
পাসপোর্টের দালালী করে অর্ধকোটি টাকার মালিক খন্দকার আজমল ওরফে বাবু
স্টাফ রিপোর্টারঃ
ঢাকা ও নারায়নগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কুখ্যাত দালাল খন্দকার আজমল ওরফে বাবু পাসপোর্টের দালালী করে অর্ধ কোটি টাকার মালিক বনে গেছেন।অনেকদিন ধরেই পাসপোর্ট অফিসে দালালী ও আদম ব্যাবসা করে করে শক্ত একটি সিন্ডিকেট তৈরি করে একচ্ছত্র আধিপত্য কায়েম করেই তিনি নানা অপকর্মের মাধ্যমে এসব অর্থ রোজগার করেছেন।তার সাথে পাসপোর্ট অফিসের অসৎ কিছু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাযোশ রয়েছে বলেও জানা গেছে।পাসপোর্ট অফিসের দালালী করে ও হাজারো অপকর্মের পরেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন তিনি।টাকা ছাড়া কাজ হয় না ঢাকা সহ নারায়নগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সেবা নিতে আসা মানুষের কাছ থেকে এসব অফিসগুলোকে বেড়াজালে ঘিরে রেখেছে দালাল চক্রটি। এর মধ্যে রয়েছে এসব অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী, আনসার সদস্য,আর বাদবাকিরা ‘দালাল’ হিসেবে পরিচিত। এরাই মূলত নিয়ন্ত্রণ করে অফিসগুলো।
চক্রটি দপ্তরের প্রধান কর্তাদের আশীর্বাদপুষ্ট বলে অভিযোগ রয়েছে। ওই কর্মকর্তারা চক্রের সদস্যদের নানা সময়ে আশ্রয় পশ্রয় দিয়ে থাকেন। যাদের মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবান হন বলে অভিযোগ পাওয়া গেছে।পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা গ্রাহকগন কখনোই এসব দালালদের জাঁলছিন্ন করে সরাসরি সেবা নিতে পারে না।সরকারী ফি এর চাইতেও অতিরিক্ত আরো ৫৫০০ টাকা দালাল চক্রকে দিতে হয়।এসব অতিরিক্ত টাকার ভাগ পাসপোর্টের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ ভেরিফিকেশন বাবদ কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের কাছে তারা পৌছে দিয়ে বাকী টাকা দালাল খন্দকার আজমল ওরফে বাবু সহ সিন্ডিকেটের মধ্যে ভাগাভাগি হয়।সরেজমিনে সংবাদ কর্মীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস নারয়নগঞ্জ গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে বিষয়টির সত্যতা জানতে পারেন।এ বিষয়ে নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক দোকানদার ব্যাক্তির কাছ থেকে জানা যায় নারায়নগঞ্জ পাসপোর্ট অফিসের সবচাইতে বড় কুখ্যাত দালাল খন্দকার আজমল ওরফে বাবু সহ,(১) দালাল রফিক (২) দালাল সুমন চক্রবর্তী (৩) দালাল রিফাত (৪) দালাল সহিদুল (৫) দালাল শুভ (৬) দালাল শাওন (৭) দালাল রিয়াজ (৮) দালাল মুসা সহ আরো অনেকেই চালিয়ে যাচ্ছে এসব অবৈধ অপরাধমুলক কর্মকান্ড।এজন্য তাদের দালাল সিন্ডিকেটের সকল সদস্য মিলে ফতুল্রা থানা পুলিশ ও নারায়নগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) কে ম্যানেজ করেই চালিয়ে যাচ্ছে এসব অপরাধমুলক কর্মকান্ড।এদের মধ্যে অনেকেই একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পরলেও পুলিশকে উৎকোচ দিয়ে অধরা থেকে যায় দালাল খন্দকার আজমল ওরফে বাবু ।খন্দকার আজমল ওরফে বাবু পাসপোর্টের দালালী এবং আদম ব্যাবসা করে অবৈধভাবে অর্থ উপার্জন করে এবং নামে বেনামে রয়েছে তার অনেক ডিপোজিট।কিছুদিন পুর্বে নারয়নগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংবাদ কর্মীরা দালালদের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে পাসপোর্ট অফিসের কুখ্যাত দালাল ও একাধিক মামলার আসামী আজমল ওরফে বাবু ,শাওন সহ বেশ কয়েকজন দালাল মিলে সংবাদ কর্মীদের উপড় অতর্কিত হামলা চালায়।সেই বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।তখন ফতুল্লা থানা পুলিশ ও নারায়নগঞ্জ গোয়েন্দা পুলিশ(ডিবি) অভিযানে কিছুদিন দালালদের তৎপরতা দেখা যায়নি, কিন্ত সাম্প্রতিক সময়ে দালালদের তৎপরতা অস্বাভাবিক মাত্রায় বেড়েগেছে।পাসপোর্ট অফিসের আসপাশের ভবনগুলোতে এবং আসপাশের দোকানগুলো দালালদের আখড়ায় পরিনত হয়েছে।পাসপোর্ট অফিসের পশ্চিম পাশে কে.এম.এস গার্ডেন সিটি এবং টি.পি.এল কমপ্লেক্স নামক ভবন দুটোয় দালালদের ব্যাক্তিগত অফিস গড়ে উঠেছে।এসব অফিস থেকেই দালালদের কার্যক্রম এবং গ্রাহকদের কাছে সরবরাহ হচ্ছে সরকারী পাসপোর্ট।বিষয়টি খতিয়ে দেখতে সরকারের সর্বস্তরের প্রসাশনসহ আইনশৃঙ্খলা বাহিনী সহ নারায়নগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ প্রয়োজন।
এই বিভাগের আরও খবর

