

কৃষি আইনের প্রতিবাদে ভারতে শিখ পুরোহিতের আত্মহত্যা
আন্তর্জাতিক
ডেস্ক:
ভারতে কৃষি আইনের প্রতিবাদে চলমান আন্দোলনে যোগ দেয়া এক শিখ পুরোহিত আত্মহত্যা করেছেন। হরিয়ানার গুরুদুয়ারার পুরোহিত বাবা রাম সিং বুধবার সন্ধ্যায় নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
তবে আত্মহত্যার কারণ হিসেবে তিনি সরকারকে দায়ী করে গেছেন। ‘‘কৃষকদের কষ্টে এবং
সরকারের অবিচারের’’ প্রতিবাদে তিনি আত্মহত্যা করেছেন বলে সুইসাইড নোট লিখে গেছেন।
এনডিটিভি জানায়, কৃষি আইন বাতিলের প্রতিবাদে গত ২১ দিন ধরে আন্দোলন
করছেন ভারতের লাখ লাখ কৃষক। পুরোহিত বাবা রাম সিংও যোগ দেন এই আন্দোলনে। কুন্দির
দিল্লি-সনিপাত সীমান্তে অবস্থান করছিলেন ৬৫ বছরের রাম সিং। কৃষকদের আন্দোলনের
উৎসভূমি সিঙ্গু সীমান্তের দুই কিলোমিটারের মধ্যেই অবস্থান ছিল রাম সিংয়ের।
কিন্তু বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করেন তিনি। আত্মহত্যার আগে রাম
সিং তার ক্ষোভের কথা লিখে গেছেন। তিনি লিখেছেন, ‘কৃষকদের অধিকার আদায়ের যুদ্ধের
কষ্ট আমি অনুভব করি। আমি তাদের কষ্ট ভাগ করে নিয়ছি, কারণ সরকার তাদের সাথে
ন্যায়বিচার করছে না। অন্যায় করা যেমন পাপ, তেমনি অন্যায় সহ্য করাও পাপ। কৃষকদের
সমর্থনের কারণে অনেকেই সরকারের কাছ থেকে প্রতিদান পেয়েছেন। আমি নিজেকে উৎসর্গ করার
সিদ্ধান্ত নিয়েছি।
ডেপুটি পুলিশ কমিশনার শ্যামলাল পুনিয়া রাম সিংয়ের আত্মহত্যার
বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গাড়ির ভেতরে নিজের শরীরে গুলি চালান রাম সিং।
এরপর তাকে দ্রুত পানিপথের পার্ক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাম সিংয়ের অনুসারীরা জানিয়েছেন, শুক্রবার কারানলে তার শেষকৃত্য
অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরও খবর

অবহেলা নয় সাংবাদিকতায় গুরুত্ব দিন

প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর কথা শুনে স্বামীর মৃত্যু!পাশাপাশি চিরশায়িত হলেন তারা

ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই স্কুলছাত্রীর মৃত্যু : ময়নাতদন্ত রিপোর্ট

কুমিল্লা ব্রাম্মনপাড়া চান্দলা গ্রাম কে বদলে দিতে কাজ করছে চান্দলা প্রবাসী শ্রমজীবী সমবায় সমিতি

ডেমরায় সন্ত্রাসী কিশোর গ্যাং সাঈদ বাহিনীর হামলা লুটপাটের ঘটনায় আহত ৪, গ্রেফতার ৩

কেটিভি বাংলার চেয়ারম্যান মামুনুর হাসান টিপু’কে কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব এর সংবর্ধনা

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

কেটিভি বাংলা’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

১৯৭১ থেকে ২০২১ রাষ্ট্রের বয়স যখন ৫০ বছর ক্যালেন্ডারে হুবহু মিল

এইচএসসির ফলাফল বিষয়ে মঙ্গলবার কথা বলবেন শিক্ষামন্ত্রী

অনুষ্ঠিত হয়ে গেলো কেটিভি বাংলা’র ৪র্থ বর্ষপূতি

কে কাকে বিয়ে করবে এটা অন্যকেউ কেন নির্ধারন করে দিবে ?

প্রকৃত সুন্দরী স্ত্রী সে যে জান্নাতের কাছে পৌঁছে দেয়: সানা খানের স্বামী

পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বামীর বিরুদ্ধে নির্বাচন করছেন স্ত্রী

জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় খুলনা জেলা পরিষদের উদ্যােগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন

অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করায় কাদের মির্জার অনশন

পুর্ব-পশ্চিম রহমতপুর উন্নয়ন ও শালিশ কমিটির বিরুদ্ধে মাদক সেবীদের তৎপরতা

ব্যাংক বীমা শিল্প অর্থনীতির সেরা পত্রিকার সম্মাননায় ভূষিত

ইউপি নির্বাচনকে সামনে রেখে নলতায় মতবিনিময় করলেন তুফান নলতা

বড় রঘুনাথপুর গ্রামের আমজেদ শরীফের মৃত্যুতে শোক
