Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আ. লীগ সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার র‌্যাফেলস হোটেলে কাতার ইকোনমিক ফোরামে (কিউইএফ) ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন’ শীর্ষক এক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার সমুন্নত রেখে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। সুতরাং আমাদের সরকারের অধীনে অবশ্যই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

কিউইএফ’র হোস্ট ও এডিটর ইনচার্জ হাসলিন্দা আমিন এই অধিবেশন পরিচালনা করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণই ঠিক করবে কে দেশ চালাবে। এটা জনগণের ক্ষমতা। তাই আমি জনগণের ক্ষমতা নিশ্চিত করতে চাই। আমি এখানে ক্ষমতা দখল করার জন্য আসিনি। বরং আমি জনগণের ক্ষমতায়ন করতে চাই, যাতে তারা তাদের সরকার বেছে নিতে পারে।

কিছু দলের নির্বাচনে অংশ গ্রহণে অনিচ্ছুক হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা কীভাবে অংশগ্রহণ করবে? কারণ তাদের সময় দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে সময় (বিএনপির শাসনামলে) সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি ও শোষণ ছিল সর্বত্র। তারা কখনই মানুষকে গণনায় ধরত না। আমাদের জনগণের জন্য এক দিনে একবেলা খাবার জোটানোই খুব কঠিন ছিল। এটাই ছিল তাদের অবস্থা।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন মানুষ বুঝতে পারে। তারা যদি আমাদের ভোট দেয়, আমি এখানে থাকব, তিনি বলেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কথা চিন্তা করুন, মি. ট্রাম্প এখনো ফলাফল মেনে নেননি। তারা এখন কী বলতে পারেন

নির্বাচনে যারাই পর্যবেক্ষক পাঠাতে চায়, পাঠাতে পারে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সুতরাং আমি আপনাকে বলতে পারি যে, আমি এখানে আমার জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করতে এসেছি এবং এটি আমাদের সংগ্রাম।

আইএমএফ’র ঋণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি সুন্দরভাবেই এগিয়ে যাচ্ছে। এটা এমন নয় যে, আমাদের অর্থনীতি সংকটে আছে। এই ঋণ কেবল আমাদের অর্থনীতিকে সুরক্ষিত করবে। আইএমএফ শুধু সেই দেশকে ঋণ দেয়, যারা তাদের ঋণ পরিশোধ করতে পারে।

তিনি আরও বলেন, ‘তারা (আইএমএফ) প্রথমে মনে করেছিল যে, তারা যাদের ঋণ দিচ্ছে, তারা তা ফেরত দিতে পারবে কি না। বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে যে, ঋণ পরিশোধ করতে পারবে।

জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মূল্যবৃদ্ধির প্রভাব শুধু বাংলাদেশ নয়, সব দেশেই পড়ছে। আমরা আমাদের অগ্রগতি অব্যাহত রাখতে নবায়নযোগ্য শক্তি, সৌর বিদ্যুৎ ও অন্য বিকল্প খুঁজছি।

হাসলিন্দা আমিন বলেন, ভারতের মতো দেশ রাশিয়ার কাছে অনেক কম দামে তেল চাইছে। তিনি প্রশ্ন করেন, রাশিয়া তাদের জন্য সম্ভাব্য সরবরাহকারী কি না

জবাবে শেখ হাসিনা বলেন, ‘রাশিয়া থেকে আমরা কখনই তেল কিনিনি। যেখানেই তেল পাওয়া যাবে, নিশ্চিতভাবেই আমরা তা নেব, কেন নয়?

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি খুবই পরিষ্কার। আমি শুধু দর্শকদের বলতে চাই যে, বাংলাদেশ অনুসরণ করে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরীতা নয়।

তিনি বলেন, ‘আরেকটি বিষয় আমার উল্লেখ করা উচিত যে, দেশে দেশে বিরোধ থাকতে পারে। কিন্তু আমরা কখনই এতে হস্তক্ষেপ করিনি। আমরা কখনই পক্ষপাতমূলক ভূমিকা পালন করব না।

সরকারপ্রধান বলেন, ‘আমাদের দেশের উন্নয়ন করতে হবে। আমাদের জনগণের চাহিদা পূরণ করতে হবে, যাতে দেশের মানুষ উন্নত জীবন পায়।

