
ধর্ষনের চেষ্টা মামলার আসামী জামিনে মুক্তি পেয়ে বাদিকে প্রাণ নাশের হুমকি
বজলুর রহমান:
রাজধানীর ডেমরা থানাধীন বাঁশেরপুল বায়তুল মোকাদ্দেস জামে মসজিদ রোডের বাসিন্দ গত ৮/০৩/২০২১ইং তারিখ এক গৃহবধু ধর্ষনের চেষ্টার শিকার হন ঐ গৃহ বধুর পিতার নাম মৃত: মিরাজ হাওলাদার মাতার নাম: নাসিমা বেগম। ঐ ভোক্তভোগী নারী দিশে হারা হয়ে গত ১৮/০৩/২০২১ইং তারিখে ডেমরা থানার ধর্ষনের চেষ্টা মামলা করেন মামলা নং-৪১ উক্ত মামলার আসামী মোঃ মনিরুজ্জামান স্বাধীন ওরফে খলিফা (৩৮) পিতা: মোঃ আব্দুল রাজ্জাক খলিফা,মাতা: রাজিয়া বেগম। মনিরুজ্জামান স্বাধীন ওরফে খলিফা কে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। আসামী আদালত থেকে জামিনে এসে মামলার বাদিকে মামলা তুলে নিতে বলে আর যদি মামলা তুলে না নেয়া হয় তাহলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রধান করেন। মামলার বাদি দিশে হারা হয়ে গত ০১/০৪/২০২১ইং তারিখে ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নং-৩৩। সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়েছে ধর্ষনের চেষ্টা মামলার আসামী ও তার সহ যোগি আব্দুল রহিম পিতা: অজ্ঞাত এরা বাদির বাসায় এসে মামলা তুলে নিতে বলেন এমন কি নানা ধরনের হুমকি প্রধান করে চলে যায়।
ডেমরা থানা সূত্রে জানা গেছে ধর্ষনের চেষ্টা মামলার আসামী মনিরুজ্জামান স্বাধীন ওরফে খলিফা। আইন শৃংখলা বাহেনীর কাছে বড় ধরণের একজন মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে রামপুরা থানার মামলা নং-৩৭/১৩১ তারিখ ৩০ মার্চ ২০১৯, খিলগাঁও থানার মামলা নং-১৭/৫৬০ তারিখ ৭ আগষ্ট ২০১৮ইং, পিরোজপুর, মঠবাড়িয়া থানার মামলা নং-২২ তারিখ ১১ নভেম্বর ২০১১, সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিশ থানার মামাল নং-৩ তারিখ ১৭ এপ্রিল ২০১৭, মাদক মামলা গুলোতে জামিনে
আছেন বলে নিরচীত করেছেন তার আইনজীবি। গোপন সংবাদে ভিত্তিতে জানা গেছে মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান স্বাধীন ওরফে খলিফা এদের একটি সংঘদ্ধ চক্র রয়েছে এরা হিলি বর্ডার, সাতক্ষীরা, যশোর, নটবেঙ্গল এবং দিনাজপুর সহ পার্শ ভর্তী রাষ্ট্র ভারতের বর্ডার হইতে মাদক ফেন্সিডিল সর্বরহ করে তা ঢাকা সহ বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে এই মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে আরো জানা গেছে এই মাদক ব্যবসায়ী সেন্টিগেট দের একটি শক্তিশালী মহল ছত্রছায়া দিয়ে আসছে।সিন্ডিকেটের সদস্যদের মধ্যে কেউ যদি কোথাও মাদকসহ আইন শৃংখলা বাহেনীর কাছে গ্রেপ্তার হন তাদের আদালত হইতে জামিনে মুক্তি করায় জরুরী ভিত্তিতে।এ বিষয়ে ডেমরা থানায় ধর্ষনের চেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জহিরুল এর সাথে কথা বলে তিনি জানান মনিরুজ্জামান স্বাধীন ওরফে খলিফা কে এক মহিলাকে ধর্ষনের চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তদন্ত করতে গিয়ে দেখি সে এক জন কুখ্যাত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। এ বিষয়ে ধর্ষনের চেষ্টা মামলার বাদির সাথে কথা বললে তিনি সাংবাদ কর্মীদের জানায় আমার মামলার আসামী আদালত হইতে জামিনে এসে তার বন্ধুরেন নিয়ে আমার বাসায় আসে এবং আমাকে মামলা তুলে নিতে বলে যদি মামলা তুলে না নেই তাহলে আমাকে হত্যা করে লাশ বুড়িগঙ্গা নদীতে বাসিয়ে দিবেন এমনই হুমকি দেয় আসামী ও তার সাথে থাকা লোকজনরা তাই
আমি দিশে হারা হয়ে ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। কারণ আমার স্বামী একজন ড্রাইভার সে সব সময় বাসায় থাকেন না বাসায় আমি একাই থাকি আসামীরা আমার বড় ধরনের ক্ষতি সাধণ করতে পারে।
এই বিভাগের আরও খবর

দায়রকৃত ষড়যন্ত্রমুলক মামলাটির সুষ্ঠ তদন্ত দাবী আদর্শ জনকল্যান সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকের

কাল থেকে লকডাউন : প্রজ্ঞাপনে ১১টি নির্দেশনা

গণপরিবহনে নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি , ভাড়া দ্বিগুণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে ঢাকায় নরেন্দ্র মোদি

ধর্ষনের চেষ্টা মামলার আসামী জামিনে মুক্তি পেয়ে বাদিকে প্রাণ নাশের হুমকি

করোনা মোকাবেলায় ট্রাফিক-ডেমরা জোনের মাস্ক বিতরন

একদিনে সর্বোচ্চ ৬৮৩০ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৫০

সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন, খোলা থাকবে শিল্পকারখানা

লকডাউনে রাজধানীতে যাত্রীবাহী বাস ছাড়া চলছে সবধরনের গাড়ি

নাকে সরিষার তেল দিন ও গরম পানির ভাপ নিন: প্রধানমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে এক কোটি পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার

গোলাম সারোয়ার কবির এর করোনা মুক্তির জন্য দোয়া চাইলেন শান্তনুর খান শান্ত

পশ্চিমবঙ্গ নির্বাচন: রাত পোহালেই নন্দীগ্রামে ভোট

পুরো ঢাকা শহরকে হাসপাতাল করলেও করোনা রোগী রাখার জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

এমপি কাজী মনিরুল ইসলাম মনুর সুস্থতার জন্য দোয়া চাইলেন-ডেমরার জয়নাল হাজারী

শিবচর উজেলার কাঠাঁলবাড়ি ইউনিয়নের কিশোর লাবিব মিয়া হত্যাকারীদের গ্রেফতারে গড়িমসি

৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুসুদ্দিন ভূইয়া সেন্টুর পিতা আব্দুর রহিম ভুইয়া মারা গেছেন

তিতাস গ্যাসের জোবিঅ-সোনারগাঁও ব্যবস্থাপক প্রকৌ: মোঃ মেজবাউর রহমানের দুর্নীতির আদ্যপান্ত

ট্রাফিক-ডেমরা জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ

সারিয়াকান্দিতে ১৩ বছরের কিশোরীকে অপহরণ করে ধর্ষণ!

দায়রকৃত ষড়যন্ত্রমুলক মামলাটির সুষ্ঠ তদন্ত দাবী আদর্শ জনকল্যান সংগঠনের সভাপতি সাধারন সম্পাদকের

৮ দিনের কঠোর লকডাউন শুরু
