Logo
আজঃ বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩
শিরোনাম

৪৬ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার

প্রকাশিত:শনিবার ০৪ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৬ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের লোকজন একই গ্রামের আদিবাসীদের নিকট থেকে প্রায় ২ বিঘা জমি কবরস্থানের জন্য রেজিষ্ট্রি দলিল মুলে ক্রয় করে নেয়। ওই জমির এক পার্শ্বে নিচু থাকায় গ্রামের লোকজন গতকাল শনিবার সকাল থেকে ভেকু দিয়ে মাটি কাটার কাজ শুর করে।

এমতঃ সময় কিছু মাটি কাটার পর বেলা ১০টায় ওই কষ্টি পাথরটি ভেকুর মাটির সঙ্গে উঠে আসে কবরস্থানে। স্থানীয় লোকজন ওই পাথরটি দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘোড়াঘাট থানার এস,আই অসীম কুমার যাদক সঙ্গীয় ফোর্স সহ পাথরটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবিরের সঙ্গে কথা বললে সে জানান, পাথরটি আসল কষ্টি পাথর কি না, তা স্বর্ণকার দিয়ে পরীক্ষার কাজ চলছে। 






আরও খবর



পুতিনের জমানা কি শেষ ?

প্রকাশিত:সোমবার ২০ মার্চ ২০23 | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৪৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জমানা কি শেষ হয়ে আসছে? ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যে ক্রেমলিন পুতিনের বদলি খুঁজছে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ইউক্রেনের এক গোয়েন্দা কর্মকর্তা। খবর নিউজ উইকের।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। সেইসময় অনেক বিশ্লেষকই ধারণা করেছিলেন, বেশ কয়েক দিনের মধ্যে কিয়েভ দখল করে সেখানে পুতুল সরকার বসাবে পুতিন। তবে পুতিনের সেই স্বপ্ন এখনও অধরা। উল্টো ইউক্রেন যুদ্ধে পুতিন বাহিনী অনেক ধুঁকছে বলে দাবি পশ্চিমাদের।

যুদ্ধের এক বছর পার হলেও পুতিনের পাশেই আছে রাশিয়া তবে রুশ বাহিনীর অনেক ক্ষয়ক্ষতির কারণে অনেকে চিন্তিত হয়ে পড়েছেন বলে দাবি ইউক্রেনের।

এ ছাড়া ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে মস্কোর অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে। ইউক্রেনের দাবি, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া এক লাখ ৬০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে।

এই নিয়ে ইউক্রেন দাবি করেছে, দেশটিতে ক্রমবর্ধমান অসন্তোষ মধ্যে পুতিনের বদলি খোঁজা হচ্ছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের মুখপাত্র আন্দ্রি ইউসভ দাবি করেছেন, পুতিনের আশপাশের বৃত্ত ক্রমশ ছোট হচ্ছে। সেইসঙ্গে পুতিনের জনপ্রিয়তাও তলানিতে নামছে।

তিনি দাবি করেছেন, ইতোমধ্যে পুতিনের বদলি খোঁজা শুরু হয়ে গেছে। তবে ইউক্রেনের এমন দাবি নিয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কিছু বলা হয়নি।


আরও খবর



রূপগঞ্জে বিএনপি-জামাত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ॥ সমাবেশ

প্রকাশিত:শনিবার ০৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মোঃআবু কাওছার মিঠু 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে বিএনপি-জামাত সন্ত্রাসীদের নৈরাজ্য, নাশকতা ও অরাজকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আজ  ৪ মার্চ শনিবার উপজেলার ভুলতা, কাঞ্চন মায়ারবাড়ী, কায়েতপাড়া, তারাবো, মুড়াপাড়া, পূর্বাচল ও দাউপুরসহ বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা এ বিক্ষোভ মিছিল করেন। 


