
‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলে যাওয়া 'মাশরাফি জুনিয়র’ স্বপ্নপূরণের পথে হাঁটতে হাঁটতে পৌছে গেছে অনন্য এক উ”চতায়। দীপ্ত টিভির এই জনপ্রিয় ধারাবাহিকটির ৭০০ তম পর্ব প্রচার হতে যা”েছ আগামী ২৫ মার্চ শনিবার রাত ৮টা ৩০মিনিটে।
প্রত্যন্ত এক গ্রামে মায়া আর ভালবাসায় জড়িয়ে থাকা ভাইবোন মণি আর মন্ডা নানা চড়াই উতরাই পেরিয়ে আবার ফিরে এসেছে ভিন্ন এক গ্রামে, যেখানে বদলে গেছে তাদের স্বপ্ন। শহরে হারানো মন্ডাকে খুঁজতে গিয়ে মণি পেয়েছিলো রুনার ভালবাসা, আয়ানের বন্ধুত্ব আর নামকরা ক্রিকেটার হবার সুযোগ। তবে জীবনযুদ্ধের জটিলতায় একসময় পরাজিত মণি আর মন্ডাকে ফিরে আসতে হয় গ্রামে। এরপর আটবছর সময়ের ব্যবধানে বয়সের সাথে সাথে পরিবর্তিত হয়েছে ক্রিকেটার মাশরাফি জুনিয়রের জীবন ও চারপাশ। তবে পুরনো বন্ধুকে খুঁজে পেতে মরিয়া আয়ান। আয়ান মণিকে কি খুঁজে পাবে, বাড়ি ছেড়ে আসা মণি আবার রুনার কাছে ফিরবে কী না কিংবা ফেলে আসা ক্রিকেটার হবার স্বপ্ন মণি আবার জাগিয়ে তুলবে কী না - সেসব প্রশ্নের উত্তর মিলবে নাটকের আগামী পর্বগুলোতে।
আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় দর্শকনন্দিত মণি চরিত্রে সাফানা নমনিসহ অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, শহিদুল আলম সা”চু, রোজি সিদ্দিকী, মিতুল রহমান, মাইশা মাশফিকা তানিশা, আফ্রি সেলিনা, জুয়েল জহুর, সোমা, শেহজাদ ওমর সহ আরো অনেকে। নাটকটির লাইন প্রডিউসার কিশোর খন্দকার। প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারের আগেই 'মাশরাফি জুনিয়র' এর অগ্রিম পর্বগুলো দেখা যা”েছ দীপ্ত প্লেতে, সাথে ইউটিউব আর ফেসবুকে তো থাকছেই।