Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

২৪ ঘণ্টায় ২১ জনের করোনা শনাক্ত

প্রকাশিত:মঙ্গলবার ১০ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৭৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩০৫ জনের।  

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। ৩ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৮৪৬ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।


আরও খবর



২৩৯টি অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ২৩৯টি অনলাইন নিউজপোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর করা প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, অনলাইন সংবাদপত্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা আছে। সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন ২৩৯টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিল করাসহ লিংক বন্ধ করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া কোনো অনলাইন সংবাদপত্রে বা অনলাইনভিত্তিক পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।

ঢাকা-২০ আসনের সরকারদলীয় সংসদ সদস্য বেনজীর আহমদের করা প্রশ্নের জবাবে দেশের পত্রিকার সংখ্যা তুলে ধরেন হাছান মাহমুদ। তিনি বলেন, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা ১ হাজার ১৫৮ টি। এর মধ্যে দৈনিক পত্রিকা ৫২২টি, সাপ্তাহিক পত্রিকা ৩৪৭টি ও মাসিক পত্রিকা ২৮৯ টি।

পত্রিকায় সরকারির বিজ্ঞাপনের ব্য্যাপারে তথ্যমন্ত্রী বলেন, সরকারি বিজ্ঞাপন বর্তমানে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) থেকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় না বিধায় বিজ্ঞাপন বাবদ সরকারি ব্যয় বা রাজস্ব আয়ের সঠিক তথ্য এ অধিদপ্তরে সংরক্ষিত নেই। তবে ‘এ’ শ্রেণিভুক্ত জাতীয় দিবসের ক্রোড়পত্র প্রকাশের বিল থেকে ১৫ শতাংশ ভ্যাট, ১০ শতাংশ সরকারি কর, ৪ শতাংশ আয়কর ও ২ শতাংশ সার্ভিস চার্জ আদায় বাবদ ২০২১-২২ অর্থ বছরে ঢাকা জেলা থেকে প্রকাশিত পত্রিকা থেকে মোট ২ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৯৫৭ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।


আরও খবর



মাগুরায় বেঞ্চ আকারে গণশুনানী নেন জেলা প্রশাসক

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: ১০ মে ২০২৩ তারিখ বুধবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেঞ্চ আকারে গণশুনানি নেন মাগুরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,  মোহাম্মদ আবু নাসের বেগ। বুধবার ১০ মে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

 জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অনুষ্ঠিত এ গণ শুনানী কালে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার,   মো: তোফাজ্জল হোসেন; জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), মাগুরা  মো: ফরিদুজ্জামান; মেয়র, মাগুরা পৌরসভা  খুরশীদ হায়দার টুটুল; অতিরিক্ত জেলা প্রশাসক, (রাজস্ব)  প্রশান্ত কুমার বিশ্বাস; উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর  মো: আশাদুল ইসলাম প্রমুখ।

গণশুনানিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিভিন্ন বিষয় যেমন: জায়গা-জমি সংক্রান্ত, আইনশৃঙ্খলা সংক্রান্ত, অভিযোগ সংক্রান্ত, আর্থিক বা অন্যান্য সাহায্য সংক্রান্ত সমস্যা সমাধানে সংকট নিরসনের জন্য জেলা প্রশাসকের নিকট হাজির হয়।

বেঞ্চ আকারে গণশুনানি নেয়ার বিষয়ে জেলা প্রশাসক বলেন যে, সাধারণ জনগণ প্রায় সময় এমন ধরনের সমস্যা নিয়ে আসেন যেগুলোর সাথে অন্যান্য দপ্তরের সংশ্লিষ্টতা রয়েছে। সাধারণ জনগণের এই ধরনের  সমস্যা লাঘবে তিনি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বেঞ্চের মাধ্যমে গণশুনানি নেন। গণশুনানিতে উপস্থিত দপ্তরপ্রধানগণ তাদের দপ্তর সংশ্লিষ্ট সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর আশু সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এতে করে সাধারণ জনগণ অতি দ্রুত তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে।