বাসস,


আরও খবর



মিরসরাইয়ে থ্যালাসেমিয়া সচেতনতামূলক সেমিনার

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি:মিরসরাইয়ে থ্যালাসেমিয়া জনসচেতনতামূলক সেমিনার করেছে মানবিক ও রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিম পরিবার। এতে সহযোগিতা করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সামিরা তৌফিক রেশমা। সোমবার (২৫ সেপ্টেম্বর) মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণ করেন প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী। এসময় তাদের হাতে সচেতনতামূলক দিকনির্দেশনা সম্বলিত লিফলেট তুলে দেওয়া হয়। সেমিনার সুষ্ঠভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আজমল হোসেন, রক্তিম পরিবারের সভাপতি মিনহাজ উদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এহসানুল কবির সাকিব, সাংগঠনিক সম্পাদক সেতু বণিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাহিদ সাজ্জাদ, সদস্য জাহিদুল ইসলাম উদয়সহ কলেজের শিক্ষক-শিক্ষকাবৃন্দ। রক্তিম পরিবারের সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, ২০১৭ সালের ২৫ আগষ্ট ৩৫ জন সদস্য নিয়ে রক্তিম পরিবারের যাত্রা শুরু হয়। সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে রক্তদানের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ, ক্যান্সার রুগীদের আর্থিক সহায়তা, গরীবের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনে ৬৬ জন সদস্য এবং ফেসবুক গ্রুপে ২ হাজারের অধিক সদস্য রয়েছে। তিনি আরো বলেন, থ্যালাসেমিয়া জনসচেতনতামূলক সেমিনার সম্পন্ন করতে যারা রক্তিম পরিবারকে সহযোগিতা করেছেন বিশেষ করে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ এবং কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আরও খবর



গণতন্ত্র হুমকির মুখে রয়েছে: জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :গণতন্ত্র হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার চর্চার জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে।আজ (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব এ কথা বলেন।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘সমাজের প্রতি গণতান্ত্রিক ব্যবস্থার যে প্রতিশ্রুতি, তা আমরা এই দিবসে উদ্‌যাপন করছি। একই সঙ্গে বর্তমানের অস্থির ও উত্তেজনাপূর্ণ সময়ে গণতন্ত্র যে হুমকির মুখোমুখি, তা–ও স্বীকার করে নিচ্ছি।তিনি বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি যে শ্রদ্ধবোধ, তা আসলে সমৃদ্ধ, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজের মূলভিত্তি। সমাজের প্রত্যেক মানুষের মর্যাদা ও অধিকার রক্ষা, টেকসই উন্নয়ন ও স্বাধীনতা রক্ষাকবচ ও গণতন্ত্র ও আইনের শাসন।

বিবৃতিতে গুতেরেস আরও বলেন, মিথ্যা ও অপতথ্য মানুষকে বিভ্রান্ত করছে, সমাজকে মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর প্রতি যে আস্থা, সেটাও নষ্ট করে দিচ্ছে এমন মিথ্যা ও অপতথ্য এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য ‘পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন’। জাতিসংঘের মহাসচিব বলেন, বর্তমান সময়ে এবং ভবিষ্যতে গণতন্ত্রের সুরক্ষার ক্ষেত্রে শিশু ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। 

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, শিশু ও তরুণদের বক্তব্য যথাযথভাবে নেওয়া হচ্ছে না। শিক্ষা, দক্ষতা ও জীবনের জন্য প্রয়োজনীয় শিখনে বিপুল বিনিয়োগ করে এই তরুণ ও শিশুদের সহযোগিতা করতে হবে