নৌকার মনোনয়ন প্রত্যাশী বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর খান

কবি নজরুল সরকারি কলেজ বাংলা সাহিত্য পরিবারের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে ভাইয়ের সাথে সংঘর্ষ থামাতে গিয়ে বোন আহত

ডেমরায় পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যুবতীকে কৌশলে ধর্ষন

শাশুড়িকে নিয়ে পালিয়েছে জামাই, থানায় শ্বশুরের অভিযোগ

পশ্চিমগাঁও মাদরাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর ৬৩ তম বার্ষিক ওয়াজ

মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে করোনার টিকা নিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী

কৃষি ও কৃষকের জন্য যা প্রয়োজন দিব : প্রধানমন্ত্রী

পরীক্ষা ছাড়াই অবশেষে ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

সম্পত্তির লোভে আপন ভাইকে হত্যার মিশনে ব্যর্থ মানিক-বেলাল, অনুসন্ধান অব্যাহত

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে রোববার

ক্ষমতা দীর্ঘস্থায়ীর ইচ্ছা প্রকাশ মিয়ানমার সেনাবাহিনীর

জাজিরায় পুলিশের উপস্থিতিতে গুলিকরে একজনকে হত্যা

খুজ মিলছে অং সান সুচির

পাসপোর্টের দালালী করে অর্ধকোটি টাকার মালিক খন্দকার আজমল ওরফে বাবু

মীর আনিস ও রেজাউলের মাধ্যমে ট্রাফিক পুলিশের কৌশলী ও বেপরোয়া চাঁদাবাজি

ভাষা শহীদদের স্মরনে অসহায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

খোন্দকার ইব্রাহিম খালেদ এর মৃত্যুতে গভীর শোক

এক বছর পর বিদেশের মাটিতে পা রাখল টাইগাররা

পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ

ক্রিকেটার নাসির হোসেন –তার বউ আলোচিত তামিমার বিরুদ্ধে মামলা

ডেমরা থানার আলোচিত স্কুল ছাত্রী মিম অপহরন মামলার প্রধান আসামী ইমন গ্রেফতার
