
সেরাম ইনস্টিটিউট থেকে দেশে পোঁছেছে ৫০ লাখ টিকা
জ্যেষ্ঠ্য প্রতিবেদক:-
দেশে এল ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৫০ লাখ করোনার
টিকার চালান। সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
এ চালান এসে পৌঁছেছে।
এর আগে একই দিন সকাল সাড়ে ৮টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এ টিকা নিয়ে বাংলাদেশের
উদ্দেশে রওনা হয়। টিকা আসার পর বিমানবন্দর থেকে সরাসরি বেক্সিমকোর টঙ্গী গুদামে নিয়ে
যাওয়া হবে। পরে সরকারের চাহিদা অনুসারে বিতরণ করা হবে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি সভাপতি
নাজমুল হাসান পাপন বলেন, বেক্সিমকো বণিজ্যিকভাবে কোনো ভ্যাকসিন আনছে না। শুধু সরকারি
তালিকায় ওষুধ কোম্পানির নাম না থাকায় শুধু তাদের জন্যই ১০ লাখ ডোজ আনা হচ্ছে। এর বাইরে
কেবল বিজেএমইকে দেওয়া হতে পারে। তাছাড়া বাইরে বাণিজ্যিকভাবে এই টিকা বিক্রি হবে না।
তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা মেনে ৬৪ জেলায় সরবারহ করবে বেক্সিমকো।
কোথাও কোল্ড চেইন ব্রেক হয়নি সেটিও নিশ্চিত করবেন তারা।
সোমবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ঢাকায় এসেছে
অক্সফোর্ডের টিকার প্রথম চালান। এর আগে ২০ লাখ ডোজ টিকা ঢাকায় এলেও সেটি ছিল বাংলাদেশকে
দেওয়া ভারত সরকারের উপহার। এবার আসছে চুক্তিমতো ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা
৩ কোটি ডোজের প্রথম চালান। প্রতিবারে ৫০ লাখ করে ৬ দফায় ঢাকায় আসবে অক্সফোর্ডের এ টিকা।
এই টিকা সারাদেশে বিতরণের আগে সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র
নেওয়া হবে।
সোমবার (২৫ জানুয়ারি) করোনার টিকার জন্য করা রেজিস্ট্রেশন অ্যাপ আইসিটি
মন্ত্রণালয় হস্তান্তর করবে বলেও জানান তিনি।
এই বিভাগের আরও খবর

নৌকার মনোনয়ন প্রত্যাশী বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর খান

পটুয়াখালীতে ভাইয়ের সাথে সংঘর্ষ থামাতে গিয়ে বোন আহত

শাশুড়িকে নিয়ে পালিয়েছে জামাই, থানায় শ্বশুরের অভিযোগ

পশ্চিমগাঁও মাদরাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর ৬৩ তম বার্ষিক ওয়াজ

সম্পত্তির লোভে আপন ভাইকে হত্যার মিশনে ব্যর্থ মানিক-বেলাল, অনুসন্ধান অব্যাহত

কৃষি ও কৃষকের জন্য যা প্রয়োজন দিব : প্রধানমন্ত্রী

পরীক্ষা ছাড়াই অবশেষে ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

ক্ষমতা দীর্ঘস্থায়ীর ইচ্ছা প্রকাশ মিয়ানমার সেনাবাহিনীর

খুজ মিলছে অং সান সুচির

পাসপোর্টের দালালী করে অর্ধকোটি টাকার মালিক খন্দকার আজমল ওরফে বাবু

রহমতপুর শালিশ কমিটি এবং যাত্রাবড়ি থানার উদ্যোগে মাদক বিরোধী উঠান বৈঠক

রাজধানীতে প্রবাসীর স্ত্রীকে গনধর্ষনের অভিযোগে আদালতে মামলা

হঠাৎ করেই গরম হয়ে উঠেছে আলু-পেঁয়াজ, ডিম ও মুরগির বাজার

ক্রিকেটার নাসির হোসেন –তার বউ আলোচিত তামিমার বিরুদ্ধে মামলা

আর্ন্তজাতিক মাতৃভাষা উপলক্ষে আবৃত্তি, ছবি আকাঁ, নৃত্য প্রতিযোগিতা-২০২১

শিক্ষাসহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২১ শে ফেব্রুয়ারী নাকি ৮ ই ফাল্গুন?

উন্নয়নশীল দেশে উত্তরণের গৌরব নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী

২৭ মার্চ থেকে ভারতের ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন

একগুচ্ছ পংক্তিমালা’র জন্য কবিতা আহ্বান

অশ্লীলতাকে বর্জন করে যথার্থভাবে ইউটিউব চ্যানেল পরিচালিত হোক

ধর্মান্তরিত বিয়ে রুখতে উত্তর প্রদেশে ‘লাভ জিহাদ’ বিল পাস
