Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

৩ বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত:বুধবার ০৮ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৬৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘দেশের আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলেছে, ‘সিনপটিক অবস্থায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায়, যা ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফের সিসিইউতে খালেদা জিয়া

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




রূপগঞ্জে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৪জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে  মালবোঝাই ট্রাকের চাপায় আল আমিন শেখ (২৭) নামক এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল (১০-০৯-২০২৩ইং) রাত ৯টার দিকে রুপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা কর্ণগোপ এলাকার (ঢাকা-সিলেট) হাইওয়ে মহাসড়কে ইউএস-বাংলা হসপিটালের গেইটের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আল আমিন শেখ ঢাকার কদমতলী থানার বড়ইতলা হিজলাপট্টি এলাকার সিদ্দিক শেখের ছেলে।

সে গতকাল রূপগঞ্জ উপজেলার মিরকুটিরছেও এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে আসে।বেড়ানো শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলে কর্ণগোপ এলাকায় ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কে ঢাকার দিক থেকে আসা মালবোঝাই ট্রাক ঢাকা মেট্রো ট- ২২-১০৬৩ চাপা দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ভূলতা হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে ভূলতা হাইওয়ে  পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাইম জানান এই ঘটনাটি খুবই দুঃখজনক তবে আমরা রাত ৯ টার দিকে খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং মালবাহী ট্রাক চালক ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পলাতক। তবে আমরা মালবাহী ট্রাকটি আটক করেছি ও মৃত ব্যক্তির লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছি। তবে এ বিষয়ে আইনগত ভাবে মামলা প্রক্রিয়াধীন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




জো বাইডেনের সঙ্গে যে কথা হলো সায়মা ওয়াজেদের

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৭২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ভারতের নয়াদিল্লিতে আয়োজিত জি২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সঙ্গে ছিলেন তার মেয়ে ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ।

সেলফিসহ তাদের বেশ কয়েকটি একান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কী আলোচনা হয়েছে, তা জানিয়েছেন সায়মা ওয়াজেদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সায়মা ওয়াজেদ লিখেছেন, নয়াদিল্লিতে জি২০ সামিটে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চমৎকার আলাপ হয়েছে।

সায়মা ওয়াজেদ বলেন, ‘আমি তার সাথে সার্বিক জনস্বাস্থ্যের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব এবং শিক্ষা ব্যবস্থায় স্কুল মনোবিজ্ঞানীর বিষয় নিয়ে কথা বলেছি।

জো বাইডেনের সঙ্গে নিজেদের কয়েকটি ছবি আপলোড করেছেন সায়মা ওয়াজেদ। সেখানে তাদের হাসিমুখে দেখা যায়। একটি ছবিতে শেখ হাসিনা ও তার মেয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে নিজের মোবাইল ফোন ব্যবহার করে সেলফি তুলতে দেখা গেছে। ছবিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকেও দেখা যায়।

কথোপকথনের সময় উপস্থিত কর্মকর্তারা জানান, নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মান্দাপান কনভেনশন সেন্টারে শেখ হাসিনা ও জো বাইডেন শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী এ বছরের অনুষ্ঠানের আয়োজক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে অন্য বৈশ্বিক নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দেন।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফের সিসিইউতে খালেদা জিয়া

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




রূপগঞ্জে ২০২৩ সালের এস,এস,সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৭৬জন দেখেছেন

শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালের  উপজেলার পূর্বগ্রাম এলাকায় পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা  অনুষ্ঠিত হয়।এতে পূর্বগ্রাম মুহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির উপদেষ্টা কর্নেল কামরুজ্জামান খান, ডাক্তার মেজবাহ উদ্দিন আহম্মেদ, সদস্য প্রফেসার শহিদুল্লা ভূঁইয়া,কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেল আলী,একাডেমি কমিটির সদস্য সচিব সাইদুর রহমান প্রমুখ।পরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ দিয়ে সম্মানিত করেন শিল্পপতি নুরুজ্জামান খান।


আরও খবর



ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ২৩৬৭

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৬ জনে। একইসঙ্গে ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৯৯ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৪৬৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৪৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২১ হাজার ৫০০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ১২ হাজার ৪৭৮ জন। মারা গেছেন ৫৭৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪২২ জন এবং ঢাকা সিটির বাইরের ১৫৪ জন।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফের সিসিইউতে খালেদা জিয়া

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




জিটি২ প্রো ব্যবহারহারীদের জন্য রিয়েলমি নিয়ে এলো নতুন চমক

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি জিটি২ প্রো ব্যবহারহারীদের জন্য অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ আর্লি অ্যাক্সেস নিয়ে এসেছে। গত ২১ সেপ্টেম্বর থেকে ভারত ও রাশিয়ার ব্যবহারকারীদের কাছ থেকে ইউআই ৫.০ আর্লি অ্যাক্সেসের জন্য আবেদন (সীমিত আসন) গ্রহণ করছে রিয়েলমি। এই নতুন ইন্টারফেস ব্যবহারকারীদের জন্য সময়পোযোগী ডিজাইন, উন্নত সিস্টেম, পারফরমেন্স অপ্টিমাইজেশান এবং উন্নত নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার মাধ্যমে দুর্দান্ত এক অভিজ্ঞতা দিবে। অ্যান্ড্রয়েড ১৪ বেটা দ্বারা চালিত রিয়েলমি ইউআই ৫.০ আর্লি অ্যাক্সেসে ব্যবহারকারীদের জন্য থাকছে আরও বেশ কিছু অনন্য ফিচার। রিয়েলমি ইউআই ৫.০ ব্যবহারকারীরা বিভিন্ন উন্নত ফিচার উপভোগ করতে পারবেন। যেমন – অ্যাপ ইন্সটল করার আগে ফটো ও ভিডিও সংক্রান্ত অনুমতি, উন্নত অ্যানিমেশন অভিজ্ঞতা, আরামদায়ক কালার অভিজ্ঞতার জন্য প্রাণবন্ত রঙের সমাহার, আরও বেশি সংখ্যক এপিপি ক্লোনার সমর্থিত অ্যাপ এবং আপগ্রেডেড সিস্টেম নটিফিকেশন সাউন্ড। এসব ফিচার ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। তবে ব্যবহারকারীদের তাদের প্রাইমারী ফোনে এই আর্লি অ্যাক্সেস সফ্টওয়্যারটি ইনস্টল না করার পরামর্শ দিয়েছেন ব্র্যান্ডটি। এছাড়া সবাই উন্নত পারফরমেন্স ও স্থিতিশীল সিস্টেম উপভোগ করার জন্য নতুন রিয়েলমি ইউআই ৫.০ আর্লি অ্যাক্সেস ব্যবহার করতে পারবেন।


আরও খবর