Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

৫৫ কেজি স্বর্ণ চুরি: চার কর্মকর্তাকে বরখাস্ত করল কাস্টমস

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল বিমানবন্দরে কাস্টম হাউসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় ৪ সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমের ডেপুটি কমিশনার মোকাদ্দেস হোসেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমস হাউস কমিশনার একেএম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে এ বরখাস্তের তথ্য জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।


আরও খবর

৬ ট্রেন চলবে পদ্মা সেতু দিয়ে শুরুতেই

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

৩ দিনের ছুটিতে দেশ

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




দেশের মানুষ শেখ হাসিনাকে হৃদয় দিয়ে ভালোবাসেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। বর্তমান সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। সম্ভাবনায় একটি দেশ তৈরি করেছেন শেখ হাসিনা।তিনি বলেন, এজন্য দেশের মানুষ শেখ হাসিনাকে হৃদয় দিয়ে ভালোবাসেন।

শনিবার (২ সেপ্টেম্বর) দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠান শেষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি উন্নত দেশে উন্নীত হবো বলেও আশা করছি।


আরও খবর

৬ ট্রেন চলবে পদ্মা সেতু দিয়ে শুরুতেই

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

৩ দিনের ছুটিতে দেশ

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




ডেমরায় নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময়

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃডিএমপি ডেমরা থানার নবাগত ওসি জহিরুল ইসলামের সাথে ডেমরা প্রেসক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার  (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম নিয়াজী। এ সময় স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি এমএ সিদ্দিক মিয়া।

আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সোহরাওয়ার্দী, শামসুল আলম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, নাজমুল হাসান,এ আর হানিফ, রেজাউল ইসলাম,রাজু আহমেদ প্রমুখ।



আরও খবর



রূপগঞ্জে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের আকাশ পথে ঘুরানো হলো

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৭জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে  ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে আকাশ পথে ঘুরে আসল ১৫ শিক্ষার্থী। এই প্রথম আকাশ পথে  ব্যতিক্রমী ভ্রমণের  আয়োজন করেন  উপজেলার  তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির। জানা গেছে গত ২৩ সেপ্টেম্বর ১৫ জন  জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ মোট ৫০ জনকে নিয়ে  বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে করে ঢাকা থেকে সিলেট আকাশ পথে  ভ্রমণ করা হয়।

শিক্ষার্থীরা আনন্দ উল্লাসের মধ্য এ ভ্রমণ উপভোগ করে। শিক্ষার্থীরা হলেন,  ফারহানা আক্তার, লাকী, সূর্বণা, বৈশাখী আক্তার, মাহরাব হোসেন, জিসান আহমেদ, তাসনীম আহমেদ, আব্দুর রহমান,সাদিয়া আক্তার, মাহমুদা, হালিমা আক্তার, সুমাইয়া। এ ভ্রমণে শিক্ষা  প্রতিষ্ঠানের শিক্ষক এম,এ হান্নান সবুজ, বাবুল মিয়া, শাহাদাত হোসেন, আসফাক আবির,  শিক্ষিকা রেহানা আমিন রাজিয়া আক্তার, রোকসানা, নিপা মোনালিসা, রোমানা,৷ জিনাত সুলতানা,  শারমিন আক্তার, মাহিনুর বেগম,আসমা উল হুসনা অংশ নেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২০২১, ২০২২ সালের  ধারাবাহিকতায়  ২০২৩ সালের এস এস সি পরীক্ষার ফলাফলে রূপগঞ্জের শীর্ষে রয়েছে তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুল। চলতি শিক্ষাবর্ষে মানবিক শাখার ১৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ১০ জন জিপিএ ৫ পেয়েছে। ৫ জন গোল্ডেন A+ সহ শতভাগ পাস করেছে।  শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে  এবং পরীক্ষার্থীদের ভালো ফলাফল করতে জিপিএ ৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আকাশ পথে  ভ্রমণ করা  হয়।

তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে  এবং পরীক্ষায় ভালো ফলাফল করাতে  আকাশ পথে এ আনন্দ  ভ্রমণের আয়োজন  করেছি।  আমার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ আকাশ পথে ঘুরে খুব আনন্দ পেয়েছে। আগামী ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে অভিভাবকদেরও বিমানে ভ্রমন করানো হবে।“সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সু-পরামর্শ প্রত্যাশা করছি”। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সহকারী জজ হলেন ইবির ৭ শিক্ষার্থী

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




বৃক্ষমেলায় ভিন্ন এক আয়োজন নিয়ে "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ"

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ প্রতিনিধি:বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে গত ২৪ অক্টোবর। মেলায় অংশগ্রহণ করেছে প্রায় ৪০ টি স্টল বা নার্সারি। তবে এরমধ্যে ভিন্নধর্মী এক স্টল করেছে, পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ"। বৃক্ষমেলাতে গেলে গাছ কিনতে হলে টাকা প্রদান করতে হবে এটাই স্বাভাবিক কিন্তু "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ" এর সবুজ স্টল থেকে বৃক্ষচারা নিলে কোন টাকা দিতে হয়না।

এ প্রসঙ্গে স্টল কতৃপক্ষের সাথে কথা বলে জানা যায় যে, সবুজের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং সবুজ ধরণী গড়তেই আমাদের এই ভিন্নতর আয়োজন। আমরা ছোটদের জন্য রাখছি বিনামূল্যে বৃক্ষচারা এবং বড়দের জন্য দিচ্ছি বিভিন্নধরনের সবজি বীজ।সংগঠনের চেয়ারম্যান আশিক আহমেদ বলেন, আমাদের জন্মলগ্ন থেকেই সবুজের বার্তা বিভিন্নভাবে জানান দিয়ে যাচ্ছি তবে বৃক্ষমেলা আমাদের জন্য আদর্শ একটি জায়গা। কেননা এই মেলাতে যারা আসে তারা প্রত্যেকেই সবুজ কে ভালোবাসে। আমরা প্রতিবারই বৃক্ষমেলাতে অংশ নিয়ে থাকি এবং সবাই কে সবুজ পৃথিবী গড়ার আহবান রেখে বিনামূল্যে অসংখ্য বৃক্ষচারা বিতরণ করে থাকি। এমন আয়োজনে সাড়া পাই বেশ। গতবছর প্রায় ৩৫০০ বৃক্ষচারা বিতরণ করা হয়েছিল এবছর আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি ৪০০০ বৃক্ষচারা।



আরও খবর



সয়াবিন তেলের দাম কমছে

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাম তেলের দাম কেজিতে ৪ টাকা কমবে।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেল বোতলজাত ১৭৪ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা প্রতি লিটার এবং খোলা সয়াবিন তেল ১৫৪ টাকা থেকে ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর পাম তেলে ১২৮ টাকা থেকে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। দুয়েকদিনের মধ্যেই এ দাম কর্যকর করা হবে।

তিনি বলেন, বাজারে কোনো কারণ ছাড়াই অনেক পণ্যের দাম বেড়েছে। এরমধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে। এখন ডিমের দাম প্রতি পিস ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ডিম আমদানিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিম প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে। ডিম ছাড়াও পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৬৪ থেকে ৬৫ টাকা। আলু কেজিতে ভোক্তা পর্যায়ে ৩৫/৩৬ টাকাও কোল্ড স্টোরেজ থেকে ২৬/২৭ টাকা।



আরও খবর

৬ ট্রেন চলবে পদ্মা সেতু দিয়ে শুরুতেই

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

৩ দিনের ছুটিতে দেশ

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