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




প্রচন্ড ভ্যাপসা গরমের পর রহমতের বৃষ্টিতেই জনমনে স্বস্তি

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে গত রবিবার ও সোমবার দিনভর খরতাপ ও প্রচন্ড ভ্যাপসা গরমের পর শুরু হয়েছে রহমতের বৃষ্টি। সোমবার রাত প্রায় ৮ টা ৫৫ মিনিট থেকে শুরু হয় ভারি বর্ষন। অবশ্য বৃষ্টির আগে কয়েক মিনিট সামান্য পরিমানে ঝড় হয়। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া  যায় নি। রহমতের বৃষ্টিতেই জনমনে ও আমন চাষীরা স্বস্তির নি:শ্বাস ফেলেছেন।জানা গেছে, গত সপ্তাহের মঙ্গলবারে গভীর রাতে প্রচন্ড ঝড় ও বৃষ্টি হয়। ঝড়ে রাস্তার গাছ উপড়ে পড়ে সেই সাথে  বিদ্যুতের পোল পর্যন্ত ভেঙ্গে পড়ে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এবং শনিবারের দিনে রাতে হালকা মাঝারি বৃষ্টি হয়। কিন্তু গত রবিবার দিনে মাঝারি তাপদহ প্রবাহিত হয়। সেই সাথে ছিল রোদের প্রচন্ড তাপ, ছিল প্রচন্ড ভ্যাপসা গরম। শরীর থেকে ঘামও বের হয়ে জামা কাপড় ভিজে যায়। সোমবারেও দিনভর মাঝারি তাপদহের সাথে প্রচন্ড খরতাপের কারনে নাজেহাল হয়ে পড়ে জনসাধারণ।  পিচঢালা রাস্তায় দুপুর ১২ টা থেকে বিকেল তিন টা পর্যন্ত তেমন ভাবে যান বহন দেখা যায়নি । কারন খরতাপের কারনে পিচঢালা রাস্তায় টিকতে পারেন নি ভ্যান ও অটো চালকরা।চার্জার ভ্যান চালক, ওহাব,তৈয়ব, মশিউর ও জাইদুরসহ অনেকে জানান, গত রবিবার ও সোমবারে প্রচুর গরম ছিল। দূরবর্তী ভাড়া মারা যায়নি। দুপুর ১২ টার আগেই বাধ্য হয়ে বাড়িতে চলে আসতে হয়েছে। কারন রাস্তায় থাকায় যাচ্ছিল না।শরীর থেকে প্রচুর পরিমানে পানি বের হচ্ছিল। কিন্তু সোমবার রাতে ২০-২৫ মিনিটের বৃষ্টিতেই গরম ও তাপমাত্রা কমে গেছে। বৃষ্টির আগ পর্যন্ত ভ্যাপসা গরম ছিল।

আমন চাষী সারোয়ার, আইয়ুব, আব্দুর রব, মফিজসহ অনেকে জানান, রবিবার ও সোমবারের তাপমাত্রা ও প্রচন্ড রোদের কারনে জমি জমি শুকিয়ে গিয়েছিল। কিন্তু সোমবার রাত প্রায় ৯ টার কয়েক মিনিট আগে থেকে ৯ টা ২৫ মিনিট পর্যন্ত একটানা ভারি বৃষ্টি হয়। যা আমন চাষীদের জন্য মহান আল্লাহ তায়ালার বিশাল রহমত। তিনি রহমতের বৃষ্টি দিয়ে তার জমিনে আমন চাষীদের মনে তৃপ্তি এনে দিয়েছেন। বিশেষ করে একটু উঁচু জমিতে একদিন বৃষ্টি না হলে পানি থাকেনা। আগামী মঙ্গলবার কিংবা বুধবার পর্যন্ত বৃষ্টি না হলে সেচ ছাড়া উপায় ছিল না। কারন রোপনের পর তেমন ভাবে বৃষ্টির পানি না পাওয়ার কারনে আগাছা প্রচুর। এক বিঘা জমিতে আগাছা পরিস্কার করতে ৪-৫ হাজার করে টাকা লাগছে। অবশ্য সোমবার রাত প্রায় ৮ থেকে ৯ টা ২৫ মিনিট পর্যন্ত  বৃষ্টি হয়। তারপর থেকে ভ্যাপসা গরম শুরু হয়। কিন্তু মঙ্গলবার দুপুর ২ টার পর থেকে উপজেলা জুড়ে বৃষ্টি হয়েছে। তানোর পৌর সদরে বৃষ্টি থামছে তো কামারগাঁতে হচ্ছে, কামারগাঁতে থামছে তো পাচন্দরে হচ্ছে। এভাবে থেমে থেমে চারদিকেই বৃষ্টি হচ্ছে। মেঘলা আকাশ, তাপমাত্রা একেবারেই কমে  ২০/২১ ডিগ্রি তে নেমেছে। চারদিকেই শীতল আবহাওয়া।স্বর্ন পদক প্রাপ্ত  আদর্শ কৃষক নুর মোহাম্মাদ বলেন, রোপা আমন বৃষ্টি নির্ভর চাষাবাদ। বৃষ্টি দুএকদিন বা অতিরিক্ত  তাপমাত্রা হলেই কৃষকরা হতাশ হয়ে পড়েন। গত সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলের বৃষ্টি রোপা আমন ধানের বিশাল রহমত। এবার রোগবালা এখন পর্যন্ত তেমন ভাবে নেই, তবে প্রচুর আগাছা। এটা পরিস্কার করতেই হিমশিম ও অতিরিক্ত খরচ গুনতে হয়েছে চাষীদের।

