English Version

বার্সার দলগত অনুশীলনে প্রাণবন্ত মেসি

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১১, ২০২০, ৭:১২ পূর্বাহ্ণ


   স্পোর্টস রিপোর্টার

বার্সেলোনার হয়ে দলগত অনুশীলনে প্রাণবন্ত ছিলেন লিওনেল মেসি।

 

বুধবার বিকেলে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন সেশনে অংশ নেন বার্সায় অন্তত এক মৌসুমে থেকে যাবার সিদ্ধান্ত নেয়া মেসি।

ক্যাম্প বর্জন করা মেসি অনুশীলন শুরুর আগে করোনা পরীক্ষা করান। রিপোর্ট নেগেটিভ আসলে সোমবার -মঙ্গলবার ব্যক্তিগত অনুশীলন করলেও এবার দলীয় অনুশীলনে যোগ দিলেন এলএমটেন।

অনুশীলনে প্রাণবন্ত মেসি ছিলেন হাস্যোজ্জ্বল। মেসির সঙ্গে অনুশীলনে ফিরেছেন ফিলিপ্পে কুটিনিহো, সার্জিয় বুসকেটস, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতি।

জাতীয় দলের হয়ে নেশন্স লিগে অংশ নেয়া অনেকেই এদিন যোগ দেন বার্সার অনুশীলনে।১২ সেপ্টেম্বর লা লিগা শুরু হলেও ভেন্যু জটিলতায় মেসিদের প্রথম ম্যাচ ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে।

তবে শনিবার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জিমনাস্টিক ডি তেরাগোনার বিপক্ষে মাঠে নামবে কাতালানরা।

সেই ম্যাচে কি থাকবেন মেসি? নাকি প্রাক মৌসুমে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না বার্সা, এমন প্রশ্নও ঘুরে ফিরছে।

এই বিভাগের আরো খবর

প্রকাশকঃ
মোঃ মামুনুর হাসান (টিপু)

ভারপ্রাপ্ত সম্পাদক:
খন্দকার আমিনুর রহমান

বার্তা সম্পাদকঃ
সোরওয়ার্দী মিয়া

৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়া পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৯৩৩১৩৯৪, ৯৩৩১৩৯৫, নিউজ রুমঃ 015-35773314 - 013-18515080
ই-মেইল: khoborprotidin24.com@gmail.com

.::Developed by::.
Great IT