Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

৯ এপ্রিল থেকে যেসব ব্যাংকে মিলবে নতুন নোট

প্রকাশিত:বুধবার ২৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ‌ফিতর উপলক্ষে আগামী ৯ এপ্রিল থেকে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।  আগামী ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বি‌নিময় করতে পারবেন সাধারণ মানুষ।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা (কয়েন) গ্রহণ করতে পারবেন।

এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, ঢাকা। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি., বাবু বাজার শাখা, ঢাকা। পূবালী ব্যাংক লি., সদরঘাট শাখা, ঢাকা। জনতা ব্যাংক লি., আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লি., জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লি., স্থানীয় কার্যালয়, ঢাকা। এক্সিম ব্যাংক লি., মতিঝিল শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লি., রমনা কর্পোরেট শাখা, ঢাকা। ওয়ান ব্যাংক লি., বাসাবো শাখা, ঢাকা। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি., নন্দীপাড়া শাখা, ঢাকা।

এনসিসি ব্যাংক লি., মালিবাগ শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লি., রামপুরা টিভি শাখা, ঢাকা। এবি ব্যাংক লি., প্রগতি সরণী শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লি., বসুন্ধরা শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লি., বনানী শাখা, ঢাকা। ব্যাংক এশিয়া লি., বনানী-১১ শাখা, ঢাকা। আইএফআইসি ব্যাংক লি., গুলশান শাখা, ঢাকা। ন্যাশনাল ব্যাংক লি., মহাখালী শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লি., কারওয়ান বাজার শাখা, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লি., বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা। প্রাইম ব্যাংক লি., এ্যালিফেন্ট রোড শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লি., নিউমার্কেট শাখা, ঢাকা।

ব্যাংক এশিয়া লি., ধানমন্ডি শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লি., মোহাম্মদপুর শাখা, ঢাকা। ব্র্যাক ব্যাংক লি., শ্যামলী শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লি., জাতীয় সংসদ ভবন শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লি., মিরপুর শাখা, ঢাকা। এক্সিম ব্যাংক লি., মিরপুর শাখা, ঢাকা। দি সিটি ব্যাংক লি., বেগম রোকেয়া সরণী শাখা, ঢাকা। জনতা ব্যাংক লি., রজনীগন্ধা, ঢাকা (সাবেক কচুক্ষেত কর্পোরেট শাখা)। ডাচ-বাংলা ব্যাংক লি., এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি., গাউসুল আযম এভিনিউ শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লি., উত্তরা মডেল টাউন কর্পো: শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লি., কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুর। মার্কেন্টাইল ব্যাংক লি., নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। এক্সিম ব্যাংক লি., শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., কাচপুর শাখা, নারায়ণগঞ্জ। প্রিমিয়ার ব্যাংক লি., নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি., সাভার শাখা, সাভার ও ট্রাস্ট ব্যাংক লি., কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ।


আরও খবর



দীপু মনির মা রহিমা ওয়াদুদ মারা গেছেন

প্রকাশিত:শনিবার ০৬ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ভাষাবীর মরহম এম এ ওয়াদুদের স্ত্রী।

আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন রহিমা ওয়াদুদ।


আরও খবর



ইতালি বন্যায় বিপর্যস্ত, নিহত ১৩

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ইতালির উত্তরাঞ্চলীয় এমিলিয়া-রোমাগনা অঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া বিলিয়ন বিলিয়ন ইউরোর সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির আঞ্চলিক গভর্নর গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান। খবর বিবিসি ও রয়টার্সের। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে মুষলধারে বৃষ্টিতে দেশটির রোমাংগনার পূর্বাঞ্চলীয় অংশে ৩০০ এর বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে। সেইসঙ্গে ২৩ নদী প্লাবিত হয়েছে এবং ৪০০ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে ৪২টি পৌরসভা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। এমিলিয়া-রোমাগনার প্রেসিডেন্ট স্টিফানো বোনাচ্চিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা নতুন ভূমিকম্পের মুখোমুখি হয়েছি।