কাঞ্চন পৌরসভার মায়ার বাড়ি এলাকায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ গোলাম রসুল কলি। এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সজিব, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ এমায়েত হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এ মোমেন,  রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন,  কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোঃ মিলন মিয়া, আওয়ামীলীগ নেতা ও কাঞ্চন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ ফজলুল হক ফজুল, কাঞ্চন পৌর যুবলীগের সহ সভাপতি তানভির আলম হিমেল, মতিন মিয়া, মোঃ বাছির, সাংগঠনিক সম্পাদক পনির হোসেন,  স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর রহমান লিটু, সাধারণ সম্পাদক  মোমেন মিয়াসহ পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।   


পরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে ভুলতা-কাঞ্চন-গাজীপুর বাইপাস সড়ক প্রদক্ষিণ করে। 

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



৯ বছর পর ফেসবুকে ফিরছে ইন-অ্যাপ মেসেঞ্জার

প্রকাশিত:রবিবার ১২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ১৩৩জন দেখেছেন

Image

প্রযুক্তি ডেস্ক: প্রায় এক দশক আগে ২০১৪ সালে ফেসবুক থেকে মেসেজিং কার্যক্রম সরিয়ে নেয় ফেসবুক। এ কারণে অনেক ব্যবহারকারী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর পর থেকে মেসেঞ্জার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের আলাদা করে আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হতো। তবে ফেসবুকের প্রধান টম অ্যালিসন জানান, ফেসবুকের মূল অ্যাপে মেসেজিং ফিচার পুনরায় চালুর পরীক্ষা চালাচ্ছে কোম্পানিটি। ফলে ব্যবহারকারীরা আলাদা মেসেজিং অ্যাপ চালু করা ছাড়াই সহজে যে কোনো কনটেন্ট শেয়ার করতে পারবেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই ফেসবুক মূলত নতুন এ উদ্যোগ নিয়েছে। এ সুবিধা চালুর মাধ্যমে ব্যবহারকারীদের নতুন কনটেন্ট খুঁজে পাওয়ার পাশাপাশি শেয়ার করার সুবিধাও দেবে।

এক সাক্ষাৎকারে অ্যালিসন বলেন, ‘কোনো কনটেন্ট একা দেখার পরিবর্তে ব্যবহারকারীরা যেন বন্ধুদের সঙ্গে তা শেয়ার করতে পারে সেটি আমরা বিশ্বাস করি। এমনকি একই মতাদর্শের গ্রুপে অংশগ্রহণকারীদের মধ্যে কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘কোনো কনটেন্টের পরিপ্রেক্ষিতে বন্ধু বা গ্রুপের সদস্যদের সঙ্গে আলাপ করার যে সুবিধা, তা টিকটক থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামকে আলাদাভাবে উপস্থাপন করবে।’ শর্ট ভিডিও শেয়ার করার দিক থেকে টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ফেসবুক ও ইনস্টাগ্রাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে রিলস চালু করেছে। প্ল্যাটফর্মে পাওয়া যে কোনো ভিডিও একে অন্যকে পাঠানোর জন্য টিকটকে সরাসরি মেসেজ পাঠানোর সুবিধা রয়েছে। আর এটিই প্ল্যাটফর্মটিকে এগিয়ে নিয়ে গেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। তবে অ্যালিসনের দাবি তাদের প্ল্যাটফর্মের কারণে টিকটকে ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ছে।


আরও খবর



পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী সপ্তাহে রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর সিএনএনের। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো দেশটি সফরে যাচ্ছেন শি। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, শি এবং পুতিন দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন

শুক্রবার এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, আলোচনা চলাকালীন রাশিয়া ও চীনের মধ্যে ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার আরও বিকাশের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় নথি স্বাক্ষর করা হবে।

গত বছরের ফেব্রুয়ারিতে শি ও পুতিন দুই দেশের মধ্যে সীমাহীন বন্ধুত্বের ঘোষণা দেন। সেই সময় শীতকালীন অলিম্পিকের অনুষ্ঠানে পুতিন চীন সফরে যান।

