
বিভিন্ন ক্ষেত্রে অবদানের এবছর একুশে পদক পেলেন ২১ গুণীজন
নিজস্ব প্রতিবেদক:-
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২১) একুশে পদক পেয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পদক তুলে দেন।
এ বছর ভাষা আন্দোলনে তিনজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে তিনজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে তিনজন এবং সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও সমাজসেবায় একজনকে একুশে পদক দেয়া হয়েছে।
পদক বিজয়ীরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছ থেকে নিজ নিজ পদক গ্রহণ
করেন এবং মরণোত্তর একুশে পদক বিজয়ীদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা এই পদক গ্রহণ
করেন।
ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ পদক পেয়েছেন মোতাহার হোসেন
তালুকদার (মরণোত্তর)। মোতাহার হোসেনের পুত্রবধূ জান্নাত আরা সিদ্দিকী পদক গ্রহণ
করেন।
এছাড়া ভাষা আন্দোলনে শামছুল হক (মরণোত্তর) এবং অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমেদ (মরণোত্তর) পদক পেয়েছেন। শামছুর হকের ছেলে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো. শরীফ আহমেদ এবং আফসার উদ্দীনের মেয়ে শারমীনা পারভীন পদক গ্রহণ করেন।
শিল্পকলায় পদক পেয়েছেন পাপিয়া সরোয়ার (সংগীত), রাইসুল ইসলাম আসাদ
(অভিনয়), সালমা বেগম সুজাতা (অভিনয়), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দিন
জাকী (চলচ্চিত্র), ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি) ও পাভেল রহমান (আলোকচিত্র)।
মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক,
বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর) পদক পেয়েছেন। সৈয়দা ইসাবেলার ছেলে
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার পদক গ্রহণ করেন।
এছাড়া সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক ড. সমীর কুমার
সাহা, শিক্ষায় মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় অধ্যাপক
কাজী কামরুজ্জামানের হাতে একুশে পদক তুলে দেয়া হয়।
ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী, গোলাম মুরশিদ পদক
নিয়েছেন।
পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি
সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেয়া হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা
একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে
থাকে।
অনুষ্ঠানে পদকপ্রাপ্ত সুধীজনে নাম ঘোষণা ও পরিচিতি পাঠ করেন
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক
মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন।
এই বিভাগের আরও খবর

নৌকার মনোনয়ন প্রত্যাশী বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর খান

কবি নজরুল সরকারি কলেজ বাংলা সাহিত্য পরিবারের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে ভাইয়ের সাথে সংঘর্ষ থামাতে গিয়ে বোন আহত

ডেমরায় পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যুবতীকে কৌশলে ধর্ষন

শাশুড়িকে নিয়ে পালিয়েছে জামাই, থানায় শ্বশুরের অভিযোগ

পশ্চিমগাঁও মাদরাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর ৬৩ তম বার্ষিক ওয়াজ

মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে করোনার টিকা নিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী

কৃষি ও কৃষকের জন্য যা প্রয়োজন দিব : প্রধানমন্ত্রী

পরীক্ষা ছাড়াই অবশেষে ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

সম্পত্তির লোভে আপন ভাইকে হত্যার মিশনে ব্যর্থ মানিক-বেলাল, অনুসন্ধান অব্যাহত

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে রোববার

ক্ষমতা দীর্ঘস্থায়ীর ইচ্ছা প্রকাশ মিয়ানমার সেনাবাহিনীর

জাজিরায় পুলিশের উপস্থিতিতে গুলিকরে একজনকে হত্যা

খুজ মিলছে অং সান সুচির

পাসপোর্টের দালালী করে অর্ধকোটি টাকার মালিক খন্দকার আজমল ওরফে বাবু

মীর আনিস ও রেজাউলের মাধ্যমে ট্রাফিক পুলিশের কৌশলী ও বেপরোয়া চাঁদাবাজি

ভাষা শহীদদের স্মরনে অসহায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

খোন্দকার ইব্রাহিম খালেদ এর মৃত্যুতে গভীর শোক

এক বছর পর বিদেশের মাটিতে পা রাখল টাইগাররা

পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ

ক্রিকেটার নাসির হোসেন –তার বউ আলোচিত তামিমার বিরুদ্ধে মামলা

ডেমরা থানার আলোচিত স্কুল ছাত্রী মিম অপহরন মামলার প্রধান আসামী ইমন গ্রেফতার
