Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

৯ বছর পর ফেসবুকে ফিরছে ইন-অ্যাপ মেসেঞ্জার

প্রকাশিত:রবিবার ১২ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৪৭৩জন দেখেছেন

Image

প্রযুক্তি ডেস্ক: প্রায় এক দশক আগে ২০১৪ সালে ফেসবুক থেকে মেসেজিং কার্যক্রম সরিয়ে নেয় ফেসবুক। এ কারণে অনেক ব্যবহারকারী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর পর থেকে মেসেঞ্জার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের আলাদা করে আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হতো। তবে ফেসবুকের প্রধান টম অ্যালিসন জানান, ফেসবুকের মূল অ্যাপে মেসেজিং ফিচার পুনরায় চালুর পরীক্ষা চালাচ্ছে কোম্পানিটি। ফলে ব্যবহারকারীরা আলাদা মেসেজিং অ্যাপ চালু করা ছাড়াই সহজে যে কোনো কনটেন্ট শেয়ার করতে পারবেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই ফেসবুক মূলত নতুন এ উদ্যোগ নিয়েছে। এ সুবিধা চালুর মাধ্যমে ব্যবহারকারীদের নতুন কনটেন্ট খুঁজে পাওয়ার পাশাপাশি শেয়ার করার সুবিধাও দেবে।

এক সাক্ষাৎকারে অ্যালিসন বলেন, ‘কোনো কনটেন্ট একা দেখার পরিবর্তে ব্যবহারকারীরা যেন বন্ধুদের সঙ্গে তা শেয়ার করতে পারে সেটি আমরা বিশ্বাস করি। এমনকি একই মতাদর্শের গ্রুপে অংশগ্রহণকারীদের মধ্যে কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘কোনো কনটেন্টের পরিপ্রেক্ষিতে বন্ধু বা গ্রুপের সদস্যদের সঙ্গে আলাপ করার যে সুবিধা, তা টিকটক থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামকে আলাদাভাবে উপস্থাপন করবে।’ শর্ট ভিডিও শেয়ার করার দিক থেকে টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ফেসবুক ও ইনস্টাগ্রাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে রিলস চালু করেছে। প্ল্যাটফর্মে পাওয়া যে কোনো ভিডিও একে অন্যকে পাঠানোর জন্য টিকটকে সরাসরি মেসেজ পাঠানোর সুবিধা রয়েছে। আর এটিই প্ল্যাটফর্মটিকে এগিয়ে নিয়ে গেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। তবে অ্যালিসনের দাবি তাদের প্ল্যাটফর্মের কারণে টিকটকে ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ছে।


আরও খবর

সেই টাইটানিক, যা আগে দেখেনি কেউ

বৃহস্পতিবার ১৮ মে ২০২৩




তানোর দুই সন্তানের পিতার আত্মহত্যা নিয়ে নানা গুঞ্জন

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে দুই সন্তানের পিতার আত্মহত্যার ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আত্মহত্যা কারীর বড় ভাই বাদি হতে চাইলে তাকে বাড়ি বন্ধি করা হয় বলেও ফেসবুক ভিডিওতে দেখা যায়। সোমবার সকাল ৯ টার দিকে পৌর এলাকার কালিঞ্জন রায়তান বড়শো গ্রামের নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহননের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করলেও ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেন। আত্মহত্যা কারী কালিঞ্জনহাট রায়তান বড়শো গ্রামের  মাহফিজুর রহমান পাভেল (৪২) সে মৃত আলহাজ্ব আনিসুর রহমানের পুত্র। এদিকে পাভেলের বড় ভাই রয়েল ছোট ভায়ের এমন মৃত্যুর ঘটনায় বাদি হয়ে মামলা করতে চাইলে তাকে ঘরবন্দি করে রাখা হয়। তবে সবকিছু ঠিকঠাক করার পর মৃত পাভেলের ছোট ভাই রনি তার ফেসবুক আইডি তে লিখেন একটি শোক সংবাদ কালিগঞ্জ হাট নিবাসী মৃত আলহাজ্ব আনিসুর রহমানের পুত্র মাহফিজুর রহমান পাভেল সকাল ৯ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন, তাহার জানাযার নামাজ সন্ধ্যা সাড়ে ৭ টার সময় নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। আত্মহত্যার ঘটনা ঘটে ৯ টার দিকে, আর ৬ টা ৫০ মিনিটে দেখা যায় রনি ১ ঘন্টা আগে ফেসবুকে পোষ্ট করেন। আত্মহত্যা কারী পাভেল ও বড় ভাই রয়েলকেও পাগল আখ্যায়িত করেন ছোট ভাই রনি।