অন্যদিকে রাভেন্না শহরের মেয়র বিবিসিকে বলেছেন, শতকের মধ্যে এটি ভয়াবহ দুর্যোগ। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে ৫ হাজারের বেশি ফার্ম পানির নিচে তলিয়ে গেছে।

বোনাচ্চিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে অনুমাণ করছি বন্যায় এক বিলিয়ন ইউরো সমপরিমাণ ক্ষতি হয়েছে। তাহলে চিন্তা করুন এটি কী পরিমাণে আরও বাড়তে পারে।

বন্যা কবলিত এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘এখানে এর আগে এমন আমি জীবনে দেখিনি। আমরা এখানে আটকা পড়ে আছি এবং জানিনা কী করতে হবে। আমি শুধু আশা করছি এমন যেন আর না ঘটে।


আরও খবর



কুয়াকাটায় চাঁদাবাজির অভিযোগে আটক চায়না সিকো কোম্পানীর দোভাষী জিসান

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

রাসেল কবির মুরাদ কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটায় চাঁদাবাজির অভিযোগে ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন চায়না সিকো কোম্পানীর দোভাষী জিসান (৩১)। সোমবার রাতে কুয়াকাটার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে নগদ ৮০ হাজার টাকাসহ তাকে আটক করে পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল। পানি উন্নয়ংন বোর্ডের আওতাধীন ৪৮নং পোল্ডারের বেড়িবাঁধ উন্নয়নের নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিআইসিও কোম্পানী (সিকো)। জিসান ওই প্রতিষ্ঠানের চায়না কর্মকর্তাদের দোভাষী হিসেবে নিয়োজিত রয়েছেন। আটককৃত দোভাষী জিসান বরগুনা জেলার পাথরঘাটার কাঠালিয়ার আবুল হোসেনের ছেলে।

চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে মহিপুর থানায় ৯ মে রাতে একটি মামলা হয়েছে। মামলা নম্বর-০৭। স্থানীয় সূত্র ও মামলার বিবরনে জানা যায়, তৈল ব্যবসায়ী মহসিন বিশ্বাসের ব্যবসায়ী প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ চায়না প্রজেক্টের ৪৮নং পোল্ডারে কোটেশন দাখিল করে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়ে তেল সরবারহ করছিল। একপর্যায়ে দোভাষী জিসান হাওলাদার তাদের কাছে প্রতি গাড়িতে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে প্রথমে অপারগতা প্রকাশ করলে চায়না কর্মকর্তাদের ভুল বুঝিয়ে তাদের বিল আটকে দেয়। পরে নিরুপায় হয়ে বিভিন্ন সময় তেল বিক্রেতা প্রতিষ্ঠানটি দোভাষী জিসানকে বিভিন্ন কিস্তিতে মোট ৩ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করে। পরে চাঁদা দিতে বিলম্ব হওয়ায় আবার তাদের বিল আটকে দেয় এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে বিল পাওয়ার লক্ষ্যে তারা চাঁদার টাকা প্রদানের জন্য জিসানকে কুয়াকাটার একটি হোটেলে ডাকেন এবং তাকে পুনরায় ৮০ হাজার টাকায় প্রদান করে ডিবি পুলিশকে অবগত করলে ডিবি পুলিশ তাকে ৮০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, আটককৃত দোভাষী জিসানের বিরুদ্ধে এন্তার অভিযোগ রয়েছে। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার নামে ঠিকাদারদের কাছ থেকে কমিশন গ্রহনসহ অকারণে চায়না কর্মকর্তাদের ভুল বুঝিয়ে বিভিন্ন শ্রমিকদের চাকুরিচ্যুত করারও অভিযোগ রয়েছে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো. আবুল খায়ের জানান, চায়না সিকো কোম্পানীর দোভাষী জিসানের বিরুদ্ধে মহিপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর



আ. লীগ সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার র‌্যাফেলস হোটেলে কাতার ইকোনমিক ফোরামে (কিউইএফ) ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন’ শীর্ষক এক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার সমুন্নত রেখে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। সুতরাং আমাদের সরকারের অধীনে অবশ্যই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