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, উপজেলায় রোপা আমন চাষ হয়েছে ২১ হাজার ৪২০ হেক্টর জমিতে। এখন পর্যন্ত রোগ বালার কোন খবর নেই। বিএসরা প্রতিটি সময় মাঠে থেকে খোঁজ খবর নিচ্ছেন। ধান গাছের চেহারা ভালোই আছে। আসা করছি প্রাকৃতিক দূর্যোগ না হলে ফলন ভালো হবে বলে মনে করেন এই কর্মকর্তা। 

আরও খবর



মধুপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইলঃটাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন‍্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন   পালিত হয়েছে। 

বৃহস্পতিবার(২৮সেপ্টেম্বর)বিকেলে থানা মোড়ে বাংলাদেশ আওয়ামীলীগ মধুপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার বড় সন্তান শেখ হাসিনা। ১৯৮১ সাল থেকে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি তিনি।

শেখ হাসিনা ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে দ্বিতীয়বার, ২০১৪ সালে তৃতীয়বার এবং ২০১৮ সালে ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।

উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সরোয়ার আলম খান আবু বলেন, ‘আমরা যেমন বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তেমনই শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখত না। শেখ হাসিনার জন্মের সফলতা ও সার্থকতা কর্মের মধ্য দিয়ে। তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি বলেন, বিএনপি আবারও দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ধরনের চাক্রান্তে লিপ্ত হচ্ছে। তারা একদফা দাবির নামে সারা দেশের সাথে ঢাকাকে বিচ্ছিন্ন করার যড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই যড়যন্ত্রকে রুখতে প্রয়োজনে আবারও একাত্তরের মতো যুদ্ধ ঘোষণা করবো। তিনি নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খন্দকার শামসুল আরেফিন শরিফ,  বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী, মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাজাহান আলী, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কোরবান আলী বিএসসি সহ ছাত্রলীগ,যুবলীগ ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



আগামী নির্বাচনে অংশ নেবে জাপা: রওশন এরশাদ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এ কথা জানান।

রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সব জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করি বলেই কখনই নির্বাচন বয়কট করিনি। আমরা আশা করি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে রওশন এরশাদ বলেন, নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায়  খাদ্য অধিদফতরের ওএমএস ও সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির পণ্য কিনতে স্বল্প আয়ের মানুষের দীর্ঘলাইন এখন সাধারণ চিত্র। এ লাইনে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে মধ্যবিত্তরাও। আয় না বাড়লে স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা আরও কমে যাবে। তারা আরও চাপে পড়বে। তাই এখন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি জরুরি। 

স্যালাইন সংকট ও জনস্বাস্থ্য বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে সরকারি-বেসরকারি হাসপাতাল। ডেঙ্গু এসে সেই অবস্থা ফের প্রমাণ করছে। স্যালাইন সংকটে চিকিৎসা ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে সরকারকে আশু হস্তক্ষেপের আহ্বান করেন রওশন এরশাদ।

মূল্যস্ফীতি রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা-পরবর্তী চাহিদা বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আমাদের উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে। দেশের মানুষের কথা বিবেচনা করে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান আহ্বান জানান রওশন এরশাদ।


আরও খবর