সম্প্রতি ইউক্রেনে সংঘাত নিরসনে শান্তির প্রস্তাব দেয় চীন। তবে চীনের এই প্রস্তাবে রাশিয়া খুশি হলেও নারাজ যুক্তরাষ্ট্র।


আরও খবর



টাইগারদের চোখ এবার হোয়াইটওয়াশে

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

ক্রীড়া প্রতিবেদক; প্রথম দুই ম্যাচ জিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন দেখছেন টাইগাররা। আজ মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। সাকিবরা শেষ ম্যাচেও জয়কে পাখির চোখ করেই মাঠে নামবেন। আর ইংলিশদের লক্ষ্য- হোয়াইটওয়াশ এড়ানো।

২০২১ সালে ক্রিকেটের কুলীন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। আর এবার ইংলিশদের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম সাক্ষাতেই ইতিহাস রচনা করেছেন সাকিবরা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছেন তারা। আজ শেষ ম্যাচটি জিতলে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয়বার টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের স্বাদ পাবেন টাইগাররা। তবে এটার বাড়তি তাৎপর্য রয়েছে। কেননা ইংল্যান্ড যে বিশ্বচ্যাম্পিয়ন দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এ বছর প্রথমবার বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি ম্যাচ

খেলছেন তারা। প্রসঙ্গত এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ তেই জিতেছিলেন টাইগাররা। শেষ ম্যাচটি জেতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মিরাজ বলেছেন, ‘আমরা জেতার জন্যই নামি, কিন্তু জেতার আগে কিছু প্রক্রিয়া আছে। সেটি অনুসরণ করতে হয় আমাদের। আমরা যদি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাই, তা হলে কখনো জিততে পারব না। আমরা যেভাবে চলছি, যে রুটিন আছে, সেভাবেই চেষ্টা করব। এর পর খেলা শেষে ফল নিয়ে ভাবব।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন গতকাল কোনো অনুশীলন সেশন ছিল না বাংলাদেশ ও ইংল্যান্ড দলের। হোটেলে নিজেদের মতো করে সময় কাটিয়েছেন তারা। তবে দলের প্রত্যেক সদস্যই শেষ ম্যাচের জন্য নিজেদের মানসিকভাবে প্রস্তুত করেছেন। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বোলিং ও ফিল্ডিং ভালো হলেও ব্যাটিংয়ে বেশ ধুঁকতে হয়েছে। ইংল্যান্ডের ১১৭ রান তাড়ায় জয়ের জন্য ১৮.৫ ওভার পর্যন্ত খেলতে হয়েছে স্বাগতিকদের। হারিয়েছে ৬ উইকেট। লিটন, রনি, সাকিব, আফিফরা নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে শান্ত, হৃদয় আর তাসকিনের ব্যাটে সওয়ার হয়ে এ যাত্রায় ‘উদ্ধার’ পেয়েছে তারা! আজ টসও ম্যাচের ফল নির্ধারণে বড় ফ্যাক্ট হতে পারে! সাকিব প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচেই টস জিতেছিলেন। তিনি প্রথমে ফিল্ডিং নেওয়ায় বাংলাদেশের ব্যাটিং বিভাগকে খুব বেশি পরীক্ষা দিতে হয়নি। তবে আজ যদি প্রথমে ব্যাটিং করতে হয় তা হলে কে জানে হয়তো পুরো ব্যাটিং বিভাগকে আর্চার, মঈন, আদিল রশিদের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে। তাই শেষ ম্যাচ জিততে হলে ব্যাটসম্যানদের ভালো করাটা জরুরি। পাশাপাশি ভালো বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও করতে হবে।

শেষ ম্যাচে বাংলাদেশ একাদশেও ১-২টি পরিবর্তন দেখা যেতে পারে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচের একাদশে একটি পরিবর্তন ছিল। শামীম পাটোয়ারীকে বিশ্রাম দিয়ে মিরাজকে দলে নেওয়া হয়েছিল। সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে নাসুমকে বিশ্রাম দিয়ে তানভীরকে খেলানোর সম্ভাবনা রয়েছে।


আরও খবর