কিউইএফ’র হোস্ট ও এডিটর ইনচার্জ হাসলিন্দা আমিন এই অধিবেশন পরিচালনা করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণই ঠিক করবে কে দেশ চালাবে। এটা জনগণের ক্ষমতা। তাই আমি জনগণের ক্ষমতা নিশ্চিত করতে চাই। আমি এখানে ক্ষমতা দখল করার জন্য আসিনি। বরং আমি জনগণের ক্ষমতায়ন করতে চাই, যাতে তারা তাদের সরকার বেছে নিতে পারে।

কিছু দলের নির্বাচনে অংশ গ্রহণে অনিচ্ছুক হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা কীভাবে অংশগ্রহণ করবে? কারণ তাদের সময় দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে সময় (বিএনপির শাসনামলে) সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি ও শোষণ ছিল সর্বত্র। তারা কখনই মানুষকে গণনায় ধরত না। আমাদের জনগণের জন্য এক দিনে একবেলা খাবার জোটানোই খুব কঠিন ছিল। এটাই ছিল তাদের অবস্থা।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন মানুষ বুঝতে পারে। তারা যদি আমাদের ভোট দেয়, আমি এখানে থাকব, তিনি বলেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কথা চিন্তা করুন, মি. ট্রাম্প এখনো ফলাফল মেনে নেননি। তারা এখন কী বলতে পারেন

নির্বাচনে যারাই পর্যবেক্ষক পাঠাতে চায়, পাঠাতে পারে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সুতরাং আমি আপনাকে বলতে পারি যে, আমি এখানে আমার জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করতে এসেছি এবং এটি আমাদের সংগ্রাম।

আইএমএফ’র ঋণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি সুন্দরভাবেই এগিয়ে যাচ্ছে। এটা এমন নয় যে, আমাদের অর্থনীতি সংকটে আছে। এই ঋণ কেবল আমাদের অর্থনীতিকে সুরক্ষিত করবে। আইএমএফ শুধু সেই দেশকে ঋণ দেয়, যারা তাদের ঋণ পরিশোধ করতে পারে।

তিনি আরও বলেন, ‘তারা (আইএমএফ) প্রথমে মনে করেছিল যে, তারা যাদের ঋণ দিচ্ছে, তারা তা ফেরত দিতে পারবে কি না। বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে যে, ঋণ পরিশোধ করতে পারবে।

জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মূল্যবৃদ্ধির প্রভাব শুধু বাংলাদেশ নয়, সব দেশেই পড়ছে। আমরা আমাদের অগ্রগতি অব্যাহত রাখতে নবায়নযোগ্য শক্তি, সৌর বিদ্যুৎ ও অন্য বিকল্প খুঁজছি।

হাসলিন্দা আমিন বলেন, ভারতের মতো দেশ রাশিয়ার কাছে অনেক কম দামে তেল চাইছে। তিনি প্রশ্ন করেন, রাশিয়া তাদের জন্য সম্ভাব্য সরবরাহকারী কি না

জবাবে শেখ হাসিনা বলেন, ‘রাশিয়া থেকে আমরা কখনই তেল কিনিনি। যেখানেই তেল পাওয়া যাবে, নিশ্চিতভাবেই আমরা তা নেব, কেন নয়?

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি খুবই পরিষ্কার। আমি শুধু দর্শকদের বলতে চাই যে, বাংলাদেশ অনুসরণ করে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরীতা নয়।

তিনি বলেন, ‘আরেকটি বিষয় আমার উল্লেখ করা উচিত যে, দেশে দেশে বিরোধ থাকতে পারে। কিন্তু আমরা কখনই এতে হস্তক্ষেপ করিনি। আমরা কখনই পক্ষপাতমূলক ভূমিকা পালন করব না।

সরকারপ্রধান বলেন, ‘আমাদের দেশের উন্নয়ন করতে হবে। আমাদের জনগণের চাহিদা পূরণ করতে হবে, যাতে দেশের মানুষ উন্নত জীবন পায়।

