
একঝাঁক তরুন,মেধাবী এবং সিনিয়র সাংবাদিকদের নিয়ে কদমতলী থানা প্রেসক্লাবের নতুন কমিটি
সোহরাওয়ার্দীঃ
ঢাকার প্রবেশপথে অবস্থিত কদমতলী থানা। এ থানার নামানুসারেই ক্লাবটির নামকরণ করা হয় কদমতলী থানা প্রেসক্লাব। এ ক্লাবটি ২০১৩ সালে একঝাক মেধাবী সাংবাদিকদের নিয়ে পথচলা শুরু করে সেই থেকে আজ-পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এই ক্লাবটির কার্যক্রম। দীর্ঘদিন পর পুরাতন কমিটি বিলুপ্ত ঘোঘনা করে অনেক যাচাই-বাচাইয়ের মধ্য দিয়ে গত ১লা জানুয়ারী ২০২১ সকল সদস্যের উন্মুক্ত মতামতের ভিত্তিতে নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। নতুন সদস্যদের নিয়ে একটি শপথ বাক্য পাঠ করানো হয়, উক্ত শপথ বাক্যে উল্লেখ থাকে যে, “চলবো ন্যায়ের পথে, লিখবো অন্যায়ের বিরুদ্ধে এবং পাশে থাকবো নির্যাতিত মানুষের”।
কদমতলী থানা প্রেসক্লাব নতুন বছরে নতুন পথে, পুরোনো দিনের সকল গ্লানী মুছে দিয়ে নতুন বছরে এক ঝাঁক দূরন্ত সাহসী মেধাবী গণমাধ্যম কর্মী এবং বিশেষ ব্যক্তিদের মিলনে, সত্য ও ন্যায়ের শপথ নিয়ে কদমতলী থানা প্রেসক্লাব নতুন করে পথ চলা শুরু করে। গত ০২/০১/২০২১ রোজ শনিবার বিকাল ৩টা থেকে কদমতলী থানার মেরাজনগরে এক ঝাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কদমতলী থানা প্রেসক্লাব এর নতুন কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে সকল সদস্য ও অনেক গণ্যমান্য ব্যক্তি ও সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সকল সদস্যের স্বাধীন মত প্রকাশ ও কন্ঠ ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সদস্যদের কণ্ঠ ভোটে সংগঠনটির সভাপতি নির্বাচিত হন বিবিসি একাত্তর টিভির চেয়ারম্যন এস এইচ শিবলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশ সাংবাদিক ফোরামের মহাসচিব মাহমুদুল হাসান।
কদমতলী থানা প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সভা শেষে বলেন, “প্রেসক্লাব সাংবাদিকদের প্রানের ঠিকানা। ঐতিহ্যবাহী কদমতলী প্রেসক্লাবের সাথে যুক্ত হতে পেরে আমরা সত্যি গর্বিত। স্বাধীনতা সংগ্রাম সহ প্রতিটি গনতান্ত্রিক ও সামাজিক আন্দোলনে সাংবাদিকদের সাহসী ভুমিকা রয়েছে। তথ্য – প্রযুক্তির যুগে পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে। কদমতলী থানা প্রেসক্লাবের প্রতিভাবান সাংবাদিকগন যারা নির্বাচিত হয়েছেন সবাই দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পেশাগত কর্ম দক্ষতা দিয়ে জীবনকে সাজাবেন তাদের জন্য পুষ্পমালা হাতে দাড়িয়ে থাকবো। সাংবাদিকের কান হরিণের মতো সতর্ক থাকবে, ডাক্তার যেমন রোগী নিয়ে সতর্ক। সাংবাদিক দেশ সমাজ এবং আইনশৃংখলা বাহিনীর সহযোগী হিসেবে সেবা দিয়ে আসছে। এর পবিত্রতা নিয়ে খেয়াল রাখতে হবে। “
কদমতলী থানা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি এস এইচ শিবলী সভা শেষে আহ্বান জানান, “আসুন আমরা কদমতলীর সকল সাংবাদিক মিলে মিশে গড়ে তুলি ভালোবাসার সোপান, তৈরী করি শক্ত সেতু বন্দন। ভুলে যাই সকল হিংসা, রচনা করি ঐক্যের মজবুত ঢাল।“
এই বিভাগের আরও খবর

নৌকার মনোনয়ন প্রত্যাশী বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর খান

পটুয়াখালীতে ভাইয়ের সাথে সংঘর্ষ থামাতে গিয়ে বোন আহত

শাশুড়িকে নিয়ে পালিয়েছে জামাই, থানায় শ্বশুরের অভিযোগ

পশ্চিমগাঁও মাদরাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর ৬৩ তম বার্ষিক ওয়াজ

কৃষি ও কৃষকের জন্য যা প্রয়োজন দিব : প্রধানমন্ত্রী

পরীক্ষা ছাড়াই অবশেষে ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

সম্পত্তির লোভে আপন ভাইকে হত্যার মিশনে ব্যর্থ মানিক-বেলাল, অনুসন্ধান অব্যাহত

ক্ষমতা দীর্ঘস্থায়ীর ইচ্ছা প্রকাশ মিয়ানমার সেনাবাহিনীর

খুজ মিলছে অং সান সুচির

পাসপোর্টের দালালী করে অর্ধকোটি টাকার মালিক খন্দকার আজমল ওরফে বাবু

রহমতপুর শালিশ কমিটি এবং যাত্রাবড়ি থানার উদ্যোগে মাদক বিরোধী উঠান বৈঠক

রাজধানীতে প্রবাসীর স্ত্রীকে গনধর্ষনের অভিযোগে আদালতে মামলা

হঠাৎ করেই গরম হয়ে উঠেছে আলু-পেঁয়াজ, ডিম ও মুরগির বাজার

ক্রিকেটার নাসির হোসেন –তার বউ আলোচিত তামিমার বিরুদ্ধে মামলা

আর্ন্তজাতিক মাতৃভাষা উপলক্ষে আবৃত্তি, ছবি আকাঁ, নৃত্য প্রতিযোগিতা-২০২১

শিক্ষাসহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

২১ শে ফেব্রুয়ারী নাকি ৮ ই ফাল্গুন?

উন্নয়নশীল দেশে উত্তরণের গৌরব নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী

২৭ মার্চ থেকে ভারতের ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন

একগুচ্ছ পংক্তিমালা’র জন্য কবিতা আহ্বান

অশ্লীলতাকে বর্জন করে যথার্থভাবে ইউটিউব চ্যানেল পরিচালিত হোক

ধর্মান্তরিত বিয়ে রুখতে উত্তর প্রদেশে ‘লাভ জিহাদ’ বিল পাস
