
পটুয়াখালীতে ভাইয়ের সাথে সংঘর্ষ থামাতে গিয়ে বোন আহত
রাসেল হোসেন নিরব, পটুয়াখালী প্রতিনিধি:-
পটুয়াখালী সদরের ২নং ওয়ার্ড কাটপট্টি এলাকায়
ভাইয়ের সাথে প্রতিপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়েছেন শারমিন আক্তার
লিমা(১৯) নামের এক তরুণী।
জানা যায়,পটুয়াখালী সদরের কাটপট্টি এলাকায় দীর্ঘদিন
ধরে পারিবারিক বিরোধ চলে আসছিলো সাইদ সিকদার এবং রাইসুল ইসলাম রাকিবের সাথে।সেই সুত্র
ধরে গত ৩০-০১-২০২১ ইং আনুমানিক রাত ৮.৩০ মিনিটের সময় রাইতুল ইসলাম রাকিব এবং সাইদ সিকদারের
সাথে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে ঘটনাস্থলে
লোকজন উপস্থিত হয়ে মারামারি থামাতে গেলে সাইদ সিকদারের বোন শারমিন আক্তারও সেখানে যায়,এবং
মাথায় মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হন।
তিনি এখন পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন
আছেন।এ ঘটনায় মেয়ের মা মোসাম্মাত বিলকিস বেগম বাদি হয়ে চারজনের নাম উল্লেখ পুর্বক মামলা
দায়ের করেন।মামলার আসামিরা হচ্ছেন,১ঃ রাইসুল ইসলাম রাকিব ২ঃআরিফুল ইসলাম বাপ্পি,৩ঃমোসাম্মাত
রুমা বেগম৪ঃ মোসাম্মত রাজিয়া বেগম।এদের মধ্যে মামলার ১নম্বর আসামি রাইসুল ইসলাম রাকিব
পুলিশ কর্তৃক গ্রেপ্তার হন।বাকি আসামিরা সেচ্ছায় আদালতে আত্বসমর্পন করলে বিজ্ঞ আদালত
আসামি পক্ষের আইনজীবী মাইনুল ইসলাম রুবেলের যুক্তিতর্কে সন্তুষ্ট হইয়া তিন আসামির জামিন
মঞ্জুর করেন।পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ আইনজীবি মাইনুল
ইসলাম রুবেল বলেন,পুর্ব সত্রুতার জেরে আমার মক্কেলদের ফাসানোর উদ্দেশ্যে সম্পুর্ন ভিত্তিহীন
একটা মামলা করা হয়েছে,আহত শারমিন আক্তার লিমা সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন,এখানে
কার লাঠির আঘাত তার মাথায় লেগেছে,সে সম্পর্কে কেউই নিশ্চিত না।এ ব্যাপারে মামলা চলছে,বিজ্ঞ
আদালত যুক্তিতর্ক বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত দিবেন বলে আমি বিশ্বাস করি।
এই বিভাগের আরও খবর

নৌকার মনোনয়ন প্রত্যাশী বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর খান

কবি নজরুল সরকারি কলেজ বাংলা সাহিত্য পরিবারের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে ভাইয়ের সাথে সংঘর্ষ থামাতে গিয়ে বোন আহত

ডেমরায় পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যুবতীকে কৌশলে ধর্ষন

শাশুড়িকে নিয়ে পালিয়েছে জামাই, থানায় শ্বশুরের অভিযোগ

পশ্চিমগাঁও মাদরাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর ৬৩ তম বার্ষিক ওয়াজ

মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে করোনার টিকা নিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী

কৃষি ও কৃষকের জন্য যা প্রয়োজন দিব : প্রধানমন্ত্রী

পরীক্ষা ছাড়াই অবশেষে ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

সম্পত্তির লোভে আপন ভাইকে হত্যার মিশনে ব্যর্থ মানিক-বেলাল, অনুসন্ধান অব্যাহত

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে রোববার

ক্ষমতা দীর্ঘস্থায়ীর ইচ্ছা প্রকাশ মিয়ানমার সেনাবাহিনীর

জাজিরায় পুলিশের উপস্থিতিতে গুলিকরে একজনকে হত্যা

খুজ মিলছে অং সান সুচির

পাসপোর্টের দালালী করে অর্ধকোটি টাকার মালিক খন্দকার আজমল ওরফে বাবু

মীর আনিস ও রেজাউলের মাধ্যমে ট্রাফিক পুলিশের কৌশলী ও বেপরোয়া চাঁদাবাজি

ভাষা শহীদদের স্মরনে অসহায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

খোন্দকার ইব্রাহিম খালেদ এর মৃত্যুতে গভীর শোক

এক বছর পর বিদেশের মাটিতে পা রাখল টাইগাররা

পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ

ক্রিকেটার নাসির হোসেন –তার বউ আলোচিত তামিমার বিরুদ্ধে মামলা

ডেমরা থানার আলোচিত স্কুল ছাত্রী মিম অপহরন মামলার প্রধান আসামী ইমন গ্রেফতার
