Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে মামলা করবেন মেয়র তাপস

প্রকাশিত:শনিবার ১০ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:‘মানহানিকর সংবাদ’ প্রকাশের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়াসহ ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে ডেইলি স্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। আজ শনিবার রাজধানীর কাওরানবাজারে বিএসইসি ভবনে অবস্থিত লেক্স কাউন্সিলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন তার আইনজীবীরা।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, ‘গত ১৩ মে ডেইলি স্টার একটি লেখা প্রকাশ করে। ওই লেখায় ডিএসসিসি ও এর মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসকে হেয় করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৫ জুন ডেইলি স্টারকে আমরা মেয়রের পক্ষে একটি আইনি নোটিশ পাঠাই। নোটিশে আমরা অনলাইনে থাকা লিংক সরিয়ে ফেলতে, নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি রিপোর্ট প্রকাশ করতে এবং মানহানিকর ওই রিপোর্টের জন্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের কথা বলি।

তিনি বলেন, ‘গত ৮ জুন ডেইলি স্টার আমাদের আইনি নোটিশের বিষয়ে তাদের জবাব পত্রিকায় প্রকাশ করে। যেখানে তারা নিজেদের লেখার সপক্ষে বক্তব্য রেখেছেন। আমাদের নোটিশ মতে তারা লিংক সরিয়ে ফেলেছেন। কিন্তু এখনও ক্ষমা চেয়ে রিপোর্ট প্রকাশ করেননি এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করেননি। ফলে নোটিশে থাকা অবশিষ্ট সময়ের মধ্যে তারা ক্ষমা চেয়ে রিপোর্ট প্রকাশ এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান না করলে তাদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে মামলা করা হবে।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আইনজীবীদের সংবাদ সম্মেলন 

সময় সংবাদ সম্মেলনে মেয়র তাপসের আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাকিব, ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাব্বী ও ব্যারিস্টার ইমরানুল কবীর উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ জুন মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনকে আইনি নোটিশ পাঠান ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নোটিশপ্রাপ্ত বাকি দুজন হলেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও সংশ্লিষ্ট লেখক নাজিবা বাশার। মেয়র তাপসের পক্ষে ব্যারিস্টার মেজবাহুর রহমান এ নোটিশ পাঠান।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সুন্দরগঞ্জে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষন

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image
সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পে গাইবান্ধার সুন্দরগঞ্জে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষন অনুষ্টিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষন অনুষ্টিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় পাট উন্নয়ন আঞ্চলিক কৃষি কর্মকর্তা সোলায়মান আলী, কৃর্ষি অধিদপ্তর  গাইরান্ধা জেলা উপ পরিচালক কৃর্ষিবীদ খোরশেদ আলম, সহকারী পরিচালক বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষিবিদ ওসমান আলী শেখ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা,  মাজেদুল ইসলাম পাটবীজ উৎপাদন কারি চাষি সাংবাদিক একেএম শামছুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির,  উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাইদুল হক বীরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাটবীজ উৎপাদনকারী ৭৫ জন পাটচাষী উপস্থিত ছিলেন।


আরও খবর



মালিতে নৌকা-সেনাঘাঁটিতে হামলা, নিহত ১১৪

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:আফ্রিকার দেশ মালিতে পৃথক দুই হামলায় বেসামরিকসহ অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। ঘোষণা করা হয়েছে তিনদিনে রাষ্ট্রীয় শোক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর পূর্বাঞ্চলে এক নৌকায় হামলায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন বেসামরিক। অন্যদিকে এক সেনাঘাঁটিতে হামলায় ১৫ সেনা ও ৫০ জন সন্ত্রাসী নিহত হন।

২০২০ সাল থেকে সামরিক জান্তা দেশটি পরিচালনা করছে। ক্ষমতাদখলের সময় তারা দেশজুড়ে সমর্থন পেয়েছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতার বিরুদ্ধে রাজপথে নেমেছিল সাধারণ মানুষ। তবে ক্ষমতা দখলের পর দেশের খুব একটা অগ্রগতি হয়নি। উন্নতি হয়নি নিরাপত্তা ব্যবস্থারও। দেশের একাদিক জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা ও আইএস সংশ্লিষ্টগ্রুপগুলো ২০১২ সাল থেকে দেশটিতে তাণ্ডব চালাচ্ছে।

সর্বশেষ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রিভার নাইজার নদীতে একটি নৌকায় হামলা চালানো হয়। এতে প্রাণ হারায় ৪৯ বেসামরিক নাগরিক। মালি সরকার বলছে, সশস্ত্র সন্ত্রাসী সংগঠন এই হামলা চালিয়েছ।

