Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আদম তমিজীকে আ.লীগ থেকে স্থায়ী বহিষ্কারের প্রস্তাব

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলা বিরোধী কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলায় আদম তমিজী হককে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য দলের সভাপতি বরাবর চিঠি দিয়েছে ঢাকা মহানগর উত্তর শাখা। 

রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির স্বাক্ষরিত এক চিঠিতে তারা এই প্রস্তাব করেন।

একইদিন আদম তামিজী হক ইস্যুতে জরুরি বৈঠকে বসে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির বাসায় অনুষ্ঠিত হওয়া বৈঠকে তামিজী হককে বহিষ্কারের বিষয়ে মত দেন মহানগরের নেতারা।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, তার ভিডিওটি আমাদের যথেষ্ট বিব্রত করেছে। তিনি শুধু দলীয় বিষয়ে বলেছেন সেটা নয়, তিনি বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়েছেন, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বলেন, বিষয়টি সামাজিক মাধ্যমে শুনেছি। যদি সত্যি সত্যি এমন কিছু বলে থাকেন তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদি পাসপোর্ট পুড়িয়ে থাকেন তাহলে সেটা রাষ্ট্রবিরোধী কাজ হয়েছে। এটার অপমান করলে অবশ্যই দেশকে অপমান করা হয়।

শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, আদম তমিজী হক নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলছেন।

সেই ভিডিওতে আদম তমিজী হক বলেন, আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি। আওয়ামী লীগ আমার ১ হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশ ছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। যে কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এ দেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ, এদেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




খুলনায় নবমুসলিম গৃহবধূকে হয়রানি ও জীবননাশের হুমকিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ৮৫জন দেখেছেন

Image
ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা মহানগরীতে নবমুসলিম গৃহবধূ জান্নাতুল ফেরদাউস উপমাকে অযথা হয়রানি ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে পিতৃালয়ের লোকজনদের বিরুদ্ধে। ১৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেছেন তিনি। নগরীর ৪৪/৩ শামসুর রহমান রোডের বাসিন্দা বিশ্বজিৎ সাহার কণ্যা উপমা সাহা গত ১১ সেপ্টেম্বর নোটারী পাবলিকের (যার সিরিয়াল নং ১৪৪৩/২০২৩) মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করে ‘জান্নাতুল ফেরদাউস উপমা’ নাম গ্রহন করেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে ও বিনাপ্ররোচনায় ইসলাম ধর্মের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে ইসলাম ধর্ম গ্রহন করেন তিনি। ইসলাম ধর্ম গ্রহনের পর নিজে নাম নিয়েছেন, ‘জান্নাতুল ফেরদাউস উপমা’। প্রাপ্ত বয়স্ক ও মুসলিম হিসেবে ইসলামী অনুশাসনে জীবন-যাপন করার তাগিদে গত ১১ সেপ্টেম্বর স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে নোটারী পাবলিকের মাধ্যমে নগরীর ৪১নং ফরাজীপাড়া নিবাসী মোঃ শহিদুল হকের ছেলে মোঃ ইমজামামুল হকের সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এঘটনার পর থেকে কল্প-কাহিনী সাজিয়ে তাকে, তার স্বামী ও পরিবার-পরিজনকে হয়রানিমুলক মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন। নবদম্পত্তিকে জীবন নাশের হুমকিও দিচ্ছে ওরা। স্বামী-সংসার নিয়ে শান্তিপূর্ণভাবে ইসলামের ওপর বাকি জীবনটা কাটিয়ে দিতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রত্যাশা করে সকলের দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করেছে নবদম্পত্তি।

আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




যে সমীকরণে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১২৬জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক :ব্যাটিং বিপর্যয়ে এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। যা তাদেরকে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে দেয়। তবে গতরাতে পাকিস্তান তাদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর কাগজে-কলমে এখনও সেই সম্ভাবনা টিকে আছে টাইগাররা।

সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তানের একটি এবং ভারত-শ্রীলঙ্কার দুটি ম্যাচ বাকি। দুটিতে বড় পরাজয়ে নেট রানরেটে টেবিলের তলানিতে সাকিবরা। তবুও সমীকরণের মারপ্যাঁচে এখনো ফাইনালে খেলার সুযোগ রয়েছে টাইগারদের সামনে। তবে তার জন্য কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের।

আর চার ম্যাচ পরই এশিয়া কাপের নবম আসরের পর্দা নামবে। সবগুলো ম্যাচেরই ভেন্যু বৃষ্টিপ্রবণ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। একমাত্র বাংলাদেশ ছাড়া বাকি তিন দল সুপার ফোরে একটি করে জয় পেয়েছে। ফলে যুক্তির বিচারে বাংলাদেশের ফাইনালের সমীকরণ মেলানোটা হাস্যকর ছাড়া কিছুই নয়। তবে ক্রীড়াঙ্গনে এগুলো স্বাভাবিক বিষয়। এমন জটিল সমীকরণ মিলিয়ে অনেকে সফলও হয়েছে। তাই বাংলাদেশের সমর্থকরাও এখনই তাদের আশা হারাতে চাইছেন না।

ফাইনালে খেলতে বাংলাদেশের সমীকরণ অনেকটা প্রথম রাউন্ডের মতো, যেখানে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে টাইগাররা পা রেখেছিল সুপার ফোরে। তবে সুপার ফোরের লড়াইটা তার চেয়েও কঠিন। এজন্য বাংলাদেশ মেলাতে হবে ‘যদি-কিন্তু’র হিসাব। সেজন্য অবশ্য আজকের ম্যাচে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে গলা ফাটাতে হবে বাংলাদেশকে।