উন্মুক্ত পরিবেশে বেঞ্চ আকারে গণশুনানি নেয়ার ব্যাপারে জেলা প্রশাসক আরও বলেন যে, প্রায় সময় দেখা যায় কিছু মানুষ আছেন যারা বার্ধক্যজনিত কারণে বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে দোতলায় উঠে জেলা প্রশাসকের অফিসকক্ষ পর্যন্ত যেতে পারেন না বা যেতে পারলেও অনেক কষ্ট করতে হয়। তাদের এই কষ্টের প্রতি সহানুভূতিশীল হয়েই তিনি অফিস প্রাঙ্গণে গণশুনানি নেন যাতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা যায়।

তিনি আরও উল্লেখ করেন যে, উন্মুক্ত পরিবেশে বেঞ্চ আকারে গণশুনানি নেয়াটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে করে সাধারণ জনগণের কাছে খুব সহজেই তাদের প্রাপ্য সেবাটা পৌঁছে দেয়া যায়।

আরও খবর



চার দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে আজ সোমবার তার নিজ জেলা পাবনায় এসে পৌঁছেছেন।

রাষ্ট্র প্রধান হেলিকপ্টারযোগে দুপুর ১২টার দিকে পাবনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাডে পৌঁছান।

গত ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই পাবনাতে তার প্রথম সফর। তিনি পাবনাতে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন।

পাবনার নাগরিক কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে মঙ্গলবার গণ সংবর্ধনা দেয়া হবে।

রাষ্ট্রপতি পাবনায় পৌঁছলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, গোলাম ফারুক প্রিন্স ও নাদিরা ইয়াসমিন জলি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, নাগরিক কমিটির আহবায়ক অঞ্জন চৌধুরী পিন্টু এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

পরে পাবনা সার্কিট হাউস চত্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ আছেন।

রাষ্ট্রপতির আগামী ১৮ মে ঢাকায় ফিরবেন।

বাসস,


আরও খবর



রোমাকে হারিয়ে ইউরোপার সপ্তম শিরোপা জিতল সেভিয়া

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:চরম উত্তেজনার ম্যাচ শেষে টাইব্রেকারে রোমাকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের রেকর্ড সপ্তম শিরোপা জিতল সেভিয়া। খেলার নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনে শেষ হয়।

ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় সেভিয়া আগে ছয়বার ফাইনালে উঠে প্রতিবারই ট্রফি উঁচিয়ে ধরেছিল। ফাইনালে শতভাগ সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল তারা। অন্যদিকে, রোমার কোচ জোসে মরিনিয়ো ইউরোপিয়ান প্রতিযোগিতায় আগে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই পেয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। এবার তাকে ফিরতে হলো খালি হাতে, মন বেজার করে।

বুধবার রাতের ফাইনালে হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় মাঠে নামে রোমা ও সেভিয়া। তবে পেনাল্টি শ্যুটআউটে সেভিয়ার চার জন শট নিয়ে সবাই পান সাফল্য। আর রোমার মাত্র একজন জালের দেখা পান, ব্রায়ান ক্রিস্তান্ত।

সেভিয়ার হয়ে অসাধারণ সেভ করে নায়ক বনে যান কাতার বিশ্বকাপে মরক্কোর হয়ে চমক দেখানো গোলরক্ষক ইয়াসিন বোনো।