নৌকাটির অপারেটর কোমানাভ বলেন, অন্তত তিনটি রকেট নৌকাটি লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। হামলার পর নৌকাটি বিকল হয়ে যায়। পরে সেনা সদস্যরা গিয়ে যাত্রীদের উদ্ধার করেন।

অন্যদিকে গাও অঞ্চলের বুরেম সার্কেল সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়। এতে ১৫ সেনা ও ৫০ জন সন্ত্রাসী নিহত হন।

বিবিসি বলছে, সাম্প্রতিক সময়ে মালিতে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। তবে সরকারের দাবি, রুশ ভাড়াটে সেনা দল ওয়াগনার গ্রুপ এর সংশ্লিষ্টতায় পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




প্রার্থনারত মানুষের ওপর অতর্কিত গুলি, নিহত ১৪

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে গত রোববার গির্জায় প্রার্থনারত মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় নেতা ও নাগরিক সমাজের নেতার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দিজুগু অঞ্চলের প্রশাসক রুফিন মাপেলা এবং নাগরিক সমাজের নেতা ডিউডোন লোসা বলেছেন, দ্য কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ এই হামলার পেছনে রয়েছে।

তিনি বলেছেন, ভুক্তভোগীরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোডেকো তাদের ওপর গুলি ছুড়েছে। এতে ৯ জন বেসামরিক লোক এবং চারজন হামলাকারী নিহত হয়েছে।

কঙ্গোর সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান হস্তক্ষেপ সত্ত্বেও দেশটির পূর্বাঞ্চল বছরের পর বছর ধরে ক্রমাগত সহিংসতার মধ্যে রয়েছে।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে মারা গেল ২ সন্তানের জননী

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

চাঁদপুর প্রতিনিধি:কথিত আলাগায় ( জ্বিন ভূত ) শেষ পর্যন্ত কেড়েই নিলো ২ সন্তানের জননী শেলি (২৬) এর প্রান।শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর স্বামীর বাড়ির পুকুর থেকে শেলির মৃত লাশ উদ্ধার করেছে ডুবুরী দল।

সে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের হাওলাদার বাড়ির প্রবাসী মামুনের স্ত্রী। শেলির বাবার বাড়ির একই উপজেলার রাজারগাঁও গ্রামে। 

হাওলাদার বাড়ির রাকিব হাছানসহ একাধিক ব্যক্তি জানান,  অনেক ধরে শেলি অনেকটা মানষিক ভাবে অসুস্থ। উনার মাসহ অন্যরা বলছেন উনাকে জ্বানে ধরেছে চিকিৎসা ও চলছে।  মেয়ের অসুস্থের কথা শুনে উনার মা লিপি বেগম মেয়ের দেখাশুনার জন্য জামাইয়ের বাড়িতে আসেন। 

এ দিন (শুক্রবার ) বেলা একটার দিকে শেলি তার নিজ মায়ের সামনে দিয়ে গোসল করতে পুকুরে নামে। এর পর থেকে পানিতে তিনি তলিয়ে যান বা ডুবে যান। প্রাথমিক দিকে বাড়ির লোকজন শেলিকে খুঁজতে পুকুরে নামে। পরে খবর দেয়া হয় দমকল বাহিনীর ডুবুরিদলকে। 

হাজীগঞ্জ দমকল বাহিনীর নেতৃত্বে একদল ডুবুরি  বেলা দুইটার দিকে হাওলাদার বাড়ির পুকুরে নেমে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে শেলীকে মৃত অবস্থায় পায়। এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার ষ্টেশানের সিনিয়র ষ্টেশান অফিসার ইকবাল হাসান জানান  আমরা পুকুর নারীকে মৃত অবস্থায় উদ্ধার করেছি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




জামালপুরের সেই ডিসিকে প্রত্যাহার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নৌকার পক্ষে ভোট চাওয়ায় জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করেছে সরকার। তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে জামালপুরে নতুন ডিসি হয়েছেন মো. শফিউর রহমান। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) পদে দায়িত্ব চালিয়ে আসছিলেন।

সোমবার এক অনুষ্ঠানে জামালপুরের ডিসি ইমরান আহমেদ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমকে মন্ত্রী হিসেবে দেখার আশাও প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসির ব্যাপক সমালোচনা হয়। এরই প্রেক্ষিতে তাকে বদলি করে সেখানে নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