Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

১০ হাজার ৬৪০ কোটি টাকার একনেকে প্রকল্প অনুমোদন

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: নতুন ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে প্রায় ১০ হাজার ৬৪০ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৮২৭ কোটি ৫০ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ২ হাজার ৮৮০ কোটি ১৮ টাকা।

আজ মঙ্গলবার রাজধানী শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।

একনেকে অনুমোদিত প্রকল্পসমূহ হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প যথাক্রমে ‘চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শ্রীমাই নদীতে মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ’ প্রকল্প; ‘বরিশাল জেলার কারখান, বিঘাই এবং পায়রা নদীর ভাঙন থেকে শেখ হাসিনা সেনানিবাস এলাকা রক্ষা (১ম পর্যায়)’ প্রকল্প এবং ‘ঢাকা জেলার দোহার উপজেলার মাজিরচর থেকে নারিশাবাজার হয়ে মুকসুদপুর পর্যন্ত পদ্মা নদী ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ (১ম সংশোধিত)’ প্রকল্প।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় ছোট দ্বীপ এবং নদীর চরের জন্য অভিযোজন উদ্যোগ’ প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প যথাক্রমে ‘মাতারবাড়ী কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ (সওজ অংশ) (২য় সংশোধিত)’ প্রকল্প; ‘কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্প এবং ‘কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর হতে করিমগঞ্জ উপজেলার মরিাখালি পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ’ প্রকল্প।

নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘ইস্টাব্লিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস এবং সেইফটি সিস্টেম এবং ইন্টিগ্রেটেড ম্যারিটাইম নেভিগেশন সিস্টেম -ইজিআইএনএস (৩য় সংশোধিত’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘বাংলাদেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন (জিওবি-এআইআইবি)’ প্রকল্প এবং ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেড আরবান ডেভেলপমেন্ট পেইজ-২, খুলনা প্রকল্প; বিদ্যুৎ বিভাগের ‘ঘোড়াশাল ৪র্থ ইউনিট রি-পাওয়ারিং (২য় সংশোধিত)’ প্রকল্প।

একনেক সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশগ্রহণ করেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সিনিয়র সচিব ও সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও খবর



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | ৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল ৭টায় ৫ মিনিটে ধানমণ্ডি ৩২ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে আবারও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হচ্ছে।

এর আগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ সকালে রাজধানীর বঙ্গবন্ধু ভবন এবং দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।


আরও খবর



বিশ্বের ২৩০ কোটি মানুষ পাচ্ছে না সুপেয় পানি: বিশ্বব্যাংক

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ২১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বিশ্বের প্রায় ২৩০ কোটি মানুষ সুপেয় পানির অভাবে রয়েছে। এছাড়া বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক (৩৬০ কোটি) মানুষের নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা বলে জানিয়েছে বিশ্বব্যাংক। গতকাল শুক্রবার রাতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়নকে হুমকির মুখে ফেলছে পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সংকট। অনিরাপদ পানির প্রভাব ঠেকাতে প্রতিবছর বৈশ্বিক ব্যয় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে খরা ও বন্যা পানির সমস্যাকে আরও কঠিন করে তুলেছে। বর্তমানে জরুরিভাবে এ সমস্যা নিরসন করতে হবে। এজন্য বিশ্ববাসীকে এক হতে হবে।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি আরও জানায়, নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাব মানবজাতিকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ২০১৯ সালে মৃত্যুর অষ্টম কারণ ছিল ডায়রিয়াজনিত। অভিযোগ করা হয় সারাবিশ্বে ২০১৯ সালে নিরাপদ পানি ও নিরাপদ স্যানিটেশনের অভাবে ১৫ লাখ মানুষ মারা যায়। বিশেষ করে নারী ও স্কুলগামী মেয়ে শিশুদের ওপর কঠোর প্রভাব পড়ে।

