Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৭০

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :সারাদশেে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় ৭ জন, ঢাকার বাইরে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা ১৪৯৬ জনে দাঁড়িয়েছে। এই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪৭০ জন রোগী। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৫১ জন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৯০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৫৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৯৫ হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৪ হাজার ২২৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯০ হাজার ৮১৫ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৮৭ হাজার ৬৪১ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১ হাজার ৮০০ এবং ঢাকার বাইরে ১ লাখ ৮৫ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২২ সালে ডেঙ্গুতে মারা যান ২৮১ জন এবং হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ওই বছর ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়।


আরও খবর



বাগেরহাটে নোংরা পরিবেশে খাদ্য তৈরি, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোংলায় নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৮ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ফেরিঘাট এবং ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হচ্ছে, হোটেল সাগরিকা, রয়েল ফাস্ট ফুড, সুন্দরবন হোটেল, আল আরফা হোটেল, মায়ের দোয়া হোটেল, আজমীর হোটেল, স্নেহা স্টোর, দেশী ভোজন রেস্টুরেন্ট।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি ও  মূল্য তালিকা না থাকার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায়  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেছেন অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলো। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর



মাগুরায় ১ কোটি ৬ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৭১জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরা জেলা সমাজ সেবা অধিদপ্তর উদ্যোগে রোগী ও স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে   ১২ নভেম্বর রবিবার দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে  এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাজসেবা মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদপ্তর  কর্তৃক বাস্তবায়িত, ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা কর্মসুচি এবং স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন শামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ , জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু , মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

স্বাগত বক্তা রাখেন   মাগুরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ২১২ জন রোগী ও ২৫ টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ১ কোটি ৬ লাখ টাকার চেক বিতরণ করেণ।

আরও খবর



শাকিব খান অসুস্থ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৩৯জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:শাকিব খান ভক্তদের জন্য খারাপ খবর। ভাইরাস জ্বরে আক্রান্ত তাদের প্রিয় নায়ক। এই মুহূর্তে ভারতের বেনারসে প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র শুটিং করছেন তিনি। সেখানেই জ্বরে আক্রান্ত হন ঢালিউড সুপারস্টার। তথ্যটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক অনন্য মামুন।

শাকিবের নায়িকা সোনাল চৌহানসহ ইউনিটের প্রায় সবাই জ্বরে আক্রান্ত বলে জানিয়েছেন তিনি। মামুন বলেন, ‘ইউনিটের ৭০ শতাংশ কুশীলবদের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল সবার। আমার নিজের ১০২ ডিগ্রি সেলসিয়াস। তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।

শাকিবের অসুস্থার খবর ইতোমধ্যে জেনে গেছেন তার অনুরাগীরা। সেকারণে বেশ উদ্বিগ্ন তারা। দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।

এদিকে জানা গেছে, অসুস্থ শরীরে শাকিব শুটিং করছেন। তার মনোবল বেশ দৃঢ়। নির্দিষ্ট সময়ে ছবির কাজ শেষ করতে চান তিনি।

গত ২৭ অক্টোবর বেনারসে ‘দরদ’ সিনেমাটির শুটিং শুরু হয়। এটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

এতে শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম ও ভারতের রাহুল দেবসহ অনেকে।


আরও খবর



বিএনপির মির্জা আব্বাস-আলাল গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

প্রকাশিত:বুধবার ০১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৪৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রাজধানীর শাহজাহানপুর থেকে মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি প্রধান মো. হারুন-অর-রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত সোয়া ৮ টার দিকে মির্জা আব্বাস ও অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করে নিয়ে যায় পুলিশ। শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি এলাকা থেকে মির্জা আব্বাসকে এবং একই এলাকা থেকে আলালকেও আটক করা হয়। তিনি আরও জানান, সকাল থেকে শাহজাহানপুরের বাসা ঘিরে রাখে পুলিশ।

মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত,সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় । ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর মঞ্জুরুল ইমামের আদালত আজ তার জামিন বাতিল করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এদিন এ মামলার সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। তবে, আসামি মির্জা আব্বাস ও সাফাই সাক্ষীরা আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে মির্জা আব্বাসের জামিন বাতিল করেন। একইসঙ্গে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেন।


আরও খবর



মিয়ানমারে তুমুল সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার মানুষ

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী ও দেশটির সামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। এতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা, বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের পর থেকে মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে। খবর রয়টার্সের।

সোমবার (১২ নভেম্বর) মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর একাধিক চৌকিতে হামলা চালিয়েছে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের এই সংঘর্ষ আরও নতুন দুটি ফ্রন্টে ছড়িয়ে পড়েছে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর মিয়ানমারের সামরিক জান্তা সম্প্রতি সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছে। গত মাসের শেষের দিকে দেশটির জাতিগত সংখ্যালঘু তিনটি গোষ্ঠীর সদস্যরা জান্তা বাহিনীর বিরুদ্ধে একযোগে সমন্বিত হামলা শুরু করে। ইতোমধ্যে তারা নিরাপত্তা বাহিনীকে হটিয়ে কিছু শহর ও সামরিক চৌকির দখল নিয়েছে।

প্রসঙ্গত, সংখ্যালঘু বিদ্রোহী ও সামরিক বাহিনীর সংঘর্ষে দেশটির ভৌগোলিক অখণ্ডতা ঝুঁকিতে পড়েছে। গত সপ্তাহে দেশটির সামরিক বাহিনীর নিয়োগকৃত প্রেসিডেন্ট বলেছেন, বিদ্রোহ কার্যকরভাবে মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় মিয়ানমার ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।


আরও খবর