আর শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও শ্রীলঙ্কার হয়ে গলা ফাটাতে হবে। সেই সঙ্গে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেই ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হবে। ওই সময় বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সমান একটি করে জয় থাকবে। এরপর দেখা হবে নেট রানরেট। তবে বৃষ্টির কারণে কোন ম্যাচ ভেস্তে গেলে শেষ হয়ে যাবে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা।

গতকাল সোমবার রিজার্ভ ডেতে নির্ধারণ হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচের ভাগ্য। আগের দেখায় দু’দলের গ্রুপপর্বের ম্যাচটিতে বৃষ্টি জয়লাভ করে। সেই সম্ভাবনা এই ম্যাচেও ছিল। তবে টুর্নামেন্টের মাঝপথে এসিসির ‘ইতিহাসগড়া’ সিদ্ধান্তে রিজার্ভ ডে পায় দু’দল। এরপর দুই দলের মধ্যকার লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে (২২৮ রানে) পাকিস্তানকে হারায় ভারত।

এই ম্যাচের পর এক ম্যাচ খেলা ভারত ও শ্রীলঙ্কা যথাক্রমে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। +৪.৫৬০ নেট রানরেট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট +০.৪২০। আর তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট -১.৮৯২। বাংলাদেশের রানরেট -০.৭৪৯।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




নিয়ন্ত্রণে মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

সাড়ে ৫ ঘণ্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে এলো রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল নয়টা ২৫ মিনিটের দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইন্টেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এই আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান।

বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। এর পরপরই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকলে একে একে আরও ১০টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। মোট ১৭টি ইউনিট কাজ করে। আর ১৫০ জন ফায়ার ফাইটার এই কার্যক্রমে অংশ নেন।

এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে তাদের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। এছাড়া, বিজিবি, পুলিশ ও র‍্যাব কাজ করে।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, অগ্নিনির্বাপন কার্যক্রম চালাতে মার্কেটের ভেতরে প্রবেশ করতে বেগ পোহাতে হয়েছে। মার্কেট তালাবদ্ধ ছিল, তাই তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে। আর নৈশপ্রহরী বাহিরে ছিল। এছাড়া ‘গদাগদি’ অবস্থায় ছিল মালামাল।


আরও খবর



দৌলতপুরে এ এস আই এর বিরুদ্ধে চুক্তি ভিত্তিক টাকা নেওয়ার অভিযোগ

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এ এস আই তারেক হাচান এর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছে থেকে মাসিক চুক্তি ভিত্তিক হিসেবে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নাম প্রকাশ অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, এ এস আই তারেক হাচান দৌলতপুর থানাধীন পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পে যোগদানের পর থেকে খলিশাকুন্ডি ইউনিয়ন বেশ কিছু মাদক ব্যবসায়ী নিরাপদে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ এস আই তারেক হাচান বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে থেকে প্রতি মাসে মোটা অংকের টাকা বিকাশের মাধ্যমে ও সরাসরি মাসোহারা নিয়ে আসছে। কোন সময় সে নিজে গিয়ে টাকা তোলে আবার কিছু কিছু সময় মাদক ব্যবসায়ীরা তারেকের বিকাশে টাকা পৌঁছায়ে দেয়। মাসোহারা দেওয়ার কারনে মাদক ব্যবসায়ীরা অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে। যেমন ক্যাম্প থেকে কোন পুলিশ মাদকের অভিযানে বের হলে আগে থেকে জানিয়ে দেন এ এস আই তারেক হাচান , অথবা অন্য কোন সংস্থা অভিযানে আসলেও তারেক জানতে পেলে জানিয়ে দেন মাদক ব্যবসায়ীদের। এ বিষয়ে এ এস আই তারেক বলেন, আমার নিজের নাম্বারে বিকাশ খোলা আছে কেউ হয়তো আমাকে ফাঁসাতে আমার নাম্বারে টাকা দিয়েছেন। এক বার না হয় ফাঁসাতে দিলো বার রার কি করে টাকা আসে এমন প্রশ্নের কোন সদ্দউত্তর দিতে পারেন নাই এ এস আই তারেক । এ বিষয় পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মেহেদী হাচান মুন্নু বলেন, এ বিষয়ে আমার কোন কিছু জানা নাই। তবে কেউ এই ধরনের কাজে জড়িত থাকলে সে দায়ভার তার নিজের।



আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




জি২০ সম্মেলন উদ্বোধন করলেন মোদি

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের রাজধানী দিল্লিতে আজ শনিবার বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি২০ সম্মেলনের উদ্বোধন করেছেন। খবর এনডিটিভির।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত মণ্ডপমে বিশ্ব নেতাদের স্বাগত জানিয়েছেন। এসব নেতাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এই সম্মেলন উদ্বোধনের সময় মোদি বলেছেন, আসুন বিশ্বব্যাপী আস্থার ঘাটতি দূর করতে একসঙ্গে কাজ করি। জি২০ সম্মেলনকে ঘিরে ভারত মণ্ডপম, প্রগতি ময়দান থেকে সমগ্র রাজধানী নতুন সাজে সেজেছে। নিরাপত্তার কোনো কমতিও রাখা হয়নি।

ভারতের সভাপতিত্বে আয়োজিত এবারের জি-২০-এর থিম হলো‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