ইয়েমেনের উদাহরণ দিয়ে বিশ্বব্যাংক জানায়, ইয়েমেনের অগণিত গ্রামে মৌলিক পরিষেবার অভাব রয়েছে, তবে সেখানে নিরাপদ পানির অভাব সব থেকে বেশি। দেশটির জনসংখ্যার ৫৫ শতাংশের বেশি প্রায় ১৮ মিলিয়ন মানুষ নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাবে রয়েছে। ইয়েমেনের আল-আদন, আল-আনিন এবং হাওফ- এই তিন গ্রামে পানির অভাব নিরসনে কাজ করছে বিশ্বব্যাংক। কীভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করা যায় সেই বিষয়ে অর্থায়ন করেছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের মতে, সুপেয় পানির জন্য এক বিলিয়ন ডলার বিনিয়োগ করলে রিটার্ন আসে তিন বিলিয়ন ডলার। গ্রামীণ এলাকায় পানির জন্য বিনিয়োগ করলে আরও বেশি রিটার্ন পাওয়া যায়। কৃষিকাজের জন্য পানি অপরিহার্য।


আরও খবর



নবীনগরে ভাবির গায়ে পেট্রল ঢেলে আগুন দিলেন দেবর, তিন দিন পর মৃত্যু

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

মোহাম্মদ হেদায়েতুল্লাহ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পেট্রল ঢেলে দেবরের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করা লতিফা বেগম (৪২) অবশেষে হার মানলেন। তিন দিন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার দুপুরে তিনি মারা যান।লতিফার ছেলে ফাহিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার মায়ের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পেট্রল ঢেলে দেবরের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করা লতিফা বেগম (৪২) অবশেষে হার মানলেন। তিন দিন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার দুপুরে তিনি মারা যান।লতিফার ছেলে ফাহিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার মায়ের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল।তিনি জানান, পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছিলেন।নবীনগর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



রাশিফল: মিলিয়ে নিন আপনার ভাগ্যে কী আছে আজ

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;সাধারণত রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

এ রাশি নিয়ে নানা ভাবনা, নানা মত রয়েছে। কেউ এটাকে বিশ্বাস করেন, আবার কেউ এসব মানতে চান না। কেউ আবার না মানলেও লুুকিয়ে দেখে নেন কি আছে ভাগ্যে। যা হোক; সেই তর্ক-বিতর্ক দূরে থাক, বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন না করে- দিনের শুরুতে চলুন মিলিয়ে নেয়া যাক- কেমন যাবে আজকের দিনটি?

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য।

আজ ১৯ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ, রোববার। আজকের দিন মিথুন রাশি। মিথুন রাশিরা শৃঙ্খলা বজায় রাখবে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):
চাকরিজীবীরা অফিসের কাজে বেশি করে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বসের সঙ্গে আপনার মিটিং হতে পারে এবং আপনার ওপর দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীদের আজ ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যয় বাড়তে পারে। আজ আপনার জ্বর হতে পারে কিংবা ঠান্ডা লাগতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ অফিসে কাজের চাপ থাকবে। কাজের প্রতি অবহেলা না করাই ভালো। অন্যথায় আপনার উন্নতির স্বপ্ন ভেঙে যেতে পারে। ব্যবসায়ীরা আজ আইনি সমস্যায় পড়তে পারেন। আজ প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার বাড়ির পরিবেশ শান্ত থাকবে।

​মিথুন রাশি (২১ মে-২০ জুন):
চাকরিজীবীদের আজকের দিনটি তেমন ভালো কাটবে না। আজ আপনি অফিসের রাজনীতির শিকার হতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত জাতকদের আজ ভালো আর্থিক লাভ হতে পারে। আপনার কোনও আটকে থাকা চুক্তিও সম্পন্ন হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভালো কাটবে। ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আজ আপনি আপনার পিতা মাতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। আবহাওয়া পরিবর্তনের সময় স্বাস্থ্যের অতিরিক্ত যত্ন নিন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):
চাকরিজীবীরা অফিসে কোনও সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ীরাও আজ বড় আর্থিক লেনদেনের সুযোগ পেতে পারেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো থাকবে না। সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার অর্থনৈতিক অবস্থা ও স্বাস্থ্য ভালো থাকবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের জন্য খুবই শুভ। আপনি যদি সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ অসাধারণ সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ কোনও কাজে বাধা আসতে পারে। তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। চাকরিজীবীদের অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সুস্বাস্থ্য বজায় রাখতে আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

​কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য ভুল করলেই আজ আপনার বড় ক্ষতি হতে পারে। চাকরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালোই কাটবে। কোনও বড় সমস্যা হবে না। তবে অতিরিক্ত কাজের চাপ এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধির কারণে আজ আপনি খুব ক্লান্ত অনুভব করবেন। সুস্বাস্থ্য বজায় রাখতে নিজের জন্যও সময় বের করার চেষ্টা করুন।

​তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
দাম্পত্য জীবনে সুখ থাকবে। আপনি জীবনসঙ্গীর সঙ্গে অনেক দিন পর খুব ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। হঠাৎ করে আপনার উপর কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

​বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
মানসিক চাপ এবং কাজের চাপ বৃদ্ধির কারণে আজকের দিনটি এই রাশির জাতকদের খুব একটা ভালো কাটবে না। চাকরিজীবীরা আজ অফিসে একসঙ্গে অনেক কাজ করা এড়িয়ে চলুন। এতে আপনার অনেক ভুল হতে পারে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাপড় ব্যবসায়ীরা আজ ভালো লাভ করতে পারেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো থাকবে না। অতিরিক্ত ব্যয় করা এড়িয়ে চলুন। যাদের কিডনির সমস্যা আছে তারা নিজেদের স্বাস্থ্যের অতিরিক্ত যত্ন নিন।

​ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই শুভ। চাকরিজীবীদের আজ অফিসে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। বস আপনাকে আজ কোনও কঠিন কাজ দিতে পারেন। আজ আর্থিক ক্ষতি হতে পারে। অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। আপনার ব্যক্তিগত জীবনে সুখ থাকবে। আপনি আপনার বাড়ির সদস্যদের সাপোর্ট পাবেন এবং পিতা-মাতার কাছ থেকে উপহারও পেতে পারেন। সুস্বাস্থ্য বজায় রাখতে জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বলে নিজের যত্ন নিতে ভুলবেন না। চাকরিজীবীরা অফিসে বসের কাছ থেকে কিছু পরামর্শ পেতে পারেন। আপনি যদি বিদেশে গিয়ে চাকরি করতে চান তাহলে আজ ভালো সুযোগ পেতে পারেন। আজ ব্যবসায় পতন এবং আর্থিক সংকট দেখা দিতে পারে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার ছোটো ভাই বা বোনের কাছ থেকে সুখবর পেতে পারেন।

​কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে এবং আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। বেসরকারি চাকরিজীবীরা আজ কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও ভালো অর্থ লাভ হতে পারে। আজ ব্যবসা বৃদ্ধিরও ভালো সুযোগ আসতে পারে। ব্যক্তিগত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনি আপনার গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্তে প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন।

​মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
ব্যবসায়ীদের ট্যাক্সের বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদেরকে পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই শুভ। ব্যক্তিগত জীবনে সুখ থাকবে। আজ আপনি আপনার ভাই বোনদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আপনার জীবনসঙ্গীর মেজাজ খুব একটা ভালো থাকবে না। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। অন্যথায় আপনার ক্ষতি হতে পারে।


আরও খবর

বিশ্ব যক্ষ্মা দিবস আজ

শুক্রবার ২৪ মার্চ ২০২৩

খেজুর খাবেন ইফতারে যে কারণে

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩




সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভবনের দুই মালিকসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি হারুন অর রশীদ।

আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ২২

গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও আ. মোতালেব মিন্টু। তাদের মধ্যে ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান ভবনের মালিক এবং অপরজন আ. মোতালেব মিন্টু ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক।

এর আগে ধসে পড়া একটি দোকানের মালিক আ. মোতালেব মিন্টুসহ বেশ কয়েকজনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল।


আরও খবর