নিয়ে ভর দুপুরে ২ কিলোমিটার হাঁটিয়ে দৌলতপুর থানা ঘেরাও করে আন্দোলন করে সাদেক আলীকে আটকের জন্য । আমরা আমাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়েছি শিক্ষা গ্রহণের জন্য কোন শিক্ষকের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করতে নই। তাই আমরা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দিয়েছি বিষয়টা সুস্থ তদন্ত করে বিচার দাবি করছি। এ বিষয়ে রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বলেন, আমার দিন প্রতিদিনের ন্যায় ক্লাস করি টিফিনের সময় হলে আমরা বাহিরে বের হই। এমন সময় প্রধান শিক্ষক যে সকল ছাত্ররা মাঠে ফুটবল খেলছিল তাদের আলাদা রুমে ডেকে নিয়ে গোপনে কি বললো। তার পর বাঁশি দিয়ে সকল ছাত্র ছাত্রীদের নিচে নামতে বললো। নেমে আসলে প্রধান শিক্ষক আমাদের নিয়ে দৌলতপুর অভিমুখে রওনা দিলেন।মাঝ রাস্তায় গিয়ে একজন ব্যক্তির নাম উল্লেখ করে আমাদের মিছিল ধরতে বলেন। এবং থানায় নিয়ে যায়। আমরা ভেবে ছিলাম হয়তো কোথাও খেলতে যাচ্ছে হঠাৎ দেখি থানায় যাচ্ছে। আমরা তো কোন ব্যক্তির ব্যক্তি-স্বার্থে ব্যবহার হতে পারিনা তাই বিষয় টির সুষ্ঠু তদন্ত চাই। এ বিষয় প্রধান শিক্ষক হোসনেয়ারা বলেন, আমি কোন ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য ছাত্রছাত্রীদের নিয়ে থানায় যাই নাই । বিদ্যালয় ও ছাত্র-ছাত্রীদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদেই নিজ উদ্যোগে ছাত্র ছাত্রীরা থানায় গিয়ে ছিল। ছাত্র ছাত্রীর অভিভাবকদের না জানিয়ে আপনি নিজ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের নিয়ে থানা ঘেরাও করতে পারেন কিনা এমন প্রশ্নোত্তরে তিনি বলেন, এটা আমার ভুল হয়েছে। তবে আমার স্বার্থে নয় আমি যা করেছি তা বিদ্যালয় ও ছাত্র ছাত্রীদের স্বার্থে করেছি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার আবু সালেক বলেন, ছাত্র ছাত্রী দের থানায় নিয়ে আসার বিষয়ে আমি অবগত ছিলাম না। প্রধান শিক্ষক আমাকে কিছু জানান নাই। অভিভাবকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