Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

৩০০ আসনে প্রার্থী দেবে জাপা: চুন্নু

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মহাজোট থেকে নয় এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি (জাপা) বলেছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু ।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরুর প্রথমদিন গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। প্রক্রিয়া শুরু করলেও নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি। নির্বাচনি আস্থা এখনও আসেনি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি দল ও বিএনপি কেউ সংলাপে আগ্রহী নয়। তবে এখনও সময় আছে আলোচনায় বসার।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জিএম কাদেরের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। দলের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রওশন এরশাদের নেই। তিনি কার সঙ্গে কী আলাপ-আলোচনা করেছেন, সেটা ধরার মধ্যে না। এটাকে আমরা আমলে নিচ্ছি না।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




রাজশাহী-১ গোদাগাড়ী- তানোর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চান ১০ জন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহী-১ আসন গোদাগাড়ী-তানোর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১০জন। গত মঙ্গলবার (২১ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় মনোনয়ন জমা দিলেন যারা,রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী,আদিবা আনজুম মিতা,নারী নেত্রী পুর্ণিমা ভুটাচার্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক,গোদাগাড়ীর কৃতীসন্তান ও লেস ফুটওয়্যার বিডির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ এরশাদ আলী আকাশ, আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য আয়েশা আখতার ডালিয়া, মুন্ডমালা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম রাব্বানী, আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান আখতার, জেলা কৃষক লীগ সভাপতি তাজবুল ইসলাম, ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএেম আসাদুজ্জামান,জেলা আওয়ামীলীগ সাবেক নেতা এ্যাডভোকেট মোকবল হোসেন।দলীয় মনোনয়ন উত্তোলন জমাদানের সময় উৎসব মুখর পরিবেশে নিজ নিজ নেতাকর্মী নিয়ে জমা দেন। মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকে সবাই আশাবাদী।


আরও খবর



১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন সারাদেশে

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

গত ২৮ অক্টোবর এবং তার আগে ও পরে বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি ঘিরে দেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তখন থেকেই পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা। তখন থেকেই দেশে একের পর এক হরতাল অবরোধ কর্মসূচি পালন করছে বিরোধী দলগুলো।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে দলীয় মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) আসনে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও বর্তমান এমপি রমেশ চন্দ্র সেন,ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর এবং রানীশংকৈল উপজেলার ধর্মগড়, কাশিপুর ইউনিয়ন) আসনে বর্তমান এমপি দবিরুল ইসলামের বড় ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল ও পীরগঞ্জ) আসনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ ইমদাদুল হক।

এদিকে চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ হওয়ায় সন্ধ্যায় জেলার বিভিন্ন উপজেলায় প্রার্থীদের কর্মী সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।


আরও খবর



গাবতলীর মহিষাবান মাদ্রাসায় সভাপতি হলেন মাহমুদুল

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

(বগুড়া) প্রতিনিধিঃবগুড়া গাবতলীর মহিষাবান সরকারপাড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মাহমুদুল হাসান মোহন। মঙ্গলবার কমিটির গঠনের লক্ষ্যে মাদ্রাসার কক্ষে এক আলোচনা সভা নির্বাচনের প্রিজাইডিং অফিসার এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নব-নির্বাচিত প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিগণ। সভায় সর্বসম্মতিক্রমে তরুন সমাজসেবক মাহমুদুল হাসান মোহনকে আগামী ২বছরের জন্য সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার আব্দুল কাদের, প্রতিষ্ঠাতা সদস্য জয়নাল আবেদীন, দাতা সদস্য শেফালী বেগম, অভিভাবক সদস্য ফজলুল রহমান, মাসুম সরকার, তারাজুল, গোফ্ধসঢ়;ফার আলী প্রাং, শাফলা বেগম, শিক্ষক প্রতিনিধি সহিদুল ইসলাম, খায়রুজ্জামান ও নুশরাত জাহান।


আরও খবর



তফসিল ঘোষণায় তানোরে আনন্দ মিছিল

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় রাজশাহীর তানোরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটের দিকে উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের ব্যানারে গোল্লাপাড়া দলীয় কার্যালয় থেকে শুরু প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষক লীগ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল বাসার সুজন, পাঁচন্দর ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান দক্ষিণের সভাপতি আব্দুল মতিন, তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপির)  চেয়ারম্যান সাবেক ইউপি সভাপতি নাজিমুদ্দিন বাবু, তালন্দ ইউপি আওয়ামী লীগের সভাপতি মেম্বার আবুল হাসান, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন, কামারগাঁ ইউপির উত্তর শাখার যুবলীগ সভাপতি সাফিউল ইসলাম, সম্পাদক হায়দার আলী প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র উপজেলার বিভিন্ন পয়েন্ট সতর্ক অবস্থায় দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী কে।

আরও খবর