Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আগামী নির্বাচন একটি ‘কঠিন পরীক্ষা’: রাষ্ট্রপতি

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গণতন্ত্র ও মুক্তিযুদ্ধে বিশ্বাসীদের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ‘এসিড টেস্ট’ বা কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে টেলিভিশন চ্যানেল মালিক সমিতির (অ্যাটকো) ১১ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

মো. সাহাবুদ্দিন বলেন, ‘সামনে দ্বাদশ নির্বাচন… গণতন্ত্র উন্নয়ন এবং মুক্তিযুদ্ধে বিশ্বাসীদের জন্য এটি একটি এসিড টেস্ট। তাই গণমাধ্যমকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেশ ও জনগণের জন্য কারা অপরিহার্য এবং কোন ধারার জনপ্রতিনিধি অবশ্যক, তা ঠিক করতে এবং জনমত তৈরিতে গণমাধ্যমের কার্যকরী ভূমিকা রাখতে হবে।’

মুক্তিযুদ্ধ ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ ও উন্নয়নকে প্রাধান্য দিন... নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ঘরে ঘরে পৌঁছে দিতে না পারলে আমাদের সব অর্জন বৃথা হয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘বিগত পাঁচ দশক অধিককাল অনেক পরিবর্তন এসেছে। এই সময়ে স্বাধীনতা বিরোধীরা আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার অনেক চেষ্টা চালিয়েছে।দেশের তৃণমূল পর্যায়ের গণমাধ্যমের উপস্থিতি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘স্বাধীনভাবে কাজ করতে গনমাধ‍্যমকে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

টেলিভিশন চ্যানেল মালিক সমিতির ১১ সদস্যের প্রতিনিধিদল আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

স্বাধীনতা বিরোধীচক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে কোনোভাবেই যেন মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সে লক্ষ্যেও গণমাধ্যমকে আরও তৎপর হওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘গণমাধ্যম অবশ্যই সরকারের গঠনমূলক সমালোচনা করবে। সাথে সাথে দেশ ও জনগণের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রমকে তুলে ধরতে হবে।’

দেশীয় সংস্কৃতির বিকাশে গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘কেউ যাতে ছদ্মাবরণে ও চতুরতার সাথে আমাদের ইতিহাসকে বিকৃতি করতে না পারে, সেজন্য টেলিভিশন চ্যানেলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও রাষ্ট্রপতির সচিবরা। প্রতিনিধিদলের নেতৃত্বে দেন মাছরাঙ্গা টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর ও অ্যটকোর সভাপতি অঞ্জন চৌধুরী এবং ডিবিসি নিউজের চেয়ারম্যান ও অ্যাটকোর সহসভাপতি প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। অ্যাটকো সভাপতি সংগঠনের বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




প্রিগোজিনের মৃত্যুর খবরে ‘অবাক হননি’ বাইডেন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সম্ভাব্য মৃত্যু নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইয়েভগেনি প্রিগোজিনের সম্ভাব্য মৃত্যুর সংবাদে তিনি অবাক হননি। তিনি বলেন,‘আমি সঠিক জানি না আসলে কী হয়েছে। তবে আমি অবাক হইনি।

বাংলাদেশ সময় গতকাল বুধবার রাত ১১টার দিকে রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানে সাতজন যাত্রী ও তিনজন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে ছিলেন প্রিগোজিন ও ওয়াগনারের উপপ্রধানও।

ব্যক্তিগত বিমানটি উড্ডয়নের আধা ঘণ্টার কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর ওই উড়োজাহাজে আগুন ধরে যায়। এখন পর্যন্ত ১০ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিতভাবে প্রিগোজিনের মৃত্যুর খবর জানানো হয়নি।

বুধবার যুক্তরাষ্ট্রে লেক তাহোয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর সাংবাদিকদের বাইডেন বলেন, ‘রাশিয়ায় এমন কিছু হয় না, যার পেছনে ভ্লাদিমির পুতিনের হাত নেই। তবে এবারের ঘটনা সম্পর্কে আমি খুব বেশি জানি না। ফলে পুতিনের সাবেক এই ক্ষমতাশালী সহযোগীর কী হয়েছে তা আমি বলতে পারছি না।

