Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য চুরি

প্রকাশিত:রবিবার ২৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৩০৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক; বিশ্বের সামজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা অন্যতম। বিশ্বব্যাপী ২০০ কোটির বেশি গ্রাহক নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে যোগাযোগমাধ্যমটির সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডের।

সাইবার নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৫০ কোটি হোয়াটসঅ্যাপ গ্রাহকের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। সেইসঙ্গে এই বিপুল পরিমাণ তথ্য ইতোমধ্যে অনলাইনে বিক্রি করছে হ্যাকাররা

সাইবার নিউজ বলছে, সাইবার অপরাধীরা ২০২২ সালের ৪৮ কোটি ৭০ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করেছেন। সেখানে ৮৪টি দেশের ফোন নম্বার রয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিসর, ইতালি এবং ভারত।

হ্যাকাররা দাবি করেছে, তারা ইতালির তিন কোটি ৫০ লাখ, সৌদি আরবের দুই কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরি করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিন কোটি ২০ লাখ, যুক্তরাজ্যের এক কোটি ১০ লাখ এবং রাশিয়ার এক কোটি ব্যবহারকারীর তথ্য চুরি করেছে বলে দাবি হ্যাকারদের। তবে হ্যাকাররা কীভাবে এসব তথ্য চুরি করেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এদিকে এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নিয়ে মন্তব্য পাওয়া যায়নি।


আরও খবর



১৪ দলের বিক্ষোভ সমাবেশ বিকেলে

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে ১৪ দল। সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ অক্টোবর) ১৪ দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াত প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন, যানবাহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সভায় কেন্দ্রীয় ১৪ দলের জাতীয় নেতারা, মন্ত্রিপরিষদের সদস্যরা এবং জাতীয় সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




ফুলকপি চাষাবাদ করে সৈয়দপুরের কৃষকের সাফল্য

প্রকাশিত:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১৫৪জন দেখেছেন

Image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:চলতি মৌসুমে অধিক লাভের আশায় ফুলকপি চাষাবাদ করেছেন বোতলাগাড়ি ইউনিয়ন এর বড়দহ গ্রামের আবুল হোসেন। সঠিক সময়ে যত্ন নেয়া ও আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে তাঁর। আগাম জাতের এ সবজি চাষ করে দাম বেশি পাওয়ায় তার চোখেমুখে হাসির ঝিলিক লক্ষ্য করা গেছে। তার এই চাষাবাদ দেখে ওই ইউনিয়ন এর প্রায় ২০ কৃষক ঝুকে পড়েছেন এই আবাদে। তাদের মতে, শুধু বোতলাগাড়ি ইউনিয়ন এর চাষাবাদে সৈয়দপুরের চাহিদা মিটিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলার হাট বাজারে সরবরাহ করা সম্ভব। 

কৃষক আবুল হোসেন বলেন, আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে তিনি ৪ একর জমিতে ফুলকপি চাষাবাদ করেছেন। এরমধ্যে প্রায় ২ একর জমির ফুলকপি বাজারে বিক্রি করেছেন।এতে খরচেন ৩ গুন লাভ হয়েছে।  আবহাওয়া অনুকুলে থাকলে বাকি জমির ফুলকপি বিক্রি করে যথেষ্ট লাভবান হবেন। তিনি আরো বলেন,কৃষি কর্মকর্তাদের পরামর্শে আগাম জাতের ফুলকপি বা বাধাকপির চাষাবাদ করলে সব কৃষকই লাভবান হবেন।

ওই ইউনিয়ন এর আরেক কৃষক রফিকুল ইসলাম জানান,আবুল হোসেনের চাষাবাদ দেখে তিনি ৩ একর জমিতে ফুলকপি, ২ একর জমিতে বাধাকপি ও ১ একর জমিতে ছিমের চাষাবাদ করেছেন।গত মৌসুমে চাষাবাদ করে যে পরিমান ক্ষতি হয়েছে, বর্তমান মৌসুমে তার কয়েকগুন বেশি লাভবান হবেন বলে আশা করছেন তিনি। ভরা মৌসুমে এসব সবজির চাষাবাদ করলে বাজারে দাম তেমন একটা পাওয়া যায় না বলেই এবারে আগাম চাষাবাদ করেছেন বলে জানান।৩১ অক্টোবর সকালে কথা হয় সবজি বিক্রেতা আলমগীর কবির এর সাথে, তিনি বলেন, সৈয়দপুরের বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। ভাল মানের ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।টমেটো ১৩০ টাকা, মুলাও বাঁধাকপি ৬০ টাকা ও সিম বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। এসব সবজি আগাম চাষাবাদ করে বাজারে উঠার কারনেই দাম চড়া।তবে মাসখানেক পর দাম এমনটা থাকবে না বলে জানান তিনি। 