জানা গেছে, পৌর এলাকার কালিগঞ্জ রায়তান বড়শো গ্রামের মৃত আলহাজ্ব আনিসুর রহমানের পুত্র মাহফিজুর রহমান পাভেলকে কোন সম্পদ না দিয়ে তার মা রনিকে সবকিছু দিয়ে দেন। এসব নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয়ে আসছিল। এঅবস্থায় সকালের দিকে নিজ ঘরে গালায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন পাভেল। ঘটনা জানতে পেরে পাভেলের বড় ভাই বাদি হয়ে সঠিক বিচারের দাবি করেন। এজন্য তাকে বাড়ি বন্ধি করে রাখে।

প্রতিবেশিরা জানান, পাভেলের সেচ মটর পুড়ে যায়। সংসারে নানা অভাব অনটন দেখা দেয় এবং  মা সকল কিছু রনিকে লিখে দেওয়ার কারনে পাভেল একপ্রকার মানুষিক রোগী হয়ে পড়ে। কিন্তু তার বড় ভাই রয়েল পাগল বা মানুষিক রোগী না। সে আসল ঘটনা বের করার জন্য বাদি হতে চায়, কিন্ত অজ্ঞাত চাপে তাকে বাড়ি বন্ধি করা হয়।

কালিগঞ্জ হাট এলাকার বাসিন্দা সংরক্ষিত মহিলা কাউন্সিলর মমেনা আহম্মেদ জানান, পাভেলের সেচ মটর পুড়ে যায় ও টাকার অভাব অনটনে পড়ে। সে দীর্ঘদিন ধরে এক প্রকার রোগী ছিলেন।  তার সংসার কিভাবে চলত জানতে চাইলে তিনি জানান শ্বশুরের এলাকায় ছোট খাটো দোকান করতো। এখন প্রশ্ন যদি পাভেল পাগল হয় তাহলে সেচ মটর ও দোকান কিভাবে পরিচালনা করতেন।

সকালে পাভেলকে ঘরে রেখে স্ত্রী  বাহিরে আসেন। কিচুক্ষন পর ঘরে গিয়ে স্বামীকে ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকে। পরে পরিবার ও গ্রামের লোকজন এবং থানা পুলিশ কে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করে থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, আত্মহত্যা কারী পাগল ছিলেন। তার দুটি মেয়ে সন্তান আছে। একজনের বিয়ে হয়ে গেছে। অপরজন ছোট। তার স্ত্রী  ক্যানসারে আক্রান্ত। স্ত্রী  পাভেলকে বলতো আমি মারা গেলে সন্তানদের দেখ। কিন্তু স্ত্রী  জীবিত আর স্বামী পাভেল আত্মহত্যা করল এটা তার স্ত্রী  মানতে পারছেন না। তার স্ত্রী জীবিত সে বাদী না এজন্য ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর



সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর কতৃক উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন 

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: মাগুরা সদর উপজেলায়   সম্প্রসারিত উপজেলা পরিষদ ভবন ও হলরুম নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাগুরা ১আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর। রবিবার সকালে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু, উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, এড, শাখারুল ইসলাম,  সদর থানা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মান্নান জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ সরকারি বেসরকারি ব্যক্তিবর্গ। 


আরও খবর



ধেয়ে আসছে ‘মোখা’, ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’।  বর্তমানে ‘মোখা’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার আবহাওয়ার ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ছাড়া অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিদ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।


আরও খবর



মুক্তির পরই পিটিআই নেতা কোরেশি ফের গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:মুক্তি পাওয়ার পরপরই ফের গ্রেপ্তার করা হয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকে। গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে মুক্তির কয়েক মিনিটের মধ্যেই তাকে আবার গ্রেপ্তার করে পুলিশ। এদিন দলটির আরেক নেতা মুসাররাত পারভেজ চিমার সঙ্গেও ঘটেছে একই ঘটনা।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফায় গ্রেপ্তারের আগে কারাগারের বাইরে কোরেশি বলেন, তিনি এখনো পিটিআইতে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

এ সময় দলের কর্মীদের পাকিস্তানে ‘প্রকৃত স্বাধীনতার’ জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান কোরেশি। এর পরেই তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় পুলিশ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক গ্রেপ্তার পরবর্তী সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক ধরপাকড়ের মধ্যে পিটিআই’র শীর্ষ স্থানীয় নেতারা একের পর এক পদত্যাগের মধ্যেই এ ঘটনা ঘটল।