গত মাসে হেলসিংকিতে প্রিগোজিনকে দুষ্টুমির ছলে বাইডেন সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি তার জায়গায় (প্রিগোজিন) হলে কিছু খেতে গেলেও সতর্ক থাকতাম। সবসময় বুঝে শুনে খেতাম।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র আদ্রিয়েন ওয়াটসনও জানিয়েছেন, প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ভারতে জি-২০ সম্মেলনে যাবেন না শি জিনপিং, হতাশ বাইডেন

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশ নেবেন না বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে শি জিনপিংয়ের পক্ষে উপস্থিত থাকতে পারে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

রোববার সাংবাদিকদের জো বাইডেন বলেন, ‘আমি হতাশ। তবে তার সঙ্গে নিশ্চয়ই দেখা করব আমি।’ তবে কোথায় ও কখন দুই নেতার বৈঠক হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি বাইডেন।

এর আগে গত বছর ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে দেখা করেছিলেন শি ও বাইডেন।

জি-২০ সম্মেলনে না যাওয়া কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। শি জিনপিংয়ের অবশ্য এই সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। তবে কয়েকটি চীনা সংবাদমাধ্যমের খবর, এই সম্মেলনে যাওয়ার পরিকল্পনা নেই শি জিনপিংয়ের।

চীন ও ভারতের মধ্যকার সম্পর্কের অবনতির মধ্যে এমন ঘোষণায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি হিমালয় অঞ্চলের অরুণাচল প্রদেশ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে দুই দেশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি বছর স্যান ফ্রান্সিসকোতে অ্যামিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপরাশেন এর সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে বৈঠক হতে পারে শি জিনপিং ও জো বাইডনের।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫০জন দেখেছেন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু সুজিত রায় নন্দী সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ! প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড: কাজী নজিবুল্লাহ হিরু আইন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ! 

বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব আৰু আহমেদ মন্নাফি,,সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! 

জনাব আলহাজ্ব হুমায়ুন কবির সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ!

সাজেদা বেগম সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! কাজী মোরশেদ হোসেন কামাল যুগ্ম-সাধারন সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! আব্দুর রহমান কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! এস. কে বাদল শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! 

মোহাইমেন বয়ান সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! সিরাজুম মুনির টিপু সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! জনাব জামালউদ্দিন আকবর মোঃ বাবলা সাবেক সাধারণ সম্পাদক কোতয়ালী থানা আওয়ামী লীগ! এছাড়া মহানগর আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন!

সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রহমান মিয়াজী,কাউন্সিলর, ৩৭ নং ওয়ার্ড, সাবেক সহ-সভাপতি, কোতয়ালী থানা আওয়ামী লীগ!

সার্বিক তত্বাবধানে বীর মুক্তিযোদ্ধা রঞ্জন বিশ্বাস কাউন্সিলর, ৩৬নং ওয়ার্ড, সাবেক সহ-সভাপতি, কোতয়ালী থানা আওয়ামী লীগ!

আয়োজনেঃ ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সহ অন্যান্য সহযোগী সংগঠন ।



আরও খবর

হরতাল-অবরোধের জন্য প্রস্তুত হতে বললেন গয়েশ্বর

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকায় পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিমানবন্দর থেকে সের্গেই লাভরভ রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে যাবেন। সেখানেই দুই পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে বসবেন।

সের্গেই লাভরভ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। ওইদিন দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লি উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।  


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের ২ চুক্তি সই

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট এবং বাংলাদেশের নগর অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) করোবি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যে দ্বিপক্ষীয় এবং একান্ত বৈঠকের পর তাদের উপস্থিতিতে এসব চুক্তি সই হয়।

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে শহরে ‘শাসন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক ঋণচুক্তি এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও ফ্রান্সের এয়ার বাস ডিফেন্স অ্যান্ড এসএএস-এর মধ্যকার বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম এর সঙ্গে সহযোগিতার সম্মতিপত্র স্বাক্ষর হয়েছে।

এর আগে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুলেল স্বাগত শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা দ্বিপক্ষীয় এবং একান্ত বৈঠক করেন। বৈঠকের পর এসব চুক্তি সই হয়।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