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা বিধু ভুষন রায় বলেন,সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন ও বাংগালীপুর ইউনিয়নে সবজির আগাম চাষাবাদ হয়। এই দুই ইউনিয়ন এর কৃষকদের চাষাবাদের কারনে সৈয়দপুরের চাহিদা মিটিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলে তা সরবরাহ করা হয়। উপজেলার সব ইউনিয়ন এর কৃষকরা যদি কৃষি অধিদপ্তরের পরামর্শ মতে চাষাবাদ করেন তাহলে কোন কৃষকই লোকসানের কবলে পরবেন না। ২/৪ বছরেই তাঁরা আর্থিক ভাবে স্বাবলম্বী হবেন বলে জানান তিনি। 

আরও খবর



রাণীশংকৈলে জেলা আ'লীগ সভাপতি সাদেক কুরাইশী স্মরণে শোকসভা ও দোয়ামাহফিল

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাবলিক লাইব্ররি প্রাঙ্গণে বুধবার (৮ নভেম্বর)  বিকেলে জেলা আ'লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশীর স্মরণে এক শোকসভা ও দোয়ামাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আ'লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জেলা আ'লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাবলু। 

বিশেষ অতিথি ছিলেন জেলা আ'লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, 
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সদর উপজেলা চেয়ারম্যান ও আ'লীগ
সভাপতি অরুণাংশু দত্ত টিটো, জেলা আ'লীগ সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্টো,
জেলা আ'লীগ সহ-প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল, জেলা কৃষক লীগ সভাপতি পবারুল ইসলাম।

এ ছাড়াও অনুষ্ঠানে জেলা,উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যাযের আ'লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
আরো বক্তব্য দেন- যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, 
অধ্যক্ষ মহাদেব বসাক, কৃষক লীগ সভাপতি বাবর আলী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আ'লীগ নেতা আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান শরৎচন্দ্র রায় প্রমুখ।অনুষ্টান সঞ্চালনা করেন আ'লীগ নেতা সহ-অধ্যাপক প্রশান্ত বসাক।

বক্তারা তাদের বক্তব্যে প্রয়াত নেতা সাদেক কুরাইশীর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক ও জেলা আওয়ামী লীগে তাঁর অবদানের কথা তুলে ধরেন। এইসাথে তারা তাঁর আদর্শ ও নীতিকে ধারণ করে আগামিতে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।প্রশনগতঃগত ২৪ অক্টোবর তিনি অসুস্থ হয়ে ঢাকায়  বে-সরকারি একটি হাসপাতালে মারা যান। 

আরও খবর



ঢাকা-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমানের মতবিনিময় সভা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১৪৮জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃআগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ঢাকা-৫ সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা ও অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার ১৬ নভেম্বর ডেমরা-রামপুরা সড়কের পাশে আতিক মার্কেট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

এ সময় আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন, ডেমরা আমার জন্মস্থান। আমি এই আসনের মানুষের ভাগ্যোন্নয়নে কিছু করতে চাই।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ দেন, আমি আমার জীবনের সর্বোচ্চ করে দেখাবো।  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ডজন খানেক প্রার্থী থাকলেও জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছে ডিএসসিসির ৭০ নং ওয়ার্ডের দুই বারের সফল কাউন্সিলর আলহাজ্ব আতিকুর রহমান আতিক।

স্থানীয় ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবু বলেন, রাজনৈতিক এবং সামাজিক ভাবে আলহাজ্ব আতিকুর রহমান আতিক অত্যন্ত জনপ্রিয় এবং যোগ্যতাসম্পন্ন ব্যাক্তি,তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হলে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় শতশত নারী পুরুষ নৌকায় ভোট চেয়ে শ্লোগান দেন।


আরও খবর



মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবসে আলোচনা সভা সনদপত্র ও যুব ঋণ বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3 | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:"স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি,র মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন  উপলক্ষে আলোচনা সভা যুব ঋণ ও প্রশিক্ষিত যুবদের সনদ বিতরণ করা হয়েছে।বুধবার (১নভেম্বর)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা চত্বর থেকে একটি  র‍্যালি বের হয় র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা সম্মেলন কক্ষে  আলোচনা সভা যুব ঋণ ও প্রশিক্ষিত যুবদের সনদ বিতরণ অনুষ্টানে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শেখ আশ্ররাফ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।

জাতীয় যুব দিবসে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী । 

এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর কর্মকর্তা মো.ওবায়দুল হক,মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির পাটোয়ারি,মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো.আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম , মাটিরাঙ্গা উপজেলা রির্সোচ ইন্সট্রাক্টার মো.আজগর হোসেন,মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা আনসার ভিডিপির প্রশিক্ষক রুবেল দে সহ যুব রেড ত্রুিসেন্ট, উপজেলার বিভিন্ন যুব ক্লাবের সদস্য সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী সভাপতি,র বক্তব্যে বলেন,বর্তমান সরকার প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন যুবঋণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছে। যুবদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী উপজেলার প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণ তুলেদেন। 

আরও খবর