এর আগে ১৮ মে আন্দোলন ও সহিংসতায় কর্মীদের উসকানি দেওয়া থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকারনামা জমা দিয়েছিলেন কোরেশি। একই সঙ্গে পিটিআই-এর এই নেতাকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট।

আল-কাদির ট্রাস্ট মামলায় গত ৯ মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর দলের সমর্থকদের সহিংস বিক্ষোভ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ১১ মে ভোরে শাহ মাহমুদ কোরেশিকে গিলগিট বালতিস্তানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআই ভাইস চেয়ারম্যানকে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় দাঙ্গা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

তবে কোরেশি দাবি করেন, তার কোনো অনুশোচনা নেই এবং তিনি এমন কোনো উসকানিমূলক বক্তব্যও দেননি যার জন্য মামলা হতে পারে। একই সঙ্গে পিটিআইর আন্দোলন লক্ষ্যে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।


আরও খবর



সিআইপি হলেন ৪৪ ব্যক্তি

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪ জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা দিয়েছে সরকার। সিআইপি (শিল্প) নীতিমালা-২০১৪ অনুযায়ী ২০২১ সালের অবদানের জন্য তাদের সিআইপি সম্মাননা দিল শিল্প মন্ত্রণালয়।

গতকাল সোমবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুর হোসেন ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।

এনসিআইডি ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ছয় ব্যক্তি। তারা হলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান তানভিরুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রূপালী হক চৌধুরী, বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী।

বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সিআইপি হওয়া ২০ ব্যক্তির মধ্যে রয়েছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা অংশীদার এরিক এস চৌধুরী, বিএসআরএম স্টিলসের চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, প্রাণ ডেইরির চেয়ারম্যান মো. ইলিয়াছ মৃধা, ডিউরেবল প্লাস্টিকের পরিচালক উজমা চৌধুরী, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোবারক আলী, জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্সের উপব্যবস্থাপনা পরিচালক

মোহাম্মদ আবদুল্লাহ জাবের, এসিআইয়ের এমডি আরিফ দৌলা, পপুলার ফার্মাসিউটিক্যালসের এমডি মোস্তাফিজুর রহমান, আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এএসএম মাঈনউদ্দিন মোনেম, ফারিহা নিট টেক্সের চেয়ারম্যান মোহাম্মদ মামুন ভূঁইয়া, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এমডি অঞ্জন চৌধুরী, হ্যামস গার্মেন্টসের এমডি মো. সফিকুর রহমান, বাদশা টেক্সটাইলসের উদ্যোক্তা পরিচালক কামাল উদ্দিন আহাম্মদ, মীর সিরামিকের পরিচালক মাহরীন নাসির, রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, উইনার স্টেইনলেস স্টিল মিলসের চেয়ারম্যান মো. সোহেল রানা, তাসনিয়া ফেব্রিক্সের উদ্যোক্তা পরিচালক আহমেদ আরিফ বিল্লাহ, সোহাগপুর টেক্সটাইল মিলসের চেয়ারম্যান আবদুল হাই সরকার, এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ ও কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের ভাইস চেয়ারম্যান ইমরান করিম।

বৃহৎ শিল্প (সেবা) ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন পাঁচজন। তারা হলেন- এসটিএস হোল্ডিংয়ের এমডি খন্দকার মনির উদ্দীন, এসবি টেল এন্টারপ্রাইজের এমডি জাকারিয়া শাহিদ, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্সের এমডি মো. আতিকুর রহমান, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান এসএম কামাল উদ্দিন ও ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান মনজুরুল ইসলাম।

মাঝারি শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন ১০ জন। তারা হলেন বিশ্বাস পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডস লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসনিন মুক্তাদির, অকো-টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহান, জিন্নাত নিটওয়্যারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার, রোমানিয়া ফুল অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির বাবলু, প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান খান, মাসকো পিকাসো লিমিটেড পরিচালক ফাহিমা আক্তার, টর্ক ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামাল উদ্দিন, জিন্নাত অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ ও সিটাডেল অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহিদুল ইসলাম।

ক্ষুদ্র শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সিআইপি হওয়া দুজন হলেন রংপুর ফাউন্ড্রি লিমিটেডের পরিচালক চৌধুরী কামরুজ্জামান ও আরফান অ্যাগ্রো ফুড লিমিটেডের পরিচালক মাহবুব আলম। এ ছাড়া মাইক্রো শিল্প ক্যাটাগরিতে মাসকো ডেইরি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এমএ সবুর সিআইপি মর্যাদা পেয়েছেন।


আরও খবর