বাসস,


আরও খবর



রিকশাচালককে নারী আইনজীবী আরতি রাণী চড়ালেন

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালককে জুতাপেটা করলেন আরতি রাণী ঘোষ নামের এক আইনজীবী। পথচারীরা ওই আইনজীবীকে থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। রবিবার (০৭ মে) দুপুরে যশোরে আদালতের সামনে এ ঘটনা ঘটে ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মারধরের শিকার রিকশাচালকের সন্ধান মেলেনি। এ আইনজীবীর দাবি, তিনি সঠিক কাজ করেছেন এবং তিনি গুরুতর জখম হয়ে
যশোর সিএমএইচে ভর্তি আছেন।

এদিকে আইনজীবী কর্তৃক রিকশাচালককে মারধরের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি। ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরে আইনজীবী আরতি রাণী ঘোষ রিকশাচালকের কলার ধরে মুখে চড়-থাপ্পড় মারছেন এবং বলছেন, ‘তুই আগে চাবি দে।’ এ সময়  রিকশাচালককে জোড় হাত করে বারবার ক্ষমা চাইতে দেখা যায়। তিনি বলছিলেন, ‘আপা আপনার পায়ে ধরছি। ভুল হয়ে গেছে।’ কিন্তু আইনজীবী কোনো কিছুর তোয়াক্কা না করে মারধর করতে করতে রিকশাচালকের লাইসেন্স চান এবং বলেন,
‘দেখ তোর কী করি।’

এ সময় লাল গেঞ্জি পরিহিত এক তরুণ আইনজীবীকে নির্বৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। সেখানে উপস্থিত পথচারীরাও এ ঘটনার প্রতিবাদ করেন। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘আপনি উকিল মানুষ হয়ে তাকে কোন আইনে মারছেন? তাকে ছাড়েন। আপনি তাকে জুতা দিয়ে মেরেছেন। তাকে আইনে সোপর্দ করুন।’ এ সময় আইনজীবী বলেন, ‘আপনার সাথে কথা বলব না। ভিডিওতে আরো দেখা যায়, এ সময় পথচারী এক নারী আইনজীবী আরতি রাণীকে বোঝানোর চেষ্টা করে বলেন, ‘অ্যাক্সিডেন্ট একটা হতে পারে কিন্তু মহিলা মানুষ হয়ে একজন পুরুষের গায়ে হাত দেওয়া এগুলো আপনার উচিত হয়নি।’ এ সময় আইনজীবী আরতি ছাতা মাথায় দিতে দিতে বলেন, ‘আমি কি আপনার কাছে জবাবদিহি করব?’

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আইনজীবী আরতি রাণী ঘোষকে নির্বৃত্ত করার চেষ্টাকারী  লাল গেঞ্জি পরিহিত ওই যুবকের নাম মীর রবিউল ইসলাম রবি। ঘটন সম্পর্কে তিনি বলেন, ‘ওই আইনজীবী রাস্তার দুইপাশে না দেখে একপাশে তাকিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সড়কে চলমান রিকশায় ধাক্কা লেগে তিনি পড়ে যান। এরপর আমি গিয়ে তাকে রাস্তা থেকে তুলি। রিকশাচালক রিকশা থামিয়ে তার কাছে ক্ষমা চাইতে এলে ওই আইনজীবী তাকে জুতাপেটা করেন। ঠেকাতে গিয়ে আমার ঘাড়েও জুতার বাড়ি লেগেছে। পরে একজন ভিডিও করার সময় তিনি জুতা বাদ দিয়ে হাত দিয়ে মারধর করতে থাকেন।’ এ ব্যাপারে আরতি রাণী ঘোষ সাংবাদিকদের জানান, তিনি কোর্ট শেষ করে বারে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এরপর তিনি তাকে মারপিট করেন। মারধর করা ঠিক হয়েছে কি না
জানতে চাইলে তিনি বলেন, ‘ওকে কি পুজো করব?

এ ব্যাপারে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইসহক বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা আইনজীবী আরতি রাণী ঘোষের  বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’ আইনজীবীদের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন।


আরও খবর