ম্যাচের ৩৪তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় রোমা। মাঝমাঠে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে সেভিয়ার ইভান রাকিতিচ পজেশন হারান, বল ধরেই মানচিনি দারুণ পাসে খুঁজে নেন দিবালাকে। দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে উচ্ছ্বাসে ভাসান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় সেভিয়া। এরই মাঝে ৫৫তম মিনিটে ভুলটা করে বসেন ডিফেন্ডার মানচিনি। হেসুস নাভাসের একটি বিপজ্জনক ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠান তিনি। স্বস্তির সমতায় ফেরে সেভিয়া। এরপর আর কোনো দল গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত প্রথম ১৫ মিনিটে কোনো দলই পারেনি উল্লেখযোগ্য কিছু করতে। এই পর্বের দ্বিতীয়ার্ধও কেটে যাচ্ছিল সেভাবে। যোগ করা সময়ও পেরিয়ে যায় ১০ মিনিট। একেবারে শেষ মৃহূর্তে সুযোগ পেয়ে যায় রোমা; কিন্তু ইংলিশ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ে হেড ক্রসবারে বাধা পায়।

৪০ ফাউলের (সেভিয়া ২১, রোমা ১৯) ঘটনায় বারবার ছন্দপতন এবং বাড়তি দৈর্ঘ্যের লড়াই শেষে শুরু হয় টাইব্রেকার। যেখানে স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ রোমা। তাতে আরও একবার বিজয়ীর বেশে রেকর্ড চ্যাম্পিয়ন সেভিয়া।


আরও খবর



‘এগিয়ে নেই এরদোয়ান , তথ্য ভুয়া দিয়েছে আনাদোলু এজেন্সি’

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে ১৭ শতাংশের ভোট গণনার ওপর বেসামরিকভাবে ফলাফল জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি।

আল জাজিরার জানিয়েছে, আনাদোলু এজেন্সি ১৭ শতাংশ ভোট গণনার ওপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একে একে পার্টি ৫৬ দশমিক ৬৭ শতাংশ ভোটে এগিয়ে। অন্যদিকে এরদোয়ানের তুমুল প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুগলুর সিএইচপি পেয়েছে ৩৭ দশমিক ৪১ শতাংশ।

তবে আনাদলু এজেন্সির এমন খবরে বেজায় চটেছে এরদোয়ানের প্রধান বিরোধীদল সিএইচপি। ইস্তাম্বুলের মেয়র একরিম ইমামোগলু ফলাফল ম্যানুপুলেশনের জন্য আনাদোলু এজেন্সির কড়া সমালোচনা করেছেন।

আংকারার মেয়রের সঙ্গে যৌথ বিবৃতিতে ইমামোগলু বলেছেন, তাদের দলের তথ্যানুসারে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে কিলিচদারুগলু এগিয়ে আছেন। তিনি আরও বলেছেন, আমরা আবার আনাদোলু এজেন্সির আরেক মামলার সম্মুখীন। এই এজেন্সির সুনাম শূন্যের নিচে। তাদের বিশ্বাস করা যায় না।

এসময় তিনি অতীতের নির্বাচনের ফলাফল নিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন।

এছাড়া কেমাল কিলিচদারুগলুও এক টুইট বার্তায় বলেছেন, তিনি এরদোয়ানের চেয়ে এগিয়ে আছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, আমরা এগিয়ে।

তবে আল জাজিরা বলছে, এ মুহূর্তে দেশটির নির্বাচনের ফলাফল নিয়ে আগাম বলা অনেক কঠিন। তুরস্কে এবারের নির্বাচনে ৩০টির বেশি রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং ১৫০ জনের বেশি স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী মুহাররেম ইনসে লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন।

গত ২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন এরদোয়ান। দেশটিতে এতদিন অনেকটা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন এরদোয়ান। তবে দেশটিতে আজকে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনেই এবার এরদোয়ানের ভাগ্য নির্ধারণ করে দেবে। কেননা এবারের নির্বাচনে এরদোয়ান বিরোধীদের পক্ষ থেকে সবচেয়ে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে ফলাফল পেতে তিনদিন সময় লাগতে পারে। এছাড়া প্রেসিডেন্ট পদে জিততে হলে একজন প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের অন্তত ৫০ শতাংশ পেতে হবে। নতুবা দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা ভোট নেয়া হবে। এমনটি হলে আগামী ২৮ মে দ্বিতীয়বারের মতো ভোট হবে।


আরও খবর